Travel dairy of Bangladesh

Travel dairy of Bangladesh Hi, This is a Travel Dairy of Bangladesh Vlogs. Please Follow To this Channel to get my vlogs and regular Videos any time anywhere.
(9)

I will share my Vlogs Videos, Travel Vlogs, Event News, Life Style Videos, Beautiful Place Videos and everything all.

27/12/2024
04/12/2024

যখন নেপালের সাথে সমস্যা হচ্ছিল, তখন অনেকেই মনে করেছে নেপাল শেষ। পাগল নাকি ভারতকে ক্ষেপায়। যখন পুচকে মালদ্বীপ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের জন্য দিনক্ষণ বেঁধে দেয়া হলো, তখন সবাই ভেবেছে মালদ্বীপ সাগরেই ভেসে যাবে। পাকিস্তান তো চিরশত্রু। সেটাকে বাদ দিলাম। চীনের সাথে সুসম্পর্ক নেই স্বার্থেের দ্বন্দ্বে।

মায়ানমার এখনও আজ্ঞাবহ। তাই তেমন উচ্চবাচ্য নেই। কিন্তু বাংলাদেশের বিষয় কি তেমন? এখানে প্রায় ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। দেশের স্বার্থে তারা একতাবদ্ধ হতে সময় নিবে না।

আমি ভারতকে পছন্দ করি না। কারণ ভারত মনে করে তোমরা ছোট, তোমাদের কথা বলার কি আছে? আমরা বলব, তোমরা শুনবা। আমরা শুনেই যাচ্ছি। বলতে গেলেই দাদাগিরি দেখাতে চলে আসবে৷

শুধু এই ব্যাপার-ই নয়। তাদের দ্বিচারিতা সবজায়গায়। ঘরে গরুর মাংশ রাখলে মুসলমানদের পি/টিয়ে মারে। কিন্তু সেই ভারত গরুর মাংশ রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে হালাল মাংশ রপ্তানি করার জন্য হুজুর নিয়োগ দিয়েছে হালাল জবা:/ ইয়ের জন্য।

বাংলাদেশ তাদের রেমিট্যান্সের জন্য চতুর্থ দেশ। আবার পড়ুন চতুর্থ দেশ। অর্থাৎ আমাদের টাকায় তাদের জীবন চলে। অর্থনীতি চলে। তারা আমাদের সমীহ করার কথা। কিন্তু ফল উল্টো।

এটাতো বৈধ পথে। অনেকেই আছে টুরিস্ট ভিসায় এসে কাজ করছে। এখানে যেহেতু ব্লকরেইড নেই, যাচাই নেই। তাই তারা সমানতালে কাজ করে যাচ্ছে। আমার সাবেক এক কর্মস্থলে দুইজন ভারতীয় কাজ করেছে টুরিস্ট ভিসায় এসে। এখনও আছে কিনা জানি না।

কিছুদিন আগেও একজনের সাথে কথা হলো বিদ্যুৎ ভবনে। তিনি ভারতীয়। টুরিস্ট ভিসায় এসে কনসালটেন্সি করতে চলে এসেছেন সরকারি দপ্তরে। ভারত আমাদের বর্জন করলে আমাদের লাভ। আমরা ভারতকে বর্জন করলে আমাদের লাভ। পেঁয়াজ রপ্তানি বন্ধ করলে, দাম তাদের দেশে অর্ধেক হয়ে যায়। কাঁচামরিচ বে্চা যায় না।

তাদের কৃষক সঠিক দাম পাবে না। বিপদ আমাদের অধিক মূল্যে খেতে হবে। বিপদ তাদের তারা সম্পদ বেঁচতে না পেরে না খেয়ে থাকবে।

সুতরাং লড়াই জারি রাখুন। সম্মান দিলে সম্মান পাবে৷ সম্মান না দিলে উল্টো দিকে হাঁটুন। আমাদের দৌঁড়ানোর দরকার নেই। বিশ্ব আমাদের দিকে দৌঁড়ে আসবে। আমরা বিশ্বকে বুকে জড়িয়ে ধরব। সম্মানের সাথে বাঁচব।

কালেক্টেড

19/10/2024

নতুন চাঁদাবাজের কাছে পুরোনো চাঁদাবাজের চিঠি
-মাহবুব আলম ( প্রথম আলো )

হ্যালো জুনিয়র,

হোয়াটসআপ! সিনিয়রের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা নিয়ো। আশা করি, তোমাদের আয়রোজগার ভালোই হচ্ছে। এত দিন ধরে আমাদের তিল তিল করে গড়ে তোলা চাঁদাবাজিশিল্পের সুফল তোমরাও ভোগ করছ দেখে বুকটা ভরে যাচ্ছে। সারা দেশে চাঁদাবাজি আর সিন্ডিকেটের জাল বিছিয়ে আমরা যে বিপুল কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিলাম, ভেবেছিলাম আমরা না থাকলে কেই–বা হাল ধরবে। কিন্তু না। তোমরা আশাহত করোনি। ‘বিকল্প’ হয়ে ঠিকই দাঁড়িয়ে গেছ।

তোমাদের কীর্তি দেখে প্রায়ই আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো বলতে ইচ্ছে করে—

‘নবীন কিশোর,

তোমায় দিলাম মহাখালীর ধোঁয়াচ্ছন্ন বাস টার্মিনাল

তোমাকে দিলাম কারওয়ান বাজারের আধিপত্য

আর পকেটভরা হাসি।’

যাহোক, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তোমার মতো নতুন দিনের সৈনিকদের কিছু পরামর্শ দিচ্ছি। টুকে নিতে পারো।

দীর্ঘদিন এই শিল্পে তোমাদের পদচারণ না থাকায় চাঁদা তুলতে কিছুটা সমস্যা হতে পারে। মনে রাখবে, চাঁদাবাজির ক্ষেত্রে চাপার জোরই সব। যে যত জোরে গালি দিতে পারবে, সে তত দ্রুত চাঁদা হাতে পাবে। গালি প্র্যাকটিসের জন্য মাঝেমধ্যে ‘ইতিহাস’ সৃষ্টি করা নায়কের সিনেমা দেখার অনুরোধ রইল।

ক্যাশলেস বাংলাদেশের ভিশন সামনে রেখে চাঁদাবাজি করতে হবে। নগদ টাকার উত্তোলনের পাশাপাশি নিজের নামে একটা কিউআর কোড তৈরি করে নিতে পারো, যেন মানুষ সহজেই তোমার কোডটি স্ক্যান করে চাঁদা দিতে পারে। এ ছাড়া দ্রুত চাঁদা প্রদানে মানুষকে উৎসাহিত করতে ক্যাশব্যাক অফার চালু করতে পারো। চাইলে ‘বর্ষসেরা চাঁদা প্রদানকারী’ পুরস্কারও প্রবর্তন করা যেতে পারে।

চাঁদাবাজি করার সময় অনেকেই মায়াকান্না জুড়ে দিয়ে নিজেকে গরিব দাবি করতে পারে, চাঁদাদানে অক্ষম প্রমাণ করার চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে শুধু একটা কথাই মনে রাখবে—চাঁদা তোমার মৌলিক অধিকার। এই পৃথিবীতে তুমি ছাড়া বাকি সবাই ধনী। কোনো রকম ইমোশনাল অ্যাটাকের শিকার হওয়া চলবে না। সুযোগ পেলেই শার্টের কলার চেপে ধরবে। শার্টের কলার মূলত একটা তারবিহীন সুইচ। ওখানে চেপে ধরলে এটিএম মেশিনের মতো পকেটের টাকা স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসে।

চাঁদাবাজিতেও সর্বদা নিজের প্রোফেশনালিজম বজায় রাখবে। কোনো অবস্থাতেই নিজের ক্যারেক্টার থেকে বের হওয়া যাবে না। চাঁদাবাজি করার সময় গার্লফ্রেন্ডের সামনে পড়লেও ক্যারেক্টার পরিবর্তন করা যাবে না। বরং সুযোগ পেলে তার কাছ থেকেও কিছু চাঁদা আদায় করে নিতে হবে। মনে রাখবে, একবার প্রোফেশনালিজম থেকে বিচ্যুত হয়ে ক্যারেক্টার থেকে বের হয়ে ভালো মানুষ সাজলে পরদিন আর মানুষ তোমাকে মূল্য দেবে না, চাঁদা তো দূরের কথা।

আমাদের ছেলেরা হেলমেট পরে চাঁদাবাজি করত। এতে সহজেই লোকজন দূর থেকেও তাদের চিনতে পারত এবং চাঁদার টাকা প্রস্তুত রাখত। আশা করি, তোমরাও নিজেদের ব্র্যান্ডিংয়ে মনোযোগ দেবে। আমাদের মতো তোমরাও এ রকম কোনো বেশ ধরবে, যেন দূর থেকেও মানুষ তোমাদের চিনতে পারে।

মাঝেমধ্যে চাঁদা তুলতে গেলে লোকজন তোমাকে ‘১৫ বছর কোথায় ছিলে?’ বলে তাচ্ছিল্য করতে পারে। এসবে ঘাবড়ে গেলে চলবে না। মনে রেখো, এখন যেমন আমি দৌড়ের ওপর আছি, তেমনি একদিন তোমাকেও দৌড়ের ওপর থাকতে হবে। এ জন্যই আমার এক বড় ভাই পইপই করে বলেছিলেন, ‘লাইফ ইজ আ রেস।’ মানুষমাত্রই দৌড়বিদ।

পরিশেষে বলতে চাই, প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। তাই এখন আমাদের জায়গায় তোমরা পুরোদমে কাজ করছ। পকেট পূর্ণ করার এখনই সময়। পকেটের ‘পূর্ণতা’ নিয়েই তো আর্টসেল গেয়েছে, ‘আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে/ তুমি সেই পূর্ণতা আমার অনুভবে।’

সরকার যাবে, সরকার আসবে, কিন্তু মানুষকে শান্তিতে থাকতে দেওয়া যাবে না—এই প্রতিপাদ্যকে বুকে লালন করে আমাদের এগিয়ে যেতে হবে। এই প্রজন্মের চাঁদাবাজদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। কোনো সাহায্য লাগলে সংকোচ কোরো না। আমাকে জানাতে পারো। বেশ কয়েক দিন গর্তে থাকলেও এখন উঁকিঝুঁকি দিতে শুরু করেছি। আশা করছি, সামনের দিনগুলোয় কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চাঁদাবাজিশিল্পকে আরও এগিয়ে নিতে পারব।

ইতি,

সভাপতি, লুথাচাঁপ (লুকিয়ে থাকা চাঁদাবাজ পরিষদ)

😀🙋‍♂️

Copied

27/09/2024

বাসায় আতিকের ফুপা ফুপু বেড়াতে এসেছেন। সচারচর মেহমান আসলে বাড়ির পরিবেশ উৎসবমুখর থাকে, কিন্তু আতিকের ফুপা ফুপুর ক্ষেত্রে একটু ব্যাতিক্রম। তারা আসার পর বাড়ির কম বেশি সবাই অসুবিধায় আছে কিন্তু কেউ মুখে বলতেছে না।

যেমন আতিকের বাবা আগে সারাদিন ডিসকভারিতে বিয়ার গ্রিলসের বন বাদারে অখাদ্য কুখাদ্য খেয়ে বেড়ানো দেখতেন৷ এখন তিনি তার বোন জামাইয়ের অত্যাচারে রিমোর্ট হাতে নিতেই পারেন না, আতিকের ফুপা সারাদিন সনি আটে ক্রাইম পেট্রোল দ্যাখেন। শুধু দ্যাখেন না অপরাধী কিভাবে খুন করলে পুলিশ তাকে ধরতে পারতো না সেটা নিয়ে বিস্তার গবেষণা করেন। আতিকের বাবাকে ভদ্রতার খাতিরে এই মার্ডার বিষয়ক আলোচনায় অংশগ্রহন করতে হয় । খুন খারাবির উপর ফুপার এমন প্রবল আর্কষন দেখে আতিক তার ফুপুর জীবনের নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত।

ফুপু রাতের বেলা খেতে বসে অন্তরার রান্না খেয়ে বললেন, " মা রান্না এমনিতে ভালোই তবে রান্নায় তেলটা বড্ড বেশি দেও। তোমার রান্না খাইলে লো প্রেশারের রোগিও হাই প্রেশারের রোগী হয়ে যাবে, হা হা হা " । এটা আতিকের ফুপুর পুরানো ট্রিক , খোচা শেষে একটা করে বিকট হাসি দেন, যেন পরিবেশ হালকা থাকে।

অন্তরাকে খোচা খেতে দেখে তার শাশুড়ী মিচকি হাসি দিচ্ছিলেন কিন্তু ফুপু আবার বলা শুরু করলেন, " তবে তোমার রান্নার হাত ভাবির চেয়ে ভালো, ভাবি তো খাবারে লবন দিতেই ভুলে যেত, কতদিন লবন ছাড়া তরকারি খেয়েছি আমরা, হা হা হা " আবার একটা বিকট হাসি।

রাতের খাবারের পর ফুপা বারান্দায় আতিক ও তার বাবার সাথে গল্প করতে বসেছেন, আতিক গল্পে আগ্রহী না হলেও ফুপা খুবই উৎসাহী।

সিগারেট টানতে টানতে ফুপা বললেন, তোমার এই জব দিয়ে জীবনে কি হবে? কিছু মনে করিও না তোমার ভালোর জন্যই বলতেছি।

আতিক আমতা আমতা করে বললো, জব করে যা হয় তাই হবে ফুপা, মাসের শেষে বেতন হবে বছর শেষে দুই ঈদে দুইটা বোনাস হবে।

আরে গাড়ী বাড়ী জায়গা জমি করতে হবে না, সেটার জন্য কি করবা? কিছু মনে করো না তোমার ভালোর জন্যই বলতেছি।

ভাবতেছি জবের পাশাপাশি কিডন্যাপিংএর বিজনেস শুরু করবো, আপনার সন্ধানে কোনো বড়লোকের ছেলে মেয়ে থাকলে অবশ্যই জানাবেন।

আতিকের জবাবে, ফুপা বিস্ফোরিত চোখে তাকায়ে আছে তার দিকে। ফুপার চোখে চরম বিস্ময়, রসবোধের অভাবে তিনি বিষয়টা সিরিয়াসলি নিয়ে ফেলেছেন এটা বুঝতে পেরে আতিকের বাবা বললেন - আতিক রসিকতা করেছে তুমি ভয় পেয়ো না।

এসব রসিকতা আমার সাথে করতে মানা করবেন, এসব মোটেও রসিকতার বিষয় না, আজ রসিকতা করেছে কাল সত্যি সত্যি করবে। তখন ওর উপরে ক্রাইম পেট্রোলের এপিসোড হবে।

সেন্স অফ হিউমারের ঘাটতি যাদের মধ্যে বিদ্যমান তাদের সাথে ইর্য়াকি ঠাট্টা করা নিরাপদ না। কিন্তু আতিক দ্বিতীয়বার এই ভুল করলো পরের দিন সকালে। সকালে নাস্তার পর ফুপা জিজ্ঞেস করলেন তোমাদের বাথরুমে গতকাল দেখলাম আরশোলা আজ দেখি বিশাল বড় একটা টিকটিকি, বাথরুমের মধ্যে তো মিনি চিড়িয়াখানা বানায়ে রাখছো, এখানে আর কি কি জীব জন্তু দেখা বাকি আছে ?

নাহ আর সেরকম কিছু না তবে মাঝেমধ্যে কমোড দিয়ে সাপ উঠে আসে। বলো কি সাপ? ফুপা চোখ কপালে তুলে ফেলেছে মানে তিনি আতিকের রসিকতা এবারেও ধরতে পারেননি৷ আতিক এবারে রসিকতা ধরায়ে না দিয়ে সেটা চালায়ে গেলো।

সাপ বলতে বাচ্চা সাপ, কাল কেউটের বাচ্চা। সমস্যা নেই প্রাপ্ত বয়স্কের চেয়ে বিষ কম হয় এদের।

- কাল কেউটের বাচ্চা তোমাদের বাথরুমে ঘোরাফেরা করে? যদি কামড়ায়?

- কিচ্ছু হবে না,

- সত্যিই কিচ্ছু হবে না?

- জ্বী ফুপা, আধাঘন্টার মধ্যে হাসপাতালে নিতে পারলে কিচ্ছু হবে না।

- হাসপাতাল কতদূর এখান থেকে?
- বেশি না মাত্র বিশ মিনিট, যদি সিএনজি ক্যাব এসব পাওয়া যায় তবে।

- আর না পাওয়া গেলে?

- না পাওয়া গেলে বাংলা সিনেমার তরিকায় বিন বাজায়ে সাপকে ডেকে বিষ তুলে নেওয়ার রিকোয়েস্ট করা যেতে পারে৷ কিন্তু সেখানেও তো সমস্যা।

- কি সমস্যা?

- ধরেন বিন বাজায়ে একজনকে ডাকলাম আর আসে পাশে থেকে সাপের পুরো ফ্যামিলি চলে আসলো, তখন বিষ তোলা দূরে থাক উল্টা দুই চারটা বেশি কামর খাওয়ার রিস্ক হয়ে যাবে ।

- এসব ক্যালকুলেশন বাদ দিয়ে এখুনি গিয়ে আমার আর তোমার ফুপুর জন্য আজকের দুপুরের ট্রেনের ফাস্টক্লাসের দুইটা টিকেট কেটে আনো। আমাদের আজকেই ফিরতে হবে।

ফুপা টিকেট হাতে পেতেই স্টেশনে ফুপুকে নিয়ে চলে গেলেন। ফুপার তাড়া দেখে মনে হলো পরবর্তী বাথরুমের চাপ আসার আগেই তিনি বাসায় পৌঁছাতে চান।

ধন্যবাদ
লেখক: কুন্তল হোসেন

14/09/2024

﷽আসসালামু আলাইকুম﷽
𝘼𝙘𝙩𝙞𝙫𝙚 ✅ আছি 🙋‍♂️
বিশ্বাস করে 𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 দিয়ে Done লিখুন।
১০০% 𝗕𝗔𝗖𝗞 পাবেন।
কথা দিলাম।

12/07/2024

💫কষ্ট কে ভালোবাসুনঃ—

🔷অভিজ্ঞতা অর্জন:— ব্যর্থতা আমাদের অভিজ্ঞতা বৃদ্ধি করে। যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই, তখন আমরা সেই কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারি। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়ক হয়।

🔷ধৈর্যশীলতা বৃদ্ধি:— ব্যর্থতা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। জীবনে সবকিছুই সহজে পাওয়া যায় না। ব্যর্থতার মুখোমুখি হয়ে আমরা ধৈর্যশীল হওয়ার গুরুত্ব বুঝতে পারি এবং কঠিন পরিস্থিতিতে স্থিতিশীল থাকার ক্ষমতা অর্জন করি।

🔷আত্মবিশ্লেষণ:— ব্যর্থতার পরে আমরা নিজের কাজ এবং আচরণ বিশ্লেষণ করি। এটি আমাদের নিজের ভুলগুলো খুঁজে বের করতে এবং সেই ভুলগুলো থেকে শিখতে সাহায্য করে।

🔷উদ্ভাবনী চিন্তাভাবনা:— ব্যর্থতা আমাদের নতুন চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। যখন আমরা একটি পদ্ধতিতে ব্যর্থ হই, তখন আমরা নতুন পদ্ধতি এবং সমাধান খুঁজে বের করার চেষ্টা করি।

🔷আত্মবিশ্বাস বৃদ্ধি:— প্রতিবার ব্যর্থতার পর আমরা যখন পুনরায় চেষ্টা করি এবং সফল হই, তখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এটি আমাদের জীবনে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে উৎসাহিত করে।

🔷সাফল্যের মূল্যায়ন:— ব্যর্থতা আমাদের সাফল্যের মূল্যায়ন করতে শেখায়। যখন আমরা ব্যর্থতার পর সফল হই, তখন আমরা সেই সাফল্যের প্রকৃত মূল্য বুঝতে পারি এবং তা উপভোগ করতে পারি।

◻️ব্যর্থতা কেবলমাত্র একটি সাময়িক অবস্থা, এটি আমাদের জীবনের শেষ নয়। বরং, এটি আমাদের শেখার এবং বেড়ে ওঠার একটি সুযোগ। ব্যর্থতা থেকে শেখা এবং তা থেকে উদ্ভাবনী ও ইতিবাচক পরিবর্তন আনা আমাদের জীবনের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ.

Collected.

12/07/2024

Follow Back To Back
Fariha's family vlog Jannat Israt Eva Events of daily life

22/06/2024

চলছে বর্ষার মৌসুম। পুরো দেশজুড়ে রাসেল ভাইপার নামক এক বিষাক্ত সাপের উৎপাত খুব বাড়ছে। বাংলাদেশসহ পুরো বিশ্বে যেসব সাপ দেখা যায় সেগুলোর মধ্যে এটি অন্যতম বিষাক্ত সাপ। দেশে বিলুপ্ত প্রায় বিষধর প্রজাতির এ সাপ নতুন করে ফিরে এসেছে। এর কামড়ে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির ঘটনাও ঘটছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকুন। সাপের বিস্তার রোধে বাসা-বাড়ি ও ক্ষেত-খামারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ এই দুআটি বেশী বেশী পাঠ করুন।©

Address

Village/Sura
Jhenida
7310

Telephone

+8801717007925

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel dairy of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel dairy of Bangladesh:

Share