30/04/2024
ঝিনাইদহবাসীর প্রতি ব্যারিস্টার সুমন
ঝিনাইদহ-১ আসনের উপ-নির্বাচনে শৈলকুপাবাসীর সেবক হতে নির্বাচনে প্রার্থী হলেন লিটন আহমেদ, যিনি বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব ব্যারিস্টার সুমনের সহযোগী।
আইনজীবী লিটন আহমেদ ব্যারিস্টার সুমনের মত ভাইরাল নন। বরং নেপথ্যে থেকে ব্যারিস্টার সুমনের সাথে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এক সৈনিক। লিটন আহমেদ একজন সৎ ব্যক্তি, এটাই বড় কথা। যিনি জনগণের টাকা খেয়ে আঙুল ফুলে কলাগাছ হবেন না।
তাইতো লিটন আহমেদের পক্ষে ব্যারিস্টার সুমনের এমন অনুরোধ শৈলকুপাবাসীর নিকট।
আমরাও চাই এমন লোকেরাই জনগনের সেবক হোক। এখন দেখার বিষয় শৈলকুপাবাসী কি সিদ্ধান্ত নেয়।
#ঝিনাইদহ