30/11/2025
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ইয়াসিন আরাফাত পাঠানো তথ্য
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক পৌর মেয়র ও কালীগঞ্জের বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমান এর আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনে ছিলেন: আলোকিত SSC ৯৭ ব্যাচ, কালীগঞ্জ, ঝিনাইদহ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহীদুজ্জামান বেল্টুর সহধর্মিনী,জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলের সদস্য ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবু তালিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ,
মরহুমের কনিষ্ঠ পুত্র মোঃ কামরুজ্জামান কমল,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর সামাদ,সরকারি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈ ,
এছাড়াও সমাজসেবী, বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্বে বক্তারা মরহুম আলহাজ্ব মাহাবুবার রহমানের রাজনৈতিক প্রজ্ঞা, সরলতা, মানবিকতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধের কথা স্মরণ করেন। তারা বলেন, কালীগঞ্জের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে দাঁড়ানো একজন আন্তরিক ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন তিনি। তার হাত ধরেই বহু উন্নয়নমূলক কাজ সাফল্যের সাথে সম্পন্ন হয়েছিল, যা কালীগঞ্জবাসীর হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।
বক্তারা আরও জানান—মরহুম মাহাবুবার রহমান শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ত্ব নন; তিনি ছিলেন শোভন রাজনৈতিক চর্চার উজ্জ্বল দৃষ্টান্ত। মানুষের ভালোবাসা অর্জনই ছিল তাঁর জীবনের মূল শক্তি। তাই কালীগঞ্জ থানা রোডের নামকরণ “আলহাজ্ব মাহাবুবার রহমান সড়ক” করার প্রস্তাব উঠে আসে দোয়া মাহফিলে।
পরিশেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন।