05/05/2025
রাজশাহীর বিখ্যাত আমের কিছু তথ্য
রাজশাহীর স্থানীয় গুটি জাতের আম ১৫ মে থেকে পাড়া যাবে।
এ ছাড়া ২৫ মে থেকে গোপালভোগ, রাণীপছন্দ ও লক্ষণভোগ, ক্ষীরশাপাত বা হিমসাগর ৩০ মে,
ল্যাংড়া ১০ জুন, আম্রপালি ১৫ জুন, ফজলি ১৫ জুন, আশ্বিনা ১০ জুলাই, বারি-৪ জাতের আম ৫ জুলাই, গৌড়মতী জাতের আম ১৫ জুলাই, ইলামতী ২০ আগস্ট থেকে পাড়া ও বাজারজাতকরণ করতে পারবেন আমচাষি, বাগানমালিক, আড়তমালিক এবং ব্যবসায়ীরা।
এ ছাড়া কাটিমন ও বারি আম-১১ সারা বছর সংগ্রহ করা যাবে।
*সব ব্যবসায়ীর উদ্দেশ্যে জানাচ্ছি যে আমরা আম কুরিয়ার করে থাকি খুব সহজে ও কম খরচে। আমাদের কুরিয়ারের নাম হল RapidShipBd কুরিয়ার, ঝিনাইদহ এজেন্ট, ঝিনাইদহ জেলা, আরাপপুর স্টান্ড, সোনালী ব্যাংকের নিচে।