28/10/2025
"জনগণের ম্যান্ডেট"
আর. এস. মাসুদ
রাষ্ট্রের মালিক যখন সাধারণ জনগণ,
তুমি কোথাকার কোন মহাজন —
ছাল্লু চাটুকদার!
একটু দাঁড়াও ভাই,
ন্যায্য হিসাব দাও।
কাজ হয়তো ঠন-ঠনা ঠন,
উপরি নেওয়ার তাড়া।
আমার খাবা, আমার পড়বা —
ভোটের অধিকার!
প্রতিশ্রুতির ঝুড়ি দিয়া বাগায় নিবা,
তবু হিসাব দিবা না ক্যা?
দ্যাশ বর্গা দিবা,
না —
নিজে করবা চাষ?
জনগণের ম্যান্ডেট নিয়ে,
তবেই আবাদ শুরু করা যাক —
লাঙ্গল, জোয়াল, কাঁধ।
দেশের তরে যে ভাই লড়ে,
সংগ্রামে, বিপ্লবে করে আত্মবলিদান —
ভাইয়ের জন্য লড়ে যাই তারা,
পুনরাবৃত্তির নীতির ধারা।
রক্ত যাবে আমার ভাইয়ের,
আর বাঁকা গালে পান চিবায়-বা ভাই!
তা হবে না, তা হবে না —
মাঠে আয়সো না তাই।
াসুদ
বি:দ্র:**এই কবিতাটি কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়;
এটি জনগণের সচেতনতা ও জবাবদিহির আহ্বান।**