অপ্সরী টেলিভিশন Opsory Television

অপ্সরী টেলিভিশন Opsory Television অপ্সরী টেলিভিশনে আপনাকে স্বাগতম।
সম্মানিত পাঠক-পাঠিকা পেজের সাথে যুক্ত থেকে আমাদের আপডেট উপভোগ করুন।

15/07/2025

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

এস কে কাদের।।
সারাদেশের ন্যায় ঝিনাইদহে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
(১৫ জুলাই মঙ্গলবার) বেলা ১১ টায় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব #মোঃ জাহিদুজ্জামান মনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জননেতা জনাব সাজেদুর রহমান প্পপু
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম ।
বিশেষ দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক #আরোজ_আলী_শান্ত
সহ ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের বারটি ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

14/07/2025

ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাহির রাজিউন।।

ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের পোতাহাটি দক্ষিণ পাড়া গ্রামে'র মোঃ আজিজ খন্দকারের মেয়ে কেয়া(৬) খেলতে যেয়ে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, ১নং সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ নাজির উদ্দিন।

14/07/2025

ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমজাদ হোসেন হঠাৎ অসুস্থ হয়ে ঝিনাইদহ প্রিন্স হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাকে দেখার জন্য ছুটে যান ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু । সাথে ছিলেন
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম ।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম জোয়ার্দার এবং
সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের আরো নেতা-কর্মীরা।

14/07/2025

গত ১৩/ জুলাই ২০২৫ রবিবার ইং-
ঝিনাইদহ শৈলকূপা উপজেলা
যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্ল্যা কে মাইক্রোবাসে ডিবি পরিচয়ে অপ*হ*রণ করে ফরিদপুরের ভাঙা উপজেলা থেকে
৫০ লাখ টাকা চাঁ*দা দা*বি
করা অপ*হারণ*কারীর মধ্যে ৪ জর কে আ/ট/ ক করেছে পুলিশ, সে সময় তাদের কাছে থাকা
১টি মাইক্রোবাস, উ*দ্ধার করেছে পুলিশ।
পালি*য়ে গেছে আরও একটি মাইক্রোবাস সহ
কয়েকজন অপ*হর+ণকারী। তাদের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তাদের নাম মহসিন,, জামাল,,, হাফিজুর,,, শাহিন।।।

13/07/2025

ঝিনাইদহ-মাগুরা সড়কের জেলার হাটগোপালপুর রামনগর ব্রীজের পাশে রবিবার দুপুরের দিকে গোল্ডেন লাইন বাস এবং ভ্যা/নের মুখো/মুখি সং/ঘ/র্ষ হয়ে ঘট/নাস্থ/লেই ভ্যান চালক শিহাব খন্দকার নামের একজনের নিহ*তের খবর পাওয়া গেছে। জানাযায়,তার
পিতার নাম, আফজাল আলী খন্দকার
মাগুরা জেলার দোড়া-মতনা গ্রাম তার বাড়ি। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

13/07/2025

ঝিনাইদহের ১১ নং পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান
বিকাশ বিশ্বাস এর ছোট মেয়ে তমালিকা বিশ্বাস( ২৬) ঢাকাতে মারা গেছে বলে অভিযোগ উঠেছে । তার মৃত্যু সঠিক কি কারনে হয়েছে জানতে চোখ রাখুন অপ্সরী টেলিভিশন এ।

13/07/2025

নিজ গ্রাম গোপালপুর থেকে অ*স্ত্র সহ বাবলুর রহমান ঘ্যানাকে আ*টক করেছিলো গত শুক্রবার রাতে যৌথবাহিনি। সূত্রে জানা গেছে
তার বিরু*দ্ধে হ*ত্যা সহ একাধিক মা*মলা রয়েছে।
কালিগঞ্জ, ঝিনাইদহ।
#অপ্সরী #টেলিভিশন #নিউজ

09/07/2025

ঝিনাইদহে বৃষ্টি উপেক্ষা করে এনসিপি'র পদযাত্রায় গণমানুষের ঢল

এস কে কাদের।।
ঝিনাইদহে বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’য় ঝিনাইদহে গণমানুষের ঢল নেমেছে। আজ বুধবার (৯ জুলাই) জেলা শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই নেতাকর্মীরা শহরে জড়ো হতে শুরু করেন, যা পরবর্তীতে এক বিশাল পদযাত্রায় পরিণত হয়।
বৃষ্টিস্নাত পদযাত্রা ও গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
দুপুরের পর থেকে ঝিনাইদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হলেও তা এনসিপি’র পদযাত্রার উদ্দীপনায় কোনো প্রভাব ফেলতে পারেনি। বরং বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ পদযাত্রায় অংশ নেন, যা শহরের প্রধান সড়কগুলোতে এক ভিন্ন চিত্র ফুটিয়ে তোলে। “দিল্লি না ঢাকা” এবং “ফ্যাসিবাদ নিপাত যাক” স্লোগানে মুখরিত ছিল রাজপথ।

02/07/2025

সকল প্রশংসা মহান আল্লাহ পাকের জন্য।

29/06/2025

একটি হারানো বিজ্ঞপ্তি :
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার ২ জামাল ইউনিয়নের নাকোবাড়ীয়া গ্রামের রুহুল আমিনের সাংবাদিক পূত্র বনি আমিন কে গতকাল শনিবার সন্ধ্যা থেকে তাকে আর খুঁজে যাচ্ছে না। একই গ্রামের বনে আমিন এর ফুফাতো ভাই মামুন মিয়া জানান, সারাদিনের কর্মব্যস্ততা শেষে প্রতিদিনই বাড়ি আসে কিন্তু গতকাল সন্ধ্যা রাত থেকে খোঁজ বা সন্ধান পাওয়া যাচ্ছে না। জানা গেছে সে দৈনিক নবচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার ও নভা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত আছেন। এ বিষয়ে থানায় জিডি হয়েছে কিনা জানতে চাইলে তারা অপ্সরী টেলিভিশন কে জানান,আমরা এখন থানায় যাচ্ছি জিডি করার জন্য। আরো জানা গেছে, মৃত,মহব্বত ও ইউনুস তাদের আপন ভাগ্নে।

28/06/2025

ঝিনাইদহে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ

এস কে কাদের।।
জেলার কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স। শনিবার কালীগঞ্জ পৌর শহরের নলডাঙা সড়কে ৭টি দোকানে অভিযান চালানো হয়।
শনিবার (২৮ জুন) সকাল ১০টায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর অভিযানে নেতৃত্ব দেন। এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের অভিযানে অংশ নেন। অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে ৭৬০ কেজি অবৈধ চায়না দোয়াড়ি জাল ও ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে টাস্কফোর্স। এসব জালের অনুমানিক বাজারমূল্য প্রায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা। এছাড়া ৭টি দোকানে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্কফোর্সের পৃথক ১১টি মামলায় ৬৪ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের চায়না দোয়াড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর বলেন, অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় মাছ বিলুপ্তির পথে। অসাদু চক্র অবৈধ জাল বিক্রি করছে, এমন তথ্যর ভিত্তিতে কালীগঞ্জে অভিযান চালানো হয়েছে। বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

26/06/2025

৪দফা দাবিতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা

অপ্সরী ডেক্স নিউজ :
চাকরি স্থায়ীকরণ, বয়সসীমা শিথিলসহ ৪ দফা দাবীতে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেছে ঝিনাইদহ ওজোপাডিকোর লাইন সহকারীরা। বৃহস্পতিবার সকালে ৩য় দিনের কর্মসূচী হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেয় লাইন সহকারীরা। সেসময় আন্দোলকারীরা তাদের দাবী সম্বলিত নানা দাবী তুলে শ্লোগান দেন। এই কর্মসূচীতে লাইন সহকারী ইমামুল হক রকি, রিপন হোসেন, শাহীন আলম, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা বলেন, জীবনের ঝুকি নিয়ে বিদ্যুৎ অফিসে কাজ করলেও তারা বেতন ভাতা পান না। আমাদের দিয়ে কাজ করানোর পরও কর্তৃপক্ষ চাকরি স্থায়ী করছেন না। বক্তারা, চলমান নিয়োগ সংশোধন ও লাইন সাহায্যকারী (গ্যাটিস) শ্রমিকদের চাকরী স্থায়ীকরণ, বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা শিথিল, বিকলাঙ্গ শ্রমিকদের যোগ্যতা অনুযায়ী চাকরী স্থায়ী ও মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের সদস্যের যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদাণের দাবী জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই আন্দোলন চালিয়ে গেলেও আজও তার পুরণ হয়নি। বর্তমানে আমরা নতুন কর্মসূচী হাতে নেওয়ার পর একটি মহল আমাদেরকে নানা ভাবে হেনস্থা করছে। এমনি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে দেশের কয়েকটি স্থানে। দ্রুত এসব বন্ধ ও তাদের দাবী পুরণ করা না হলে কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষনা দেন তারা।

Address

Jhenida

Telephone

+8801910135078

Website

Alerts

Be the first to know and let us send you an email when অপ্সরী টেলিভিশন Opsory Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অপ্সরী টেলিভিশন Opsory Television:

Share