হরে কৃষ্ণ - Hore Krisna

হরে কৃষ্ণ - Hore Krisna ♥ হরে কৃষ্ণ ♥

বিশ্বকর্মা দেবতা  সৃষ্টিশীল শক্তি ও স্থাপত্যকলার দেবতা হিসেবে পূজিত। তাঁকে “স্থপতি দেব” বলা হয়। বিশ্বাস করা হয়, দেবতাদের...
17/09/2025

বিশ্বকর্মা দেবতা সৃষ্টিশীল শক্তি ও স্থাপত্যকলার দেবতা হিসেবে পূজিত। তাঁকে “স্থপতি দেব” বলা হয়। বিশ্বাস করা হয়, দেবতাদের মহল, রথ, অস্ত্রশস্ত্র এবং স্বর্গীয় নির্মাণসমূহ তাঁর সৃজনশীল হাতের নিদর্শন।

29/09/2021

হরে কৃষ্ণ

14/06/2018

অজ্ঞান তিমিরন্ধস্য ★ গল্পে উপদেশ দিব্য
সবাই দয়া করে পুরোটা পড়ুন আর পারলে শেয়ার করুন ,,

এক গ্রামে এক ভক্তের বাড়ীতে তাঁর গুরুদেব এসেছেন। গুরুদেবের লাবণ্যমন্ডিত দেহ, সুললিত কন্ঠস্বর, দেহের উজ্জ্বল কান্তি, সুন্দর কীর্ত্তণ শ্রবণ করে ও তাকে দর্শণ করে গ্রামবাসীগণ কয়েকদিন আনন্দের মধ্যে ছিলেন। গুরুদেব কয়েকদিন থাকার পর চলে গেলেন।
কিছুদিন পর সেই গ্রামে অন্য একজন ভক্তের বাড়ীতে তাঁর গুরুদেব এসেছেন। গুরুদেব ছিলেন রোগা, কালো, কর্কশ কন্ঠস্বর। এইসব দেখে গ্রামের লোক তাঁর কাছে আসেন না। শিষ্য গুরুদেবকে একদিন বললেন, “গুরুদেব। পাশের বাড়ীতে একজন গুরুদেব এসেছিলেন তিনি দেখতে যেমন, গানও তেমন, আচার-ব্যবহার খুবই সুন্দর। গ্রামবাসীরা তাঁর কাছে এসে তাঁর মুখে বক্তৃতা শুনত। কিন্তু আপনার কাছে কেউ আসেন না।” গুরুদেব কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন,- “হু”। তোমরা গুরু-প্রণামমন্ত্র জান ? তাতে কি বলেছে বলতো।
“অজ্ঞনতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ ॥
অর্থাৎ, অজ্ঞানগুরু তিমির মত মোটা হয়। তাই তার গম্ভীর স্বর। কিন্তু জ্ঞানবান গুরু শলার মত রোগা হয়। তিনি মৃদু মৃদু কথা বলেন। তাই শাস্ত্রে বলেছেন অজ্ঞানী গুরুকে পরিত্যাগ করে শলার মতো জ্ঞানবান গুরুকে প্রণাম করি।” গুরুদেবের এই কথা শুনে সকলে স্থির হলেন ও হৃদয়ে শান্তি লাভ করলেন।

from--Iskcon Family-ইসকন পরিবার ♦ । হিতোপদেশ।
জগতে যারা নিজেকে গুরু বলে জাহির করে, যারা নিজেকে প্রতিষ্ঠা করার জন্য শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে জগতের মানুষকে বিপথগামী করে, তারা শিষ্যের মঙ্গল তো দূরের কথা গুরুশিষ্য উভয়েই নরকে গমন করে। এই সমস্ত গুরু হরি-গুরু-বৈষ্ণবকে লঙ্ঘন করে নিজে গুরু সাজতে চায়। এদের সঙ্গ করলে হরিভজন থেকে ছুটি নিতে হয়। দিব্য *-শেয়ার করুন-*

23/05/2018

Modon Mohon Temple, Jhenaidah

23/05/2018

Gopal Gosshami. Jhenaidah Modon Mohon Temple

24/04/2018

হরেকৃষ্ণ

02/04/2018

জয় রাধে

23/02/2018

Hare Krishna

হরেকৃষ্ণ  #ইন্দিরা_একাদশীর_মাহাত্ম্য_  📣একাদশীর খবর পেতে join হোন এই  #গ্রুপ এ→ 🔯 EkaDosi Barta - একাদশী বার্তা 🔯 ^দিব্য...
15/09/2017

হরেকৃষ্ণ #ইন্দিরা_একাদশীর_মাহাত্ম্য_ 📣
একাদশীর খবর পেতে join হোন এই #গ্রুপ এ→ 🔯 EkaDosi Barta - একাদশী বার্তা 🔯 ^দিব্য^ * পুরোটা পড়ুন
আজ পদ্মনাভ মাস আশ্বিন কৃষ্ণপক্ষীয়া "ইন্দিরা" একাদশী #একদা মহারাজ যুধিষ্ঠির-শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দ্দন!
আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে,
ধর্মরাজ! এই একাদশীর নাম 'ইন্দিরা' ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয়, নিরয়গামী পিতৃপুরুষগণের উর্দ্ধগতি লাভ হয়। সত্যযুগে মাহিষ্মতী নামে নগরে শত্রু দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন। তিনি পৌত্র-পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবদ্ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি। শ্রীহরি সেবা, হরি পূজন, ভক্তসঙ্গেবাস, ভগবদ্ভক্তজনে তৎপরতাই
ছিল তার জীবনে প্রধান লক্ষ্য।
#একদা দেবর্ষি নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজ সভায় প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডয়মান হয়ে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন পূর্বক যথাবিহিত পাদ্য-
অর্ঘ্যাদি দ্বারা পূজা করলেন।
হে রাজন! আপনার রাজ্যের
সকলে কুশলে আছেন তো?
আপনি সদ্বুদ্ধি সধমে সুপ্রতিষ্ঠিত
হয়ে চলছেন তো? বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো। রাজা বললেন হে দেবর্ষে! আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল, আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ, আমার জীবন ধন্য হলো; আমার সকল যাগ-যজ্ঞও
সফল হয়েছে। #আপনি কৃপাপূর্বক
কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড়
ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবন করে দেবর্ষি নারদ বললেন, হে রাজন! আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ কর।
আমি ব্রহ্মলোক থেকে বীণা যন্ত্রে কৃষ্ণগুণগান করতে করতে যমপুরীতে গিয়েছিলাম।
যমরাজ আমাকে দেখে ভক্তিযুতভাবে আমার
পূজা বিধান করলেন
আমি #যমপুরীটা ঘুরে ঘুরে দেখতে পেলাম তোমার পিতাকে। তিনি আমায় বললেন হে দেবর্ষে! মাহিষ্মতীপুরের ইন্দ্রসেন
আমার পুত্র, পুত্রকে বলবেন-তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য যমালয়ে কষ্ট পাচ্ছেন, সে যেন আমার উর্দ্ধগতির জন্য " #ইন্দিরা একাদশী" পালন করে-তাহলে তার পুণ্য প্রভাবে আমার মঙ্গল হবে। তখন রাজা বললেন,- হে মহর্ষে! কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত মহিমা বলুন। শ্রীনারদ বললেন-আশ্বিন
মাসে কৃষ্ণ পক্ষের দশমী দিন
প্রাতঃস্নান করে শ্রদ্ধাসহকারে পিতৃপুরুষের শ্রাদ্ধ করতে হয়। ^দিব্য^
দিবসে একবার মাত্র প্রসাদ
সেবন। রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস

10/07/2017

🇭 🇦 🇷 🇪 🇰 🇷 🇮 🇸 🇭 🇳 🇦 ..দিব্য.. Shear Plz
#যখন সমস্ত ব্রজবাসীরা শ্রীকৃষ্ণের জন্ম মহোৎসব পালন করছেন , তখন দেবাদিদেব শিব , ভগবান শ্রীকৃষ্ণের বাল্য রুপ দর্শনের জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং গকুলে পদার্পন করলেন । ভাদ্র শুক্ল
দ্বাদশীর দিন তিনি গকুলে এলেন । এক দাসী এসে শিব ঠাকুরকে বললেন , এইগুলি গ্রহন করুন এবং আমাদের কানাইকে আশীর্বাদ করুন । মা যশোদা এই ভিক্ষা আপনার জন্য পাঠিয়েছেন । #তখন শিব ঠাকুর
বললেন , " আমার ভিক্ষা লাগবেনা , আমি
শ্রী কানাইকে একটু দর্শন করতে চাই ।
যশোদা মা ঘরের জানালা দিয়ে শিব ঠাকুরকে
দেখে বললেন , " হে সাধু বাবা আপনার গলায় সাপ
আছে যেটা দেখে আমার কানাই ভয় পাবে , তাই
আমি আপনাকে দেখাতে পারবোনা ।
শিব ঠাকুর বললেন , " কি যে বলেন মাতা , আপনার
কানাই তো কালেরও কাল , ব্রহ্মের ও ব্রহ্ম , সে
কাউকেই ভয় পায় না । " এবার যশোদা মা বিরক্ত
হয়ে গেলেন এবং বললেন ,"দেখেন যোগী বাবা
আপনি জিদ ছেড়ে দিন এবং চলে যান । "
আর এইদিকে কানাইতো বুঝে গেছেন যে স্বয়ং
দেবাদিদেব এসেছেন উনাকে দর্শন করতে , তাই
কানাই জোড়ে কান্না শুরু করলেন ।
শিব ঠাকুর বলছেন,"ওকে আমার কাছে নিয়ে আসুন,
মন্ত্র বলে দেব , দেখবেন কান্না বন্ধ হয়ে যাবে। "
যশোদা মা সংগে সংগে দরজা দিয়ে বেরিয়ে শিব
ঠাকুরের কাছে কানাইকে নিয়ে আসলেন । শিব
ঠাকুর বলছেন , " ঐ বাচ্চার ভবিষ্যতের কথা জানতে
চান তো আমার কোলে ওকে দিন ?" শিব ঠাকুর
কানাইকে দেখে প্রনাম করলেন , কানাইও প্রনাম
জানালেন । আর মা যশোদা অনেক ভাবনা চিন্তা
করে কানাইকে শিব ঠাকুরের কোলে তুলে দিলেন।
তখন হরি আর হর মিলে-মিশে একাকার
সংগ্রহ → ক্তঁ নমঃ শিবায় 📣 ..দিব্য..
👏 [কৃপাপূর্বক শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।]
াধা_মাধব_ ♥ ্নাথ_
** → ♦ দিব্য ♦ **

05/07/2017

জয় গীতা

27/06/2017

শুভরাত্রি সবাইকে ,,
আসুন কমেন্ট এ (( জয় বাবা মহাদেব ও জয় মা দুর্গা )) লিখে প্রনাম করে শুভ নিদ্রায় যাই,,,,

Address

Jhenaidah
Jhenida
7300

Telephone

01797316683

Website

Alerts

Be the first to know and let us send you an email when হরে কৃষ্ণ - Hore Krisna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share