Beautiful Jhenaidah •

Beautiful Jhenaidah • Welcome to Jhenaidah's popular, nonpolitical and supportive fb page. Please note that this isn't a news page.

We try to promote the issues related to the interest of the common people of Jhenaidah from the best possible distance from the political issues.

09/07/2025

সুদীপের বাড়ির পাশে থেকে গুঞ্জন উঠেছে,
যে কোন সময় গা ঢাকা দিতে পারে অথবা ইন্ডিয়া পালিয়ে যেতে পারে সুদীপের সৎ মা ও তার পালিত ভাই।

09/07/2025

মৃ ত্যু র পূর্বে সুদীপের ভয়েজ রেকর্ড। কিভাবে তার স্বপ্ন মাটি চাপা দিলো সৎ মা

ছবির ভদ্র মহিলা সুদীপের সৎ মা। এবং ছেলেটি সুদিপের সৎ ভাই।১. সুদীপের মৃত্যুর দুই দিন পর বাসায় মাছ ভাজি করে খাওয়ার কথা শোন...
08/07/2025

ছবির ভদ্র মহিলা সুদীপের সৎ মা। এবং ছেলেটি সুদিপের সৎ ভাই।
১. সুদীপের মৃত্যুর দুই দিন পর বাসায় মাছ ভাজি করে খাওয়ার কথা শোনা যাচ্ছে অথচ হিন্দু রিতী অনুযায়ী কেউ মারা গেলে সে বাড়িতে ১৫-২০ দিন নাকি নিরামিষ খেতে হয়।
২. সুদীপকে বাইরে পড়তে দেওয়া বা বাইরে চাকরিতে পাঠানোর বিষয়ে একটা শর্ত দেওয়া ছিলো। সুদীপ বাইরে / ঢাকায় পড়া লেখা বা চাকরি করলে সে আর ঝিনাইদহ আসতে পারবে না। এবং পৈত্রীক সম্পত্তি থেকে বঞ্চিত করা হবে।
৩. সুদীপ তার বাড়ির সবচেয়ে অবহেলিত রুমে থাকতো।
৪. সুদীপের খাবার দেওয়ার ব্যাপারেও ছিলো বৈষম্য।
৫. সুদীপের সাথে আর যা যা ঘটেছে সেগুলো পূর্বের দুটি পোস্টে বর্ননা করা আছে।

- অথচ সুদীপ ছিল ঐ পরিবারের আসল সন্তান।
১.সুদীপের সৎ মায়ের বিয়ের আগেই ছেলে সন্তান ছিলো। যাকে সবাই সৎ ভাই বলছে। কিন্তু সে সুদীপের পালিত ভাই ছিলো ছবিতে।
২.পরবর্তীতে কোর্টে এ্যাফিডেভিট করে সেই ছেলে সন্তানের নামের শেষে জোয়ার্দার বংশীয় পবদী দেওয়া হয়।
৩. সুদীপের মৃত্যুর দিন রাত ৯ টার পর সুদীপের পালিত ভাই ও তার বন্ধুরা সুদীপের বাড়িতে অবস্থান করে।

৪. সুদীপ হত্যাকান্ড সম্পর্কে কথা বলেছে তার আপন চাচা ও মামারা। সবাই বিচার চাচ্ছে। সুদীপকে জীবিত অবস্থায় যে অত্যাচার করা হয়েছে তা দিন দিন দিবালোকের মত পরিষ্কার হচ্ছে। সেই সাথে হত্যাকে আত্নহত্যা বলার নানা রকম মোটিভ সামনে আসছে।

ঝিনাইদহে সুদীপের মৃত্যুর পরের দিন আজ। মা না থাকায় সৎ মায়ের জন্য  সুদীপের ভাগ্য নিয়ে যা যা জানা গেলো।১. ছবিতে রেখা বস্ত্র...
07/07/2025

ঝিনাইদহে সুদীপের মৃত্যুর পরের দিন আজ। মা না থাকায় সৎ মায়ের জন্য সুদীপের ভাগ্য নিয়ে যা যা জানা গেলো।

১. ছবিতে রেখা বস্ত্র বিতান। ঝিনাইদহ অন্যতম বিলাসবহুল কাপড়ের দোকান এটি। এই মার্কেটের পাশে ৪ তালা বাড়ি সুদীপের। তার মানে সুদীপ কোটি পতি বাপের ছেলে। কিন্তু জেনে অবাক হবেন সুদীপের সৎ মায়ের পরামর্শে এই দোকানে বসতে হত সুদীপকে এবং দোকানদারি করলে প্রতিদিন ১৩০ টাকা করে হাত খরচ দেয়া হত। আর যেদিন দোকানে বসতনা তখন তার হাত খরচ দেওয়া হত না। সুদীপের বয়স ৩৪। যা তার হাত খরচের জন্য যথেষ্ট ছিলোনা।

২.সুদীপের দাফনের কাজ সম্পন্ন করে তার বন্ধুরা।

৩. সুদীপ মারা গেলো শশানে দাফন করা হলো, অথচ শেষকৃত্যর কোন বিল সুদীপের পরিবার থেকে পরিশোধ করেনি। বন্ধুদের কাছে শেষকৃত্যের জন্য বকেয়া বিল চাওয়া হয়।
৪. সুদীপকে নানা রকম তাবিজ কবজ করে শারিরীক ভাবে ক্ষতি সাধন করত তার সৎ মা যেটা বিভিন্ন মাধ্যম অভিযোগ করছে এবং সুদীপের গলায় সব সময় তাবিজ থাকত।

৫. থানায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে সুদীপের সৎ মা ও বাবা।

তবে দুনিয়াতে সুদীপের পরিবার না থাকলেও রয়েছে তার ০৭/০৯ বন্ধুরা।
-বর্তমানে সুদীপের জন্য তার বন্ধুরা প্রতিবাদ করছে। সুদীপ হত্যার বিচার না হওয়া পর্যন্ত রেখা বস্ত্র বিতান বন্ধ করে দিয়েছে বন্ধুরা।
-রেখা বস্ত্র বিতানে ঝুলিয়ে দেয়া হয়েছে নিজ সন্তানের হত্যার মানবন্ধনের ব্যানার।
-বন্ধু হত্যার বিচারে বন্ধুরা ছুটছে সিভিল সার্জন কার্যালয়ে।
-পোস্টমোর্টাম রিপোর্ট যাতে এলোমেলো না হয় তার জন্য ০৭/০৯ এর বন্ধুরা রয়েছে তৎপর।
- আগামীকাল নতুন কর্মসূচী দেওয়া হয়েছে। সুদীপের বন্ধরা যাবে এসপি অফিসে এবং ডিসি অফিসে।

- সুদীপ হত্যার সাথে সাথে হত্যাকে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার যে ট্রেন্ড ঝিনাইদহে, সে ট্রেন্ডের প্রতিবাদ কর্মসূচীও যুক্ত হতে যাচ্ছে এই হত্যাকান্ডে।

ঝিনাইদহে সুদীপ আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ১.স্থানীয় লোক এবং সুদীপের সম্পর্ক...
06/07/2025

ঝিনাইদহে সুদীপ আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।
১.স্থানীয় লোক এবং সুদীপের সম্পর্কের কিছু মানুষ জানিয়েছে এটা একটি চক্রান্ত এবং দীর্ঘদিন ধরে পারিবারিক চক্রান্তের শিকারে তাকে হত্যা করা হয়েছে।
২. সুদীপকে যখন মর্গে নিয়ে যাওয়া হলো তারপর সাংবাদিকরা সেখানে উপস্থিত হওয়ার পর সুদীপের বাবার বা সৎ মাদের কোন শোকাহত মুখ দেখা যায়নি। সুদীপের বাড়িতেও নেই কোন শোক।
৩. উপস্থিত লোকজন জানিয়েছে সৎ মা এবং তার সৎ ভাইরা সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাকে হত্যা করেছে।
৪.সুদীপের বাড়ির পাশের লোকজন জানিয়েছে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক কোন্দল ছিল।
৫. অনেক আগেই সুদীপ তার মাকে হারায়। সৎ মা আসার পর সুদীপের কাছে সবচেয়ে আপন লোক ছিল তার দাদী। তার দাদী মারা যাওয়ার পর সুদীপ জানায় দুনিয়াতে তার আর আপন বলে কেউ রইলনা।
৬. শহরের বিলাসবহুল রেখা বস্ত্রবিতানের অর্থের ভাগ নিয়ে পারিবারিক দ্বন্দের সৃষ্টি হয়েছে বলে অনেকে জানান।
৭. সুদীপের বয়স ৩৪। তবুও তাকে পরিবার থেকে ইচ্ছাকৃত ভাবে বিয়ে দেওয়া হত না। বিষয়টা এমন ছিল সুদীপ বিয়ে করলে তাদের বাপের সম্পদের অংশীদার বেড়ে যাবে। এমন পারিবারিক চক্রান্তেরর রোশানলে সুদীপকে দীর্ঘদিন আটকে রাখা হয়।
৮. সুদীপের পায়ে কোন কিছু দিয়ে মারা বা দড়ি বাধার চিহ্ন পাওয়া গেছে।। এবং তার পিঠে নির্যাতনের দাগ রয়েছে যেটাকে এলার্জী বলে প্রচার করা হচ্ছে।
৯. সুদীপ অসুস্থ হলে তার সৎ মা চিকিৎসা সেবায় বাধা দিত।

সবকিছু মিলে সুদীপের মৃত্যর রহস্য কোথায় গিয়ে দাড়াবে সেটা জানার জন্য সবাই অপেক্ষায় আছে

04/07/2025

সতর্ক থাকুন
বউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রেটরদের সাথে আত্নীয়তা করবেন না, তাদের সন্তানদের সাথে আপনার সন্তানদের মিশতে দেবেন না, তাদের সন্তানদের সাথে আপনার সন্তানদের বৈবাহিক সম্পর্ক করতে দেবেন না। সামাজিক ভাবে বউ ব্যবসায়ী কন্টেন্ট ক্রেটররা লাজ লজ্জাহীন হয়ে থাকে। এদের কন্টেন্টের গালি গুলোই এদের অনুপ্রেরনা।

29/06/2025

এটা ছিল ঝিনাইদহের একজন ব্যক্তিকে ধorshoক হিসেবে ফাঁসানোর জন্য একটি মিছিল। কিছুদিন পর আইন প্রক্রিয়ায় অভিযুক্ত ব্যাক্তি জামিন পাই।
মিথ্যা বা উদ্দেশ্যে প্রনিতভাবে কাউকে এভাবে হেনস্তা যারা করে তাদেরকে সামাজিক ভাবে বয়কট করুন এবং বিচারের মুখোমুখি করুন।

28/06/2025

মধ্য রাতের নতুন ব্রিজ ঝিনাইদহ

জোহান পার্ক ছাড়া ঝিনাইদহে অন্য কোথাও কি সুইমিং পুল আছে?
24/06/2025

জোহান পার্ক ছাড়া ঝিনাইদহে অন্য কোথাও কি সুইমিং পুল আছে?

14/06/2025

ঝিনাইদহের জোহান ড্রীমভ্যালী পার্কের ওয়াটার ল্যান্ড সম্পর্কে কিছু বিষয় জেনে রাখুন।

জোহান ড্রীম ভ্যালী পার্কে দায়িত্বরত সকলের দৃষ্টি আকর্ষণ করছি। জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহের একটি স্বনামধন্য পার্ক।...
13/06/2025

জোহান ড্রীম ভ্যালী পার্কে দায়িত্বরত সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
জোহান ড্রিম ভ্যালি পার্ক ঝিনাইদহের একটি স্বনামধন্য পার্ক। ঝিনাইদহ সহ সারা বাংলাদেশ থেকে অসংখ্য দর্শনার্থী এই পার্কে আসেন।
আজকে বিকাল বেলা জোহান ড্রিমভ্যালী পার্কের দক্ষিণ পাশে স্পিডবোট যেখানে চলাচল করে, ঠিক সেখানকার পাশে দুইটা দোলনার একটা দোলনাতে ৪-৫ জন কিশোর দোল খাচ্ছিল। তাদের বয়স ১১,১২,১৩ এর বেশি হবে না। সেখানে অনেক দর্শনার্থী উপস্থিত ছিল। এই কিশোর গুলোর মুখের ভাষা ছিল খুবই জঘন্য। আমি সহ অনেকেই পরিবার নিয়ে জোহান ড্রিমভ্যালী পার্কের এই স্থানটিতে উপস্থিত ছিলাম। বারবার এই কিশোরগুলোর মুখের ভাষা আমাকে বিব্রতকর পরিবেশে ফেলে দিচ্ছিল। ভাবছিলাম আর একবার যদি মুখ থেকে বাজে কথা বের করে তাহলে আমি প্রতিবাদ করব।
এটা ভাবতে ভাবতেই হঠাৎ করে এক কিশোরের পকেট থেকে একটি গিয়ার বা ছুড়ি মাটিতে পড়ে যাই। এটা দেখে আমি আরো বিস্মিত হই। কিশোর গুলো দেখতে কিছুটা মাদকাসক্ত এবং টুকাই টুকাই কোয়ালিটির ছিল। সময়টা ৬টা২০। ওখানে সিসি ক্যামেরা থাকলে বিষয়টি কর্তৃপক্ষ দেখতে পারবেন। আমরা সবাই আলোচনা করছিলাম এরা হয়তো জোহান ড্রীমভ্যালী পার্কের প্রাচীর টপকিয়ে পার্কের ভেতর প্রবেশ করেছে।
যাইহোক কিশোরের পকেট থেকে যখন ছুরি পড়ে গেল তখন এটি দ্রুত সেই কিশোর আবার পকেটে ঢুকাই ফেলল।
এরপর আমার কিছুদিন আগের একটি ঘটনার কথা মনে পড়ল। ঝিনাইদহের বেপারীপাড়ায় কিশোর গ্যাং এর ছুরির আঘাতে এক কিশোর নিহত হয়েছিল। এগুলো ভাবতে ভাবতে আর প্রতিবাদ করলাম না। দ্রুত নিজেকে সংযত রেখে স্থান ত্যাগ করলাম। তবে আমি জোহান ড্রিম ভ্যালি পার্কের দায়িত্ব রত ব্যক্তিদের মনে মনে খুজছিলাম কিন্তু আমার সামনে তারা উপস্থিত ছিল না।
এ ব্যাপার পার্কে কর্তৃপক্ষের একটু কঠোর সতর্ক ও দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য দৃষ্টি আকর্ষণ করছি।

শুভ সকাল। ছবিটা নতুন ধোপাঘাটা ব্রীজ থেকে তোলা।
03/06/2025

শুভ সকাল। ছবিটা নতুন ধোপাঘাটা ব্রীজ থেকে তোলা।

Address

Jhenida

Telephone

+8801912950999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Jhenaidah • posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautiful Jhenaidah •:

Share