voice of jhenaidah

voice of jhenaidah InFo পেইজটা সবাই ফলো দিয়ে পাশে থাকেন।

05/04/2025

মানুষ যখন প্রথম বার কারো প্রেমে পরে,কোনো কারনে যদি সেটা ভেঙে যায়!
দ্বিতীয় বার মানুষ আর আগ্রহী থাকে না নতুন কারো সাথে প্রেম করতে!

কারন জীবনে প্রথম নারী/পুরুষ ছাড়া দ্বিতীয় কারো প্রতি ইন্টারেস্ট আসে না! সে যতই সুন্দর হোক আর বিশ্বস্ত মানুষ হোক..!❤🏵

উঠলো না দাড়ি পেয়ে গেল নারী..!🙂
05/04/2025

উঠলো না দাড়ি পেয়ে গেল নারী..!🙂

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন...
29/10/2024

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের একাংশ) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা শহীদুজ্জামান বেল্টু মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
সোমবার (২৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শহীদুজ্জামান বেল্টু ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিল জনতা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ...
27/10/2024

কালীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিল জনতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
রবিবার দুপুর ১ টার দিকে ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয়রা জানান, রবিবার দুপুর ১ টার দিকে সে বগেরগাছি বাজারে আসেন। এসময় তিনি ইউনিয়ন পরিষদের কয়েকটি কাগজে স্বাক্ষর করতে আসেন। পরে স্থানীয় কয়েকজন এসে তাকে ধরে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু একটি হত্যাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

05/07/2024

পুরো বিশ্বে বাজপাখি একটাই!😉
জিতে গেছিইইইইইই❤️

কইয়াজাল (কারেন্ট জাল)রেডী রাখেন। বাড়ির আশপাশে বসায়ে দেই।  ঝোপঝাড় পরিষ্কার রাখুন।  রাতে টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেট...
21/06/2024

কইয়াজাল (কারেন্ট জাল)রেডী রাখেন। বাড়ির আশপাশে বসায়ে দেই। ঝোপঝাড় পরিষ্কার রাখুন। রাতে টর্চ লাইট ব্যবহার করুন। রাতে টেটা, চোল দিয়ে মাছ শিকার পরিহার করুন। অত্যন্ত সাবধানতার সাথে জমিতে কাজ করুন।

সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে রাসেল ভাইপার সাপ ঝিনাইদহ আসার সম্ভাবনা খুব বেশি।।

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষধর। কাউকে ছোবল দিলে এন্টিভেনম দিলেও বাঁচার সম্ভাবনা মাত্র ২০%।এন্টিভেনম এটার বাংলাদেশে নাই ।
আর এই দেশের জলবায়ুর প্রকৃতিতে এদের কোন অবদান নাই।

আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।

অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি ---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।

সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের জন্য উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।

আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকারের জন্য শেয়ার করতে পারেন।

Address

Jhenaidah
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when voice of jhenaidah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to voice of jhenaidah:

Share

Category