SOJIB AHMED

SOJIB AHMED Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SOJIB AHMED, Digital creator, JHENAIDA, Jhenida.

13/08/2025

নিজের বসকে গ্রামে নিয়ে গিয়ে কে কে পড়েছেন এমন বিপদে

20/03/2025

গাঁজায় ইসরাইলী হামলা।

19/03/2025
19/03/2025

ঝিনাইদহের উদয়পুর গ্ৰামে কি হল?

18/03/2025

শৈলকুপায় মায়ের সহায়তায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) বিকেলে ভুক্তভোগীর বাবা থানায় মামলা করেছেন।এজাহারে উল্লেখ করা হয়, ওই কিশোরীর বাবা একজন ব্যবসায়ী। তিনি ব্যবসার কারণে বাড়িতে থাকতে পারেন না।এই সুযোগে স্ত্রী ফরিদা পারভীন তার ১২ বছর বয়সী কন্যাকে ভগবাননগর গ্রামের রবির ছেলে শরিফুল ইসলাম শরীফ ও কৃষ্ণ কুমার মণ্ডলের ছেলে সন্ন্যাসী মণ্ডলের কাছে ইচ্ছার বিরুদ্ধে পাঠিয়ে দিতেন। মামলায় বলা হয়, গত ৭ মার্চ ভগবাননগর গ্রামের জোছনার মালিকানাধীন ভাড়া বাড়িতে শরীফ এসে তার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নাবালিকা কন্যাকে ইচ্ছার বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালান। এ ছাড়া একইভাবে গত ৮ মার্চ রাত ৯টার দিকে সন্ন্যাসী কুমার পার্শ্ববর্তী কুলচারা গ্রামের তোজামের বাড়িতে নিয়ে তার কন্যাকে দ্বিতীয়বার ধর্ষণ করেন। বাদী মামলায় উল্লেখ করেন, এ ঘটনা কেউ যাতে দেখতে না পায় সে জন্য তার স্ত্রী ফরিদা পারভীন ঘরের বাইরে দাড়িযে থেকে পাহারা দিতেন।গত ১২ মার্চ তার মেয়ে ধর্ষণের এসব ঘটনা তাকে জানালে স্ত্রীর সঙ্গে বাদীর ঝগড়া ও কথা-কাটাকাটি হয়।এ বিষয়ে এলাকাবাসী জানায় , ‘লোকমুখে ঘটনাটি শুনেছি। অভিযুক্ত শরিফুল ইসলাম শরীফ ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ফুলহরি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।এ ব্যাপারে থানার ওসি মাসুম খান বলেন, ‘বিষয়টি একটু জটিল মনে হচ্ছে। তার পরও আমরা মামলা নিয়েছি। মামলা নং ১৩, তাং-১৫/০৩/২৫। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

16/03/2025

ঝিনাইদহের আমতলা বাজারে সড়ক দুর্ঘটনা ঘটেছে

16/03/2025

১৫০০ কলার কি হাল

16/03/2025

শৈলকুপার দেবতলা গ্রামে ধ*র্ষ*ক রিপন এর বাড়ির সর্বশেষ পরিস্থিতি। উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এলাকাবাসীর অভিযোগ সাড়ে ৩ লাখ টাকায় দফারফা করার চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে ১০ দিনপর মামলা।বিস্তারিত ভিডিওতে.... ゚viralシfypシ゚viralシalシ2024lシalシ #ভাইরালভিডিওシ ゚ ゚

Address

JHENAIDA
Jhenida

Telephone

+8801988057348

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOJIB AHMED posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share