আদ-দা'ওয়াহ্

আদ-দা'ওয়াহ্ আসসালামু আলাইকুম। আমাদের পেজে আপনাকে স্বাগত।

আদনান শেখের জন্য আপনাদের সাহায্য প্রার্থনা: একটি ছোট্ট প্রাণ বাঁচানোর আকুতিপ্রিয় বন্ধু, পরিবার এবং সকল শুভাকাঙ্ক্ষী,ভার...
02/06/2025

আদনান শেখের জন্য আপনাদের সাহায্য

প্রার্থনা: একটি ছোট্ট প্রাণ বাঁচানোর আকুতি

প্রিয় বন্ধু, পরিবার এবং সকল শুভাকাঙ্ক্ষী,
ভারাক্রান্ত হৃদয়ে আজ আপনাদের কাছে একটি সাহায্যের আবেদন নিয়ে এসেছি। আমাদের প্রিয় আদনান শেখ, যার বয়স মাত্র ১৬ মাস, বর্তমানে গুরুতর অসুস্থ। সে কিডনি রোগে আক্রান্ত এবং তার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে অনেক অর্থের প্রয়োজন।
আদনানের চিকিৎসার ব্যয় আমাদের সাধ্যের বাইরে। তার জীবন বাঁচাতে এই মুহূর্তে আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন। আপনাদের সামান্য সহযোগিতা এই ছোট্ট আদনানের জীবন রক্ষায় এক বিরাট ভূমিকা পালন করবে।
আমরা জানি আপনাদের ভালোবাসা এবং সাহায্য আদনানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারে। দয়া করে আদনানের পাশে দাঁড়ান।
সাহায্য পাঠানোর মাধ্যম:
* বিকাশ (পার্সোনাল): 01729723289
* নগদ (পার্সোনাল): 01984405327

আপনারা এই পোস্টটি শেয়ার করেও আদনানের চিকিৎসায় সাহায্য করতে পারেন। প্রতিটি শেয়ার অনেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবে।
আদনানের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব।

31/12/2024

Motivational speech for students.
Chalna Bandra Fazil Madrasa.

সকলের দাওয়া রইলো
25/12/2024

সকলের দাওয়া রইলো

পর্ব -০৮পারস্পরিক মর্যাদাবোধ শিক্ষা দেয় : মাদ্রাসা এমন এক মহৎ শিক্ষা কেন্দ্র যেখানে গুণীজনের কদর ও ছোটোদের প্রতি স্নেহশী...
18/12/2024

পর্ব -০৮
পারস্পরিক মর্যাদাবোধ শিক্ষা দেয় :
মাদ্রাসা এমন এক মহৎ শিক্ষা কেন্দ্র যেখানে গুণীজনের কদর ও ছোটোদের প্রতি স্নেহশীল হতে শিক্ষা প্রদান করা হয়। যা শান্তিপূর্ণ পরিবার ও সমাজ গঠনের মূর্ত প্রতীক। উবাদাহ বিন ছামেত (রাঃ) হ’তে বর্ণিত, রাসূল (ছাঃ) বলেন,لَيْسَ مِنْ أُمَّتِي مَنْ لَمْ يُجِلَّ كَبِيرَنَا وَيَرْحَمْ صَغِيرَنَا وَيَعْرِفْ لِعَالِمِنَا حَقَّهُ، ‘সে ব্যক্তি আমার উম্মতের দলভুক্ত নয়, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না এবং আলেমের অধিকার সম্পর্কে জ্ঞান রাখে না’।আহমাদ হা/২২৭৫৫; ছহীহুত তারগীব হা/৯৫।

পর্ব-০৭আলেম তৈরির কারখানা:মহান আল্লাহ মানবতার হেদায়াতের জন্য কুরআন নাযিল করেছেন। কিন্তু এ কুরআন সবাই অনুধাবন করতে পারে ন...
16/12/2024

পর্ব-০৭
আলেম তৈরির কারখানা:
মহান আল্লাহ মানবতার হেদায়াতের জন্য কুরআন নাযিল করেছেন। কিন্তু এ কুরআন সবাই অনুধাবন করতে পারে না। কেবল আলেমগণই সঠিকভাবে কুরআন অনুধাবন করতে সক্ষম। মাদরাসাতে কুরআন-সুন্নাহ, ইলমে ফিকহ প্রভৃতি জ্ঞান শিক্ষা দানের মাধ্যমে প্রকৃত আলেম রূপে গোড়ে তুলা হয়। মু‘আবিয়াহ (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْراً يُفَقِّهْهُ فِي الدِّينِ ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকেই দ্বীনী জ্ঞান দান করেন’ বুখারী হা:৭১। আর যাকে আল্লাহ জ্ঞান দান করেন তাকেই মূলতঃ সর্বিক কল্যাণ দান করা হয়েছে। মহান আল্লাহ বলেন,يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ، ‘আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ প্রজ্ঞা দান করেন। আর যাকে উক্ত প্রজ্ঞা দান করা হয়, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। বস্ত্তত জ্ঞানী লোকেরা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করে না’ (বাক্বারাহ ২/২৬৯)। ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন,إن من نال شيئا من شرف الدنيا والآخرة فإنما ناله بالعلم، ‘নিশ্চয়ই দুনিয়া ও আখেরাতে যে মর্যাদা লাভ করেছে, তা ইলমের জন্যই লাভ করেছে’।

পর্ব -০৬নবীদের উত্তরাধিকারী বানায়: মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষাদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নবীদের ওয়ারিশ বানানো হয়। ...
15/12/2024

পর্ব -০৬
নবীদের উত্তরাধিকারী বানায়:
মাদ্রাসায় দ্বীনি ইলম শিক্ষাদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নবীদের ওয়ারিশ বানানো হয়। রাসূল (সাঃ) বলেন,
وَإِنَّ العُلَمَاءَ وَرَثَةُ الأَنْبِيَاءِ
আলেমগণ নবীদের উত্তরাধিকারী।আবু দাঊদ হা/৩৬৪৩; তিরমিযী হা/২৬৮২; ছহীহুত তারগীব ৬৭। অন্যত্র এসেছে যে, দ্বীনী ইলম হচ্ছে রাসূল (ছাঃ)-এর মীরাছ বা উত্তরাধিকারী সম্পদ। ছহীহুত তারগীব হা/৮২।

14/12/2024

ইলম হ’ল জ্যোতি। যা দিয়ে সে রাস্তা দেখে। আর আল্লাহর অনুগত বান্দারাই কেবল এই জ্যোতি লাভ করেন।

বিদায় রাজশাহী।। اَسْتَوْدِعُكُمُ اللّٰهَ الَّذِيْ لَا تَضِيْعُ وَدَاۤئِعُهٗ আমি তোমাদেরকে আল্লাহ্‌র হেফাযতে রেখে যাচ্ছি,...
14/12/2024

বিদায় রাজশাহী।।
اَسْتَوْدِعُكُمُ اللّٰهَ الَّذِيْ لَا تَضِيْعُ وَدَاۤئِعُهٗ

আমি তোমাদেরকে আল্লাহ্‌র হেফাযতে রেখে যাচ্ছি, যাঁর কাছে রাখা আমানতসমূহ কখনও বিনষ্ট হয় না।
আহমাদ ২/৪০৩, নং ৯২৩০; ইবন মাজাহ্‌, ২/৯৪৩, নং ২৮২৫। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ্‌ ২/১৩৩

পর্ব-০৫সবার পক্ষ থেকে কল্যাণের দো‘আ প্রাপ্তি : মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ আলেম হয়। আর আলেমদের জন্য আসমান ও যমীন...
14/12/2024

পর্ব-০৫
সবার পক্ষ থেকে কল্যাণের দো‘আ প্রাপ্তি :
মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ আলেম হয়। আর আলেমদের জন্য আসমান ও যমীনের সবাই আল্লাহর কাছে কল্যাণের দো‘আ করে। আবূদ্দারদা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বলতে শুনেছি,وَإِنَّ العَالِمَ لَيَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الأَرْضِ حَتَّى الحِيتَانُ فِي المَاءِ، ‘নিশ্চয়ই আলেম ব্যক্তির জন্য আকাশ-পৃথিবীর সকল বাসিন্দা এমনকি পানির মাছ পর্যন্ত ক্ষমা প্রার্থনা করে থাকে’।আবূদাঊদ হা/৩৬৪৩, তিরমিযী ২৬৮২, ছহীহুত তারগীব হা/৬৭। আয়েশা (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,الخَلْقُ كلُّهُمْ يُصَلُّونَ على مُعَلِّمِ الخيرِ حتى نِينانِ البَحْرِ، ‘সৃষ্টির সবকিছুই দ্বীন শিক্ষা দানকারীর জন্য দো‘আ করে থাকে, এমনকি সমুদ্রের মাছও তাদের জন্য দো‘আ করে’। ছহীহুল জামে‘ হা/৩৩৪৩; সিলসিলা ছহীহাহ হা/১৮৫২।

পর্ব ০৪আর্দশবান-ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে : মাদকসেবি, চোর-ডাকাত, ধর্ষক, দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টিকারী ও অশ্লীলভাষীকে কেউ ভ...
13/12/2024

পর্ব ০৪
আর্দশবান-ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে :
মাদকসেবি, চোর-ডাকাত, ধর্ষক, দ্বন্দ্ব-সংঘাত সৃষ্টিকারী ও অশ্লীলভাষীকে কেউ ভালবাসে না। বরং সবাই তাকে ঘৃণা করে। ইসলামে এ সকল আচরণ হারাম-নিষিদ্ধ। আগামী প্রজন্ম যেন এ সমস্ত নোংরা আচরণ পরিহার করে নম্র-ভদ্র, সুসভ্য ও মার্জিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে সেই শিক্ষাই মাদরাসা অভিরাম দিয়ে চলছে। অসৎ মানুষের সাথে চলা-ফেরা করে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীরা নিকৃষ্ট, অপদার্থ মানুষের পরিণত হচ্ছে। তাই ইসলাম সৎ মানুষের সাথে উঠা-বসা, চলা-ফেরা করে আদর্শ মানুষ হওয়ার আদেশ দিয়েছে। আল্লাহ বলেন, یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَ کُوۡنُوۡا مَعَ الصّٰدِقِیۡنَ
'হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং সত্যবাদীদের সাথে থাক' (তাওবা ৯/১১৯)। এবং খারাপ সাথী-বন্ধু গ্রহণের ব্যাপারে হুঁশিয়ার-সাবধান করেছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,اَلرَّجُلُ عَلَى دِيْنِ خَلِيلِهِ فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُّخَالِلُ- ‘মানুষ তার বন্ধুর রীতি অনুযায়ী চলে। কাজেই তোমাদের প্রত্যেকে যেন লক্ষ্য রাখে, সে কার সাথে বন্ধুত্ব করছে’ (আবুদাউদ হা:৪৭৫৮)। তিনি আরও বলেন,لاَ تُصَاحِبْ إِلاَّ مُؤْمِنًا وَلاَ يَأْكُلْ طَعَامَكَ إِلاَّ تَقِيٌّ- ‘তুমি মুমিন ব্যতীত কারো সাথী হয়ো না এবং তোমার খাদ্য যেন পরহেযগার ব্যতীত কেউ ভক্ষণ না করে’। আবুদাউদ হা: ৪৮৩২।

সকলের দাওয়াত রইলো
12/12/2024

সকলের দাওয়াত রইলো

পর্ব-০২ #  মাদরাসা শিক্ষার গুরুত্ব :ইসলামের সূচনা লগ্ন থেকে বিশুদ্ধ শিক্ষা বিস্তারে মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে...
11/12/2024

পর্ব-০২
# মাদরাসা শিক্ষার গুরুত্ব :
ইসলামের সূচনা লগ্ন থেকে বিশুদ্ধ শিক্ষা বিস্তারে মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যেমন-

মর্যাদা বৃদ্ধি করে :
আল্লাহ বলেন, ‘যারা জানে আর যারা জানে না তারা কি সমান?’ বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে'(যুমার ৩৯:৯)। অন্যত্র আল্লাহ বলেন, ‘বস্ত্তত অন্ধ ও চক্ষুস্মান কখনো সমান নয়। আর সমান নয় অন্ধকার ও আলো। আর সমান নয় ছায়া ও রৌদ্র। আর সমান নয় জীবিত ও মৃতগণ’ (ফাতির ৩৫/১৯-২২)। ইমাম কুরতুবী (রহ.) বলেন, অন্ধ ও দৃষ্টিসম্পন্ন ব্যক্তি বলতে আলেম
এবং জাহেলকে বুঝানো হয়েছে। ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন, নিশ্চয়ই ইলম জীবন ও আলো আর মূর্খতা হ’ল মৃত ও অন্ধকার। সমস্ত অনিষ্টের মূল হ’ল জীবন ও আলো না থাকা। আর কল্যাণের মূল হ’ল আলো ও জীবন।
সুতরাং যারা (মাদরাসা থেকে) দ্বীনী ইলমের অর্জন করেন আল্লাহর তাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণের আলোয় আলোকিত করেন এবং মর্যাদায় সমুন্নত করবেন।
যেমন মহান আল্লাহ বলেন,يَرْفَعِ اللهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا العِلْمَ دَرَجَاتٍ، ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন’ (মুজাদালা ৫৮/১১)। প্রকৃত মর্যাদাবান তারাই যারা কুরআন ও হাদীছের জ্ঞানে বিজ্ঞ। আর এই জ্ঞান তাদেরকে সম্মানিত করে। ওমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) হ’তে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, إِن الله يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ ‘আল্লাহ তা‘আলা এ কিতাব কুরআনের মাধ্যমে কোন কোন জাতিকে উন্নতি দান করেন। আবার অন্যদেরকে করেন অবনত’ (মুসলিম হা/৮১৭; ইবনু মাজাহ হা/২১৮; ছহীহাহ হা/২২৩৯।
ইবনুল ক্বাইয়িম (রহঃ) বলেন,إن العلم يرفع صاحبه في الدنيا والآخرة ما لا يرفعه الملك ولا المال ولا غيرهما، فالعلم يزيد الشريف شرفاً ويرفع العبد المملوك حتى يجلسه مجالس الملوك، ‘নিশ্চয়ই ইলম তার অধিকারীকে দুনিয়া ও আখেরাতে মর্যাদাবান করে, যা রাজত্ব, সম্পদ বা অন্য কিছু করতে পারে না। আর ইলম মর্যাদাবানের মর্যাদা বাড়িয়ে দেয় এবং মালিকানাধীন দাসকে উঁচু করে তোলে যতক্ষণ না সে রাজাদের পরিষদে বসে’(ফাযলুল ইলম ওয়াল ওলামা, পৃ: ৮৬)।
ইসলামে আবেদ অপেক্ষা আলেমের মর্যাদা অধিক। আবূ উমামাহ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,فَضْلُ العَالِمِ عَلَى العَابِدِ كَفَضْلِي عَلَى أَدْنَاكُمْ ثُمَّ قَالَ رَسُولُ اللهِ إِنَّ اللهَ وَمَلاَئِكَتَهُ وَأَهْلَ السَّماوَاتِ وَالأَرْضِ حَتَّى النَّمْلَةَ فِي جُحْرِهَا وَحَتَّى الحُوْتَ لَيُصَلُّونَ عَلَى مُعَلِّمِي النَّاسِ الخَيْرَ، ‘আলেমের মর্যাদা আবেদের উপর ঠিক তদ্রূপ, যেরূপ আমার ফযীলত তোমাদের উপর। অতঃপর রাসূল (ছাঃ) বললেন, ‘নিশ্চয়ই আল্লাহ রহমত বর্ষণ করেন, তাঁর ফেরেশতাকুল, আসমান-যমীনের সকল বাসিন্দা এমনকি গর্তের পিঁপড়া এবং (পানির মধ্যে) মাছ পর্যন্ত মানবমন্ডলীর শিক্ষাগুরুদের জন্য কল্যাণ কামনা ও নেক দো‘আ করে থাকে’।তিরমিযী হা/২৬৮৫; ছহীহুত তারগীব হা/৭৭। আবুদ্দারদা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ছাঃ)-কে বলতে শুনেছি, আবেদ বা ইবাদতকারী ব্যক্তির উপর আলেমের মর্যাদা হ’ল যেমন সমস্ত তারকার উপর পূর্ণিমার চাঁদের মর্যাদা’(আবূদাউদ হা/৩৬৪১; ছহীহুল জামে‘ হা/৪২১২)।

Address

Jhenida

Telephone

+8801922871778

Website

https://instagram.com/mafizul197?igshid=MzNlNGNkZWQ4Mg%3D%3D

Alerts

Be the first to know and let us send you an email when আদ-দা'ওয়াহ্ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আদ-দা'ওয়াহ্:

Share