
31/07/2025
❗❗বড়শীতে আটকানোর আগে যদি উনাকে বুঝানো হতো উপরে মানুষ আছে। মানুষের কাছে দা, বটি, ছাই, হলুদ, মরিচ, লবন, কড়াই, গরম তেল, আগুন আছে, যাতে উনাকে ফ্রাই করা হবে ! উনি কখনো বিশ্বাস করতো না!!করলে এই বড়শির ধারের কাছে আসতো না।
!!!তেমনি আমাদেরকেও বার বার সর্তক করা হচ্ছে, মৃত্যুর পর কবরের আজাব,হাশরের মাঠ পুলসিরাত,জান্নাত ও জাহান্নাম আছে আমরা বিশ্বাস করি না, যদি করতাম,তাহলে আমাদের চরিত্র ও মন মানসিকতা কখনও এতটা কুৎসিত হতো না। আমরা হতাম পবিত্র মানুষ। আমরা সুদ,ঘুষ,হারাম আয় থেকে দূরে থাকতাম।
!!!অবৈধ প্রেম,ভালোবাসা, পরকীয়া, শিরক ও বিদআত থেকে দুরে থাকতাম।
এই মাছটির মতো আমাদের ও একদিন সত্যের মুখোমুখি হতে হবে নিশ্চিত।?!!