Expatriate RonY

Expatriate RonY Alhamdulillah for Everything �

01/01/2025

ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রেখে সময়কে
একটু সময় দিন। 💗

দেখবেন আজ যেই জিনিসটা দম বন্ধ করা কষ্ট দিচ্ছে, সেটাই কাল ভেবেই হাসি পাবে, এবং আল্লাহর নিয়ামত লাগবে । ♥️

28/09/2024

বাংলাদেশের অবহেলিত প্লেয়ার RAHMAN'01..💚
12 বলে 34 রান।🥰✅

এই রক্ত দিয়ে গড়া ইতিহাস কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ।
17/07/2024

এই রক্ত দিয়ে গড়া ইতিহাস কখনো বৃথা যাবে না ইনশাআল্লাহ।

24/06/2024

প্রত্যেক যুবক-যুবতীর অবশ্যই পড়া উচিত...😊

প্রেম আর বিবাহীত জীবন এক না। কয়েক বছর প্রেম করে প্রিয় মানুষকে বিয়ে করাটাই সাক্সেস না। একজনকে ভালোবসলাম তাকে যেকোন উপায়ে পেয়ে গেলাম মানেই আমার ভালোবাসা ধন্য হয়ে গেল, আমার জীবন পূর্ণতা পেয়ে গেল এরকমটা ভাবা বোকামি। আসল জীবনটা শুরু হয় বিয়ের পর থেকে, আর বিয়ের পরের জীবনটা একসঙ্গে ভালোবেসে মৃত্যু অব্দি থাকতে পারাটাই সাক্সেস।

পাঁচ বছর প্রেমের পর বিবাহ করে তৃপ্তির ঢেকুর তুলে নিজেকে সাক্সেস ভাবা বহু লোকের সম্পর্ক পাঁচ মাস পার না হতেই আমি ডিভোর্স হয়ে যেতে দেখেছি। বিয়ের আগেকার শতভাগ ভালোবাসা নেমে আসতে দেখেছি অংকের শূন্যের কোটায়।

সারাদিন ফোনে কথা বলে, মেসেজ দিয়ে, সাপ্তাহ একদিন দেখা করে, গিফট দিয়ে গিভ এন্ড টেক একটা সম্পর্ক যে কেউ এগিয়ে নিতে পারে। কিন্তু বিয়ের পর দায়িত্ব নিয়ে, যত্ন নিয়ে, জীবনের শেষ অবদি সম্পর্কে এগিয়ে নেয়া মোটেও সহজ কাজ না।

বিয়ের পর যখন আবেগ কমে, ফ্যান্টাসির জগৎ ছেড়ে যখন আমরা বাস্তবিক জগতে নেমে আসি, ধীরে ধীরে যখন সৌন্দর্য হারায়, শারীরিক চাহিদা যখন কমে আসে, শ'ত দায়িত্ব যখন ঘাড়ে চেপে বসে, ঠিক তখন সম্পর্কটাকে বোঝা মনে করে পালিয়ে না গিয়ে, থেকে গিয়ে ভালোবাসতে পারা সত্যিকারের পূূর্ণতা।

তাই জীবনসঙ্গী হিসাবে তাকেই বেছে নাও যাকে তুমি ভালোবাসো, এবং যে সকল পরিস্থিতিতে মৃত্যু অবদি ভালোবেসে যেতে পারার আত্মবিশ্বাস ও সাহস রাখে।

[collected]

16/06/2024

শত্রুরা শুধু নামেই শত্রু হয়,ক্ষতি তো করে আপন মানুষরাই.!🫨

তোমার সৌন্দর্য; বাগানে ফুটে উঠা ফুলের সৌন্দর্যের সমানুপাতিক।🦋🌿
12/06/2024

তোমার সৌন্দর্য; বাগানে ফুটে উঠা ফুলের সৌন্দর্যের সমানুপাতিক।🦋🌿

06/06/2024

সপ্নের এই শহর প্রবাস,তবে সুখের নয়🫠

সবার একজন নিজের মানুষ হোক। একদম নিজের, সব থেকে আপন। পৃথীবির শত কোটি মানুষের ভিড়ে শুধুই ওই একজন মানুষ, যাকে নিয়ে চিৎকার ক...
06/06/2024

সবার একজন নিজের মানুষ হোক। একদম নিজের, সব থেকে আপন। পৃথীবির শত কোটি মানুষের ভিড়ে শুধুই ওই একজন মানুষ, যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে, “আমার একজন নিজের মানুষ আছে, যে আমার একান্তই ব্যক্তিগত!যে মানুষটা আকাশ জুড়ে একমাত্র সূর্য হবে। যে হবে একমাত্র অথচ শুধুই নিজের। যে না থাকলে বোঝাই যেত না,ভালোবাসার পূর্ণতা কতটা সুন্দর বা তাকে না পেলে সেই অপূর্ণতা যে কতটা ভয়াবহ! সবার একজন নিজের মানুষ হোক। যার কাঁধে মাথা রেখে জ্যােৎস্না গায়ে মাখানো যাবে অবলিলায়। যাকে ইচ্ছে মতো রাগিয়ে, আবার অভিমানও করা যাবে। যে বুঝবে সবটা। জোনাকির আলোর ঝলকানিতে যার দিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে। যে মানুষটা বৃষ্টি মাখা মেঘলা দিনে মন খা'রা'পের সাথী হবে। যার কাছে লুকিয়ে-চুরিয়ে রাখার মতো কিচ্ছু থাকবে না। যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না। যে পাশে থাকবে এক্কেবারে ছায়ার মতো। যে আকাশ জুড়ে তারার খেলায় জ্যোৎস্না মাখা গল্প হবে। শত ভুলের বারণ হয়ে, ভালোবাসারই কারণ হবে।সবার একজন প্রিয় মানুষ হোক। একদম নিজের। যে হবে একান্তই ব্যক্তিগত সম্পদ!

মানুষটি সঠিক হলে যুগ যুগ ধরে অপেক্ষা করা যায় 🖤
04/06/2024

মানুষটি সঠিক হলে যুগ যুগ ধরে অপেক্ষা করা যায় 🖤

এমন ধৈর্যশীল একজনকে তো আমিও deserve করি যে সারাক্ষণ অনেক আগ্রহ নিয়ে আমার বকবক গুলো শুনবে!😩❤️
30/05/2024

এমন ধৈর্যশীল একজনকে তো আমিও deserve করি যে সারাক্ষণ অনেক আগ্রহ নিয়ে আমার বকবক গুলো শুনবে!😩❤️

Address

Jhenida
7320

Telephone

+8801792367840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Expatriate RonY posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Expatriate RonY:

Share