Nabaganga TV নবগঙ্গা টিভি

Nabaganga TV নবগঙ্গা টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nabaganga TV নবগঙ্গা টিভি, Media/News Company, Jhenida.

নবগঙ্গার স্রোতের সাথে আমাদের পথচলা। চুয়াডাঙ্গা + ঝিনাইদহ+মাগুরা+ নড়াইল সকল সংবাদ, তথ্য, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, সমস্যা, সম্ভবনা, ঘটনা, দুর্ঘটনা, মেধা, প্রতিভা সব কিছু নিয়েই আমাদের পথচলা।
আমাদের সাথে থাকুন। তথ্য ও পরামর্শ দিন। যোগাযোগ: ০১৯ ১৪ ০৫৩ ২১৫

বেনাপোল বন্দরে 'প্রেমের বলি' এক স্বামী, সরকারি কর্মীর 'ফুর্তি'তে তোলপাড়! ফ্যাসিস্ট শ্যামল বহাল তবিয়তে!অনলাইন ডেক্সঃ প্রে...
27/10/2025

বেনাপোল বন্দরে 'প্রেমের বলি' এক স্বামী, সরকারি কর্মীর 'ফুর্তি'তে তোলপাড়! ফ্যাসিস্ট শ্যামল বহাল তবিয়তে!

অনলাইন ডেক্সঃ
প্রেমের খেলায় মত্ত এক সরকারি কর্মকর্তা। তাঁর 'অবৈধ আমোদ-ফুর্তি'র বলি হয়ে সবকিছু হারিয়ে পথে বসেছেন এক স্বামী। ঘটনাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেনাপোল স্থল বন্দরের সঙ্গনিরোধ কেন্দ্রের। উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা শ্যামল কুমার নাথ-এর বিরুদ্ধে অন্যের স্ত্রীকে নিয়ে 'ফুর্তি' করার ভয়াবহ অভিযোগ এখন প্রশাসনের সর্বোচ্চ মহলে ঝড় তুলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে শ্যামল কুমার নাথ দীর্ঘদিন ধরে প্রতিমা রানী নামের এক বিবাহিত মহিলার সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত। স্ত্রী হাতছাড়া হওয়ার তীব্র মানসিক যন্ত্রণায় প্রতিমা রানীর স্বামী শুধান্নু কুমার ক্রমশ ভারসাম্য হারিয়ে ফেলেন। তাঁর মানসিক স্বাস্থ্যের এমন অবনতি হয় যে, তিনি এক পর্যায়ে নিজের চাকরিটিও হারান। অসহায় শুধান্নু কুমার এখন পথে পথে ঘুরছেন, পরিবারও হয়েছে লণ্ডভণ্ড।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, "শ্যামল কুমারের এই কর্মকাণ্ড নিয়ে পুরো অধিদপ্তরে চরম ক্ষোভ ও আলোচনা চলছে। কিন্তু এই 'ফ্যাসিস্ট' কর্মকর্তা এতটাই প্রভাবশালী যে, তিনি এখনো দিব্যি বহাল তবিয়তে আছেন! তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, যার মধ্যে ঘুষ বাণিজ্য এবং চাকরির নামে টাকা নেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে, সেগুলোর কোনো প্রভাবই তাঁর ওপর পড়ছে না।"

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তার এমন নৈতিক স্খলন এবং তার ফলে আরেকজনের জীবন ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ঘটনায় অধিদপ্তরের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ সত্ত্বেও কেন এমন একজন কর্মকর্তাকে স্বপদে বহাল রাখা হয়েছে? তবে কি ক্ষমতার জোরে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে?

এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুধান্নু কুমারের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁরা শুধান্নু কুমারের করুণ পরিণতি তুলে ধরে শ্যামল কুমার নাথের বিচার দাবি করছেন। হাজার হাজার নেটিজেন এই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন।

কর্তৃপক্ষ এই 'ফ্যাসিস্ট' কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তার ওপরই নির্ভর করছে শুধান্নু কুমারের ন্যায়বিচার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাবমূর্তি। এই ঘটনার সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।
#শ্যামলকুমারনাথ #বেনাপোল_কেলেঙ্কারি #প্রেমের_ফাঁদ #সরকারি_কর্মীর_ফুর্তি #ন্যায়বিচার_চাই #কৃষি_অধিদপ্তর_তোলপাড়

27/10/2025

দেখছেন পাবলিক রিঅ্যাকশন,
আজকের বিষয় : আগামী সংসদ নির্বাচনে সাধারণ জনগণ কোন দলকে বেছে নিতে চাচ্ছে।
reaction

27/10/2025

আগামীকাল মঙ্গলবার ভোর ৬টায় হরিণাকুন্ডুর কাকল বিলে পলো দিয়ে বিশাল মাছ ধরার আয়োজন করা হয়েছে 🐟🐠🦭সকলে আসুন

27/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ঝিনাইদহ জেলা যুবদলের শোভাযাত্রা থেকে সরাসরি........

27/10/2025

ঝিনাইদহ শহরের ব্যাস্ত সড়ক এখন অটোরিকশার রাজত্ব

27/10/2025

🟥 ব্রেকিং নিউজ
আজ ঝিনাইদহ আদালতে আত্মসমর্পণ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রাশিদুল আলম রশীদ।

🔹 স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
🔹 এ ঘটনায় রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন ও আলোচনার ঝড়!
🔹 অনেকেই বলছেন, এটি ঝিনাইদহ রাজনীতিতে নতুন মোড় আনতে পারে!

📍 স্থান: ঝিনাইদহ আদালত
📅 সময়: আজ
✍️ সংবাদদাতা: নবগঙ্গা টিভি/ Daily Jhenaidah
#ঝিনাইদহ_আদালত
#জেএম_রাশিদুল_আলম_রশীদ
#রশীদের_আত্মসমর্পণ


#ঝিনাইদহ_রাজনীতি



27/10/2025

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

26/10/2025

জাকের পার্টির মিছিল

26/10/2025

ঝিনাইদহে ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

26/10/2025

দীর্ঘ ৭/৮ বছর ধরে সবজি বিক্রি করে ক্রেতাদের মন জয় করে নিয়েছেন ঝিনাইদহের রনজিত অধিকারী,,

#সবজি ়
#নবগঙ্গা

26/10/2025

ব্রেকিং
শৈলকুপায় শ্বশুরের হাতে পুত্রবধূ খু ন!

ঝিনাইদহের কৃতি সন্তানের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার! নজরুল গবেষক ড. বি এম রেজাউল করিমের শুভ জন্মদিন: শুভেচ্ছায় সিক্ত কামান্...
25/10/2025

ঝিনাইদহের কৃতি সন্তানের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার!
নজরুল গবেষক ড. বি এম রেজাউল করিমের শুভ জন্মদিন: শুভেচ্ছায় সিক্ত কামান্নার এই কিংবদন্তী!

নবাব শিকদার আলী, স্টাফ রিপোর্টারঃ
২৫ অক্টোবর, জন্মদিনের বিশেষ দিনে শুভেচ্ছার বন্যায় ভাসছেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা ১০ বগুড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কামান্না গ্রামের কৃতি সন্তান, প্রখ্যাত শিক্ষাবিদ ও বিশিষ্ট নজরুল গবেষক ড. বি এম রেজাউল করিম। তিনি সরকারি_কেসি_কলেজ এর সাবেক অধ্যক্ষ হিসেবেও সুপরিচিত।

আজ এই গুণী মানুষটির জন্মদিন। এই উপলক্ষে তাঁর নিজ গ্রাম কামান্নার শিক্ষাপ্রতিষ্ঠান কামান্না বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা, শুভকামনা ও অভিনন্দন।
ড. বি এম রেজাউল করিম কামান্না বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র।

শিক্ষাজীবন থেকে শুরু করে কর্মজীবনের প্রতিটি স্তরেই তিনি মেধা ও মননের স্বাক্ষর রেখেছেন। অধ্যক্ষ হিসেবে সরকারি কেসি কলেজে তাঁর অবদান যেমন অনস্বীকার্য, তেমনি নজরুল গবেষণার ক্ষেত্রেও তাঁর কাজ উল্লেখযোগ্য।

তাঁর পাণ্ডিত্য ও গবেষণা তাঁকে দিয়েছে বিশেষ পরিচিতি।
জন্মদিনের এই বিশেষ ক্ষণে কামান্না বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এক বিবৃতিতে তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন। তাঁরা ড. রেজাউল করিমের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেছেন।

ঝিনাইদহের এই উজ্জ্বল নক্ষত্রের জন্মদিনে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছাবার্তার ঢেউ লেগেছে। সবাই তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছেন।
শুভ জন্মদিনে এই কিংবদন্তী শিক্ষাবিদকে অভিনন্দন!

Address

Jhenida

Alerts

Be the first to know and let us send you an email when Nabaganga TV নবগঙ্গা টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nabaganga TV নবগঙ্গা টিভি:

Share