28/09/2023
আইয়ামে বীজের রোজা রাখছেন তো?
এ মাসের সিয়াম রাখতে হবে ২৯,৩০ সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর ২০২৩ ।।
চলমান "রবিউল আউয়াল" মাসের আইয়ামে বীজের নফল রোজাগুলো রাখতে হবে আগামী ২৯,৩০ সেপ্টেম্বর এবং ১লা অক্টোবর ২০২৩ রোজ শুক্র, শনি ও রবিবার । অর্থাৎ বৃহস্পতিবার দিন শেষ হয়ে যে রাত আসবে, সে রাতে সাহরি খেয়ে শুক্রবার দিন রোজা রাখতে হবে। একই ভাবে শনিবার ও রবিবার রাখতে হবে।
#আইয়ামে_বীজ আরবি দু’টি শব্দের সমন্বয়ে গঠিত। আইয়ামে অর্থ দিবসসমূহ, আর বীজ অর্থ শুভ্র, সাদা, শ্বেত, খাঁটি, নির্ভেজাল। প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখকে আইয়ামে বীজ বলা হয়। অনেকগুলো সহীহ হাদীস দ্বারা এই তিন দিন রোজা রাখার জন্য উৎসাহিত করার প্রমাণ পাওয়া যায়। এ রোজাগুলো নবীজির (সা) সারা জীবনের সুন্নত।
তাই চলুন আমরা সাধ্যমত প্রত্যেকে পরিবারের সকলকে নিয়ে নফল সিয়ামগুলো পালন করি। কারণ সিয়াম এমন একটা ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজে দিবেন। সিয়াম পালনকারী বান্দাকে আল্লাহ এত পরিমাণ প্রতিদান দিবেন যে বান্দা আনন্দিত হয়ে যাবে।
প্রতি মাসে আইয়ামে বীজের ৩টি রোজা রাখা, সারা বছর রোজা রাখার সমতুল্য।[সুনানে আবু দাউদ : ২৪৪৯]
#নৈতিক_বাণী #রোজা #সিয়াম #সুন্নাহ