29/09/2025
ঝিনাইদহের ১ নং সাধুহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার। ঝিনাইদহের ১ নং সাধুহাটি ইউনিয়ন বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয় সোমবার বিকেল ৪টায় বৈড়াই গ্রামের রাতুল মার্কেটের সামনে, কর্মীসভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সভাপতি আব্দুর রহমান কামাল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, থানা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর আনাম ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সাধারণ সম্পাদক আজাদ ফেরদৌস পাঞ্জু, যুবদল নেতা মিলন, রিপন আহমেদ , তাহের, আবু সালাম, রেজাউল করিম তুহিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামী দিন ঐক্যবদ্ধ থেকে জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভাইয়ের ধানের শীষে ভোট দিয়ে তাকে প্রমাণ করব সাধু হাটি ইউনিয়ন বিএনপির ঘাঁটি। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশর মাটি ও মানুষের কথা চিন্তা করে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, তার নেতাকর্মীদের নিয়ে। আর যেন বাংলাদেশে ফ্যাসি স্ট আমি পন্থীদের আবাদ বিচরণ না হয়। সেদিকে খেয়াল করে আমাদেরকে ভোট এবং ভাতের রাজনীতি করতে হবে, আমি আপনাদের কথা দিচ্ছি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে এই সাধুহাটি ইউনিয়নের , কোন কাঁচা রাস্তা থাকবে না , একমাত্র বিএনপি সরকারি পারে এদেশের উন্নয়ন ঘটাতে। পরিশেষে তিনি বলেন সকলে এখান থেকে ফিরে গিয়ে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন এবং ভোট চাইবেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিএনপি'র বর্ষীয়ান নেতা আরিফুল ইসলাম।