Sk Masum

Sk Masum মোঃ মাসুম বিল্লাল
জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
এস কে নিউজ

24/09/2024
06/05/2024

বিষয়খালী প্রচন্ড শিলাবৃষ্টি

ঈদ মোবারক
10/04/2024

ঈদ মোবারক

ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি...
08/04/2024

ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

কৃতিমানের মৃত্যু নেই,ঝিনাইদহ ১ আসনের পাচ বারের জাতীয় সংসদ সদস্য,সাবেক প্রতিমন্ত্রী ঝিনাইদহ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বীর ...
16/03/2024

কৃতিমানের মৃত্যু নেই,ঝিনাইদহ ১ আসনের পাচ বারের জাতীয় সংসদ সদস্য,সাবেক প্রতিমন্ত্রী ঝিনাইদহ রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এম পি সাহেব ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন।দোয়া করি আল্লাহ তার সকল ভুল ত্রুটি মাপ করে জান্নাত বাসী করুক আমিন।

স্বামী পর"কীয়া করে।রোজকার অত্যচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসলাম।আমায় দেখে পরিবারের সবাই আশ্বাস দিল...
23/02/2024

স্বামী পর"কীয়া করে।রোজকার অত্যচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে বাবার বাড়ি চলে আসলাম।

আমায় দেখে পরিবারের সবাই আশ্বাস দিলো।বাবা বললো " একদম ভাববে না।আমার ঘরের রাজকন্যা ছিলে,রাজকন্যাই থাকবে "

ছোট ভাই বললো " দিদি,তোর কিছু লাগলে আমায় বলবি।আমরা আছি তোর সাথে "

জীবনের এই চরম অন্ধকার সময়ে পরিবারের সাপোর্ট পেয়ে চোখে জল চলে আসলো।

কে'টে গেলো কয়েকমাস।ইদানীং সবার আচরণে এতটুকু বুঝতে বাকি রইলো না,আমি পরিবারের বোঝা।বাবা কিছু কঠিন কথা বলতে চান হয়তো, কিন্তু মুখ ফুটে বলতে পারেনা।

বাবার মুখের দিকে তাকিয়েই ছোট ভাই ও কিছু বলার সাহস করে উঠতে পারছে না।তবে আচরনে বুঝিয়ে দেয় আমাকে তাদের আর সহ্য হচ্ছে না।ডিভোর্সি মেয়েকে নিয়ে সমাজের লোকের কটু কথা,অপমান পরিবারের আর সহ্য হচ্ছে না।

এককালে এই পরিবারের রাজকন্যা আমি এখন নিজেকে ভিখারিনি মনে হচ্ছে!

তার কিছুদিনের মধ্যেই বাবা চিন্তায়, দুঃচিন্তায় শয্যাশায়ী হয়ে গেলেন।ছোট ভাই একরাতে খেতে বসে বললো

" দিদি একটা কথা বলি,তুমি মন খারাপ করিও না।তোমার জন্যই কিন্তু বাবা আজ ম"রতে বসেছে।কেন আমাদের বোঝা হয়ে আছো বলতো? শেষ বয়সে বাবাকে শান্তিতে থাকতে দিলে না "

এই কথা শুনে তিনদিন অনবরত কাঁদলাম।সাহসের অভাবে দে"হত্যা"গটাই শুধু করতে পারলাম না।তেরোদিন শয্যাশায়ী থেকে বাবা মা"রা গেলেন।

ছোট ভাই সরাসরি বললো " আমি আর তোমার দায়িত্ব নিতে পারবো না দিদি।এতোদিন বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারিনি।তুমি কি করবে করো,আমার নিজেরো পরিবার আছে,বাড়তি ঝামেলা নিতে চাচ্ছি না "

এই কথা শোনার পরে ওই বাড়িতে আর থাকা চলে না।মনের দুঃখে সেই রাতেই বাড়ি ছাড়লাম।

গল্প #আত্নব্যথা
লেখক মাসুম বিল্লাহ

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

Address

Jhenida

Telephone

+8801914722006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share