03/02/2025
প্রিয় ফলোয়ার ভাইদের ও বোনদের উদ্দেশ্যে বলছি, আমি নতুন একটা পেইজে শিফট করেছি, সেই পেইজে আমি নতুনভাবে কাজ করতেছি, একদমই অর্গানিকভাবে। সেই পেইজে থাকবে, এডিটিং বিহীন ছবি, ভিডিও এমনকি সমস্ত ধরনের কন্টেন্ট। আমি আশা রাখবো, আমার প্রতিটি ফলোয়ার ভাই ও বোনদের ওই পেইজে সাপোর্ট যেন করেন আপনারা সবাই। পেইজের নাম, Mithun Bhai/মিথুন ভাই অর্থাৎ পেইজের ইউজার নেম থাকবে, mithunmediapro এটা। আপনারা সবাই ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেইজে ঢুকে, সার্চ অপশনে গিয়ে, এই ইউজার নেম যেভাবে লিখেছি সেভাবে লিখে সার্চ করলেই প্রথমে আমার পেইজটা চলে আসবে। সবাই আমার পেইজে একটু ঘুরে আসবেন, ধন্যবাদ সবাইকে...