Nabaganga TV News

Nabaganga TV News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabaganga TV News, Media/News Company, Jhenida.

ঝিনাইদহের সকল তথ্য, সংবাদ, ঘটনা, ঘটনার অন্তরালের ঘটনা সহ সব কিছু আপনাদের সামনে তুলে ধরতে আমাদের প্রয়াস।
আমাদের সাথে থাকুন। তথ্য দিন।
যে কোন তথ্য দিতে কল করুন 019 14 053 215

28/12/2024

বিগত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে স্থানীয় ধর্মপ্রান মুসলমান ও স্মৃতিসৌধ পার্ক জামে মসজিদের মুসল্লীদের তীব্র ঘৃনা ও প্রতিবাদের মুখে শহীদমিনার-স্মৃতিসৌধে মধ্যে গান বাজনা বন্ধ করতে বাধ্য হয়।
কিন্তু অত্যান্ত পরিতাপের বিষয় আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪শে স্বাধীনতার পরে একটা জনবহুল মসজিদ সংলগ্ন (মাত্র ৫০ গজের মধ্যে) গান বাজনার তীব্র প্রতিবাদ জানায়। মসজিদ সংলগ্ন শহীদ মিনারে সকল প্রকার গানবাজনা নামের অশ্লীল সাংস্কৃতিক অনুষ্টান ও উচ্চস্বরে গানবাজনা স্থায়ীভাবে নিষিদ্ধ করা জোর দাবী জানায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

নবগঙ্গা টিভিতে নিয়োগ বিজ্ঞপ্তি
19/12/2024

নবগঙ্গা টিভিতে নিয়োগ বিজ্ঞপ্তি

আল হেরা এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ALexSA নোটিশ আস-সালামু ওয়ালাইকুমসবার অবগতির জন্য জানানো যাচ্ছে যাচ্ছে যে আগামীকাল   #শু...
07/11/2024

আল হেরা এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ALexSA নোটিশ

আস-সালামু ওয়ালাইকুম
সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যাচ্ছে যে আগামীকাল #শুক্রবার ৮ নভেম্বর ২০২৪ আল হেরা স্কুলের মেধাবী ছাত্র ৯৪ ব্যাচের মাসুম ভায়ের পরিচালিত ষ্টেডিয়াম সংলগ্ন "ফেমিলী জোনে" #মাগরিবের পর আল হেরা স্কুলের সকল পুরাতন ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সাথে আমাদের পুর্নমিলনী নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত মত বিনিময় সভায় সকল ব্যাচ থেকে নুন্যতম ২ জনকে অবশ্যই উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আহবান করা গেল।
#মিটিংয়ে তথ্যটি নিজ নিজ পরিচিত ছাত্রছাত্রী ও স্কুলের সাবেক সকল শিক্ষকদের মধ্যে পৌছে দেওয়ার ও ফেসবুক ওয়ালে পোষ্ট করার অনুরোধ করছি।

ইনশাআল্লাহ নতুন হাটখোলা মসজিদের আমরা মাগরিবের নামাজ পড়বো, নামাজের পর পরই মিটিং শুরু হবে। সকলেই সময়ের ব্যাপারে সচেতন থাকবেন, ইনশাআল্লাহ।

কমেন্টে ইনবক্সে অথবা কমেন্টে ১৯৯৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত সকল ব্যাচের অন্তত ২/৩ জনের মোবাইল নাম্বার ব্যাচ উল্লেখ সহ লিখে পাঠানোর অনুরোধ করছি।

উচ্চবিত্তের মত স্বপ্নমধ্যবিত্তের মত চলাফেরানিম্নমধ্যবিত্তের মত বাজারনিম্নবিত্তের মত জীবনমিসকিনের মত মানিব্যাগ নিয়েও ভালো...
04/11/2024

উচ্চবিত্তের মত স্বপ্ন
মধ্যবিত্তের মত চলাফেরা
নিম্নমধ্যবিত্তের মত বাজার
নিম্নবিত্তের মত জীবন
মিসকিনের মত মানিব্যাগ নিয়েও ভালো আছি
আলহামদুলিল্লাহ

আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াজবুরনি, ওয়াহদিনি, ওয়ারজুকনি।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমার সব ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন, আমাকে রিজিক দান করুন।

14/10/2024

রাসূল ﷺ কিভাবে খাবার খেতেন..?


১) নবী করীম ﷺ খানা খাওয়া পূর্বে দু'তাহ কব্জি পর্যন্ত ধুয়ে নিতেন।

২) ডান হাতে নিজের সামনে থেকে খাওয়া শুরু করতেন।

৩) কখনো হেলান দিয়ে খাবার খেতেন।

৪) সব সময় মাটিতে বসে দস্তারখানা বিছিয়ে খাবার খেতেন।

৫) খানার পর আঙুল মোবারক সুন্দর করে চেটে খেতেন। এ ব্যাপারে তার নিয়ম ছিল, প্রথমে মধ্যমা, এরপর শাহাদাত, এরপর বৃদ্ধঙ্গুলি চাটতেন।

৬) তিনি মিষ্টি জাতীয় খাবার যেমন:- মধু,সিরকা, খেজুর, খরবজা, কাকুড় ও লাউ খুব পছন্দ করতেন।

৭) গোশতের মধ্যে বাহু,ঘাড় ও পিঠের গোশত তার পছন্দ ছিল।

৮) খেজুর বা রুটির টুকরো পাক-পবিত্র স্থানে পড়ে গেলে তা উঠিয়ে পরিস্কার করে খেয়ে ফেলতেন।

৯) একেবারে গরম খাবার, যা থেকে গরম ভাপ উঠিতে থাকে, এমন খাবার আহার করতেন না। কিছুক্ষণ রেখে দিয়ে ঠান্ডা হলে আহার করতেন।

১০) তিনি কখনো খাবার শুকতেন না। এমন করাকে অপছন্দ করতেন।

১১) সব সময় বসে খেতেন। ফল জাতীয় জিনিস কখনো দাড়িয়ে দাঁড়িয়ে বা হেটে হেটেও খেতেন।

১২) রান্না করা গোশত কখনো চাকু দিয়ে কেটে কেটেও খেতেন।

১৩) কখনো সকালের খাবার বিকালের জন্য বা বিকালের খাবার সকালের জন্য রেখে দিতেন না।

১৪) অচেনা নতুন কোনো খাবার দেখলে প্রথমে তার নাম জেনে নিয়ে এরপর তা হাতে তুলে নিতেন।

১৫) খানার শুরুতে" বিসমিল্লাহ " বলে খেতেন।

১৬) খাবার পর দুই হাত কব্জি পর্যন্ত ধুতেন আর ভেজা হাতটি হাত মুখে ও মাথায় মুছে নিতেন।

১৭) তিনি খিচুড়ি খেতেও পছন্দ করতেন।

ড. ইউনুস, জাতি সংঘ ও আন্তজাতিক শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কার...
26/09/2024

ড. ইউনুস, জাতি সংঘ ও আন্তজাতিক

শেখ হাসিনা নিউ ইয়র্ক সফরে এসে দিনের পর দিন হোটেলে অপেক্ষা করতেন যদি আমেরিকান সরকারের কারো সাথে কোনোরকমে একটা মিটিং আয়োজন করা যায়। আমেরিকা সফরে এসে সাদা চামড়ার কারো সাথে মিটিংয়ের একটা ছবি সংবাদপত্রে প্রকাশ নাহলে কি মান ইজ্জত থাকে ? তার পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেছিলেন, হাসিনার ইংল্যান্ড ও আমেরিকা সফরের আগে সেসব দেশের সরকারের উচ্চ পর্যায়ের মানুষের সাথে মিটিং অনুরোধ করে ইমেইল করেছিলেন কিন্তু কেউ উত্তরই দেয়নি। ভারতে হাসিনা আর পুতুলের সাথে বাইডেন হলওয়ে তে সেলফি তুলেছিলেন এটা নিয়ে দেশে দুই সপ্তাহ ধরে ক্লাস ফাইভের ছেলেমেয়েদের মতো হাসিনা সহ আওয়ামীলীগের নেতৃত্বের হাস্যকর উচ্ছ্বাস নিশ্চয়ই সবার মনে আছে!

ড. ইউনুস এর ৩ দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে bilateral মিটিং করবেন:

১) আমেরিকান প্রেসিডেন্ট Biden
২) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী Blinken
৩) জাতিসংঘের মহাসচিব
৪) জাতিসংঘের মানবাধিকার প্রধান
৫) ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট
৬) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
৭) USAID administrator
৮) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী
৯) পাকিস্তানের প্রধানমন্ত্রী
১০) নেপালের প্রধানমন্ত্রী
১১) ইতালির প্রেসিডেন্ট
১২) কুয়েতের crown prince
১৩) চীনের পররাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা গত ৫ বছরে এত্তজন হাই প্রোফাইল foreign dignitaries দের সাথে meeting করেছেন বলে মনে হয়না!

ড. ইউনুস এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে অভিযোগ অনুযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে। উনি ৮৪ বছরের বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে তার পাওয়ার কিছুই নাই। সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা তার সবই আছে। আমাদের দেশকে উনি দিতে পারেন অনেক কিছু যদি আমরা ফালতু বিষয় নিয়ে বিতর্ক না করে, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে তাঁকে একটু সহযোগিতা করি। এমন সুযোগ এই জাতির জীবনে নিকট ভবিষ্যতে আর আসবেনা!

আমাদের দেশ এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার সরকার প্রধান একজন নোবেল laureate। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. ইউনুস যখন বকৃত্বা দিতে দাঁড়াবেন, টিভির পর্দায় চোখ রাখুন; আমার বিশ্বাস যে সারা পৃথিবীর সরকার প্রধানরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে হাত তালি দিয়ে উনাকে সম্মান জানাবে। আমাদের দেশ, আপনি, আমি আমরা সবাই এই অনন্য সম্মানের অংশীদার!

17/09/2024

দেশটা বাপের সম্পত্তি হলে যা হয়!!
শেখ হাসিনা প্রায়শই এমন দাবী করেন। এতে মনে হয় উনি বাংলাদেশের জনগনের উপর দয়া করে ক্ষমতায় বসেছেন। চলুন দেখি শেখ হাসিনা কিসের জন্য ও কেন ক্ষমতায় এসেছেন। শেখ হাসিনা দেশটাকে যে তার পারিবারিক এসেট ভাবে তার কিছু নমুনা দেখি চলুন:

১) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

২) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ,ফরিদপুর

৩)বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ

৪) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর

৫)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,গোপালগঞ্জ

৬) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর

৭)বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,কিশোরগঞ্জ

৮)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

৯) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়,লালমনিরহাট

১০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়,গাজীপুর

১১) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়নগঞ্জ (প্রস্তাবিত)

১২)বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, ঢাকা

১৩) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান নভোথিয়েটার, রাজশাহী (নির্মানাধীন)

১৪) বঙ্গবন্ধু শেখ মুজিবর নভোথিয়েটার, খুলনা (অনুমোদিত)

১৫)বঙ্গবন্ধু নভোথিয়েটার, রংপুর ( প্রস্তাবিত)

১৬) বঙ্গবন্ধু নভোথিয়েটার, বরিশাল (প্রস্তাবিত)

১৭) বঙ্গবন্ধু নভোথিয়েটার, সিলেট (প্রস্তাবিত)

১৮) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজিপুর

১৯) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, ডুলহাজরা

২০) বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, ঢাকা

২১) বঙ্গবন্ধু সেনানিবাস,টাঙ্গাইল

২২) বানৌজা বঙ্গবন্ধু,ক্ষেপণাস্ত্র ফ্রিগেট

২৩) বঙ্গবন্ধু সেতু

২৪) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম,ঢাকা

২৫) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র,ঢাকা

২৬) বঙ্গবন্ধু হাইটেক সিটি,গাজীপুর

২৭) বঙ্গবন্ধু দ্বীপ

২৮) বঙ্গবন্ধু এরোন্যাটিক্যাল সেন্টার, কুর্মিটোলা

২৯)বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, খুলনা

৩০) বঙ্গবন্ধু উপগ্রহ

৩১) বঙ্গবন্ধু স্কয়ার, ফরিদপুর

৩২) বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল

৩৩) বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন প্রদর্শনী কেন্দ্র, পূর্বাচল

৩৪) বঙ্গবন্ধু টাওয়ার, ঢাকা

৩৫) বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, টাঙ্গাইল জেলা

৩৬) জতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ, ঢাকা

৩৭)জাতির পিতা বঙ্গবন্ধু কলেজ, গাজীপুর জেলা

৩৮) ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ, ফরিদগঞ্জ উপজেলা, চাঁদপুর জেলা

৩৯) বঙ্গবন্ধু কলেজ, কুমিল্লা জেলা

৪০)বঙ্গবন্ধু কলেজ, খুলনা

৪১) বঙ্গবন্ধু হাইটেক পার্ক, (রাজশাহী,সিলেট)

৪২) বঙ্গবন্ধু কলেজ, ঢাকা

৪৩) বঙ্গবন্ধু মহিলা কলেজ, কলারোয়া

৪৪) বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ, রাজশাহী জেলা

৪৫) শিমুলবাড়ী বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, নীলফামারী জেলা

৪৬) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ, বাংলাদেশ

৪৭) সরকারি বঙ্গবন্ধু কলেজ, জামালপুর

৪৮) বঙ্গবন্ধু ল কলেজ, মাদারীপুর জেলা

৪৯) সরকারি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ

৫০) বঙ্গবন্ধু ডিজিটাল লাইব্রেরি, পটুয়াখালি

৫১) শেখ হাসিনা মেডিকেল কলেজ, হবিগঞ্জ

৫২) শেখ হাসিনা মেডিকেল কলেজ,জামালপুর

৫৩)শেখ হাসিনা মেডিকেল কলেজ, টাঙ্গাইল

৫৪)শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা

৫৫) শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, ঢাকা

৫৬) শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়,নেত্রকোনা

৫৭) শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,জামালপুর

৫৮) শেখ হাসিনা সেনানিবাস, বরিশাল

৫৯)বানৌজা শেখ হাসিনা,কক্সবাজার (নৌঘাঁটি)

৬০)শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম, পূর্বাচল

৬১) শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, মানিকগঞ্জ (প্রস্তাবিত)

৬২) গংগাচড়া শেখ হাসিনা সেতু,রংপুর

-----------------

৬৩) শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল,ঢাকা

৬৪) সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম

৬৫) শেখ রাসেল মিনি স্টেডিয়াম, সিলেট

৬৬) শেখ রাসেল মিনি স্টেডিয়াম, প্রতি উপজেলায় (অনুমোদিত)

৬৭) শেখ রাসেল সেনানিবাস, শরীয়তপুর (নির্মানাধীন)

৬৮) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের নাম পরিবর্তন করে হচ্ছে শেখ রাসেল স্কুল এন্ড কলেজ

৬৯)শেখ রাসেল পার্ক, নারায়নগঞ্জ

৭০) ফরিদপুর পৌর শেখ রাসেল শিশু পার্ক

৭১)শেখ রাসেল এভিয়ারি এন্ড ইকো পার্ক, রাঙ্গুনিয়া

৭২) শেখ রাসেল শিশু জাদুগর, ঢাকা

৭৩) শেখ রাসেল শিশু গ্রন্থাগার, ঢাকা

৭৪) শেখ রাসেল ইকোপার্ক, খুলনা

------------------------

৭৫) শেখ জামাল আন্তর্জাতিক স্টেডিয়াম,কক্সবাজার

৭৬) শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর

৭৭) শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী

৭৮) শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্স,ঢাকা

৭৯) শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ,ঝিনাইদহ

৮০) শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, গোপালগঞ্জ

৮১) শেখ রেহানা মেডিকেল কলেজ, নারায়নগঞ্জ (অনুমোদিত)

৮২) শেখ শায়েরা খাতুন মেডিকেল কলেজ, গোপালগঞ্জ

৮৩) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর

৮৪) বঙ্গবন্ধু টানেল

৮৫) বঙ্গবন্ধু রেল সেতু

৮৬) বঙ্গবন্ধু স্যাটেলাইট-২

৮৭)শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়,শরীয়তপুর (অনুমোদিত)

৮৮) ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়,নাটোর (অনুমোদিত)

বিদ্রঃ এখানে স্কুল,রাস্তা, বিশ্ববিদ্যালয়ের হল, যুদ্ধজাহাজ,পদক, ছোট সরকারী প্রতিষ্ঠান (যেমনঃপ্রতি স্কুলে প্রতিষ্ঠিত শেখ রাসেল ডিজিটাল ল্যাব), বেসরকারী প্রতিষ্ঠান এসব অন্তর্ভূক্ত করা হয়নি। এছাড়াও কিছু বড় প্রতিষ্ঠানও স্মৃতিভ্রমের কারনে বাদ পরে যেতে পারে।

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Nabaganga TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share