প্রিয় যশোর

প্রিয় যশোর আপনাকে স্বাগত, আমাদের যশোর শহর ভালো লাগলে লাইক ফলো করে দিন 🥰🖤
(1)

এই পেজটি শুধুমাএ যারা যশোর কে ভালোবাসে তাদের জন্য,, যারা যশোর ছেড়ে দূরে আছেন তাদের প্রতি রইলো প্রিয় যশোর পেজের pokke জানাই শুভেচ্ছা,,, আপনারা আমাদের সাথে থাকবেন,,,

এক বউয়ের দুই স্বামী..ফলাফল বউ তুমি কার বলে দাও..যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী। এক নারীকে নি...
23/09/2025

এক বউয়ের দুই স্বামী..ফলাফল বউ তুমি কার বলে দাও..
যশোরে রীতিমতো নাটকের জন্ম দিয়েছেন এক নারী ও তার দুই স্বামী। এক নারীকে নিয়ে দুই পুরুষের প্রকাশ্যে এই টানাহেঁচড়া দেখতে সেখানে ভিড় জমিয়েছিল উৎসুক জনতা। এই দৃশ্য দেখে অনেকেই মন্তব্য করেন, এ যেন বিখ্যাত গানের সেই লাইন, বিধি তুমি বলে দাও আমি কার, একটি মানুষ দুইটি মনের দাবিদার।মঙ্গলবার দুপুরে যশোর কোতোয়ালি থানা চত্বরে এই ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করে।

জানা যায়, ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী, যার সঙ্গে সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। এই সংসারে তাঁদের এক ছেলে ও এক মেয়ে আছে। কিন্তু সেই সাজানো সংসার ছেড়ে সীমা অধিকারী সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, বিকাশ অধিকারীর ঘর ছেড়ে পালিয়ে পলাশের হাত ধরে তিনি ভারতে চলে যান এবং সেখানে তারা বিয়েও করেন। এরপর গতকাল রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন। বিষয়টি জানতে পেরে বিকাশের সন্দেহ হয় এবং তিনি সেই হোটেলে হানা দেন। এরপরই ত্রিমুখী এই ঝামেলা গড়ায় থানা পর্যন্ত। আইনি সহায়তা নিতে বিকাশ, সীমা ও পলাশ তিনজনই কোতোয়ালি থানায় হাজির হন। আর সেখানেই শুরু হয় চরম উত্তেজনা। হাতাহাতি থেকে তিনজনের মধ্যে মারামারিতেও রুপ নেয়।

এসময় দ্বিতীয় স্বামী পলাশ কুন্ডু জানান, সীমার সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক। তাঁরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছেন এবং এখন একসাথে থাকতে চান। কিন্তু তাদের পথের কাটা হয়ে দাড়িয়েছেন বিকাশ।

স্ত্রী সীমা অধিকারী বলেন, বিকাশের সংসারে তিনি নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতেন। সেই অত্যাচার সহ্য করতে না পেরে তিনি বাধ্য হয়ে বিকাশকে ছেড়ে পলাশকে বিয়ে করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর বিকাশের সঙ্গে সংসার করবেন না।

প্রথম স্বামী বিকাশ অধিকারী দাবি করেন, সীমার পরকীয়ায় কারণে তাঁদের সাজানো সংসার ভেঙে যাচ্ছে। সীমা শুধু বাড়ি ছাড়েননি, বরং পালিয়ে যাওয়ার সময় নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছেন। তিনি সীমাকে যেকোনো মূল্যে বাড়িতে ফিরিয়ে নিতে চান।

এই বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা থানা হেফাজতে আছেন এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

তথ্য চিত্র:- দৈনিক গ্রামের কাগজ

সিটি কলেজ যশোর
22/09/2025

সিটি কলেজ যশোর

😍😍
22/09/2025

😍😍

22/09/2025

সকাল থেকেই বৃষ্টি 🥶
কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে

পদ্ম পুকুর 🖤
21/09/2025

পদ্ম পুকুর 🖤

“নীরব প্রকৃতি, মসজিদের সৌন্দর্য— প্রশান্তি” 🌸🌤©
21/09/2025

“নীরব প্রকৃতি, মসজিদের সৌন্দর্য— প্রশান্তি” 🌸🌤
©

যশোরের হলে চেনার কথা,,বলেন কোথায়?
19/09/2025

যশোরের হলে চেনার কথা,,
বলেন কোথায়?

18/09/2025

বন্ধ হতে যাচ্ছে যশোরের ঐতিহ্যবাহী মনিহার সিনেমা হল।

03/09/2025

রাজারহাটে ডিবি পুলিশ আসামি ধরতে গেলে স্থানীয় কিছু মানুষ ভুয়া ডিবি স্লোগান দিয়ে ডিবির উপর চড়াও হয়।

পরে ডিবি তাদের বাহিনী এনে কিছু মানুষ উঠায় নিয়ে যায়।

যশোরের আলোচিত প্রতিবন্ধী লিমনকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের মূল আসামি গ্রেফতার। অসংখ্য ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনীকে।
21/08/2025

যশোরের আলোচিত প্রতিবন্ধী লিমনকে হত্যা করে ভ্যান ছিনতাইয়ের মূল আসামি গ্রেফতার।
অসংখ্য ধন্যবাদ জানাই আইনশৃঙ্খলা বাহিনীকে।

🖤
15/08/2025

🖤

কাজীপুর গ্রামের 🖤সুন্দর একটা পরিবেশ 💯
15/08/2025

কাজীপুর গ্রামের 🖤
সুন্দর একটা পরিবেশ 💯

Address

Jessore
7400

Telephone

+8801757282309

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share