শৈলবার্তা টিভি

শৈলবার্তা টিভি 'Shoilobarta TV' Regional Online TV. A popular News And Entertainment Site In Bangladesh.
(1)

08/10/2025

‎'নবীজী সাংবাদিক ছিলেন' আমির হামজার বক্তব্যে সমালোচনার ঝড়

গভীর রাতে সেনাবাহিনী (১০ ইস্ট বেঙ্গল) ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ অভিযানে আলোচিত আসামী আতাউল (৫০) কে আটক করা হয়েছে। ঘ...
08/10/2025

গভীর রাতে সেনাবাহিনী (১০ ইস্ট বেঙ্গল) ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ অভিযানে আলোচিত আসামী আতাউল (৫০) কে আটক করা হয়েছে। ঘটনাটি ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের বামনাইল মধ্যপাড়া গ্রামে।

আতাউলের বাড়ি থেকে একটি ওয়ান শুটার পিস্তল, দুটি রাবার বুলেট, একটি ককটেল, একটি ছোট কুড়াল ও দুটি রামদা উদ্ধার করা হয়। তিনি একটি হ/ত্যা মামলার আসামি, কুখ্যাত স/ন্ত্রা/সী ‘ঘেনা’র সহযোগী ও তালিকাভুক্ত চাঁদাবাজ বলে জানা গেছে।
আটক আতাউলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনা ক্যাম্পের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা তৎপর রয়েছে। জনগণের সহযোগিতা নিয়েই অবৈধ অস্ত্র ও সন্ত্রাস নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

ই/জ/রা/য়েলী দখলদার বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশী আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। অপহৃত হওয়ার আগে তার ব্যবহৃত ভেরিফায়েড...
08/10/2025

ই/জ/রা/য়েলী দখলদার বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশী আলোকচিত্রী ও লেখক শহিদুল আলম। অপহৃত হওয়ার আগে তার ব্যবহৃত ভেরিফায়েড ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন।

07/10/2025

‎মা গেলেন গোসল করতে, ফিরে পেলেন সন্তানের নিথরদেহ

‎‎মাত্র দুই বছরের সোয়াদ, বাবা-মায়ের নয়নের মণি। ‎মায়ের চোখের সামনেই বাড়ির উঠোনে খেলা করছিল। মাঝে মাঝে মিষ্টি হাসিতে ভরে উ...
07/10/2025


‎মাত্র দুই বছরের সোয়াদ, বাবা-মায়ের নয়নের মণি।
‎মায়ের চোখের সামনেই বাড়ির উঠোনে খেলা করছিল। মাঝে মাঝে মিষ্টি হাসিতে ভরে উঠছিল চারপাশ। তাকে বাড়িতে রেখে মা গেলেন গোসল করতে, ভেবে নিলেন সোয়াদ তো ঠিকই খেলছে। কিন্তু সেই অল্প সময়েই নিঃশব্দে ঘটে গেল এক ট্র্যাজেডি। খেলতে খেলতে সোয়াদ চলে গেল বাড়ির পাশে ক্যানেলের ধারে। পানির গভীরতা ছিল সামান্য, কিন্তু ভাগ্যের গভীরতা কে বুঝবে। ছোট্ট শরীরটা আর ভেসে উঠল না।
‎গোসল শেষে মা ডেকে ওঠেন, কই রে সোয়াদ, প্রথমে স্নেহভরা কণ্ঠে, তারপর আতঙ্কে, শেষে বুকফাটা আর্তনাদে, আমার সোয়াদ কোথায়?

‎দৌড়ে ক্যানেল ধারে গিয়ে দেখতে পেলেন জলের উপর নিথর দেহটা ভেসে আছে। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু কর্তৃব্যরত চিকিৎসক জানালেন সোয়াদ আর দুনিয়াতে নেই। মর্মান্তিক হৃদয়বিদারক ঘটনাটি শৈলকুপার চরবাখরবাহ গ্রামে। শিশুটি ওই গ্রামের সবুজ হোসেনের ছেলে।
‎এঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

‎ঝিনাইদহে ইউনিসেফ-এর সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ...
07/10/2025

‎ঝিনাইদহে ইউনিসেফ-এর সহযোগিতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত। ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়াম হলরুমে
‎জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুর রউফ।
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মোস্তাফিজুর রহমান। এসময় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

‎বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিকা কার্যক্রম সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সাংবাদিকরাই হতে পারেন সবচেয়ে কার্যকর দূত।
‎সঠিক তথ্য প্রচারের মাধ্যমে মানুষকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে পারলেই এই কর্মসূচি সফল হবে।

চারদিকে ঘন অন্ধকার আর ঝিঁঝিঁ পোকার শব্দ। হঠাৎ বজলুল করিমের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ, পুলিশ! দরজা খোলেন, মাদক অভিযান চল...
07/10/2025

চারদিকে ঘন অন্ধকার আর ঝিঁঝিঁ পোকার শব্দ। হঠাৎ বজলুল করিমের বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ, পুলিশ! দরজা খোলেন, মাদক অভিযান চলছে। চমকে ওঠে সবাই। অচেনা ভয় জড়িয়ে ধরে ঘরভর্তি মানুষকে। দরজা খুলতেই ঝট করে ঢুকে পড়ে পুলিশের পোশাক পরা ৮ জন পুরুষ। মুখে কঠিন দৃঢ়তা, চোখে আতঙ্ক ছড়ানো চাহনি।
কিন্তু খুব দ্রুতই সেই ভয় পায় অন্য রূপ। তল্লাশি”র নামে তারা উল্টেপাল্টে দেয় ঘরের প্রতিটি কোণা। মুহূর্তের মধ্যেই ঘরের শান্ত পরিবেশে নেমে আসে তাণ্ডব। আলমারির দরজা ভাঙে, শোকেজের ড্রয়ার ছিঁড়ে নেয়, বের করে নেয় ১৫-২০ ভরি স্বর্ণালংকার আর প্রায় ২০ হাজার টাকা।
হঠাৎই এক নারীর হৃদয়বিদারক চিৎকার ছিন্নভিন্ন করে দেয় রাতের নিস্তব্ধতা, ডাকাত! ডাকাত।
সেই চিৎকারেই যেন জেগে ওঠে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া। চারদিক থেকে ছুটে আসে গ্রামবাসী। কেউ হাতে লাঠি, কেউ কাস্তে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড় দেয় ডাকাতরা। কিন্তু গ্রামের মানুষ হার মানে না। গ্রামের এক প্রান্তে ধরা পড়ে ৩ জন, বাকিরা অন্ধকারে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। আটক তিনজনকে থানায় নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। তারা ডাকাত দলের সদস্য বলে স্বীকার করেছে। বাকি সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

07/10/2025

রাজমিস্ত্রী রবিউলের সচেতনতা ভাইরাল!

06/10/2025

আপন চাচার বাড়ির ভিতর বেড়া দিল ভাতিজারা!

06/10/2025

মায়ের হাতে দুধভাতই শেষ খাওয়া সোয়াদের

05/10/2025

৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ধবল ধোলাই-
অভিনন্দন টিম টাইগার্স🇧🇩

মায়ের হাতে দুধভাত খেয়ে খেলায় মেতে ছিল ৭ বছরের ছোট্ট সোয়াদ। কিছুক্ষণের মধ্যেই সেই শিশুটিই নিথর দেহে ভেসে ওঠে বাড়ির সামনের...
05/10/2025

মায়ের হাতে দুধভাত খেয়ে খেলায় মেতে ছিল ৭ বছরের ছোট্ট সোয়াদ। কিছুক্ষণের মধ্যেই সেই শিশুটিই নিথর দেহে ভেসে ওঠে বাড়ির সামনের পুকুরে!
ঘটনাটি শৈলকুপার পুরাতন বাখরবাহ গ্রামে।

পরিবার জানায়, ৪ অক্টোবর(শনিবার) অসুস্থ দুলাভাইকে দেখতে মায়ের সঙ্গে এসেছিল সোয়াদ। সদ্য স্কুলজীবন শুরু করা এই কোমল শিশুটি খেলতে খেলতে পুকুরে পড়ে যায়। মা-বোন সংসারের কাজে ব্যস্ত, আর তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত সেই মর্মান্তিক দুর্ঘটনা। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের এক কোণে ভাসমান পুতুল দেখে আঁচ পাওয়া যায়, ঠিক তার পাশেই ছিল ছোট্ট সোয়াদের নিথর দেহ। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃ/ত ঘোষণা করেন।

Address

Jhenida
7300

Telephone

+8801970440773

Website

Alerts

Be the first to know and let us send you an email when শৈলবার্তা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শৈলবার্তা টিভি:

Share