Today Jhenidah

Today Jhenidah ঝিনাইদহের প্রতিবচ্ছি.... আমরা অসহায়ের কথা বলি...........? টুডে ঝিনাইদহ.....
আশেপাশের ঘটে যাওয়া জানা অজানা সব খবর জানতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন।
(1)

07/08/2025

"নলডাঙ্গা মন্দির" হল ঝিনাইদহের নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত। ১৬৫৬ সালে রাজা বাহাদুর প্রথম ভূষণ দেবরায় নলডাঙ্গা মন্দির প্রতিষ্ঠা করেন । তিনি মোট ৭টি মন্দির প্রতিষ্ঠা করেন । তার মধ্যে উল্লেখযোগ্যে শ্রী শ্রী সিদ্ধেশরী মায়ের মন্দির,কালীমাতা মন্দির, লক্ষ্মী মন্দির, তারা মন্দির, দ্বিতল বিশিষ্ট বিঞ্চু মন্দির.....

#উপহার #বৈশাখ ゚ #মন্দির #ধর্ম @ [401859849337911:49210:]

05/08/2025

আর কেউ যেন স্বৈরাচার হয়ে না ওঠে

আলমগীর হোসেন
সিনিয়র সহ-সভাপতি,
হলিধানী ইউনিয়ন বিএনপি, ঝিনাইদহ।

05/08/2025

ড্রাগনের রাজধানী গৌরীনাথপুর

#ড্রাগন #উপহার #বৈশাখ #বাজার #ফল @ [401859849337911:49210:]

03/08/2025

নাগ নাগিনীর খেলা
#নামাজ #প্রেম #প্রেম #নির্বাচন #নির্বাচন #উপহার #বিসিএস #বিসিএস #বিএনপি #দ্বাদশ #বৈশাখ #সাপ #খেলা

01/08/2025

উর্বর ভূমিতে মরিচের বাম্পার ফলন

#নির্বাচন #হলিধানী #একই #বৈশাখ #দ্বাদশ #নামাজ #উপহার #বিএনপি #বিসিএস #প্রেম #গোস্ত #ফলোয়ার #মরিচ

চারিদিকে শুধু পানি আর পানি
31/07/2025

চারিদিকে শুধু পানি আর পানি

30/07/2025

ছেলে না মেয়ে প্রথমে বুঝতে পারি নাই?

বিয়ের দুই মাস পর জানতে পারে ঘরের বউ একজন পুরুষ? #ফলোয়ার #ভালোবাসা #ঝিনাইদহের #গাছ #গোস্ত #প্রেম #বিসিএস #বিএনপি #কোরবানির #উপহার #বিনোদন #নামাজ #দ্বাদশ

30/07/2025

প্রয়োজনীয় সংস্কার, গণহ ত্যার বিচারের পর পিআর পদ্ধতিতে নির্বাচন-মুফতি রেজাউল করীম
#গোস্ত #ঝিনাইদহের #গাছ #ফলোয়ার #ভালোবাসা #বিএনপি #মাল্টা #কোরবানির

প্রবাসীর দোকান ভেঙে জমি দখল, জনমনে ক্ষোভ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:ঝিনাইদহের ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় এক অস্ট্রেলিয়া প্...
29/07/2025

প্রবাসীর দোকান ভেঙে জমি দখল, জনমনে ক্ষোভ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঝিনাইদহের ডাকবাংলা ত্রীমোহনী এলাকায় এক অস্ট্রেলিয়া প্রবাসীর দোকান ঘর ভেঙে জোরপূর্ব জমি দখল করার অভিযোগ উঠেছে। গত ৪ মার্চ সদর উপজেলার বাদপুকুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মশিউর রহমানের দোকান ঘর ভেঙে জমি দখল করে বৈডাঙ্গা গ্রামের হররত আলীর ছেলে হায়দার আলী ও হাসান।

রোববার (২৮ জুলাই) বিষয়টি নিয়ে আবারো আলোচনায় আসলে, এই ঘটনায় স্থাণীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানের মনে ক্ষোভের তৈরী হয়েছে।

সরোজমিনে একাধিক ব্যাক্তির থেকে জানা যায়, ৩১ নম্বর সাধুহাটি মৌজার ২৩৪৮ খতিয়ানের ৪৬৩৫নং দাগের ১৪ শতক জমির মূল মালিক মুনছুর আলী বিশ্বাসের দুই স্ত্রী সোনাভান নেছা ৭শতক এবং ফাতেমা খাতুন ৭ শতক। মুনছুর আলী তিনি তার দুই স্ত্রীকে সমান ভাবে ১৪ শতক জমি ভাগ করে রেজিষ্টি করে দেন। পরবর্তীতে মুনছুল আলী বিশ্বাসের স্ত্রী সোনাভান নেছা মারা যাবার পর তার ছেলে ও মেয়েরা ওয়ারেশ সূত্রে ওই জমির মালিক হন। সোনাভান নেছার ভাগের অংশ ৭ শতক জমি তার ২০১৭ সালে বাদপুকুরিয়া গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে মোঃ মশিউর রহমানের কাছে বিক্রয় করে। বাকি ৭ শতক জমি ফাতেমার অংশ রেজাউল মন্ডলের কাছে বিক্রয় করে। পরবর্তীতে রেজাউল থেকে ২০২১ সালে বৈডাঙ্গা গ্রামের মৃত হযরত আলীর ছেলে হায়দার আলী গত ৪ বছর আগে ক্রয় করেন। যার ফলে ৩১ নম্বর সাধুহাটি মৌজার ২৩৪৮ খতিয়ানের ৪৬৩৫নং দাগের ১৪ শতক জমির সোনাভানের অংশের ৭শতক জমির মালিক মশিউর রহমান এবং বাকি ৭ শতক ফাতেমার অংশের জমির মালিক হায়দার।

বাদপুকুরিয়া গ্রামের তোতা মিয়া জানান, হায়দার আলী বিদেশ থেকে দেশে ফেরার পর কিছু দুষ্টু লোকের প্ররোচনায় পড়ে গত ৪ মার্চ নিজের জমি পেছন থেকে ছেড়ে দিয়ে সামনের পজিশন দখলের উদ্দেশ্যে দোকান ভাঙচুর করে প্রচির দিয়ে ওই জমি দখল করে। পরে আদালতে গেলে আদালত ১৪৪ ধারা করে এবং পরবর্তীতে আদালত মশিউরের পক্ষে রায় দেয়।

তিনি আরো জানান, ৪৬৩৫ নং দাগের ১৪ শতক জমির মধ্যে ক্রয়সূত্রে মশিউর ৭শতক এবং হায়দার ৭ সমান সমান মালিক। সামনের পজিশনও দুজনের সমান সমান। কিন্তু হায়দার পেশিশক্তি খাটিয়ে সামনের থেকে বেশি জায়গা দখল করার চেষ্টা করছে। এখানে জমির কাগজপত্র অনুযায়ী কেউ সামনে থেকে বেশি অংশ পাবে না। আবার কেউ কমও পাবে না। এখানে হায়দার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য জোর করে জমি দখল করার চেষ্টা করছে।

এবিষয়ে হায়দারের স্ত্রী লাবনী খাতুন জানান, জমির দলীল মোতাবেক আমরা যে অংশ পাব সেটুকু বুঝিয়ে দিলে আমার কোন সমস্যা নেই। তবে জমির দলীলে সামনের পজিশন আমাদের বেশী।

জমির মালিক অস্ট্রেলিয়া প্রবাসী মশিউর রহমান জানান, একই দাগে ১৪ শতক জমির মধ্যে সোনাভানের অংশ ৭ শতক। তিনি মারা যাবার পর ওয়ারেশের কাছ ওই জমি ক্রয় করা হয়। আর ফাতেমার বাকি অংশ ৭শতক জমি ক্রয় করে রেজাউল। তখন আমরা উভয় সমান সমান সামনের পজিশন নিয়ে ভোগদখল করে আসছিলাম। পরবর্তীতে রেজাউলের অংশ ২০২১ সালে হায়দার আলী ক্রয় করে। হায়দার ওই জমি ক্রয় করার পর থেকে বিভিন্ন তাল বাহানা করে আসছে। একপযায়ে আমাদের অংশে দোকান ঘর ভেঙে সে জমি দখল করে। যা কোন ভাবেই তিনি এটা করতে পারেন না। আমি শুধু আমার অংশ বুঝে নিতে চাই।

এই ঘটনার তদন্ত কর্মকর্তা ডাকবাংলা ক্যাম্পের এসআই লিটন রাকিব বলেন, এই ঘটনা নিয়ে যেহেতু আদালতে মামলা আছে সেহেতু আদালত এই ঘটনা নিষ্পত্তি করবে। যে দেওয়াল ভেঙে ফেলেছে সেই ব্যাপারে তাৎক্ষণিক সেখানে গিয়ে দেওয়াল ভাঙ্গা বন্ধ করা হয়েছে।

#ভালোবাসা #ফলোয়ার #গাছ #প্রেম #ঝিনাইদহের #বিএনপি #মাল্টা #কোরবানির #উপহার #বিনোদন #একই

27/07/2025

ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের খেলার মাঠ নতুন জলাশয়।

কয়েকদিনের বৃষ্টিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

মহেশপুরে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
26/07/2025

মহেশপুরে ৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

অভিনন্দন কৃষি বিভাগ
26/07/2025

অভিনন্দন কৃষি বিভাগ

Address

Jhenida

Telephone

+8801613906738

Website

Alerts

Be the first to know and let us send you an email when Today Jhenidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Jhenidah:

Share