Daily Barobazar

Daily Barobazar We don’t just deliver news, we seek the truth. With a fearless voice, standing for justice — Daily Barobazar, in pursuit of truth every day!
(2)

তিনজনের কে জিজ্ঞেস করলাম  কেউ বলতে পারল না, এটা কি ফল?
19/09/2025

তিনজনের কে জিজ্ঞেস করলাম কেউ বলতে পারল না, এটা কি ফল?

18/09/2025

দুনিয়া যে থাকার জায়গা নয়, এই কথাটি কি মনে আছে?

আলহামদুলিল্লাহ আমরা এখন ৪১ হাজার সদস্যের বিশাল পরিবার | পরিবারের সকলের কাছে দোয়া চাচ্ছি
18/09/2025

আলহামদুলিল্লাহ আমরা এখন ৪১ হাজার সদস্যের বিশাল পরিবার | পরিবারের সকলের কাছে দোয়া চাচ্ছি

বাঁশ দিবস ২০২৫: বাঁশ দিবস মানে কাউকে বাঁশ দেওয়া নয়!✍ ডেইলি বারোবাজার | হাফেজ মোঃ ইসরাফিল আজ ১৮ সেপ্টেম্বর, বিশ্ব বাঁশ ...
18/09/2025

বাঁশ দিবস ২০২৫: বাঁশ দিবস মানে কাউকে বাঁশ দেওয়া নয়!

✍ ডেইলি বারোবাজার | হাফেজ মোঃ ইসরাফিল

আজ ১৮ সেপ্টেম্বর, বিশ্ব বাঁশ দিবস! শুনতেই মনে হয়— এ আবার কেমন দিবস?
আমরা ছোটবেলা থেকে বাঁশ শুনলেই একটু হাসি চেপে রাখি। কারণ গ্রামবাংলার ভাষায় "বাঁশ" মানেই মাঝে মাঝে একটু ঝামেলার স্মৃতি।

কিন্তু মজার ব্যাপার হলো, এই বাঁশ গাছের সাথে জড়িয়ে আছে অসাধারণ শিক্ষা আর অসংখ্য উপকারিতা।

বাঁশের শিক্ষা
বাঁশ যত উঁচুতে ওঠে, তত মাথা নিচু করে। মানে, যত বড় হবো, তত বেশি বিনয়ী হওয়া দরকার।

বাঁশ সবসময় সোজা হয়ে দাঁড়ায়। মানে, আমাদেরও সোজা পথে থাকা উচিত।

ঝড়-তুফানেও বাঁশ ভেঙে পড়ে না, দুলে দুলে বেঁচে থাকে। এখান থেকে আমরা শিখতে পারি— কষ্ট আসলেও হাল ছাড়লে চলবে না।

বাঁশ ছাড়া চলে?
ভাবুন তো, বাঁশ না থাকলে গ্রামে ঘর বানাতেন কী দিয়ে? মেলা বসতো কীভাবে?
মাছ ধরার খাঁচা, ঝুড়ি, এমনকি বাঁশি— সবই তো বাঁশের দান।
অর্থাৎ বাঁশ ছাড়া আমাদের জীবন কল্পনাই করা যায় না।

হাসির ছলে বাঁশ দিবস
তবে খেয়াল রাখবেন— "বাঁশ দিবস" মানে আজকে কাউকে বাঁশ দেওয়া নয়!
বরং বাঁশ থেকে শিক্ষা নিয়ে শক্ত থাকতে হবে, কাজে লাগতে হবে, আর সবার উপকারে আসতে হবে।

উপসংহার
বিশ্ব বাঁশ দিবসে আসুন শপথ করি—
আমরা বাঁশের মতোই হবো:
👉 মাথা নত, মন সোজা, কাজে উপকারী।
আর জীবনে চেষ্টা করব বাঁশ খাওয়ার বদলে বাঁশের শিক্ষা নেওয়ার।

17/09/2025

ঝিনাইদহ-৪ আসনের বারবার নির্বাচিত এমপি জনাব বেল্টু সাহেবের সহধর্মিণী মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র‍্যালি, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালি রূপ নিল এক মহামিলনমেলায়

#ডেইলি_বারোবাজার #ঝিনাইদহ৪ #বারোবাজার #মুর্শিদা_জামান_বেল্টু

17/09/2025

ঘরে বসেই হাফেজ হওয়ার সুযোগ 📖
জেনারেল পড়াশোনার পাশাপাশি হিফজুল কুরআন এখন ঘরে বসেই 🏠📖
যোগ দিন মারকাযুল কুরআন একাডেমির অনলাইন হিফজ কোর্সে—অভিজ্ঞ হাফেজ শিক্ষকের তত্ত্বাবধানে।
আপনার সন্তানের জন্য নিরাপদ ও মানসম্মত অনলাইন শিক্ষা ✨
যোগাযোগ: হাফেজ মোঃ ইসরাফিল
মোব: 01985-273373 / 01726165848

একজন যুবকের গাড়িতে এই স্টিকারটা ছিল
16/09/2025

একজন যুবকের গাড়িতে এই স্টিকারটা ছিল

হাফেজ হতে হলে আবাসিক থাকতে হবে—এই পুরনো ধারণা কি এখনো আপনার মাথায় আছে? তাহলে এই পোস্ট টি আপনার জন্য।🕌 প্রিয় অভিভাবকগণ, আ...
15/09/2025

হাফেজ হতে হলে আবাসিক থাকতে হবে—এই পুরনো ধারণা কি এখনো আপনার মাথায় আছে? তাহলে এই পোস্ট টি আপনার জন্য।

🕌 প্রিয় অভিভাবকগণ, আসসালামু আলাইকুম

আপনার কাছে একটা প্রশ্ন করি—
আপনার আদরের সন্তান এখন কোথায় ঘুমাচ্ছে, কী খাচ্ছে, কেমন পরিবেশে দিন কাটাচ্ছে—আপনি কি নিশ্চিতভাবে জানেন?
হয়তো সপ্তাহে একদিন ফোনে কথা হয়, তারপর আর কিছুই আপনার চোখে পড়ে না। সে কতটুকু পড়ছে, শিক্ষকরা তাকে কীভাবে পড়াচ্ছে—এসব কি আপনার জানা আছে?

দুঃখজনক হলেও সত্য, অনেক আবাসিক মাদ্রাসায় শিক্ষার্থীদের লেখাপড়ার চেয়ে অন্য কাজে বেশি ব্যবহার করা হয়। বই হাতে দেওয়ার বদলে তাদের হাতে দেওয়া হয় কালেকশনের প্যাকেট। গ্রাম গ্রামে ধান-চাল তুলতে পাঠানো হয়, আবার কখনো খেদমতের নামে তাদের দিয়ে এমন সব কাজ করানো হয় যার সাথে হিফযের কোনো সম্পর্ক নেই।
ফলে আপনার স্বপ্ন ভেঙে যায়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়।

আমি সত্যি বলছি, এটাই বাস্তবতা।
অবশ্যই সব আবাসিক মাদ্রাসা এমন নয়। এখনো অসংখ্য আবাসিক প্রতিষ্ঠান আছে যারা সত্যিকার অর্থে যত্নশীল।

এখন আসুন দেখি অনাবাসিক শাখার সুবিধা

প্রচলিত একটা কথা ছিল—
“হাফেজ হতে হলে আবাসিক থাকতে হবে।”
কিন্তু এই ধারণা আজ আর সঠিক নয়। সময় বদলেছে, প্রমাণ বদলেছে। শুধু অনাবাসিকই নয় বরং অনলাইনের মাধ্যমে ঘরে বসেই অসংখ্য মানুষ হাফেজ হচ্ছে।

👉 অনাবাসিক শাখায় আপনার সন্তান থাকবে আপনার চোখের সামনে।
👉 প্রতিদিনের রুটিন, সিলেবাস আর অগ্রগতি রিপোর্ট আপনি নিজেই দেখতে পারবেন।
👉 সন্তান ফাঁকি দিচ্ছে নাকি শিক্ষক ফাঁকি দিচ্ছে—আপনার কাছে কিছুই গোপন থাকবে না।
👉 কতটুকু ঘুম, কতটুকু খাবার দরকার, কীভাবে সুস্থভাবে বেড়ে উঠবে—এসব নির্দেশনা Markazul Quran Academy দিয়ে থাকে। এতে আপনিও হয়ে উঠবেন একজন সচেতন অভিভাবক।
👉 আপনার সন্তান বন্দি থেকে বোরিং হয়ে যাবে না, বরং প্রকৃতির সাথে মিশে, বাস্তবতা জেনে, সুস্থ মানসিকতায় হিফয শিক্ষা সম্পন্ন করবে।
👉 আর সবচেয়ে বড় কথা, কোরআনের পাশাপাশি আধুনিক জ্ঞান ও সমসাময়িক শিক্ষা নিয়ে আপনার সন্তান গড়ে উঠবে একজন যোগ্য মানুষ হিসেবে।

🌟 আমাদের প্রতিশ্রুতি – মারকাযুল কোরআন একাডেমি, অনাবাসিক শাখা, বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ।
আমরা চাই না আপনার স্বপ্ন ভেঙে যাক।
আমরা চাই, আপনার সন্তানকে আপনি নিজের কোলের কাছেই রাখুন—আর আমাদের তত্ত্বাবধানে হিফয শিক্ষা সম্পন্ন করুক।

✅ নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী সর্বোচ্চ তিন বছরের মধ্যে হিফয সম্পন্ন করার পরিকল্পনা
✅ প্রতিদিন অগ্রগতির রিপোর্ট ও অভিভাবকের সাথে নিয়মিত যোগাযোগ
✅ চরিত্র গঠন, শিষ্টাচার, নৈতিকতা ও আধুনিক শিক্ষার সমন্বয়
✅ মানসম্মত শিক্ষক, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ এবং অভিভাবকের জন্য উন্মুক্ত মনিটরিং সিস্টেম

প্রিয় অভিভাবক,
আপনার সন্তানকে আর দূরে পাঠাবেন না।
আপনার চোখের সামনেই, আপনার কোলের কাছেই, আপনার আদরের সন্তানকে হাফেজ বানানোর সুযোগ এসেছে।

👉 আসুন, আজই ভর্তি করুন আপনার সন্তানকে মারকাযুল কোরআন একাডেমি অনাবাসিক শাখা, বারোবাজারে।
আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ—আপনার সন্তান হবে কোরআনের হাফেজ, আর সমসাময়িক বিশ্বের একজন যোগ্য নাগরিক।

📍 ঠিকানা: আসাদ মার্কেট, তৃতীয় তলা, বারোবাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ
📞 যোগাযোগ: 01985-273373 / 0172616-5848

14/09/2025

ডেইলি বারোবাজারের বিশেষ প্রতিনিধি ইসরাফিল এখন ফুটপাতে বিক্রি করছেন খাঁটি মধু!
মানুষের সেবায়, সততার সাথে—মধুময় জীবনের আহ্বান।

#ডেইলি_বারোবাজার #ইসরাফিল #খাঁটি_মধু #ফুটপাতের_গল্প #বাংলাদেশি_মধু #স্বাস্থ্যকর_পণ্য #স্থানীয়_পণ্য

মানবতার সেবায় এগিয়ে এলেন ছাত্রনেতা আরাফাত হোসেন, মুমূর্ষু রোগীর জন্য রক্তদানডেইলি বারোবাজার | হাফেজ মোঃ ইসরাফিল বারবাজার...
14/09/2025

মানবতার সেবায় এগিয়ে এলেন ছাত্রনেতা আরাফাত হোসেন, মুমূর্ষু রোগীর জন্য রক্তদান

ডেইলি বারোবাজার | হাফেজ মোঃ ইসরাফিল

বারবাজার ইউনিয়ন ছাত্রদলের তরুণ নেতা আরাফাত হোসেন আবারও প্রমাণ করলেন ছাত্রদল শুধু রাজনীতির সংগঠন নয়, মানবতার সংগঠনও বটে। সম্প্রতি এক মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে তিনি নিজ হাতে রক্তদান করেছেন।

রক্ত দেওয়ার পর অনুভূতি প্রকাশ করে আরাফাত হোসেন বলেন,
“মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোই ছাত্রদলের শিক্ষা। একজন অসহায় রোগীর জীবনের প্রয়োজনে আমার রক্ত দিতে পারা আমার জন্য গর্বের বিষয়। এর মাধ্যমে হয়তো আল্লাহ তায়ালা কারও জীবন বাঁচার ব্যবস্থা করবেন—এর চেয়ে বড় আনন্দ কিছু নেই।”

তিনি আরও জানান, “ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীই সাধ্যের মধ্যে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। মানবসেবা ও মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।”

স্থানীয়রা তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে দোয়া করেছেন এবং বলেছেন—আরাফাত হোসেনের মতো তরুণ নেতারাই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম।

ঘরে বসেই কোরআন শেখার সুবর্ণ সুযোগ, কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এক যুগান্তরী উদ্যোগ কোরআন শিক্ষাকে সহজতর ও সবার জন্য স...
13/09/2025

ঘরে বসেই কোরআন শেখার সুবর্ণ সুযোগ, কোরআনের আলো ঘরে ঘরে পৌঁছে দিতে এক যুগান্তরী উদ্যোগ

কোরআন শিক্ষাকে সহজতর ও সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হাফেজ মোঃ ইসরাফিল। ২০১৬ সাল থেকে তিনি এই মহৎ কাজে নিয়োজিত রয়েছেন। তার একমাত্র উদ্দেশ্য হলো — প্রতিটি ঘরে কোরআনের আলো ছড়িয়ে দেওয়া, যাতে কোনো হৃদয় আল্লাহর কালামের নূর থেকে বঞ্চিত না থাকে।

এই লক্ষ্যকে সামনে রেখে তিনি প্রতিষ্ঠা করেছেন মারকাযুল কুরআন একাডেমি , যা ইতোমধ্যেই একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখান থেকে পৃথিবীর যেকোনো প্রান্তে বসে যে কেউ—শিশু, কিশোর কিংবা প্রাপ্তবয়স্ক—শুধু আগ্রহ থাকলেই কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে। বয়স কোনো বাধা নয়, বরং শুদ্ধ নিয়ত ও আগ্রহই যথেষ্ট।

মারকাযুল কুরআন একাডেমি-তে আগামী ০১ অক্টোবর ২০২৫ থেকে ১৪ তম অনলাইন কোরআন শিক্ষা কোর্স শুরু হচ্ছে। আসন সংখ্যা সীমিত—মাত্র ১০ জন। পাঠদান করবেন স্বয়ং হাফেজ মোঃ ইসরাফিল নিজেই।

হাফেজ মোঃ ইসরাফিল বলেন,
আমাদের উদ্দেশ্য হচ্ছে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসে মানুষকে সহজ ও সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়া। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যেখানেই থাকুক না কেন, সবাই যেন আল্লাহর কালামের আলোয় আলোকিত হতে পারে।

ভর্তি চলছে – আগ্রহীরা আজই যোগাযোগ করে আসন কনফার্ম করতে পারবেন।
যোগাযোগ: 01726-165848

প্রিয় পাঠক, এই পোস্টটি কেবল আপনার জন্য নয়—হয়তো আপনার শেয়ার করা একটি ক্লিকের মাধ্যমেই আরেকজন ভাই বা বোন কোরআন শিক্ষার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে।

তাই দেরি না করে এখনই পোস্টটি শেয়ার করুন, আর কোরআনের আলো ছড়িয়ে দিন ঘরে ঘরে।

13/09/2025

ডেইলি বারোবাজার স্টুডিওতে উপস্থিত ছিলেন বারোবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম খান। তাঁর সাথে সংগঠনের কার্যক্রম ও বারোবাজারের নানা দিক নিয়ে হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা।

Address

Badurgacha, Barobazar, Kaliganj, Jhenaidah
Jhenida
BARABAZAR

Telephone

+8801726165848

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Barobazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Barobazar:

Share