Arpi Mahmud

Arpi Mahmud মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে!🖤

জ্ঞানের ভূবন- জানা আবশ্যক, জানানো দায়বদ্ধতা
মনের সকল জিজ্ঞাসা আর কৌতুহল মেটাতে অজানাকে জানার যাত্রায় আমাদের সঙ্গী হতে পারেন আপনিও।

14/03/2025

নিজের চোখের পানি কতোক্ষণ ধরে রাখবেন আপনি?

10/03/2025

ঘর বানাতে গেলে
ঘর ছাড়া লাগে

07/03/2025

এইটুকু গরমেই হাপিয়ে গেছো?
আরও হও সামার লাভার😒

06/03/2025

জীবন বরাবরই সুন্দর, আমরাই আক্ষেপ করে তাকে অসুন্দর করে তুলি!

06/03/2025

ছোট্টো একটা জীবন। তাও কত না পাওয়ার আক্ষেপ। মাঝে মধ্যে মনে হয় জীবন বড়ই সুন্দর আবার মাঝে মধ্যে মনে হয় এমন জীবন কেনো দিলো সৃষ্টিকর্তা?

তাওপরও মানুষ আশায় বাঁচে আমিও মানুষ। জীবন অদ্ভুত সুন্দর🖤

03/03/2025

মাঝে মাঝে আত্মার সম্পর্ক
রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়

14/02/2025

তুমি আমার আড়াই পৃষ্ঠা অংকের
শেষ লাইনের গড়মিল💔

13/02/2025

তোমাকে পাবার জন্য যা করেছি,
তার অর্ধেক করলেও বোধ হয়
বিধতাকে এতোদিনে পেতাম,
কিন্তু তোমাকে পেলুম না


-শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়

06/02/2025

এক আকাশ সমান অনিশ্চয়তা তোমাকে পাওয়া-না পাওয়ার, তবুও রোজ ভাবি তুমি আমার।❤️‍🩹

মানুষ কল্পনাতেই সুখী।🍁

05/02/2025

অযোগ্য ব্যক্তি যখন যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে যায়, তখন ক্ষমতার অপব্যবহার করবে এটাই স্বাভাবিক।

27/01/2025

এই যে সাত কলেজ বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য এত আন্দোলন করছে, এর জন্য দায়ী কিন্তু আমরা-ই।
আমরা এদেশের বিশ্ববিদ্যালয় গুলোকে এতটা ওভাররেটেড করে ফেলেছি যে এখন ভার্সিটিতে চান্স না পাইলে স্টুডেন্টরা প্রচন্ড ইনফেরিওরিটি কমপ্লেক্সে ভোগে। এভাবে পাবলিক/প্রাইভেট/ন্যাশনাল ইউনিভার্সিটি গুলো মার্জিনালাইজ করার মাধ্যমে আমরা নিজেরাই বৈষম্য তৈরি করেছি। ফলস্বরূপ - এখন মানুষ কলেজে ভর্তি হয়ে কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি করছে। একজন আবার দেখলাম তার মাকে খুশি করার জন্য ৪ মাস ভুয়া শিক্ষার্থী সেজে রাবিতে ক্লাস করেছে।
কী অদ্ভুত আমাদের মানসিকতা!

ভার্সিটি-ই কেন লাগবে? আপনার ভিতর যোগ্যতা থাকলে আপনি যেকোনো জায়গা থেকেই ভালো করবেন। আর যোগ্যতা না থাকলে আপনাকে অক্সফোর্ড এর সার্টিফিকেট দিলেও কোনো ফায়দা করতে পারবেন না!

25/01/2025

আমরা একসময় অপরিচিত ছিলাম, তারপর পরিচিত হলাম, খুব কাছে আসলাম, কিছু সুন্দর স্মৃতি জমালাম, তারপর আবারও অপরিচিত হয়ে গেলাম।
অতঃপর একদিন বেলকনিতে বসে চা খেতে খেতে মনে পড়লো আগে তুমি বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতে আর আমি ঠিক এখানে দাঁড়িয়েই তোমাকে দেখতাম। একদিন রাস্তা পার হতে গিয়ে হঠাৎ বুক কেপে উঠলো, আজ আমার হাত ধরে রাস্তা পার করে দেওয়া মানুষ টা আমার পাশে নেই! হাওয়াই মিঠাই দেখলেই মনে পড়ে যায় তুমি কখনও এই জিনিসটা কেনার কথা ভুলতে না।

এ শহরের যেখানেই যাই, সেখানেই আমাদের অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। যে মানুষকে আমরা প্রচন্ড ভালোবাসেছিলাম, নিজের করে চেয়েছিলাম, তাকে কি কখনও মস্তিষ্ক থেকে মুছে ফেলা যায়?

24/01/2025

Expectation brings frustration!
Expect less and be happy with what you have.🍁

23/01/2025

একটু চিন্তা করে দেখবেন, সিংহভাগ মানুষের ক্ষেত্রেই ছোটবেলায় যে কাজগুলো খুব পছন্দের ছিল, বড় হওয়ার সাথে সাথে সেগুলো হয়তো আর করা হয়ে ওঠে না। আমাদের ছোট ছোট ইচ্ছা গুলোকে পদদলিত করে আমরা 'বড়' হয়ে উঠি! একটা সময়ে আমরা সফলতার শীর্ষে পৌঁছে যাই, তারপর পেছন ফিরে স্মৃতিচারণ করতে গিয়ে অনুধাবন করি এই তথাকথিত সফলতা অর্জন করতে যেয়ে আমাদেরকে অসংখ্য ছোট ছোট ইচ্ছা মাটি চাপা দিতে হয়েছে; নিজের আত্মাকে বঞ্চিত করতে হয়েছে বহুবার।

অতঃপর আমরা জীবনের শেষ সময়গুলো পার করি এটা ভাবতে ভাবতে যে "যাহা চাই তাহা ভুল করিয়া চাই, যাহা পাই তাহা চাই না"।

22/01/2025

ক্যান আমি আপনারে এত ভালোবাসি?🖤✨
কণ্ঠে: অর্পি মাহমুদ

বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস।
18/10/2024

বাতিল হচ্ছে জাতীয় ৮ দিবস।

Address

Jhenida
7351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arpi Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category