শৈলবার্তা টিভি

শৈলবার্তা টিভি 'Shoilobarta TV' Regional Online TV. A popular News And Entertainment Site In Bangladesh.
(2)

22/07/2025

এক ম্যাচ হাতে রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতল বাংলাদেশ🇧🇩✅

কালিগঙ্গা নদীতে ডুবে মৃ/ত্যু হয়েছে সরকারি কর্মচারী জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদের (৯)।ঘটনাটি কুমারখালীর জংগলী গ্র...
22/07/2025

কালিগঙ্গা নদীতে ডুবে মৃ/ত্যু হয়েছে সরকারি কর্মচারী জাহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে জিহাদের (৯)।
ঘটনাটি কুমারখালীর জংগলী গ্রামে।

স্খানীয়রা জানায়, ছেলেকে কাঁধে নিয়ে পাট জাগ দিয়ে তীরে ফিরছিলেন জাহিদুল। হঠাৎ পানিতে পা হড়কে যান। ছেলেও বাবাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায়।
গ্রামবাসীর দীর্ঘ চেষ্টায় নদী থেকে ওঠে দুজনের নিথর দেহ।
একই কাপড়ে জড়িয়ে বাড়ির উঠোনে কাঠের চৌকিতে পড়ে আছে দু’টি লা/শ। পাশে স্তব্ধ মা শিলু খাতুন। কান্নায় ভারী পুরো গ্রাম।

22/07/2025

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের প্রত্যাহার

সুত্র : জনপ্রশাসন মন্ত্রণালয়

22/07/2025

সরকার ছাত্রদের ৬ দফা দাবি মেনে নেওয়ার পরও কেন এমন অস্থিতিশীল!

আপনার কি মনে হয়?

22/07/2025

আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা পুলিশী নিরাপত্তায় জিম্মি হতে উদ্ধার

ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো শৈলকুপার নগরপাড়ার কিশোর অর্ঘ্য শাহের ম/র/দে/হ। তার নিজ শোবার ঘরে ঝুলে থাকা অবস্থায় দেখে হতবাক ...
22/07/2025

ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো শৈলকুপার নগরপাড়ার কিশোর অর্ঘ্য শাহের ম/র/দে/হ। তার নিজ শোবার ঘরে ঝুলে থাকা অবস্থায় দেখে হতবাক পরিবার। সে ওই এলাকার সমীর শাহ'র ছেলে।
মাত্র ৫ দিন আগে ভারত থেকে বাড়ি ফিরেছিল অর্ঘ্য। পরিবারের কেউই ধরতে পারছে না—কি এমন ঘটল যে, প্রাণ দিতে হলো কিশোরটিকে?
স্বজনরা জানিয়েছেন, তার সঙ্গে পরিবারের কোনো ঝগড়া বা মনোমালিন্যের ঘটনা ঘটেনি। আচমকা এই মৃ/ত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া ও রহস্যের ঘূর্ণাবর্ত।

Meta-এর পক্ষ থেকে ছিল এক বিশেষ চ্যালেঞ্জ—৫ দিনের মধ্যে করতে হবে ৩টি পোস্ট, প্রতিটি পোস্টে থাকতে হবে কমপক্ষে ৯৯ হাজার রিচ...
22/07/2025

Meta-এর পক্ষ থেকে ছিল এক বিশেষ চ্যালেঞ্জ—৫ দিনের মধ্যে করতে হবে ৩টি পোস্ট, প্রতিটি পোস্টে থাকতে হবে কমপক্ষে ৯৯ হাজার রিচ। গর্বের সঙ্গে জানাচ্ছি, আমরা মাত্র তিন দিনেই এই শর্ত পূরণ করেছি। প্রতিটি পোস্টেই রিচ হয়েছে দেড় লাখের বেশি।
এটা কেবল শুরু—আমরা প্রস্তুত আরও বড় চ্যালেঞ্জ গ্রহণে। "শৈলবার্তা টিভি" পরিবার আগামীর পথচলায় আরও আত্মবিশ্বাসী, আরও স্বপ্নময়। আপনাদের ভালোবাসা ও পাশে থাকার জন্য কৃতজ্ঞ। চলুন, এগিয়ে যাই একসাথে!

22/07/2025

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত:
এইচএসসি/সমমান পরীক্ষা স্থগিত
সুত্র : প্রধান উপদেষ্টা

১০ মিনিট পরেই স্কুল ছুটি হতো। মায়ের কোলে ফিরত  রাফিয়া, সাব্বির, জুনায়েদ কিংবা জান্নাত। কারো ভাই, কারো আদরের সন্তান, কারো...
21/07/2025

১০ মিনিট পরেই স্কুল ছুটি হতো। মায়ের কোলে ফিরত রাফিয়া, সাব্বির, জুনায়েদ কিংবা জান্নাত। কারো ভাই, কারো আদরের সন্তান, কারো প্রিয় ছাত্র ছিল তারা। হাসিমাখা মুখে বাড়ি ফেরার কথা ছিল, আজ তারা ফিরছে নিথর দেহ হয়ে প্যাকেটবন্দি নিঃশব্দ বিদায়।
উত্তরার আকাশে যখন আ/গু/নের ঝলকানি, তখন স্কুলের ভেতরে ছিলো নিস্পাপ কোলাহল। কিছু বোঝার আগেই সব শেষ।
স্কুলবাড়ির আঙিনা আজ নিস্তব্ধ, শিক্ষক-অভিভাবকের চোখে পানি, বুকের ভেতর হাহাকার।
এই মৃ/ত্যু শুধু কয়েকটি দেহের থেমে যাওয়া নয়—এ এক জাতিগত ট্র্যাজেডি। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না!

বিমান ট্রাজেডি :উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ হাসান আর বেঁচে নেই। জাতীয় বার্ণ এন্...
21/07/2025

বিমান ট্রাজেডি :
উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ হাসান আর বেঁচে নেই। জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা-রা গেছে। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকের পাথর বাবা-মা।

উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে গেছে এক ভয়াবহ ট্র্যাজেডি। আকাশ থেকে হঠাৎ করেই ভে/ঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান।আর সেই মুহূর্ত...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে গেছে এক ভয়াবহ ট্র্যাজেডি। আকাশ থেকে হঠাৎ করেই ভে/ঙে পড়ে একটি প্রশিক্ষণ বিমান।
আর সেই মুহূর্তে ঠিক কাছেই ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাফছি আক্তার রাফিয়া। অবিশ্বাস্য ভাগ্যবলে প্রাণে বেঁচে ফিরেছে ছোট্ট রাফিয়া।
তবে তার দুই হাতে রয়েছে ক্ষতের চিহ্ন, আর তার চোখেমুখে গভীর ভয় আর হতবাক আতঙ্ক।
পরিবার রাফিয়াকে খুঁজে পেয়ে স্বস্তি পেলেও, তার চোখের সেই নিঃশব্দ চিৎকার যেন সবার হৃদয়ে কাঁপন তোলে।
সে এখনো বাকরুদ্ধ। হয়তো শব্দ করে কাঁদতে পারছে না, কিন্তু তার ভেতরের শিশুমন কেঁদে চলেছে নিরবেই।

উত্তরার আকাশে প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল। আর দেশের এক সূর্যসন্তান নিঃশব্দে ঝরে গেল।প্রশিক্ষণের আকাশে উড়তে গিয়ে...
21/07/2025

উত্তরার আকাশে প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল। আর দেশের এক সূর্যসন্তান নিঃশব্দে ঝরে গেল।
প্রশিক্ষণের আকাশে উড়তে গিয়ে
নিজেই শিখিয়ে গেলেন সর্বোচ্চ ত্যাগের মানে।
বাংলাদেশের আকাশ আজ এক বীর হারালো,
তবে জাতি পেল চিরকাল শ্রদ্ধেয় এক নাম
'তৌকির ইসলাম সাগর'।

Address

Jhenida

Telephone

+8801970440773

Website

Alerts

Be the first to know and let us send you an email when শৈলবার্তা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শৈলবার্তা টিভি:

Share