Beautiful Jhenaidah •

Beautiful Jhenaidah • Welcome to Jhenaidah's popular, nonpolitical and supportive fb page. Please note that this isn't a news page.

We try to promote the issues related to the interest of the common people of Jhenaidah from the best possible distance from the political issues.

ঝিনাইদহের বাস টার্মিনালের পাবলিক টয়লেটে ওজু করতে বাধা দেওয়ায় রাশেদ হোসাইন নামের এক ব্যাক্তি একটি অভিযোগ প্রদান করেছে। অভ...
18/09/2025

ঝিনাইদহের বাস টার্মিনালের পাবলিক টয়লেটে ওজু করতে বাধা দেওয়ায় রাশেদ হোসাইন নামের এক ব্যাক্তি একটি অভিযোগ প্রদান করেছে। অভিযোগটি নিচে তুলে ধরা হলো।

"আসসালামু আলাইকুম।
আজ ঝিনাইদহ বাস টার্মিনালে অবস্থানকালে একটি অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো। ঢাকাগামী গাড়িতে ওঠার পূর্বে আসরের সময় হয়ে গেলে ভাবলাম, টার্মিনালের পাবলিক টয়লেটে অযু সেরে গাড়িতেই নামাজ আদায় করব।

যথারীতি টয়লেটে গিয়ে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মীর কাছে জানতে চাই, এখানে অযুর ব্যবস্থা আছে কি না। তিনি জানান, “আছে, তবে অযু করা যাবে না; স্যান্ডেল ভিজালে আমি বারবার পরিষ্কার করতে পারব না।” বিষয়টি শুনে আমি বিস্মিত হই। দায়িত্বে নিয়োজিত থাকার পরও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তিনি আমাকে অযু করতে দেবেন না, বাইরে গিয়ে অন্য কোথাও অযু করতে হবে।

অবশ্যই আমি আর কোনো বাকবিতণ্ডায় না গিয়ে কেবল এটুকুই বললাম—“অযু করতে বাধা দেওয়া সঠিক কাজ নয়।” কিন্তু মনে প্রশ্ন জাগে, ধর্মীয় কর্তব্য পালনে এমন বাধা কীভাবে গ্রহণযোগ্য হতে পারে?

ধর্মীয় চাহিদা উপেক্ষা করে এবং মানুষের মৌলিক ধর্মীয় অধিকারকে বাধাগ্রস্ত করে কীভাবে এ ধরনের জনসেবা পরিচালিত হয়, তা সত্যিই বেদনাদায়ক। ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো এই আচরণের বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নেয়ার কথা ভেবেছি।

আমার বিশ্বাস, বিষয়টি ঝিনাইদহবাসীর দৃষ্টি আকর্ষণ করবে এবং ভবিষ্যতে যেন আর কোনো ধর্মপ্রাণ মানুষ এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন।"

ঝিনাইদহের অন্যতম আলোচিত খাবার প্রতিষ্ঠান কামাল কাবাব ঘর।  বাসি খাবার রাখার জন্য ৩০০০০ টাকার জরিমানা করা হয় এই প্রতিষ্ঠা...
12/09/2025

ঝিনাইদহের অন্যতম আলোচিত খাবার প্রতিষ্ঠান কামাল কাবাব ঘর। বাসি খাবার রাখার জন্য ৩০০০০ টাকার জরিমানা করা হয় এই প্রতিষ্ঠানটি। ছোট্ট এই শহর আমরা কি খাচ্ছি আমরা আসলে কিছুই জানিনা। কাকে বিশ্বাস করে খাবার খাবেন এটা আসলে বলা সম্ভব না।

কামাল কাবার ঘরে সব সময় ভিড় লেগেই থাকে। সেখানকার খাবারের এত চাহিদা যে সিট পাওয়া যাইনা। এই কাবাব বিক্রি করে কামাল এখন ঝিনাইদহে পরিচিত মুখ। এই ব্যবসা তাকে দিয়েছে বিরাট বড় বাড়ি, গাড়ি, খ্যাত।
আচ্ছা এত বিক্রি হয় এখানে, এত লাভ হয় এখানে, ভোক্তাদেন বাসী খাবার না দিলে কি খুব কম লাভ হয়ে যায়। গতকাল রাতে এখানে খাওয়ার পর ভোক্তা অধিকারের পোস্টটি নজরে আসে।

আজকের ব্লাড মুন এবং রাতের পায়র চত্ত্বর।
07/09/2025

আজকের ব্লাড মুন এবং রাতের পায়র চত্ত্বর।

06/09/2025

বর্তমানে ঝিনাইদহের সবচেয়ে ভাইরাল প্লেস নাটো পাড়া বিল। কিভাবে এখানে আসবেন এবং কি কি দেখতে পাবেন।

06/09/2025

আপন যদি ঝিনাইদহের-বাসীন্দা হয়ে থাকেন তাহলে আপনার যে কোন কথা লিখে পাঠান এই পেজে।

লিখতে পারেন, ঝিনাইদহ নিয়ে আপনার যে কোন মজার বা স্মরনীয় ঘটান। কিংবা আপনার যে কোন সমস্যা। আপনি চাইলে আপনার পরিচয় গোপন করেও এখানে পোস্ট করতে পারবেন।

লেখাটি অবশ্যই ১৫০ শব্দের বেশি হতে হবে এবং শুদ্ধ বাংলা ফন্টে লিখতে হবে।

ছবিতে সবার মুখে মুখে একসময়ের আলোচিত ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আবুল বাশার। তাকে হয়তো ঝিনাইদহব...
04/09/2025

ছবিতে সবার মুখে মুখে একসময়ের আলোচিত ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আবুল বাশার। তাকে হয়তো ঝিনাইদহবাসীরা ভুলে গিয়েছেন।
একটা সময় তার নাম কিন্তু ঝিনাইদহের মানুষের মুখে মুখে ছিল।

সময়টা এখন থেকে প্রায় দুই বছর আগের কথা।
কারোর বিকাশ থেকে টাকা হারিয়ে গিয়েছে কিংবা বিকাশ থেকে প্রতারণার শিকার হয়েছেন" -ঝিনাইদহ শহর সহ দূর দুরান্ত থেকে মানুষ এই পুলিশ অফিসারের কাছে ছুটে আসতো।
কারর মোবাইল, ল্যাপটপ হারিয়ে গিয়েছে সেটাও তিনি দ্রুত সময়ে খুঁজে বের করে দিতেন।

ঝিনাইদহ থেকে কিশোর গ্যাঙ, অশ্লীল টিকটকার, মাদক, ইভটিজিং, চুরি ছিনতাই, চাদাবাজি সহ, সামাজিক নানান অবক্ষয়ের বিরুদ্ধে প্রশংসনীয় ভূমিকায় ছিলেন তিনি।
এসকল সমস্যার সমাধান করে তিনি দ্রুত চারিদিক থেকে প্রশংসীত হতে থাকেন।

সবার মুখে মুখে গল্প উঠত যে এই পুলিশ অফিসার ঝিনাইদহের সাধারণ মানুষের জন্য আশীর্বাদ। তিনি ছোট বড় সকল সমস্যায় যে কোন মানুষকেই সহযোগিতা ও সুন্দর পরামর্শ দিতেন।

এ সময় পুলিশের সাথে ঝিনাইদহবাসীদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে শুরু হয়।
সোশ্যাল মিডিয়ায় তিনি রাখতেন তীক্ষ্ণ দৃষ্টি। ঝিনাইদহ রিলেটেড কোন ঘটনা ঘটলেই তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেন।

কিন্তু তার কিছুদিন পর পরই তিনি ঝিনাইদহ থেকে ঢাকা চলে যান। বর্তমানে তিনি ঝিনাইদহের প্রতিবেশী জেলা যশোরে অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ কয়েক বছর পার হয়ে গিয়েছে তবুও এই মানবিক পুলিশ অফিসারের শূন্যতা এখনো কিন্তু ঝিনাইদহের মানুষ অনুভব করে। আমাদের ঝিনাইদহ জেলার উন্নয়নের জন্য এমন মানবিক পুলিশ প্রয়োজন।

পুরুষ মানুষ টাকার একটি মেশিন। কিন্তু এই টাকা উপার্জন করতে কত কষ্ট হয় সেটা একটা পুরুষই শুধু জানে।  ছবিটা ঝিনাইদহের হাসান...
02/09/2025

পুরুষ মানুষ টাকার একটি মেশিন। কিন্তু এই টাকা উপার্জন করতে কত কষ্ট হয় সেটা একটা পুরুষই শুধু জানে। ছবিটা ঝিনাইদহের হাসান ক্লিনিক এর সামনে থেকে তোলা।
ছবিটা দেখুন এই লোকটি মাথায় কি পরিমান বোঝা বহন করেছে। মাথায় এই বোঝা বহন করার পর তা ডিজিটাল মিটারে পরিমাপ করা হচ্ছে।
প্রথমে নিজের শরীরের ওজন পরিমাপ করা হয়, তারপর মাথায় বোঝা বহন করে আবার পুনরায় মাপ নেওয়া হয়। এরপর যে অতিরিক্ত ওজন হয় এটাই এই বোঝার ওজন।

পুরুষ কখনো নিজের জন্য কষ্ট করে না, পুরুষ কষ্ট করে তার সংসারের জন্য। একটা পুরুষের মাসে চলার জন্য চার-পাঁচ হাজার টাকায় যথেষ্ট। কিন্তু পুরুষ মানুষ যে কঠোর পরিশ্রম ও অতিরিক্ত টাকা ইনকাম করে সেটা শুধু তার পরিবারের ভবিষ্যতের জন্যই করে।

ছবিতে কুতুবউদ্দিন চাচা। বয়স ৫০-৫৫ হবে। চাউল ব্যবসায়ী, বাড়ি মর্ডানপাড়া ঝিনাইদহ। সন্ধার পর থেকে তার মন খারাপ। অত্যন্ত ব...
01/09/2025

ছবিতে কুতুবউদ্দিন চাচা। বয়স ৫০-৫৫ হবে। চাউল ব্যবসায়ী, বাড়ি মর্ডানপাড়া ঝিনাইদহ।
সন্ধার পর থেকে তার মন খারাপ। অত্যন্ত বিচলিত ও অস্থির দেখাচ্ছে তাকে। এমন একটি সমস্যা তিনি কাউকে বলতে পারছেন না।
কিন্তু সমস্যাটা খুবই গুরুতর তার কাছে। তার পোশা শখের বিড়ালটি হারিয়ে গিয়েছে।
তিনি বিড়ালটি খুঁজতে মর্ডান থেকে মহিলা কলেজ পাড়া, কালিকাপুর, টার্মিনাল, কাঞ্চন নগর পাড়া সহ আশে পাশে তিন চার কিলোমিটার বাই সাইকেল নিয়ে দৌড়ে বেড়াচ্ছেন।

অত্যন্ত কষ্ট নিয়ে তিনি জানালেন বিড়ালটি চার পাঁচ দিনের ভিতর হয়তো মারা যাবে কারণ এই বিড়ালটি যে খাবারগুলো খাই অন্য কেউ সে খাবার এই বিড়ালটিকে খাওয়াতে পারবে না। বিড়ালটিকে তিনি কাঁচা মাছ লবন হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর খেতে দেন। শখ করে বিড়ালটির নাম রেখেছিল টাইগার।

চাচার মুখের দিক তাকিয়ে মনে হলো এই বিড়ালটির জন্য তার কলিজা ফেটে যাচ্ছে। তিনি বললেন কেউ যদি বিড়ালটি পেয়ে থাকে তাকে পুরস্কার দেয়া হবে।
জানিনা চাচার বিড়ালটি কি আদেও সে ফিরে পাবে, তবে ঝিনাইদের কেউ যদি বিড়ালটি সন্ধান পান তবে আমাদের পেজে যোগাযোগ করার অনুরোধ রইলো।

রাত তিনটা।  ঝিনাইদহের নতুন হাটখোলা ররফ মিলে।  উদ্দেশ্য ছিল বরফ কেনার এবং এত রাতে বরফ নিয়ে যেতে হবে ঝিনাইদহ শহর থেকে প্র...
31/08/2025

রাত তিনটা। ঝিনাইদহের নতুন হাটখোলা ররফ মিলে। উদ্দেশ্য ছিল বরফ কেনার এবং এত রাতে বরফ নিয়ে যেতে হবে ঝিনাইদহ শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের একটি গ্রামে। জরুরী এই বরফ প্রয়োজন মৃত এক ব্যক্তির জন্য।

এত রাতে সবকিছু ভুলে, বরফ কেনার জন্য বেরিয়ে পড়লাম। প্রথমে গিয়েছিলাম এই বরফ মিলে। এত রাতে কোন মানুষ দেখছিলাম না হঠাৎ করে বরফ তৈরির শব্দ পেলাম। তখন ভাবলাম এখানে মানুষ আছে। খালি গায়ে যে ব্যক্তিটিকে দেখতে পারছেন তাকে আমি ডাক দিলাম।

তাকে সবকিছু বলার পরে সে বরফ দিতে রাজি হল। কিন্তু সে বলল এত রাতে কোন রিক্সা ইজিবাইক এগুলা আপনি পাবেন না। এবং ঝিনাইদহ শহরে থেকে রিকশা ইজিবাইক গ্রামে যাবে না।

দ্রুত চলে গেলাম ঝিনাইদের পোস্ট অফিস মোড়ে। সেখানে এক বৃদ্ধ রিক্সাওয়ালাকে পেলাম। অবশেষে লাশের কথা শুনে তিনি রাজি হল এই গ্রামে যাওয়ার জন্য।

এরপর বরফ মিলে যাওয়ার পর এই ব্যক্তিটি আমাকে বরফ দিল। যেখানে বরফের মূল্য আসে ৬০০ টাকা সেখানে তিনি আমার কাছ থেকে মাত্র ৩০০ টাকা নিল। মৃত ব্যক্তির কথা শুনে এবং তার উদার মন দেখে আমি খুব খুশি হলাম। ৬০০ টাকাও সে নিতে রাজি হলো না। এবং সে খুব আন্তরিকতার সাথে এবং যত্ন সহিত এই বরফটি রিকশায় উঠিয়ে দিল।

এবং বৃদ্ধ রিক্সাওয়ালাও খুব আন্তরিকতার সাথে বরফগুলো এত রাতে গ্রামে নিয়ে গেলো। এবং শেষে আমাকে সে চা খাওয়ার আমন্ত্রণ জানালো।

আসলে এমন উদার সহযোগিতার মনোভাবের পরিচয় আমাদের ঝিনাইদহের মানুষের ভিতর এখনো আছে। তাদের দুজনের ব্যবহার এবং আন্তরিকতায় আমি মুগ্ধ হয়ে যায় ।

ঝিনাইদহের পাগলাকানাই জামে মসজিদে কেউ তার এই স্যান্ডেলটি রেখে ছবির এই ব্যাক্তির সেন্ডেল জোড়া নিয়ে চলে গেছে। মসজিদে নামাজ ...
31/08/2025

ঝিনাইদহের পাগলাকানাই জামে মসজিদে কেউ তার এই স্যান্ডেলটি রেখে ছবির এই ব্যাক্তির সেন্ডেল জোড়া নিয়ে চলে গেছে। মসজিদে নামাজ পড়ার পর এমন ঘটনা মনে হয় নিয়মিত আমাদের দেশে ঘটে।
কথা বলছিলাম এই মসজিদের খাদেমের সাথে। তিনি জানান এই মসজিদের ইমামের নতুন জুতাও কিছুদিন আগে চুরি হয়েছে।
চোরের আসলে কোন ধর্ম নেই। তাকে মসজিদ পাহাড়া দিতে বললে সে চিন্তা করবে মসজিদের এসি, ফ্যান কিভাবে চুরি করা যাই।

Address

Paira Chottor
Jhenida
7300

Telephone

+8801912950999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Jhenaidah • posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautiful Jhenaidah •:

Share