21/04/2025
                                            এই যে তোমরা যারা প্রেমিকার কাছে হিরো হওয়ার জন্য ,নেতার প্রিয় হওয়ার জন্য আরেকজন মানুষকে মেরে ফেলো, হাত কাঁপে না?
আচ্ছা করলা, এরপর কি হয়?
তুমি পালায়ে বেড়াও নতুবা জেলে পচো অথবা ফাসিতে ঝুলো,
আর তোমার প্রেমিকা অন্য হিরো খুঁজে নেয়, তার গলায় মালা দেয়।
তোমার নেতা তোমাকে দল থেকে বহিষ্কার করে তোমার মতো আরেকজনকে প্রিয় বানায়।
ভাবো আরো ভাবো।
নিজের কথা না ভাবলেও পরিবারের কথা ভাবো।
যাকে মেরে ফেললা সেও কারো সন্তান, তুমিও।