21/01/2025
বিষয়ঃ মাগুরা দরবার শরীফের পীর সাহেব হুজুর বিদগ্ধ আলিমে দ্বীন, শাইখুল হাদীস জনাব হযরত মাওলানা খন্দকার আবু সালেহ মুহাঃ মুতাসিম বিল্লাহ সাহেব দা.বা. হেলিকপ্টারে সফর করেন না এবং ক্যামেরা থেকে পরহেজ থাকেন। এবং মাগুরা দরবার শরীফ বলতে মাগুরা জেলার মাগুরা দরবার শরীফ (খানকায়ে হামীদিয়া, সিদ্দীকিয়া রোড, খানকায়ে হামীদিয়া মহল্লা, মাগুরা সদর, বাংলাদেশ)-কেই বুঝে থাকি।
শুরুতে কিছু কথাঃ
১মে ভিডিওটি #লিংক_কমেন্ট_বক্সে দেখার পর আমি ইচ্ছে করেই এড়িয়ে গিয়েছিলাম। তারপর হঠাৎ ঢাকা থেকে একজন নক করে ভিডিওটি দিলেন। বললেন, মাগুরা দরবার বলতে আপনাদের মাগুরা জেলার সিলসিলায়ে ফুরফুরা শরীফের শাখা দরবারকেই বুঝি। আর বর্তমান হুজুরের নাম তো এটা না! আমি বললাম, হয়তো পোস্ট লিখতে তিনি ভুল করেছেন অথবা মাগুরা নামে আরো জায়গা থাকতে পারে, আর তা আছেও। অথবা সেই মাগুরা এলাকার দরবারের নিজস্ব নাম না দিয়ে পরিচিতির জন্য মাগুরা নাম জুড়ে দিয়েছিলেন। তারপর আমি চুপ হয়ে যাই, সেও চুপ হয়ে যায়।
কিছুদিন পরে আবারো কারো মারফত নোটিফিকেশনটি আসে যে, এটা কি? কোন জায়গার এটা? বা এটা চোখে পড়েছে কিনা? পরে আমি সেই ভিডিওর কমেন্টবক্সেও এরকম প্রশ্ন দেখেছি, কিন্তু রিপ্লেটা সেখানে আর তারা দিলেন না। ঠিক তারপরেই আমি সিদ্ধান্ত নিই, মানুষকে সঠিকটা জানাতে ও নিজেরা যেনো কেউ হীনমন্যতায় না ভোগে।
আমরা জানি যে, বাংলাদেশের দরবারগুলোতে নিজস্ব পরিচয়ে পরিচিত। হয়তো ভিন্ন কোনো নামে কিংবা এলাকা বা জেলার নামে। তো আমাদের মাগুরা দরবার শরীফ “খানকায়ে হামীদিয়া” দরবার এই দুটি নামে পরিচিত। কিন্তু দরবার শরীফের কিছু বিশেষ খেদমতের পরিধিতে সহজ ও স্বাভাবিকভাবেই দেশ ও বিদেশে মাগুরা দরবার শরীফ নামটাই ছড়িয়ে পড়ে। মাগুরা দরবার বলতে মাগুরা জেলার খানকায়ে হামীদিয়াকেই বোঝে। আর এই জেলার যত দরবার আছে, সবগুলো হয়তো ভিন্ন কোনো নামে বা এলাকার নামে রয়েছে। অতএব, পোস্টটি কারো বিরোধিতার জন্য নয়, বরং আমাদের পক্ষে বিষয়টি নিশ্চিত করে তোলা ও দ্বিধা দূর করা উদ্দেশ্য।
সংক্ষেপে মাগুরা দরবার শরীফের পরিচয় ও ধারবাহিকতাঃ
মুজাদ্দিদে জামান ফুরফুরা শরীফের পীরে কামেল আল্লামা আবুবকর সিদ্দীকি রহ. এর অন্যতম খলীফা ছিলেন মাগুরার হযরত মাওলানা হাজী খন্দকার আব্দুল হামীদ সাহেব রহ.। মাগুরার হাজী সাহেব হুজুর নামে যিনি বাংলাদেশ ও ভারতে খ্যাত।
তাঁর ওফাতের পরে তাঁর একমাত্র সাহেবজাদা ও অনেকগুলো ইলমী কিতাবের লেখক জনাব হযরত মাওলানা খন্দকার রশিদ আহমদ সাহেব রহ. ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কিবলা রহ. এর খলীফা হিসাবে দরবার শরীফের রাহবার হিসাবে দায়িত্ব পালন করেন।
তাঁর ওফাতের পরে তাঁর বড় সাহেবজাদা বিদগ্ধ আলিমে দ্বীন, শাইখুল হাদীস জনাব হযরত মাওলানা খন্দকার আবু সালেহ মুহাঃ মুতাসিম বিল্লাহ সাহেব দা.বা. তাঁর পিতার খিলাফাতপ্রাপ্ত হয়ে দরবারের দায়িত্বে রয়েছেন। তিনি যেমন দরবার শরীফের দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদীস, আবার অন্যদিকে ইলমে তাছাওউফ জগতের অত্যন্ত সাধাসিধে ও আড়ম্বরহীন− সহজ-সরল জীবন যাপন করেন। তিনি কখনো হেলিকপ্টারে করে কোথাও সফরে যাননি।
প্রচার বিমুখ আল্লাহর এই মাহবুব বান্দা সর্বদা ‘ক্যামেরা’ এড়িয়ে চলেন। আল্লাহ তিনাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন, প্রাণবন্ত মননে একনিষ্ঠতার সাথে দ্বীনের খেদমতে তাঁর হৃদয় ও বাহুতে কুওয়াত ও জজবা দান করুন। আমীন ছুম্মা আমীন।
_______copy to S M Najmus Sakib Bangladesh