01/09/2025
মাদকমুক্ত জোড়াদহ ইউনিয়ন গড়ার প্রত্যয় খেলাধুলায় হোক বিকাশেই সম্ভব মুক্তি
আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ২নং জোড়াদহ ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন । এ ইউনিয়নে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় স্বীকৃতিপ্রাপ্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কমপ্লেক্স—জ্ঞানী গুণী সুফি সাধক, বাউল সম্রাট লালন সাঁইজির বাড়ি সব মিলায়ে একটি আদর্শ ইউনিয়নের জন্য যা যা প্রয়োজন, তার সবকিছুই যেন এখানে বিদ্যমান। কিন্তু এতসব কিছুর মাঝেও জোড়াদহ ইউনিয়নের ওপর ভর করেছে এক অশুভ ছায়া—তা হলো *মাদক*।
এই মাদকের করাল গ্রাসে আজ জোড়াদহ ইউনিয়নের যুব সমাজ বিপথগামী। অনেক প্রতিভাবান তরুণ হারিয়ে যাচ্ছে নেশার অন্ধকারে। এখন প্রশ্ন উঠছে—এই অন্ধকার থেকে মুক্তির কোনো পথ নেই কি? অবশ্যই আছে। এ পথ হলো খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ সৃষ্টি করা, তাদেরকে গড়ে তোলা শারীরিক ও মানসিকভাবে সুস্থ মানুষ হিসেবে।
এ লক্ষ্যে প্রথম প্রয়োজন—উপযুক্ত খেলার মাঠ ও সুষ্ঠু খেলার পরিবেশ।এরই মধ্যে ইউনিয়নে শুধু একটিমাত্র ভালো মাঠ রয়েছে সেটা হল
জোড়াদহ হাই স্কুল মাঠ , যেটি নিজেই একটি ঐতিহ্যের নাম, সেখানে রয়েছে একটি বিশাল মাঠ। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে সেই মাঠটি খেলার অনুপযুক্ত। বৃষ্টিতে পানি জমে, মাটি নরম হয়ে যায়, আর কোনো রকম প্রস্তুতিও নেই যা খেলাধুলার জন্য প্রয়োজন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মাটি সংস্কার হচ্ছে না। আমাদের সকলের ঐক্যবদ্ধ হতে হবে হিংসা-বিদ্বেষ ভুলে যেয়ে যুব সমাজকে সুন্দর সঠিক পথে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো জোড়াদহ ইউনিয়নের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনগণের সম্মিলিত উদ্যোগে সচেতনতা বৃদ্ধি করতে হবে ।শুধুমাত্র তাদের সৎ ইচ্ছা ও সক্রিয় অংশগ্রহণেই সম্ভব হবে মাঠটির যথাযথ সংস্কার, একটি স্বাস্থ্যকর খেলার পরিবেশ সৃষ্টি করতে , আমাদের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত রাখা দৃঢ় প্রত্যয় নিয়ে হাটি হাটি পা পা করে কাজ করছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ লাল্টু মোল্লা। বড় ভাই বর্তমান সিরাজ শাহ স্পোর্টিং ক্লাব নামে একটি ক্লাব নির্মাণ করেছেন তিনি ক্লাবের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। লালটু ভাইয়ের সহযোদ্ধা হিসাবে কাজ করছেন ,বিশিষ্ট ব্যবসায়ী রাজ্জাক কাজী, অধ্যাপক জাহিদুল