27/10/2025
বেনাপোল বন্দরে 'প্রেমের বলি' এক স্বামী, সরকারি কর্মীর 'ফুর্তি'তে তোলপাড়! ফ্যাসিস্ট শ্যামল বহাল তবিয়তে!
অনলাইন ডেক্সঃ
প্রেমের খেলায় মত্ত এক সরকারি কর্মকর্তা। তাঁর 'অবৈধ আমোদ-ফুর্তি'র বলি হয়ে সবকিছু হারিয়ে পথে বসেছেন এক স্বামী। ঘটনাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বেনাপোল স্থল বন্দরের সঙ্গনিরোধ কেন্দ্রের। উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা শ্যামল কুমার নাথ-এর বিরুদ্ধে অন্যের স্ত্রীকে নিয়ে 'ফুর্তি' করার ভয়াবহ অভিযোগ এখন প্রশাসনের সর্বোচ্চ মহলে ঝড় তুলেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি ক্ষমতার দাপট দেখিয়ে শ্যামল কুমার নাথ দীর্ঘদিন ধরে প্রতিমা রানী নামের এক বিবাহিত মহিলার সাথে বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত। স্ত্রী হাতছাড়া হওয়ার তীব্র মানসিক যন্ত্রণায় প্রতিমা রানীর স্বামী শুধান্নু কুমার ক্রমশ ভারসাম্য হারিয়ে ফেলেন। তাঁর মানসিক স্বাস্থ্যের এমন অবনতি হয় যে, তিনি এক পর্যায়ে নিজের চাকরিটিও হারান। অসহায় শুধান্নু কুমার এখন পথে পথে ঘুরছেন, পরিবারও হয়েছে লণ্ডভণ্ড।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, "শ্যামল কুমারের এই কর্মকাণ্ড নিয়ে পুরো অধিদপ্তরে চরম ক্ষোভ ও আলোচনা চলছে। কিন্তু এই 'ফ্যাসিস্ট' কর্মকর্তা এতটাই প্রভাবশালী যে, তিনি এখনো দিব্যি বহাল তবিয়তে আছেন! তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগ, যার মধ্যে ঘুষ বাণিজ্য এবং চাকরির নামে টাকা নেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে, সেগুলোর কোনো প্রভাবই তাঁর ওপর পড়ছে না।"
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মকর্তার এমন নৈতিক স্খলন এবং তার ফলে আরেকজনের জীবন ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ঘটনায় অধিদপ্তরের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ সত্ত্বেও কেন এমন একজন কর্মকর্তাকে স্বপদে বহাল রাখা হয়েছে? তবে কি ক্ষমতার জোরে সবকিছু চাপা দেওয়ার চেষ্টা চলছে?
এই ঘটনা প্রকাশ্যে আসার পর শুধান্নু কুমারের বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁরা শুধান্নু কুমারের করুণ পরিণতি তুলে ধরে শ্যামল কুমার নাথের বিচার দাবি করছেন। হাজার হাজার নেটিজেন এই পোস্টে লাইক, কমেন্ট ও শেয়ার করে ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন।
কর্তৃপক্ষ এই 'ফ্যাসিস্ট' কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, তার ওপরই নির্ভর করছে শুধান্নু কুমারের ন্যায়বিচার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাবমূর্তি। এই ঘটনার সর্বশেষ আপডেটের জন্য আমাদের সঙ্গেই থাকুন।
#শ্যামলকুমারনাথ #বেনাপোল_কেলেঙ্কারি #প্রেমের_ফাঁদ #সরকারি_কর্মীর_ফুর্তি #ন্যায়বিচার_চাই #কৃষি_অধিদপ্তর_তোলপাড়