
18/09/2025
ঝিনাইদহের বাস টার্মিনালের পাবলিক টয়লেটে ওজু করতে বাধা দেওয়ায় রাশেদ হোসাইন নামের এক ব্যাক্তি একটি অভিযোগ প্রদান করেছে। অভিযোগটি নিচে তুলে ধরা হলো।
"আসসালামু আলাইকুম।
আজ ঝিনাইদহ বাস টার্মিনালে অবস্থানকালে একটি অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। ঢাকাগামী গাড়িতে ওঠার পূর্বে আসরের সময় হয়ে গেলে ভাবলাম, টার্মিনালের পাবলিক টয়লেটে অযু সেরে গাড়িতেই নামাজ আদায় করব।
যথারীতি টয়লেটে গিয়ে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীর কাছে জানতে চাই, এখানে অযুর ব্যবস্থা আছে কি না। তিনি জানান, “আছে, তবে অযু করা যাবে না; স্যান্ডেল ভিজালে আমি বারবার পরিষ্কার করতে পারব না।” বিষয়টি শুনে আমি বিস্মিত হই। দায়িত্বে নিয়োজিত থাকার পরও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি আমাকে অযু করতে দেবেন না, বাইরে গিয়ে অন্য কোথাও অযু করতে হবে।
অবশ্যই আমি আর কোনো বাকবিতণ্ডায় না গিয়ে কেবল এটুকুই বললাম—“অযু করতে বাধা দেওয়া সঠিক কাজ নয়।” কিন্তু মনে প্রশ্ন জাগে, ধর্মীয় কর্তব্য পালনে এমন বাধা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?
ধর্মীয় চাহিদা উপেক্ষা করে এবং মানুষের মৌলিক ধর্মীয় অধিকারকে বাধাগ্রস্ত করে কীভাবে এ ধরনের জনসেবা পরিচালিত হয়, তা সত্যিই বেদনাদায়ক। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো এই আচরণের বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নেয়ার কথা ভেবেছি।
আমার বিশ্বাস, বিষয়টি ঝিনাইদহবাসীর দৃষ্টি আকর্ষণ করবে এবং ভবিষ্যতে যেন আর কোনো ধর্মপ্রাণ মানুষ এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।"