AsadurRahman.Speaks.

AsadurRahman.Speaks. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AsadurRahman.Speaks., Digital creator, Jhenida.

এই যে তোমরা যারা প্রেমিকার কাছে হিরো হওয়ার জন‍্য ,নেতার প্রিয় হওয়ার জন‍্য আরেকজন মানুষকে মেরে ফেলো, হাত কাঁপে না?আচ্ছা ...
21/04/2025

এই যে তোমরা যারা প্রেমিকার কাছে হিরো হওয়ার জন‍্য ,নেতার প্রিয় হওয়ার জন‍্য আরেকজন মানুষকে মেরে ফেলো, হাত কাঁপে না?

আচ্ছা করলা, এরপর কি হয়?

তুমি পালায়ে বেড়াও নতুবা জেলে পচো অথবা ফাসিতে ঝুলো,
আর তোমার প্রেমিকা অন‍্য হিরো খুঁজে নেয়, তার গলায় মালা দেয়।

তোমার নেতা তোমাকে দল থেকে বহিষ্কার করে তোমার মতো আরেকজনকে প্রিয় বানায়।

ভাবো আরো ভাবো।
নিজের কথা না ভাবলেও পরিবারের কথা ভাবো।

যাকে মেরে ফেললা সেও কারো সন্তান, তুমিও।

06/04/2025

গা'জার এক ভাই সালেহ আল জাফরী লিখেছেন..
এই তো! আর অল্প কিছু সময় পরেই গাজা মুছে যাবে, আমাদেরকে তোমরা আর কখনোই খুঁজে পাবে না, তবে জান্নাতে পাবে।
বিদায়! হে সবচেয়ে বড় জালেম উম্মাহ, ইতিহাস তোমাদেরকে চিহ্নিত করে রাখবে গাদ্দার হিসেবে।




রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান। যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও। মু’না’ফিকের খাতায় নাম রেখো না...
06/04/2025

রা ফা - পৃথিবীর বৃহত্তর ক’বরস্থান।

যেখানে শুধু মানুষের ক’বর নয়, দা’ফন হয়েছে বিশ্ব মানবতাও।

মু’না’ফিকের খাতায় নাম রেখো না, ইয়া রব। আমরা নিরূপায়। উপায় বের করে দাও।

19/03/2025

মুসলিম বিশ্বে ৮০ লক্ষের অধিক সেনাবাহিনী।
লক্ষ লক্ষ ট্যাংক,আর্টিলারি,মিসাইল।
হাজার হাজার যুদ্ধ বিমান।
হাজার হাজার চৌকস গোয়েন্দা । লক্ষ লক্ষ সু প্রশিক্ষিত প্যারা কমান্ডো৷
অবিচল তীক্ষ্ণ দৃষ্টির বিমানবাহিনী । কয়েক লক্ষ্য ভাসমান নৌবাহিনী!!
কোথায় তারা? ইহুদিদের থামানোর কেউ নেই? 😭 আরবের মোড়োলরা তো ব্যস্ত আস্ত উট খাওয়াতে😥।
হে আল্লাহ আপনি ফিলিস্তিনের সকল ভাইবোনদের রক্ষা করুন❤️ ধ্বংস করুন ওই ইহুদিদের যারা হাজার হাজার নারী ও শিশু হত্যা করতেছে।।
( হে আল্লাহ পবিত্র রমজান উপলক্ষ্যে আপনি ফিলিস্তিনিদের রক্ষা করুন🤲🤲🤲)

ভারতের বিপক্ষে হামজা শুরুর একাদশে থাকবেন কিনা সেই নিশ্চয়তা দিতে পারছেন না কোচ হাবিয়ের ক্যাবরেরা।
19/03/2025

ভারতের বিপক্ষে হামজা শুরুর একাদশে থাকবেন কিনা সেই নিশ্চয়তা দিতে পারছেন না কোচ হাবিয়ের ক্যাবরেরা।

18/03/2025

ফাহমিদুল কে কেন বাদ দেয়া হল - এটা আমাদের ক্লিয়ার জানানো উচিত। যেই প্লেয়ার প্রস্তুতি ম্যাচে ভালো খেলছে - সেই প্লেয়ার কে বাদ দিলে মানুষের মনে সন্দেহ আসা স্বাভাবিক।

আর যদি সিন্ডিকেটের কারণে এইসব হয় - এর জবাব হবে কঠিন। ফুটবল সমর্থকরা এটা কখনই মেনে নিবে না, ফুটবল সমর্থকদের কঠোর হইতে বাধ্য কইরেন না আপনারা।

14/03/2025

Editing. 🤣🤣🤣🤣

Address

Jhenida
7300

Telephone

+8801983211478

Website

Alerts

Be the first to know and let us send you an email when AsadurRahman.Speaks. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AsadurRahman.Speaks.:

Share