অন্যমনস্ক/৯২

অন্যমনস্ক/৯২ (অন্যমনস্ক/৯২, Onnomonoshko/92)— Poetry in Voice, Journey in Thought.

🌆 "কথার শহরে" আপনাকে স্বাগতম। 🖤
🌿 আনমনা মনে আমি আপনাদের সঙ্গী।
🕊️ আপনাদের জমানো এক টুকরো ভালোবাসা পেতে চাই।
💌 ভালোবেসে দিলে, এই হৃদয়ে সযত্নে তুলে রাখবো টুকরো সেই ভালোবাসাগুলো।
🌸 ধন্যবাদ, পাশে থাকার জন্য। A space for original Bengali poetry, heartfelt recitations, and reflective audio-visual content. Here, I share what I write and voice myself — blending emotion, rhythm, and silence to create an im

mersive poetic experience.

📖 Self-written Poems
🎧 Voice-based Artistic Videos
💭 For poetry lovers, dreamers & thinkers

If you feel deeply, think quietly, and love words — you’ll feel at home in (অন্যমনস্ক/৯২,Onnomonoshko/92)

08/10/2025

হৃদয় ব্রওও বাড়ি চলোও🥴

"জীবনের পাঠশালায়"জীবনের পাঠশালায়,আমি কিছু ক্ষুদ্র বর্ণমালাশিখে চলি, কিছু বর্ণ লিখে চলি,কিছু বাক্যের ছন্দ গেয়ে উঠি।জীব...
08/10/2025

"জীবনের পাঠশালায়"

জীবনের পাঠশালায়,
আমি কিছু ক্ষুদ্র বর্ণমালা
শিখে চলি, কিছু বর্ণ লিখে চলি,
কিছু বাক্যের ছন্দ গেয়ে উঠি।

জীবনের পাঠশালায়,
ক্ষুদ্র বর্ণমালা আমার সঙ্গী।
সময় পেলে বিরবির করি,
উলট-পালট গুনগুন করি।

জীবনের পাঠশালায়,
মাঝে মাঝে শব্দে শব্দে
বিভেদ খেলি —
গল্পে গল্পে হই মাতোয়ারা ।

শিখতে শিখতে এতটুকু
করে ফেলি বাহাদুরি।
তাতেই গুরুজি আমার
ফুঁসে উঠে বলে —
"কেন করছো এত বাড়াবাড়ি?"

আমি শিষ্য, মনোযোগী ছাত্র,
তাই নুয়িয়ে পড়ে রই —
জীবনের পাঠশালায়,
আজও নাম ডাকে তাই।


াসুদ

08/10/2025
"জলের পিপাসা"নিজেকে তো বাঁচিয়ে রাখতে হয়কোনো না কোনো ভাবেই!এক পেয়ালা পানি তাইসঙ্গে নিতে চাই।যতোটা সামনে ছুটে চলি,ঠিক প...
07/10/2025

"জলের পিপাসা"

নিজেকে তো বাঁচিয়ে রাখতে হয়
কোনো না কোনো ভাবেই!
এক পেয়ালা পানি তাই
সঙ্গে নিতে চাই।

যতোটা সামনে ছুটে চলি,
ঠিক পিছনে
ততটাই ফেলে আসি—
স্মৃতি-আঁকা পায়ের ছাপ।

ফেলে আসা পায়ের ছাপে
পা মেলাতে চাইলেও,
সে পথে আর ফেরা হয় না— কোনোভাবেই।
না—
কোনোভাবেই না।

স্মৃতি-আঁকা পথ মুছে যায়—
অন্য কারোর পায়ের ধুলোয়,
অথবা দমকা হাওয়ার ঘূর্ণিপাকে।

প্রায় অর্ধ গন্তব্যে পথ
হাঁটতে হাঁটতে,
তৃষ্ণার্ত আত্মা,
আহত দুপুর—
থমকে বসে পথের ধারে,
জলশূন্য,
তপ্ত মরুভূমির বালুর মাদুরে।

বেঁচে তো থাকতে হবে—
এই খাঁ খাঁ বেলায়,
আমার তো এক পেয়ালা
জলের পিপাসা।

াসুদ

06/10/2025

"ফেরা হবে না আর"

একদিন হয়তো
বাড়ি ফেরা হবে না!

ফেরা হবে না আর—
আপন মনে শান্ত, শীতল গৃহে;
সুবাস-মাখা মাটির ভিটেতে।

ব্যস্ত দিনের নাটকীয় সংলাপ শেষে,
রক্তিম সন্ধ্যার আলো মেখে—
রাতের প্রদীপ জ্বালানো হবে না।

দেখা হবে না!
শীতল জোৎস্না মেখে,
কুয়াশার রাতে;
সাদা শাল গায়ে জড়িয়ে,
তোমার সাথে
নিঃপলক তাকিয়ে
“জোনাকির” আনাগোনা।

হঠাৎ করেই সুখতারা ভেবে,
জ্বলজ্বল করতে থাকা তারা;
আনমনে ধরতে চাওয়া—
আর হবে না।

সেদিন হয়তো আর
তোমার কাছে, প্রিয়তমা—
নতুন কোনো বাহানা,
বা অযুহাত দেওয়া হবে না।

একদিন হয়তোবা আর
বাড়ি ফেরাও হবে না।

পথপানে চেয়ে হয়তো তুমি—
বেলা গড়িয়ে, সন্ধ্যা নামাবে চোখে।

ঝিঁঝিঁ পোকার ডাকে হয়তো—
ভীষণ রকম মাথা ব্যথাও হবে;
আবার দু’ফোঁটা অশ্রুও
বেয়ে পড়বে, কাজল ধুয়ে।

াসুদ

যদিও তোমাকে নিয়ে ঘুরা হয়নি বহুকাল ,তবুও মনে মনে তোমাকে নিয়ে সব রেস্তোরা  কিংবা  পাহাড় , সমুদ্র ঘুরে বেড়ায় ।
06/10/2025

যদিও তোমাকে নিয়ে ঘুরা হয়নি বহুকাল ,
তবুও মনে মনে তোমাকে নিয়ে
সব রেস্তোরা কিংবা পাহাড় , সমুদ্র ঘুরে বেড়ায় ।

05/10/2025

"মরা গাঙে"

মরা গাঙে ভীষণ যন্ত্রণা,
কি ভীষণ অস্থিরতা, মোহভরা গাঁ!
কি উন্মাদ ঢেউ উতলা—
পাড় ভাঙছে অবেলা!

ভাঙা নাও দুলছে—
জোয়ারে বেদনার স্রোত,
ফুলে ফেঁপে উঠছে।

ভাঙা পাড়ে উপচে পড়ে
বেদনার নীল স্রোত মিশে—
আহারে! আকাশে কি ভীষণ,
মেঘ জমছে, বজ্রনিনাদ ডাকে।

আউলা বাতাস
মানছে না আর,
বেজায় চটেছে।

ভাঙা নাও ডুবাইবে আজ,
ভীষণ সাজ মেঘের তাজ।

ভাঙা নৌকার তল ফেটেছে,
ঝড় থামেনি ভাই—
ঝড় থামেনি ভাই।

এ বেলায়—
তীরে ফেরা দায়,
চারিদিকে শুন্যতা, হাহাকার—
যতোদূর ঝাপসা চোখ মেলানো যায়।

াসুদ

আমাদের জন্য দোয়া করবেন  . মিলেমিশে মাছটা যেন ভাগ করে খেতে পারি 😁🥰
04/10/2025

আমাদের জন্য দোয়া করবেন . মিলেমিশে মাছটা যেন ভাগ করে খেতে পারি 😁🥰

04/10/2025

লেখালেখি স্বভাব স্বতন্ত্র
যা লেখক এর বাস্তব জীবনের সাথে মিলেনা।
গুলকেতিন হুমায়ূন আহমেদকে আসলেই বুঝতে পারে নাই।

03/10/2025

পোস্টমর্টেম করার পরও বেঁচে থাকা পৃথিবীর একমাত্র মানুষ!

03/10/2025

কানেকশন পাচ্ছে না,
ঝিরঝির!
✍️

Address

Jhenida
7320

Telephone

+8801765525298

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্যমনস্ক/৯২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অন্যমনস্ক/৯২:

Share