Faisal Amin

Faisal Amin আসসালামু ওলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

09/09/2023
28/08/2023

নিউইয়র্কে অফিসিয়ালি সকল মসজিদে মাইকে আযান দেওয়ার অনুমতি পেলো আলহামদুলিল্লাহ

15/08/2023

০১. ‘বঙ্গ-কামরূপী' থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপর ভাষা কোনটি?
ক.অসমিয়া
গ. হিন্দি
ঘ. ব্রজবুলি
খ. উড়িয়া

০২. বাংলা ভাষার উদ্ভব কোন ভাষা থেকে?
ক.সংকৃত
খ. মাগধী অপভ্রংশ
গ. গৌড়ীয় প্রাকৃত
ঘ. হিন্দি

০৩. ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন-
ক. ব্রাসি হ্যালহেড
খ. উইলিয়াম কেরি
গ. জন মার্শাল
ঘ. হরলাল রায়

০৪. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কে রচনা করেন?
ক. মু. শহীদুল্লাহ
খ. মুনীর চৌধুরী
গ. মু. আ.হাই
ঘ. কোনটিই নয়

০৫. সুনীতিকুমার চট্টোপাধ্যায় একজন-
ক. উপন্যাসিক
খ. ভাষাবিদ
গ. কবি
ঘ. বিজ্ঞানী

০৬. বাংলা বর্ণমালা কোন লিপি থেকে এসেছে?
ক. তাম্রলিপি
খ.ব্ৰাহ্মীলিপি
গ. দেবনাগরী
ঘ. রোমান

০৭. ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে হয়েছে?
ক. ষষ্ঠ শতাব্দী
খ. দশম শতাব্দী
গ. সপ্তম শতাব্দী
ঘ. নবম শতাব্দী

০৮. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে?
ক. জন কেরি
খ. কালি দাস
গ. ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. এন. বি. হ্যালহেড

০৯. পৃথিবীর আদি ভাষাগোষ্ঠীর নাম-
ক. সংস্কৃত
খ. ইন্দো-ইউরোপিয়ান
গ. আরবি
ঘ.হিব্রু

01/08/2023

★★★বীজ সম্পর্কিত মৌলিক বিষয়াবলী★★★

ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণের
প্রথমটিই হলো বীজ। এই বীজের গুনাগুন সাফল্যজনকভাবে ফসল উৎপাদনে সবচেয়ে বড় ভূমিকা রাখে। কৃষি বিজ্ঞানীদের মতে কেবলমাত্র উন্নতমানের বীজ ব্যবহার করেই শস্যের উৎপাদন ১৫-২৫% বাড়ানো সম্ভব। তবে অনেক ফসলের ক্ষেত্রে তা আরো বেশী। তাই খাদ্য নিরাপত্তার জন্য মানসম্পন্ন বীজের ব্যবহার সুনিশ্চিত করা আজ অপরিহার্য হয়ে পড়েছে। মান সম্পন্ন বীজ পেতে হলে বীজের জাত নির্বাচন, উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক প্রযুক্তি সম্পর্কে সম্যক জ্ঞানলাভ প্রয়োজন। তাই উক্ত বিষয়গুলো আলোচনার পূর্বে বীজ সম্পর্কে প্রাথমিক বিষয়গুলো তুলে ধরা হলো।

বীজঃ সাধারণত গাছের যে অংশ বংশ বিস্তারে ব্যবহৃত
হয় তাই বীজ।
বীজ দু'প্রকার যথা-
(ক) অংগজ বীজ ও (খ) যৌন বীজ।

(ক) অংগজ বীজ : গাছের যে কোন অংশ বিশেষ যা একই রকম গাছের বংশ বিস্তারের জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই বীজ। যেমন আখ গাছের কান্ড, আলুর টিউবার, মিষ্টি আলুর লতা ইত্যাদি। এটি কৃষিতাত্বিক সংজ্ঞা।
খ) যৌন বীজ : পরিপক্ক ও নিষিক্ত ডিম্বককে যৌন বীজ বলে। যেমন- ধান, গম (স্বপরাগায়ন), পেঁপে বীজ (পরপরাগায়ন) ইত্যাদি। এটি উদ্ভিদতাত্বিক সংজ্ঞা।

ভাল বীজের বৈশিষ্ট্যঃ ভাল বীজের নিম্নোক্ত গুনাবলী থাকতে হবে।

(১) কৌলিতাত্বিক বিশুদ্ধতা বীজ যে জাতের সেই
জাতের নির্দিষ্ট গুনাবলী থাকতে হবে।
(২) মিশ্রণমুক্ততা জড় পদার্থ, আগাছার বীজ বা অন্য
জাতের মিশ্রণ থাকা চলবে না।
(৩) রোগ ও কীটমুক্ততা-বিশুদ্ধ বীজ অবশ্যই রোগের
জীবাণু ও কীটদৃষ্টতা থেকে মুক্ত থাকবে।
(৪) অংকুরোদগমক্ষমতা-উচ্চ অংকুরোদগম
ক্ষমতাসম্পন্ন হতে হবে, অংকুরোদগম ক্ষমতা ৮৫%
কিংবা তার উপরে, কিন্তু ৮০% এর নীচে নয়।
(৫) ভাল বীজের আর্দ্রতা ধান ও গমের ক্ষেত্রে সর্বোচ্চ
১২% ও অন্যান্য ফসলের বেলায় সর্বোচ্চ ১০%।
(৬) বীজ সব প্রায় একই আকারের এবং পরিপক্ক ও
পুষ্ট হতে হবে।
(৭) বীজের জীবনীশক্তি থাকতে হবে।
(৮) বীজের স্বাভাবিক রং থাকতে হবে।

29/07/2023

শৈশবের স্মৃতি ছোট বেলাই ট্রেন উঠার আনন্দ। #বিনোদন

কৃষিতে মৌসুম তিনটি, শেয়ার করে আপনার প্রোফাইল রেখে দিতে পারেন।
17/07/2023

কৃষিতে মৌসুম তিনটি, শেয়ার করে আপনার প্রোফাইল রেখে দিতে পারেন।

11/07/2023

আলহামদুলিল্লাহ বলার নেয়ামত,,,
ছৈয়দ মোকাররম বারী।

07/07/2023

রাসূলুল্লাহ (সাঃ) প্রতিরাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে দু’হাত একত্রিত করে হাতে ফুঁ দিয়ে মাথা ও মুখ থেকে শুরু করে দেহের সম্মুখভাগের উপর তিনবার হাত বুলাতেন।

04/07/2023

আপনার কল্পনার থেকেও ভালো কিছু আল্লাহ আপনাকে দিবেন, শুধু বিশ্বাস আর ধৈর্যের দরকার, ইনশা`আল্লাহ।

29/06/2023

ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান

যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে; আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে...
28/06/2023

যারা পরকালের চাইতে পার্থিব জীবনকে পছন্দ করে; আল্লাহর পথে বাধা দান করে এবং তাতে বক্রতা অন্বেষণ করে, তারা পথ ভুলে দূরে পড়ে আছে।

সূরাঃ ইবরাহীম [১৪:৩]

হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র ...
19/06/2023

হে বনী-আদম আমি তোমাদের জন্যে পোশাক অবর্তীণ করেছি, যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে এবং অবর্তীণ করেছি সাজ সজ্জার বস্ত্র এবং পরহেযগারীর পোশাক, এটি সর্বোত্তম। এটি আল্লাহর কুদরতেরঅন্যতম নিদর্শন, যাতে তারা চিন্তা-ভাবনা করে।

সূরাঃ আল-আরাফ [৭:২৬]

নিশ্চয় আল্লাহই বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী; তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি আল্লা...
16/06/2023

নিশ্চয় আল্লাহই বীজ ও আঁটি থেকে অঙ্কুর সৃষ্টিকারী; তিনি জীবিতকে মৃত থেকে বের করেন ও মৃতকে জীবিত থেকে বের করেন। তিনি আল্লাহ অতঃপর তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?

সূরাঃ আল-আনাম [৬:৯৫]

13/06/2023

কারো সাথে খারাপ ব্যবহার করও না।কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজে পাবে না।
হযরত উমর ফারুক ( রাঃ)

12/06/2023

৭ টি জিনিস মৃত্যুর পরেও কবরে পৌঁছাতে থাকে …....

Address

Jhenida
7200

Telephone

+8801831819096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faisal Amin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Faisal Amin:

Share