Jowar : জোয়ার

Jowar : জোয়ার জোয়ার লিমিটেড | Jowar Limited

🙂🙂
24/07/2025

🙂🙂

আমরা বাঁচি—শুধু বাঁচার জন্য..!  #জীবনেরযুদ্ধ    #বাংলাদেশবাস্তবতা
21/07/2025

আমরা বাঁচি—শুধু বাঁচার জন্য..!

#জীবনেরযুদ্ধ #বাংলাদেশবাস্তবতা

কেউ যদি কোন লা'শ খুঁজে না পানযোগা'যোগ - ০১৭১১-১২৭০০৫৬ টা বেওয়ারিস লা'শ আছে.আল্লাহ  তুমি সহায় হও 😭সবাই শেয়ার করুন প্লিজ
21/07/2025

কেউ যদি কোন লা'শ খুঁজে না পান
যোগা'যোগ - ০১৭১১-১২৭০০৫
৬ টা বেওয়ারিস লা'শ আছে.
আল্লাহ তুমি সহায় হও 😭

সবাই শেয়ার করুন প্লিজ

যে দৃশ্যের নাম হয় না…”এই ছবিটির কোনো নাম নেই।দিতেও পারেননি কেউ।এমনকি চিত্রগ্রাহকও—বিশ্বখ্যাত ওয়ার্ল্ড প্রেস ফটো’র সেই আল...
20/07/2025

যে দৃশ্যের নাম হয় না…”

এই ছবিটির কোনো নাম নেই।
দিতেও পারেননি কেউ।
এমনকি চিত্রগ্রাহকও—বিশ্বখ্যাত ওয়ার্ল্ড প্রেস ফটো’র সেই আলোকচিত্রী—চুপ থেকেছেন চিরকাল।

ছবিতে দু’জন মানুষ—
একজন মা, সোমায়েহ্‌ মেহরি, বয়স মাত্র ২৯।
আরেকজন তাঁর কন্যা, রানা আফগানিপোর, বয়স মাত্র ৩।
দক্ষিণ ইরানের ব্যাম শহরে ছিল তাঁদের শান্ত সংসার।

তাঁদের সবচেয়ে প্রিয় মানুষটিই হয়ে উঠেছিল দুঃস্বপ্নের আগুন।
সোমায়েহ্‌’র স্বামী, রানা’র বাবা—
অ্যাসিড ছুঁড়ে দিয়েছিলো স্ত্রী আর সন্তানের গায়ে।

চেহারার সব রঙ মুছে গিয়েছিল,
পুড়েছিল চামড়ার নিচে থাকা পৃথিবীটাও।
তবুও… তাঁরা বেঁচে গেলেন।
চিকিৎসকেরা শরীর ফিরিয়ে দিলেন, কিন্তু রূপ ফিরিয়ে দিতে পারলেন না।

এ ছবির মুহূর্তটি—
সুস্থ হওয়ার পর মা ও মেয়ের প্রথম দেখা।
হাসপাতালের নীরব ঘরে…
ক্যামেরার পিছনে ফটোগ্রাফারের চোখ তখন কাঁদছিল।
চারপাশ নীরব, থমথমে।

রানা তাকিয়েছিল মায়ের চোখে…
মুখ চিনতে পারেনি, তবুও বুক চিনেছিল।
এক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছিল আগুনপোড়া মাকে।
সেই আলিঙ্গন, সেই চুমু—
ছিলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দুঃখের, সবচেয়ে মমতার চুমু।



আজও সেই দৃশ্যের কোনো নাম নেই।
শুধু প্রশ্ন রয়ে যায়…

কখন একজন পিতা তার কন্যাকে আগলে রাখবে “আছি তো মা” বলে?
কখন একজন স্ত্রী তার স্বামীর সামনে আর ভয় পাবে না?
মানবজাতির বয়স কি আরও বাড়তে হবে?

একজন মা, যিনি তার অ্যাসিডে পোড়া মুখে শিশুকে জড়িয়ে ধরে ঘুমান।
এক শিশু, যে জেনে গেছে ভালোবাসা কি, ভয় কাকে বলে…
এই পৃথিবী, আর কতোবার এমন দৃশ্য দেখতে চায়?



রানা, তুমি ভালো থেকো।
সোমায়েহ্‌, তোমার ভালোবাসা আগুনকেও পরাজিত করেছে।
মানুষ রূপ দেখে না, দেখে হৃদয়।

এমন চুমু—মানবজাতি আর কোনোদিন দেয়নি, হয়তো আর দেবে না…



🔖
#যে_দৃশ্যের_নাম_হয়_না
#মানবতারচুমু
#মায়েরভালোবাসা
#ভালোবাসাই_বাঁচায়


#জোয়ার

বোধ ফিরুক, নম্রতা বাড়ুক 🌱 #মাটিরমানুষ  #নিজেকে_চেনো  #অহংকার_করোনা  #শিকড়কে_ভুলো_না  #ভেবেদেখো  #শিকড়  #মানবতা  #বোধেরবা...
18/07/2025

বোধ ফিরুক, নম্রতা বাড়ুক 🌱

#মাটিরমানুষ #নিজেকে_চেনো #অহংকার_করোনা #শিকড়কে_ভুলো_না #ভেবেদেখো #শিকড় #মানবতা #বোধেরবাণী

দক্ষিণ আফ্রিকার বাবেম্বা গোত্রে, যদি কোনো ব্যক্তি কোনো ভুল করে ফেলে, তারা তাকে শাস্তি দেয় না—বরং ভালোবাসা দিয়ে ভুলটা শুধ...
17/07/2025

দক্ষিণ আফ্রিকার বাবেম্বা গোত্রে, যদি কোনো ব্যক্তি কোনো ভুল করে ফেলে, তারা তাকে শাস্তি দেয় না—বরং ভালোবাসা দিয়ে ভুলটা শুধরে দিতে চায়।

তাকে গ্রামের মাঝখানে একটি নির্দিষ্ট স্থানে দাঁড় করানো হয়। তারপর গোত্রের সব মানুষ তাকে ঘিরে দাঁড়ায়। দুই দিন ধরে, তারা একে একে বলতে থাকে—মানুষটি এপর্যন্ত কী কী ভালো কাজ করেছে, কার জীবনে সে কীভাবে আলো ছড়িয়েছে, কার কষ্ট লাঘব করেছে তার স্পর্শে।
তারা তুলে আনে মানুষটির জীবনের ছোট ছোট মানবিক মুহূর্ত—যেখানে তার মমতা, ভালোবাসা আর নিষ্ঠা জড়িয়ে আছে।

কেউ তাকে তিরস্কার করে না, কেউ গালি দেয় না, কেউ অপমান করে না।
কারণ, তারা বিশ্বাস করে—প্রতিটি মানুষ প্রকৃতিগতভাবে ভালো। মাঝে মাঝে সে ভুল করে, পথ হারিয়ে ফেলে, হয়তো যন্ত্রণায় কাঁদে—ভালোবাসার অভাবে, সঙ্গের অভাবে, বোঝার অভাবে।

তাদের লক্ষ্য একটাই—তাকে ভুলের কথা মনে করিয়ে নয়, তার ভেতরের আলোর কথা মনে করিয়ে দেওয়া।
ভালোবাসার কথা মনে করিয়ে দেওয়া।

একসময়, সেই মানুষটি—যে ভুল করেছিল—এই অগাধ মমতা, এই নিঃশর্ত প্রেম, এই মানবিকতার ভারে আর নিজেকে ধরে রাখতে পারে না।
সে ভেঙে পড়ে।
সে কাঁদে।
সে বুঝে—সে কতটা ভালো ছিল, আর সেই ভালো থেকে সে কতটা দূরে সরে গিয়েছিল।
সে নিজের ভুল বুঝে নেয়। সে নিজেকে শুধরে নেয়। শুধরে নেয় ভালোবাসায়।

এই হলো বাবেম্বা গোত্রের শিক্ষা।

“মানুষকে অপমান কোরো না।”
ভালোবাসো। কারণ, ভালোবাসা যা পারে, তা কোনো শাস্তি পারে না।

#ভালোবাসাইশক্তি
#মানবিকতা
#ভুল_সংশোধন
#অপমান_নয়_ভালোবাসা
#শুদ্ধতারপথে
#প্রেরণামূলক
#সুন্দরমন
#ভুলকরাইমানুষ
#ভালোবাসারশিক্ষা
#বাবেম্বাগল্প










#ভালোবাসাইশক্তি #মানবিকতা
#ভুল_সংশোধন

একটি বানর কে যদি টাকা আর কলার মধ্যে বেছে নিতে বলা হয়, সে কলাই নেবে—কারণ সে জানে না টাকায় অনেক কলা কেনা যায়।ঠিক তেমনি, বে...
17/07/2025

একটি বানর কে যদি টাকা আর কলার মধ্যে বেছে নিতে বলা হয়, সে কলাই নেবে—কারণ সে জানে না টাকায় অনেক কলা কেনা যায়।
ঠিক তেমনি, বেশিরভাগ মানুষ চাকরি বেছে নেয়, কারণ তারা জানে না—একটি সফল ব্যবসা, চাকরির বেতনের চেয়ে বহু গুণ বেশি আয় দিতে পারে।

গরিব থাকার অন্যতম কারণ — উদ্যোক্তা হবার শিক্ষা না থাকা।
স্কুলে আমাদের শেখানো হয় কীভাবে চাকরি পেতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে নিজের জন্য কিছু গড়া যায়। চাকরি কেবল টিকে থাকার নিশ্চয়তা দেয়, কিন্তু ব্যবসা বদলে দিতে পারে ভাগ্য।

চাকরির পেছনে দৌড়ানো অনেকের জন্য একপ্রকার নেশা—এমন এক অভ্যাস, যা ধীরে ধীরে তাদের স্বাধীন ভাবনার ক্ষমতাও কেড়ে নেয়।

👉 তাই সময় থাকতেই হাতে-কলমে কাজ শিখুন।
👉 কারিগরি দক্ষতা, ছোট উদ্যোগ—এসবকেই গুরুত্ব দিন।
👉 শুধু সার্টিফিকেট নয়, প্রয়োজন দক্ষতা।

মনে রাখবেন:
✦ টাকাই সত্যিকারের স্ট্যাটাস দেয়।
✦ সফল ব্যবসা আপনাকে শুধু চাকরি থেকে নয়, জীবনের সীমা থেকেও মুক্তি দিতে পারে।

নিজের লক্ষ্য ঠিক করুন।
চাকরি নয়, নিজের স্বপ্নের প্রতিষ্ঠাতা হন।

#জোয়ার

#উদ্যোক্তা
#চাকরিনয়
#স্বপ্নপূরণ
#ব্যবসায়িকচিন্তা
#নিজেরবস
#টাকারগাছ
#সফলতা
#দক্ষতাইশক্তি
#উদ্যোগহোকলক্ষ্য
#জীবনবদল








তাদের লড়াই ক্ষমতার জন্য না, ভাই কোন দল আমাদের বেশি সেবা করতে পারবে —তার জন্যই প্রতিযোগিতা চলছে ” 🙃
17/07/2025

তাদের লড়াই ক্ষমতার জন্য না, ভাই
কোন দল আমাদের বেশি সেবা করতে পারবে
—তার জন্যই প্রতিযোগিতা চলছে ” 🙃

একবার এক ধনী বাবা তার ছেলেকে জীবনের আসল শিক্ষা দিতে চাইলেন।তিনি ছেলেকে পাঠালেন এক সপ্তাহের জন্য গ্রামের এক দরিদ্র কৃষক প...
17/07/2025

একবার এক ধনী বাবা তার ছেলেকে জীবনের আসল শিক্ষা দিতে চাইলেন।
তিনি ছেলেকে পাঠালেন এক সপ্তাহের জন্য গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারে।

সপ্তাহ শেষে ছেলে ফিরে এলো।
বাবা জিজ্ঞেস করলেন,
— “এই এক সপ্তাহে কী শিখলে?”

ছেলে একটু ভেবে বলল,
— “আমি শিখেছি কঠোর পরিশ্রমের মানে।
সকালে কেউ উঠে গরুর দুধ দিচ্ছে,
কেউ মাঠে যাচ্ছে, কেউ রান্না করছে —
প্রত্যেকে নিজের কাজ করছে পরিশ্রম আর ভালোবাসা নিয়ে।

আর আমরা?
বাসায় কাজের লোক রাখি,
টাকায় সব কিছু কিনে ফেলি… কোনো কষ্ট নেই, কোনো দায়িত্ব নেই।”

বাবা হাসলেন, বললেন,
— “খুব ভালো, আর কিছু শিখলে?”

ছেলে এবার চুপ করে গেল কিছুক্ষণ।
তার চোখে যেন বাস্তবতার এক নতুন আলো।
— “হ্যাঁ বাবা, আমি আরও শিখেছি… এক টাকার মূল্য।
ওই পরিবারে একটা টাকাও অপচয় হয় না —
বাতি বন্ধ রাখে, পানির অপচয় করে না,
প্রয়োজনে কম খায়, তবু কৃতজ্ঞ থাকে।

আর আমি?
ছোটবেলা থেকেই টাকা অপচয় করেছি,
তোমার কষ্টের মূল্য বুঝিনি…”

বাবার চোখে পানি চলে এলো।
তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন —
যেন সেই আলিঙ্গনে একজন বাবা এক অনুকৃত সন্তানকে খুঁজে পেলেন।



📚 শিক্ষা:

সুখ টাকা দিয়ে কেনা যায় না।
মূল্যবোধ, পরিশ্রম আর কৃতজ্ঞতাই জীবনের আসল ধন। #জোয়ার

👉 এই গল্পটি ছুঁয়ে গেলো? শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে।
👉 শিক্ষা থাকুক জীবনের প্রতিটি গল্পে…

#জীবনেরশিক্ষা
#মানবিকতা
#মূল্যবোধ
#কৃতজ্ঞতা
#পরিশ্রমেরগল্প
#বাবাএবংছেলে
#জীবনবদল
#জীবনেরআলো
#টাকারমূল্য
#বাস্তবজ্ঞান
#জীবনেরগল্প
#শিক্ষণীয়
#গ্রামেরজীবন










11/12/2024

রাত ১২টায় গর্ভবতী মা টাকার জন্য রাস্তায়..
কিছু বিষয় নাটকীয় মনে হয়লেও এটাও বাস্তব..

09/10/2024

চাঁ/দা/বা/জ/দের কঠিন বার্তা দিলেন সারজিস আলম

20/08/2024

Beauty Of Nature | Beautifull Bangladesh | Hill View | Natural Beauty | পাহাড়ের চূড়া | bd24.press

Address

139 Shahid Moshiur Rahman Road, Jhenaidah
Jhenida
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jowar : জোয়ার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jowar : জোয়ার:

Share

Category

এক নজরে ঝিনাইদহ জেলা

ইতিহাস

ঝিনাইদহ যশোর জেলার একটি মহাকুমা ছিল। ঝিনাইদহ জেলাটি ১৮৬২ সালে মহাকুমা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৪ সালে এটি একটি পৃথক জেলা হয়। স্বাধীনতা যুদ্ধে ঝিনাইদহ জেলা ৬ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।

এই জেলার নামকরণ সম্পর্কে কিছুই জানা যায়নি। কথিত আছে যে, ক্যালসিয়াম উৎপাদনের জন্য ‘নবগঙ্গা’ নদী এবং ‘দহা’ নদী থেকে ঝিনুক সংগ্রহের জন্য এই এলাকা বিখ্যাত হয়ে উঠেছিল। এই জেলার নাম ঝিনাইদহ “ঝিনুক” এবং “দাহ” শব্দদ্বয় থেকে নেয়া হয়েছে বলে মনে করা হয়। ঝিনাইদহ জেলার ইতিহাস, ঐতিহ্য নিয়ে গবেষণাধর্মী "ঝিনাইদহের ইতিকথা" নামক একটি পুঁথিগান গান লিখেছেন কালীগঞ্জ উপজেলার দয়াপুর গ্রামের কৃতিসন্তান আলমগীর হোসেন শিশির।[তথ্যসূত্র প্রয়োজন]

ভৌগোলিক সীমানা