অপ্সরী টেলিভিশন Opsory Television

অপ্সরী টেলিভিশন Opsory Television অপ্সরী টেলিভিশনে আপনাকে স্বাগতম।
সম্মানিত পাঠক-পাঠিকা পেজের সাথে যুক্ত থেকে আমাদের আপডেট উপভোগ করুন। আপনার আশেপাশে'র খরব পেতে পেজে ফলো দিয়ে যুক্ত থাকুন।

27/10/2025

ব্রেকিং নিউজ
ঝিনাইদহ আদালতে আত্মসমপণ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জেএম রাশিদুল আলম রশীদ।

27/10/2025

সরাসরি লাইভে যুক্ত আছি ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের সুরাট গ্রামের ইকরামুলের বাড়ি থেকে। ইকরামুলের বউ ববিতা খাতুনের অভিযোগ দেখুন অপ্সরী টেলিভিশনে....

26/10/2025

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার পাইকপাড়া গ্রামে শশুরের বটির আঘাতে পুত্রবধু লিমা খাতুনের মৃ*ত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশের হাতে আটক শশুর মকবুল শেখ।

এলাবাসীর সূত্রে জানা গেছে মুকবুল শেখ একজন মানসিক প্রতিবন্ধী রুগী।

25/10/2025

এখন বক্তব্য রাখছেন সোনালী লাইফ পিএলসি'র ইউনিট ম্যানেজার হালিমা নুপুর।
#অপ্সরী #টেলিভিশন #নিউজ

22/10/2025

সরাসরি....
নিখোঁজ সংবাদ....
লাইভ নিউজ

18/10/2025

সরকার যদি ব্যার্থ হয়, তাহলে ছেড়ে দিক....
#অপ্সরী #টেলিভিশন নিউজ।

17/10/2025

সরাসরি লাইভে যুক্ত আছি
খানকায়ে মুজাদ্দেদীয়া বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ ঝিনাইদহ জেলা

স্থান : উজির আলী স্কুল, ঝিনাইদহ।

17/10/2025

নারায়ণপুর টু মুনুড়িয়া বাজার সংলগ্ন চলছে রাস্তা পাকা করণের কাজ।

15/10/2025

জাতীয় প্রেসক্লাবে আন্দোলনরত শিক্ষক নির্যাতনের প্রতিবাদ এবং এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের কুড়ি পার্সেন্ট বাড়ি ভাড়া ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫% উৎসব ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন

তাং : ১৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ। দোয়েল চত্তর উপজেলা মোড় হরিণাকুন্ডু ঝিনাইদহ।
#অপ্সরী #টেলিভিশন #নিউজ

14/10/2025

ঝিনাইদহের শৈলকুপার একটি কলেজে
দুই রকম জন্ম তারিখ নিয়ে চাকরীতে বহাল মৌসুমি নামের
এক ল্যাব এসিস্ট্যান্ট

এস কে কাদের ঝিনাইদহ।।
ঝিনাইদহের শৈলকুপা মালিথিয়া আদিল উদ্দিন ডিগ্রী কলেজের ল্যাব এসিস্ট্যান্ট মৌসুমি রানী দাসের বিরুদ্ধে জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগ উঠেছে। শুধু জন্মনিবন্ধনই নয়, মৌসুমির একাধিক জন্ম তারিখ ও ভিন্ন ভিন্ন নামে এসএসসির সনদ মিলেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। বন্ধ হয়ে গেছে মৌসুমি দাসের সরকারী বেতনের অংশ।

তথ্য নিয়ে জানা গেছে, মৌসুমি দাস ২০২৩ সালে মালিথিয়া আদিল উদ্দিন ডিগ্রী কলেজে নিয়োগ পান এবং ১৩ মাস সরকারী বেতনের অংশ উত্তোলন করেন। তিনি ১৯৯৯ সালে শৈলকুপার নবদ্বয় বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। সার্টিফিকেট ও ভোটার তালিকায় তার জন্ম সাল ১৯৮৩।

প্রাপ্ত তথ্যমতে শিক্ষকদের ইএফটির মাধ্যমে বেতন চালু হলে মৌসুমি দাসের বেতন বন্ধ হয়ে যায়। পরে তিনি নাম পরিবর্তন করে মিতু দাস ধারণ করেন এবং শৈলকুপা বিএলকে বাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে ২০২০ সালে আবার এসএসসি সমমান পরীক্ষায় পাস করেন। ওই সনদে তার জন্মতারিখ ১০ বছর কমিয়ে ১৯৯২ সাল করা হয়।

অভিযোগ উঠেছে, শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের পুত্রবধূ রওশন আরা আফরোজ সভাপতি হওয়ায় ১৫ লাখ টাকার নিয়োগ বানিজ্য করা হয়। বেতন বন্ধ হওয়ার কারণে তাই চেয়ারম্যান মতিয়ার রহমান জালিয়াতির মাধ্যমে মৌসুমি দাসকে মিতু দাস বানিয়ে জন্মনিবন্ধন সনদ প্রদান করেন।

শৈলকুপা উপজলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, গত জানুয়াতি মাসে মৌসুমি দাস পরিবর্তিত কাগজপত্র দিয়ে নিজেকে মিতু দাস বানানোর জন্য এনআইডি সংশোধনের আবেদন করেন। কিন্তু তার নামে একাধিক সনদ থাকা ও বয়স কমানোর দুরভিসন্দি বুঝতে পেরে গত সেপ্টম্বর মাসে তার আবেদন বাতিল করে দেয় নির্বাচন কমিশন।

জানতে চাইলে মৌসুমি দাস জানান, “অনেকেই তো বয়স কমিয়ে এনআইডি করছে, তাই আমিও করতে চাচ্ছি। একবার রিজেক্ট হয়েছে তাতে কি ? আমি আবার এনআইডি সংশোধনের আবেদন করবো। আমি ১২/১৩ মাস তো ১০ হাজার ২০০ টাকা করে বেতন তুলেছি। চাকরীর ক্ষেত্রে তো এটা করলে সমস্যা নেই”।

এ বিষয়ে শৈলকুপা মালিথিয়া আদিল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান জানান, মৌসুমি ও মিতু দাস একই ব্যক্তি। তার চাকরী দিয়েছিলেন আ’লীগের সভাপতি মতিয়ার রহমান। তিনিই মৌসুমি দাসকে মিতু দাস বানিয়ে জন্মনিবন্ধন সনদ দিয়েছেন। এই সনদ তিনি কি ভাবে দিলেন আমার প্রশ্ন ? অধ্যক্ষ জানান, এখন তার বেতন বন্ধ। চাকরিও আর ফিরে পাবে না বলে তিনি মন্তব্য করেন।

14/10/2025

মামলার ২৪ ঘন্টার মধ্যে ঘা*ত*ক স্বামী লাল মিয়া পুলিশের হাতে আ*টক

ঝিনাইদহে কাঠের দোকানের মধ্যে গৃহবধু লা*শের রহ*স্য উদঘাটন ও ঘা*তক স্বামী গ্রে*প্তার করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম টিম।

ঝিনাইদহের পৌর এলাকার গোপীনাথপুর ছাগল ফার্মের পূর্ব পাশে দোকানের মধ্যে নিজ স্ত্রীকে হ*ত্যা করে খাটের নিচে রেখে দিয়েছিল। এমন ঘটনায় তাসলিমার ছেলে রাজন বাদী হয়ে ১৩ অক্টোবর (সোমবার) বাবার বিরু*দ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি হ*ত্যা মামলা দায়ের করে। তারই সূত্র ধরে সদর থানা পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। হরিনাকুন্ডু উপজেলার চাঁদপুর এলাকা থেকে ঘা*তক স্বামী লাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ: গত রবিবার বিকালে ঝিনাইদহের পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের গোপীনাথপুর ছাগল ফার্মের পূর্ব পাশে প্রাচীর সংলগ্ন কাঠের দোকানের মধ্যে নিজ স্ত্রীকে হ*ত্যা করে খাটের নিচে রেখে দিয়ে পালিয়ে যায় স্বামী লাল মিয়া।

08/10/2025

#ঢাকায় #বিএনপি'র কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন #ঝিনাইদহের -৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা #সাইফুল #ইসলাম #ফিরোজ হামিদুল ইসলাম #হামিদ ও সাবেক এমপি মরহুম শহিদুল ইসলাম বেল্টুর সহধর্মিণী মুর্শিদা জামান #পপি । বৈঠক শেষে তাঁদের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখতে দেখা গেছে।
কিন্তু বৈঠকে কি নির্দেশনা দেওয়া হয়েছে তা কেউ স্পষ্ট করছেন না। তবে যা-ই হোক ভালো কিছু হয়েছে বলে ধারণা করছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা। #অপ্সরী #টেলিভিশন #নিউজ

Address

Jhenida

Telephone

+8801910135078

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপ্সরী টেলিভিশন Opsory Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অপ্সরী টেলিভিশন Opsory Television:

Share