21/10/2024
Comfort zone
People show happiness, show themselves happy.
But people don't say they're sad until someone really wants to know.
It is very easy to pretend to be happy. So people show themselves flexible, strong in their eyes and face, work, writing and everything in real or virtual and everyone sees it.
But it is difficult to show sorrow, it is also difficult to express sorrow.
Sadness can not be told to everyone, the cause of upset can not be told to everyone.
In reply to Keman Achi - "It's not really good" - it can't be written either.
The place to express grief has to be comfort zone, there has to be desire to listen, there has to be time, patience, coldness of eyes. He who has this comfort zone is blessed. And the one who doesn't is basically alone, very alone.
কমফোর্ট জোন
মানুষ মুখ ফুটে সুখ বলে, নিজেকে সুখী দেখায়।
কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না, যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায়।
নিজেকে সুখী দেখানো খুব সহজ। তাই মানুষ তার চোখ-মুখ, কাজ, লেখা ও বাস্তবে কিংবা ভার্চুয়ালে সব কিছুতে নিজেকে ফ্লেক্সিবল দেখায়, স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে।
কিন্তু দুঃখ দেখানো কঠিন, দুঃখ জানানোও কঠিন।
দুঃখ সবাইকে বলা যায় না, মন খারাপের কারণ সবাইকে বলা যায় না।
কেমন আছির জবাবে- "সত্যি ভালো নেই"-এটাও লেখা যায় না।
দুঃখ বলার জায়গাটা কমফোর্টজোন হতে হয়, শোনার আকুতি থাকতে হয়, হাতে সময় থাকতে হয়, ধৈর্য থাকতে হয়, চোখের শীতলতা থাকতে হয়। যার এই কমফোর্ট জোন আছে, সে ব্লেসিং। আর যার নেই সে মূলত একা, ভীষণ একা।