Ethical Message - নৈতিক বাণী

Ethical Message - নৈতিক  বাণী 🌙
ইসলাম অনুসরণ করুন এবং সত্য কথা বলুন। ☘️💚

Bhatoi Secondary School  Science Club  কর্তৃক আয়োজিত এলাকাভিত্তিক  "Math Olympiad 2024 Session-1" এর রেজিস্ট্রেশন কার্য...
20/08/2024

Bhatoi Secondary School Science Club কর্তৃক আয়োজিত এলাকাভিত্তিক "Math Olympiad 2024 Session-1" এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
তোমরা যারা অংশগ্রহণ করতে চাও তারা দ্রুত রেজিস্ট্রেশন করে নাও।


Allah will never reject your friend request 💖
22/11/2023

Allah will never reject your friend request 💖

15/11/2023

বর্তমান বিশ্বের সবচেয়ে বিতর্কিত ও জঘণ্য বিষয় “ট্রা%ন্স*জে-ন্ডা-র”।

🎙️ উস্তায আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ হাফিঃ


📌 নিজেরা সতর্ক হউন, অন্যদেরকে সতর্ক করুন। ছাত্র, শিক্ষক, অভিভাবক, আলেম, দাঈ, লেখকসহ সকলে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত প্রতিবাদ করুন এবং অন্যদেরকে সচেতন করুন।

কপি/শেয়ার করার অনুরোধ। ভিডিওটা আমাদের টেলিগ্ৰাম চ্যানেল থেকে সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ইনশাআল্লাহ।

বয়কট এর প্রভাব, ক্ষুদ্র প্রয়াসও কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফা...
15/11/2023

বয়কট এর প্রভাব, ক্ষুদ্র প্রয়াসও কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট ফেলে

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক বছর ধরে থাকি। তাই ধারণা হচ্ছে, এটা সুস্পষ্ট বয়কটের প্রভাব।

আমাদের কাজ যতো ছোটই মনে হোক না কেন আমাদের দৃষ্টিতে, এর একটা প্রভাব পড়েই। হয়তো অনেক ক্ষেত্রে কতো বড় প্রভাব পড়ে তা আমাদের কল্পনার উর্ধ্বে। আপনি একজন ব্যক্তি ই***য়েলের প্রোডাক্ট বর্জন করুন, না পারলে অন্তত এই সময়টা কোক পেপসি এসব না খেয়ে থাকুন, এটা বৃথা যাবে না ইনশা আল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদেরকে যে যার যার জায়গা থেকে যতোটুক করা সম্ভব তা করতে অবহেলা না করার তৌফিক দান করুন।

স্থান: ২ নম্বর গেইট, চট্টগ্রাম

কালেক্টেট

আইয়ামে বীজের রোজা রাখছেন তো?এ মাসের সিয়াম রাখতে হবে ২৯,৩০ সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর ২০২৩  ।। চলমান "রবিউল আউয়াল" মাসের ...
28/09/2023

আইয়ামে বীজের রোজা রাখছেন তো?
এ মাসের সিয়াম রাখতে হবে ২৯,৩০ সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর ২০২৩ ।।

চলমান "রবিউল আউয়াল" মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে আগামী ২৯,৩০ সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর ২০২৩ রোজ শুক্র, শনি ও রবিবার । অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হয়ে যে রাত আসবে, সে রাতে সাহরি খেয়ে শুক্রবার দিন রোজা রাখতে হবে। একই ভাবে শনিবার ও রবিবার রাখতে হবে।

#আইয়ামে_বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। এ রোজাগুলো নবীজির (সা) সারা জীবনের সুন্নত।

তাই চলুন আমরা সাধ্যমত প্রত্যেকে পরিবারের সকলকে নিয়ে নফল সিয়ামগুলো পালন করি। কারণ সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। সিয়াম পালনকারী বান্দাকে আল্লাহ এত পরিমাণ প্রতিদান দিবেন যে বান্দা আনন্দিত হয়ে যাবে।
প্রতি মাসে আইয়ামে বীজের ৩টি রোজা রাখা, সারা বছর রোজা রাখার সমতুল্য।[সুনানে আবু দাউদ : ২৪৪৯]

#নৈতিক_বাণী #রোজা #সিয়াম #সুন্নাহ

22/09/2023

মিলাদ কী; সুন্নাহসম্মত পদ্ধতিতে মিলাদ কীভাবে পড়া যায়?

29/08/2023

মুসলমানদের অগ্রগতির জন্য মুসলমানদের অনুদিত জমির ওপর প্রতিষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমি রাজস্ব পরিশোধ করা হয় নওয়াব সলিমুল্লাহর নামের স্মরণে ‘সলিমাবাদ মৌজা’ নামে।

অথচ সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের অপরিহার্য অনুষঙ্গ হিজাব-নিকাবের ওপর বারবার আঘাত করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকাব-ইস্যুর রায় যদি মুসলমানদের বিরুদ্ধে যায়, জাতি হিসেবে তা হবে আমাদের জন্য কলঙ্কের। এই পরাজয়ের গ্লানি হয়তো বহুকাল এদেশের মুসলমানদেরকে বয়ে বেড়াতে হবে।

শিক্ষক বাবার মতো, শিক্ষকের সামনে পর্দার প্রয়োজন নেই—বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এরচেয়ে অযৌক্তিক, শুভঙ্করের ফাঁকি টাইপ কথা আর কিছু হতে পারে না। শিক্ষক যদি বাবার মতোই হবেন, তবে পত্রিকার পাতায় পাতায় শিক্ষক কর্তৃক ছাত্রীর যৌননিগ্রহের নিউজ এতবেশি কেন পড়তে হচ্ছে আমাদের!

অসংখ্য বিকল্প থাকার পরও পরীক্ষার স্বচ্ছতা ও পরিচয় শনাক্তির অজুহাতে নেকাবি মেয়েদের মুখ ও কান খুলতে বাধ্য করা স্পষ্টতই ধর্ম ও সংবিধান পরিপন্থী কাজ। চেহারা না খুলেও যে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়, করোনাকাল তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সবকিছু দেখেশুনে মনে হয়, পরিচয় শনাক্ত এখানে মুখ্য নয়; ধার্মিক মেয়েদের চেহারা থেকে ইসলামের শিআর সরানোই মুখ্য।

পর্দা কখনোই মেধা ও শিক্ষার অন্তরায় নয়। আপাদমস্তক পর্দা করেও অসংখ্য মুসলিম বোন প্রতি বছর মেডিকেল কলেজসহ প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে তাক লাগানো রেজাল্ট করছে। তারপরও সেই বোনদেরকে আজ শিক্ষকের মুখ থেকে শুনতে হচ্ছে—যারা পর্দা করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে বাসায় পড়াশোনা করা উচিত।

আইন মানুষের কল্যাণের জন্য তৈরি করা হয়। দেশের সর্ববৃহৎ বিদ্যাপীঠে নিকাববিরোধী আইন প্রণীত হলে তাতে দেশ ও জাতির কী কল্যাণ হবে বোধগম্য নয়। সিংহভাগ মানুষের ধর্মবিশ্বাস, আবেগ-অনুভূতি ও সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে যদি নিকাববিরোধী আইন তৈরি করা হয়, তবে দেশবাসী সেটা কখনোই মেনে নেবে না। আমরা চাই, আসন্ন রায়ে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক।

শিক্ষা মানুষের অধিকার নিশ্চিত করার কথা বলে। দেশের জ্ঞানচর্চার কেন্দ্র থেকে যদি মুসলিম বোনদের পর্দা করার সাংবিধানিক অধিকারকে গলা টিপে হত্যা করা হয়, তবে সেই প্রতিষ্ঠানের ওপর থেকে জনগণ আস্থা হারাতে বাধ্য হবে।

কর্তৃপক্ষ বিষয়টি যত দ্রুত উপলব্ধি করতে পারবে, ততই সবার জন্য কল্যাণকর হবে।

~ Sheikh Alhamdulillah (Hafi.)

06/08/2023

বিধর্মীদের ধর্মীয় অনুষ্ঠানে শরিক হলে ঈমান থাকবে কি?

05/08/2023

হাতেগোনা অল্প সংখ্যক মানুষ ছাড়া এদেশের প্রায় শতভাগ মানুষ মদকে ঘৃণা করে। এই ঘৃণার প্রধান কারণ ধর্মীয়।

পবিত্র কুরআনে মদকে শয়তানের কাজ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মদ পানকারী, মদ পরিবেশনকারী, মদ উৎপাদনকারী-সহ এর সাথে সংশ্লিষ্ট সকল মানুষের ওপর মহান আল্লাহ অভিশম্পাত করেছেন। এমনকি তিনি অভিশম্পাত করেছেন স্বয়ং মদের ওপরও।

ইসলামের নিষেধাজ্ঞার কারণে এদেশের অধিকাংশ মানুষ মদকে ঘৃণা তো করেই, যারা পান করে, তারাও অপরাধবোধের কারণে জনসম্মুখে মদপানের কথা স্বীকার করে না।

জনগণ যে পণ্য ঘৃণা করে, জনগণের ট্যাক্সের টাকায় সরকারিভাবে সেই পণ্যের উৎপাদন, বিপণন এবং পৃষ্ঠপোষকতা করা কতটুকু যৌক্তিক হতে পারে?

ধর্মীয় কারণ ছাড়াও পারিবারিক, সামাজিক ও স্বাস্থ্যগত অসংখ্য ক্ষতি জড়িয়ে আছে মদের সাথে।

এদেশে মদ সেবনের কারণে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে প্রতি বছর কয়েক হাজার মানুষ মারা যায়।

তারপরও মুসলিম ঐতিহ্যের দেশে, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে, মদের উৎপাদন, বিপণন ও পৃষ্ঠপোষকতা খুবই দুঃখজনক ঘটনা। আবিলম্বে সরকারী প্রতিষ্ঠানে মদ উৎপাদন বন্ধের দাবি জানাচ্ছি।

~ Sheikh Ahmadullah Hafi. 💖

আইয়ামে বীজের রোজা রাখছেন তো?এ মাসের সিয়াম রাখতে হবে ০১, ০২ ও ০৩ আগস্ট ২০২৩চলমান "মুহাররম" মাসের আইয়ামে বীজের নফল রোজাগুল...
31/07/2023

আইয়ামে বীজের রোজা রাখছেন তো?
এ মাসের সিয়াম রাখতে হবে ০১, ০২ ও ০৩ আগস্ট ২০২৩

চলমান "মুহাররম" মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে আগামী ০১, ০২ ও ০৩ আগস্ট ২০২৩ রোজ মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। অর্থাৎ সোমবার দিন শেষ হয়ে যে রাত আসবে, সে রাতে সাহরি খেয়ে মঙ্গলবার দিন রোজা রাখতে হবে। একই ভাবে বুধবার ও বৃহস্পতিবার রাখতে হবে।

#আইয়ামে_বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। এ রোজাগুলো নবীজির (সা) সারা জীবনের সুন্নত।

তাই চলুন আমরা সাধ্যমত প্রত্যেকে পরিবারের সকলকে নিয়ে নফল সিয়ামগুলো পালন করি। কারণ সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। সিয়াম পালনকারী বান্দাকে আল্লাহ এত পরিমাণ প্রতিদান দিবেন যে বান্দা আনন্দিত হয়ে যাবে।
প্রতি মাসে আইয়ামে বীজের ৩টি রোজা রাখা, সারা বছর রোজা রাখার সমতুল্য।[সুনানে আবু দাউদ : ২৪৪৯]

#নৈতিক_বাণী #রোজা

আসুন আমরা সবাই আশুরার রোজাগুলো রাখার চেষ্টা করি। সম্ভব না হলে অন্তত ১০ই মুহাররমে একটি রোজা হলেও রাখার নিয়ত করব ইং শা আল্...
27/07/2023

আসুন আমরা সবাই আশুরার রোজাগুলো রাখার চেষ্টা করি। সম্ভব না হলে অন্তত ১০ই মুহাররমে একটি রোজা হলেও রাখার নিয়ত করব ইং শা আল্লাহ।
আল্লাহ আমাদেরকে বেদাত মুক্ত নেক আমল করার তৌফিক দিন!

.                        হিজরি নতুন বর্ষ ১৪৪৫ 🌙                        . ☘️ নতুন বছরে ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের সূচনা হ...
19/07/2023

. হিজরি নতুন বর্ষ ১৪৪৫ 🌙 .
☘️ নতুন বছরে ইসলামী সাংস্কৃতিক বিপ্লবের সূচনা হোক 🍀

19/07/2023

দ্বীনি কমিউনিটির ডিজাইনার ভাইদের জন্য শায়খ Harun Izhar হাফিযাহুল্লাহ একটি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন। যেখানে ১ম, ২য় ও ৩য় পুরষ্কার যথাক্রমে ১০০০৳, ৫০০৳ ও ৩০০৳।

আজ মাগরিবের পর থেকে হিজরি নতুনবর্ষ ১৪৪৫ শুরু।

17/07/2023

আজকের আয়াত/হাদীস

জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

বান্দা ও কুফর এর মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেয়া।

রেফারেন্সঃ
সুনানে আবু দাউদ ৪৬৭৮

পাদটীকাঃ
ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। নামাজ ছেড়ে দেয়া তো কাফেরের কাজ। যদি কেউ ইচ্ছাকৃত কোনো নামাজ ছেড়ে দেয়, তবে সে যেন মুমিন ও কাফেরের এ পার্থক্যটি মুছে দিল।

অবশ্য কেউ যদি নামাজ ছেড়ে দেয়াকে অন্যায় মনে করা সত্ত্বেও নামাজ ছেড়ে দেয়। তবে এ অপরাধের কারণে সে কাফের হয়ে যাবে না। সে ফাসেক হবে। আর যদি কেউ নামাজ ছেড়ে দেয়াকে কোনো অন্যায় মনেই না করে, তবে সে কাফের হয়ে যাবে।

This content is copied from Muslims Day Android App

17/07/2023

আজকের আয়াত/হাদীস

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহ ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ

যখন কেউ ব্যভিচার করতে থাকে তখন তার থেকে ঈমান বের হয়ে যায় এবং তা তার (মাথার) উপর ছায়ার ন্যায় অবস্থান করতে থাকে। অতঃপর যখন সে নিবৃত হয় তখন ঈমান আবার তার নিকট ফিরে আসে।

রেফারেন্সঃ
সুনানে আবু দাউদ ৪৬৯০

This content is copied from Muslims Day Android App

16/07/2023

আজকের আয়াত/হাদীস 👇

আবু আমর সুফয়ান ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেনঃ

আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! ইসলাম সম্পর্কে আমাকে এমন কোনো কথা বলে দিন, যে সম্পর্কে আমি আপনাকে ছাড়া অন্য কাউকে জিজ্ঞেস করব না। তিনি বললেন, বলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। তারপর তুমি (এর ওপর) সুপ্রতিষ্ঠিত থাকো।

রেফারেন্সঃ
সহীহ মুসলিম ৩৮, জামে তিরমিযী ২৪১০
সূত্রঃ রিয়াযুস সালেহীন, ২য় খণ্ড, মাকতাবাতুল আশরাফ কর্তৃক প্রকাশিত, হাদীস নং ৮৫

পাদটীকাঃ
ঈমানের ওপর সুপ্রতিষ্ঠিত থাকার অর্থ শরিয়তের যাবতীয় আদেশ ঠিক সেভাবে মানা, যেভাবে তা মানতে বলা হয়েছে। তাতে কোনোরকম কমবেশি না করা। কোনো একদিকে সরে না যাওয়া এবং কোনোরকম বাড়াবাড়ি ও শৈথিল্যের শিকার না হওয়া। সেই সঙ্গে যা কিছু নিষেধ করা হয়েছে তা থেকেও পরিপূর্ণরূপে বেঁচে থাকা।

This content is copied from Muslims Day Android App

আপনি তাঁকে একফোঁটা অশ্রু দিতে পারবেন না?
05/07/2023

আপনি তাঁকে একফোঁটা অশ্রু দিতে পারবেন না?

Address

Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ethical Message - নৈতিক বাণী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ethical Message - নৈতিক বাণী:

Videos

Share