09/05/2025
ছেলে মরেছে দুইদিনও হয়নি দুইথালা ভাত খেতে খেতে মা ইন্টারভিউ দিচ্ছে তাতে করে বোঝা গেলো ছেলের মা তার বউমাকে খুব হিংসা করত তার চোখে মুখে কোনো শোকের ছাপ নেই মনে হচ্ছে যেন সে জিতে গেছে।আপনার মত সন্তানদের আসলে মরে যাওয়ায় উচিৎ যে বউ আর মাকে ব্যালেন্স করতে পারে না। এখানে সবাই বউকে দোষ দিচ্ছে খোঁজ নিয়ে দেখেন তার মায়ের ঘাড়ত্যাড়া একঘেয়েমির জন্য ছেলে আত্মাহত্যা করতে বাধ্য হয়েছে।কিছু কিছু শ্বাশুড়ি আছে তারা ছেলে বউয়ের সুখে থাকা সহ্য করতে পারেনা এতে করে অনেক মেয়ের ডিভোর্সও হয়ে যায়।আরো আগুনে ঘি ঢালার জন্য ননদ তো আছেই। ছেলেদের বলছি যদি বউ মাকে ব্যালেন্স করতে না পারিস তাহলে চিরকুমার থাকাই উত্তম।