10/07/2017
🇭 🇦 🇷 🇪 🇰 🇷 🇮 🇸 🇭 🇳 🇦 ..দিব্য.. Shear Plz
#যখন সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব পালন করছেন , তখন দেবাদিদেব শিব , ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রুপ দর্শনের জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং গকুলে পদার্পন করলেন । ভাদ্র শুক্ল
দ্বাদশীর দিন তিনি গকুলে এলেন । এক দাসী এসে শিব ঠাকুরকে বললেন , এইগুলি গ্রহন করুন এবং আমাদের কানাইকে আশীর্বাদ করুন । মা যশোদা এই ভিক্ষা আপনার জন্য পাঠিয়েছেন । #তখন শিব ঠাকুর
বললেন , " আমার ভিক্ষা লাগবেনা , আমি
শ্রী কানাইকে একটু দর্শন করতে চাই ।
যশোদা মা ঘরের জানালা দিয়ে শিব ঠাকুরকে
দেখে বললেন , " হে সাধু বাবা আপনার গলায় সাপ
আছে যেটা দেখে আমার কানাই ভয় পাবে , তাই
আমি আপনাকে দেখাতে পারবোনা ।
শিব ঠাকুর বললেন , " কি যে বলেন মাতা , আপনার
কানাই তো কালেরও কাল , ব্রহ্মের ও ব্রহ্ম , সে
কাউকেই ভয় পায় না । " এবার যশোদা মা বিরক্ত
হয়ে গেলেন এবং বললেন ,"দেখেন যোগী বাবা
আপনি জিদ ছেড়ে দিন এবং চলে যান । "
আর এইদিকে কানাইতো বুঝে গেছেন যে স্বয়ং
দেবাদিদেব এসেছেন উনাকে দর্শন করতে , তাই
কানাই জোড়ে কান্না শুরু করলেন ।
শিব ঠাকুর বলছেন,"ওকে আমার কাছে নিয়ে আসুন,
মন্ত্র বলে দেব , দেখবেন কান্না বন্ধ হয়ে যাবে। "
যশোদা মা সংগে সংগে দরজা দিয়ে বেরিয়ে শিব
ঠাকুরের কাছে কানাইকে নিয়ে আসলেন । শিব
ঠাকুর বলছেন , " ঐ বাচ্চার ভবিষ্যতের কথা জানতে
চান তো আমার কোলে ওকে দিন ?" শিব ঠাকুর
কানাইকে দেখে প্রনাম করলেন , কানাইও প্রনাম
জানালেন । আর মা যশোদা অনেক ভাবনা চিন্তা
করে কানাইকে শিব ঠাকুরের কোলে তুলে দিলেন।
তখন হরি আর হর মিলে-মিশে একাকার
সংগ্রহ → ক্তঁ নমঃ শিবায় 📣 ..দিব্য..
👏 [কৃপাপূর্বক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।]
াধা_মাধব_ ♥ ্নাথ_
** → ♦ দিব্য ♦ **