Md Samaul Offical

Md Samaul Offical This Is My Official page Of Md Samaul Official,Member Secretary, Alokit Jhenaidah Foundation
(3)

02/05/2025

বন্ধু হাফিজুর এর কন্ঠে অসাধারণ একটি ইসলামী সংগীত।

19/04/2025

কোমল হৃদয়➤
১. রাসুল সঃ বলছেন ''যে মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না,আল্লাহও তার প্রতি দয়া দেখান না''
2. রাসুল স: বলেছেন, যারা অন্যকে দয়া দেখান আল্লাহ তাদের দয়া করেন। তোমরা জমিনবাসীদের উপর দয়া প্রদর্শন করো, আকাশে যিনি আছেন, তিনি তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন।
3. রাসুল স: বলেছেন,"আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে রহমত তুলে দেন, আমি কি তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি?
4. রাসুল স: বলেছেন, যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত হয়েছে, সে কল্যাণ থেকেই বঞ্চিত হয়েছে,
5. রাসুল স: বলেছেন, নিশ্চয়ই আল্লাহ কোমল, তিনি সকল কাজে কোমলতাকে পছন্দ করেন।
সুতরাং, আমাদের উচিত প্রতিটি কাজে কমলতা আন্তরিকতা প্রদর্শন করা, আমাদের বিপরীত পাশের মানুষ কষ্ট পাবে, এমন কাজ ও ব্যবহার পরিত্যাগ করা

18/04/2025

🔴সরাসরি লাইভ>>🔴
১৮.০৪.২৫ইং জুমার খুতবা।
আলোচনা করছেন ড. মাওলানা হাবিবুর রহমান।
খতিব, আদ্ব-দীন মেডিকেল কলেজ জামে মসজিদ। মগবাজার ঢাকা বাংলাদেশ।

নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন। সবাইকে ব...
13/04/2025

নতুন বছরে আপনার জীবন হোক আনন্দে ও সফলতায় ভরপুর। সমস্ত স্বপ্ন পূরণ হোক এবং আপনার দিনগুলো হোক আরও সুন্দর ও রঙিন।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।শুভ নববর্ষ!

শুভেচ্ছান্তে:
মো: সামাউল হক
সদস্য সচিব
আলোকিত ঝিনাইদহ ফাউন্ডেশন।

05/04/2025

জীবনের সবচেয়ে সেরা অর্জন হলো—আল্লাহর একজন অতি-উত্তম ইবাদতকারী বান্দা হতে পারা । এই অর্জন যারা লাভ করতে পারে, সফলতা তাদের জন্যই। কুরআনও তাদেরকে সফল হিশেবে আখ্যায়িত করেছে যারা নিজেদের সালাতের প্রতি বিনয়ী।

সালাতে বিনয়ী হওয়ার অর্থ হলো—আল্লাহর সামনে ঠিক সেইভাবে দাঁড়ানো, যেভাবে দাড়ালে আল্লাহর প্রতি বান্দার বিনয় প্রকাশ পায়। যেভাবে অনুগত দাস তার মালিকের সম্মুখে দাঁড়ায়— আশা এবং ভয় নিয়ে, ভালোবাসা আর অনুরাগ নিয়ে। নিজের সকল ত্রুটি, অপূর্ণতাকে স্বীকার করে বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে— এটাই সালাতে বিনয়ী হওয়া।

কিন্তু যান্ত্রিক জীবনের জাঁতাকলে আমাদের সমস্তকিছু যখন যন্ত্রের মতো গতানুগতিক, সেখানে আমাদের সালাতগুলোতে কতটুকু বিনয় আমরা রাখতে পারছি, সেটা নিয়ে ভেবেছি কখনো? কখনো ভেবেছি— কুরআনে বর্ণিত কিংবা আকাঙ্ক্ষিত বিনয় কি আমরা ধরে রাখতে পেরেছি আমাদের সালাতে? আমরা কি সেভাবে আল্লাহর সামনে দাঁড়াই যেভাবে দাঁড়ানোর কথা? আমাদের রুকু আর সিজদাহতে, আমাদের তিলাওয়াতে সেই বিনয় কি প্রকাশ পায় যা সত্যিকারের মুমিন বান্দার সালাতে থাকা আবশ্যক?

একটা ছোট্ট দুআ— *আল্লাহুম্মা আ'ইন্নি 'আলা যিকরিকা, ওয়া শুকরিকা, ওয়া হুসনি ইবাদাতিক ,* কিন্তু এর মধ্যে যেন জুড়ে দেওয়া আছে জীবনের সবচেয়ে বড় তিনটা অর্জন লাভের গোপন রহস্য । মুআয ইবনু জাবাল রাযিয়াল্লাহু আনহুকে শিখিয়ে যাওয়া নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সেই ভালোবাসামাখা জীবনের পাঠগুলো আমরা আমাদের জীবনেও প্রতিফলিত করবো কি ?

যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।সূরাঃ আলে-ইমরান, আয়াত ১৭আবু হুরায়রা রাদি...
11/03/2025

যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।

সূরাঃ আলে-ইমরান, আয়াত ১৭

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমাদের রব আল্লাহ তা'আলা প্রতি রাত্রে যখন রাত্রের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে নেমে এসে বলতে থাকেন, কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দিব? কে আমার কাছে চাইবে যে আমি তাকে দিব? কে আমার কাছে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করে দেব? [বুখারী: ১১৪৫; মুসলিম: ৭৫৮] এর দ্বারা শেষ রাত্রির ইবাদতের গুরুত্ব বোঝা যায়। এ সময়কার দোআ কবুল হয়। এটা মূলত: তাহাজ্জুদের সময়।

*কবরস্থান বড় আশ্চর্য জায়গা!* ধীরে ধীরে কত মানুষের সম্মিলনস্থল হয়ে ওঠে এটি, কিন্তু কোথাও কোনো রা থাকে না। কোলাহল কলরবে এক...
14/02/2025

*কবরস্থান বড় আশ্চর্য জায়গা!* ধীরে ধীরে কত মানুষের সম্মিলনস্থল হয়ে ওঠে এটি, কিন্তু কোথাও কোনো রা থাকে না। কোলাহল কলরবে একটা আস্ত জীবন পার করে দেওয়া মানুষটার কবরে নেমে আসে নিঃসীম নীরবতা। অহংকার আর দাম্ভিকতায় যারা ডুবে ছিল আজীবন, তাদের কবরের ওপরেও জন্মায় আগাছা এবং নামবিহীন কোনো ঘাস। তারা এমন এক দুনিয়ায় চলে যায় যেখান থেকে কাউকে শাসানো যায় না, চোখ রাঙানো যায় না। চিৎকার করে কাউকে যে ডাকবে, সেই সুযোগটুকুও বরাদ্দ নেই। আহা, কী আশ্চর্য শক্তিহীনতা!

সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। আর সেই ব্যক্তি নির্বোধ ও অক...
12/02/2025

সেই ব্যক্তি বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কাজ করে। আর সেই ব্যক্তি নির্বোধ ও অক্ষম যে তার নফসের দাবির অনুসরণ করে আর আল্লাহ তা'আলার নিকটে বৃথা আশা পোষণ করে।

[ইবনু মাজাহ ৪২৬০]

02/02/2025

*কোরআনের আলোকে উন্নতির সোপান*

কোরআনুল কারিমের শ্রেষ্ঠত্ব, মানুষের স্বভাবগত দ্রুততার প্রবণতা, প্রত্যেকের সাথে তার আমলনামা থাকার বিষয়টি উল্লেখ করার পর ইসলামি জীবনব্যবস্থা সম্পর্কিত প্রায় তেরোটি আদেশ-নিষেধ ও আদব-আখলাকের কথা উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে ইসলামি শিষ্টাচার ও উত্তম চরিত্রের কারণেই (যেমনি মুসলমানরা সম্মানিত হয়েছে, তেমনি তার ছায়াতলে এলে অন্য) যেকোনো জাতি সম্মানিত হতে পারে। এজন্য অনেকে এগুলোকে উন্নতির সোপান বলেও উল্লেখ করেছেন। সূরা ইসরাে ২৩-৩৯নং আয়াতে এইসব বিধান ও আদব বিবৃত হয়েছে। নিম্নে তা উল্লেখ করা হল:

১. আল্লাহ ছাড়া কারও ইবাদত করো না।

২. মাতাপিতার সাথে সদ্ব্যবহার করো।

৩. আত্মীয়স্বজন, মিসকিন-মুসাফিরদের হক আদায় করো।

৪. অপচয় করো না।

৫. কার্পণ্য করো না।

৬. হাত এতটা প্রসারিত করো না, যাতে আগামীকাল তোমাকে আফসোস করতে হয়।

৭. দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা করো না।

৮. কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করো না।

৯. এতিমের সম্পদে অবৈধ হস্তক্ষেপ করো না।

১০. অঙ্গীকার করলে তা পূর্ণ করো।

১১. সঠিকভাবে ওজন করো।

১২. যে জিনিসের ব্যাপারে তোমার সঠিক জ্ঞান নেই, তার পেছনে পড়ো না।

১৩. জমিনে দম্ভভরে চলো না।

*পরিশেষে দু-দু'বার করে বলা হয়েছে, আল্লাহর সাথে কাউকে মাবুদ সাব্যস্ত করো না।*

পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় আতর শিশিতে থাকে না। থাকে মুখে; মুখের ভাষায়। আমাদের কথায়; যার সৌরভে আমরা অতি সহজেই চারপাশকে সুরভ...
18/12/2024

পৃথিবীর সবচেয়ে সুগন্ধিময় আতর শিশিতে থাকে না। থাকে মুখে; মুখের ভাষায়। আমাদের কথায়; যার সৌরভে আমরা অতি সহজেই চারপাশকে সুরভিত করে তুলতে পারি।

- শাইখ আতিক উল্লাহ হাফি.

07/12/2024

আলহামদুলিল্লাহ, মিরের হুদা গ্রামের ইতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আমার কন্ঠে একটি ইসলামী সংগীত।

দাও খোদা দাও আমায় আবার
ওমর দারাজ দিল।

কথা: কবি আসাদ বিন হাফিজ
সুর: ওস্তাদ মশিউর রহমান।

29/11/2024

রাঙ্গামাটি সফরে এসে চলছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা।

Address

Horipur
Jhenida
7300

Telephone

01951624472

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Samaul Offical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Samaul Offical:

Share

Category