22/12/2023
★তোমার চোখে বাংলাদেশ" একটি ফটোগ্রাফি প্রতিযোগিতা ও দুর্নীতি।★
গত দুইদিন আমার বন্ধুবান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী অনেকে ফোন দিয়ে শুধু একটা কথায় বলতেছে ,ফটোগ্রাফি প্রতিযোগিতার উইনার থেকে তোমার নাম সরিয়ে নেওয়া হয়েছে কেন?
- এ প্রশ্নের উত্তর দিতেই বাধ্য হয়ে লিখতে বসলাম। আমি চাইনা আমার নিয়ে কারোর মনে ভুল ধারণা থাকুক।
- গত ১৮ তারিখ সকালে ঝিনাইদহ জেলা থেকে আমাকে উইনার ঘোষণা করে।
এবং ২০ তারিখ দুপুরে তারা আমাকে কল করে খুলনা যাওয়ার জন্য ইনভাইট করে, পুরস্কার রিসিভ করার জন্য। এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য আরও ২০টা ছবি তোলার জন্য জানিয়ে রাখে। সেই সাথে ২৮ তারিখ ঢাকার প্রোগ্রামের আমন্ত্রণ করে।
প্রায় দুইদিন আমার উইনার পোস্টটি তাদের ফেসবুক পেইজ এ ছিলো।
- ঐদিন বিকালে হঠাৎ দেখি তাদের ফেসবুক ওয়াল থেকে আমার উইনার পোস্টটা রিমুভ করে দিয়েছে।
তারপর থেকে অনেকেই আমাকে ফোন দিয়েছে দিয়ে জিজ্ঞাসা করতে শুরু করেন কি কারনে রিমুভ করে দিল?
- তারপর থেকে, আমি কারণ জানতে তাদের অফিসিয়াল নাম্বারে কল করি।
এখন পর্যন্ত প্রায় হাজার বার কল করেছি তারা একটাবারও আমার কল রিসিভ করে নাই। কি কারণে রিমুভ করেছে আমাকে মেইল, হোয়াটসঅ্যাপ, বা ফোন করেও জানায় নাই।
- এরপর গতকাল, পুরস্কার বিতরণের ঠিক ১২ ঘন্টা আগে অন্য একজনকে ঝিনাইদহ থেকে উইনার ঘোষণা করে তাদের ফেসবুক পেজে পোষ্ট করে।
- জানতে, পারলাম আমাকে খুলনাতে আমন্ত্রণ করে, পরবর্তীতে তারা বরিশালে প্রোগ্রাম করছে। এবং বাকি সবাইকে বরিশালে আমন্ত্রণ করেছে।
- এখন বিষয় হলো কোনো কারণ ছাড়া, কোনো নোটিশ ছাড়া, দুইদিন পর কেন তারা আমাকে সরিয়ে অন্য একজনকে উইনার করলো?
- ছোট হই,বড় হই, সবার তো একটা আত্ম সম্মানবোধ আছে একটা পার্সোনালিটি আছে।
আমাকে এভাবে অপমানিত করা, সম্মানহানি কিংবা হেও করা কি কোনো ভাবেই তাদের যুক্তিসঙ্গত হয়েছে?
- না দিলে না দিতেন, তাতে কোন সমস্যা ছিল না। কিন্তু এভাবে অ্যানাউন্স করে দুইদিন সবাইকে জানিয়ে তারপর রিমুভ করে দিয়ে আমাকে অপমানিত কেন করলেন?
- আপনাদের কিসের এত সংশয় যে আমাকে একটা বার জানাতে সাহস পাচ্ছেন না?
আমার কল রিসিভ করতে সাহস পাচ্ছেন না?
মানুষের সিমপ্যাথি নিয়ে খেলার অধিকার কি কেউ আপনাদের দিয়েছে?
যাদের আদর্শ নিয়ে আপনারা এসব আয়োজন করতেছেন, তাদের আদর্শ কি এরকম দুর্নীতি আছে?
- এজন্যই হয়তো বলতেন,
"দুর্নীতির কৃষকেরা করেন না।
দুর্নীতি করে বড় বড় কর্মকর্তারা!"
- অন্তত, মানুষের সৃজনশীলতা নিয়ে এরকম দুর্নীতি না করলেও পারতেন।
(আয়োজকের কেউ যদি কারো পরিচিত থাকে তবে দয়া করে তাদের বলিয়েন, তারা যেন আমার প্রশ্নের উত্তর গুলো দেয়। তাদের যদি ন্যূনতম আত্মসম্মানবোধ থাকে তাহলে আমার অপমানের জন্য যেনো ক্ষমা চেয়ে নেয়।)
[পরিশেষে আমার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীদের, বলি যারা আমার সফলতায় খুশি হয়েছিলেন, তারা আমার ব্যর্থতায় হতাশ হবেন না। এটা আমার ব্যর্থতা নয়, তাদের দুর্নীতি, আমি দুর্নীতির কাছে হেরেছি।
আমার জন্য দোয়া করবেন, আবার একদিন হাসিমুখ এনে দেবো ইনআশাল্লাহ]