যশোর গুর বাজার

যশোর গুর বাজার আসসালামু আলাইকুম
আশাকরি সবাই ভালো আছেন
(1)

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এক খাবার হলো কুমড়া বড়ি। শীত এলেই কুমড়া বড়ি বানানোর ধুম পড়ে যায়। কুমড়া বড়িকে অনেকে ডালের বড়িও বলে ...
07/12/2024

গ্রামবাংলার ঐতিহ্যবাহী এক খাবার হলো কুমড়া বড়ি। শীত এলেই কুমড়া বড়ি বানানোর ধুম পড়ে যায়। কুমড়া বড়িকে অনেকে ডালের বড়িও বলে থাকেন।

তরকারির স্বাদ বহুগুণে বাড়িয়ে দেয় বড়ি। মজাদার বড়ি তরকারির পাশাপাশি ভর্তা করেও খাওয়া হয়।

আমরা পুঁটি মাছের নানা পদ খেতে থাকি তবে আজ রইলো এক অন্য রকম সুস্বাদু পদ। যাতে পুঁটি মাছের সাথে বেগুন ও কুমড়ার বড়ি এর অনবদ্ধ স্বাদ পাবেন।

কুমড়ার বড়ি দিয়ে পুঁটি বেগুনের মাখামাখি-

৫০০ গ্রাম পুঁটি মাছ, একটি বেগুন, ১ কাপ কুমড়ার বড়ি, হাফ কাপ পেঁয়াজ কুচি, ১ চা চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরার গুঁড়ো,হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, সাত-আটটি কাঁচা লঙ্কা ফালি, ১ চামচ টমেটো কুচি, সামান্য ধনেপাতা কুচি, ১/৪ কাপ সরিষার তেল, স্বাদমতো লবণ ও চিনি, পরিমাণমতো হলুদ ও জল।

প্রথমে কড়াইয়ে সরষের তেল দিন। তারপর একে একে পুঁটি মাছ, বেগুন ও কুমড়ার বড়ি ভেজে তুলে রাখুন। গরম হয়ে এলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ ভাজা হয়ে এলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে গুঁড়ো, লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কষুন। কষা হয়ে গেলে কাঁচালঙ্কা ফালি দিয়ে পরিমাণ মতো জল দিন জল দিয়ে দিন।

এবার কিছুটা রান্না হয়ে এলে তাতে পুঁটি মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ার বড়ি ভাজা দিয়ে দিন। এবার সামান্য জল প্রয়োজন হলে দিন। এরপর নুন মিষ্টি দেখে ধনেপাতা ও টমেটো কুচি দিয়ে দিন। জল শুকিয়ে এলে নামিয়ে নিন। তাহলেই রেডি কুমড়ার বড়ি দিয়ে পুঁটি বেগুনের মাখামাখি।

Happy Online Shopping......

#কুমড়া_বড়ির_রিভিউ #মজার_কুমড়া_বড়ি #কুমড়া_বড়ি #কুমড়াবড়ি #কুমড়োবড়ি

আলহামদুল্লাহ, কাস্টমারদের ঠিকানায় পাঠানো শুরু হয়েছে যার জন্য অর্ডার নেওয়া শুরু হয়েছে। শৈশবের সেই স্বাদ যদি ফেরত পেতে চান...
07/12/2024

আলহামদুল্লাহ, কাস্টমারদের ঠিকানায় পাঠানো শুরু হয়েছে যার জন্য অর্ডার নেওয়া শুরু হয়েছে। শৈশবের সেই স্বাদ যদি ফেরত পেতে চান তাহলে আপনার বিশ্বস্ত কোন ভাই / বন্ধু মনে করে পরীক্ষামূলক ভাবে হলেও একবার অর্ডার করতে পারেন।অর্ডার করতে কল করুন 01316817878 WhatsApp এই নাম্বারে এবং ভিজিট করুন যশোর গুড় বাজার এই পেজে #খেজুরের_খাটি_গুড় #খেজুরের_খাটি_গুড়

খাঁটি খেজুরের গুড় – ঐতিহ্যের আসল স্বাদ 🍃শীতের সকালে খাঁটি খেজুরের গুড়ের মিষ্টি ঘ্রাণ, স্বাদ আর পুষ্টিগুণে ভরা এই ঐতিহ্য ...
27/11/2024

খাঁটি খেজুরের গুড় – ঐতিহ্যের আসল স্বাদ 🍃শীতের সকালে খাঁটি খেজুরের গুড়ের মিষ্টি ঘ্রাণ, স্বাদ আর পুষ্টিগুণে ভরা এই ঐতিহ্য আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের স্মৃতিতে।✨ ১০০% প্রাকৃতিক ও ভেজালমুক্তখেজুর গাছ থেকে সংগ্রহ করা রস দিয়ে তৈরি এই গুড়ে নেই কোনো চিনি বা রাসায়নিক। কেবল প্রকৃতির সেরা উপহার!নিজের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এখনই অর্ডার করুন। 🌿 স্বাদ আর স্বাস্থ্য – দুটোই নিশ্চিত।📞 অর্ডার করতে এখনই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। 01885226616👉 আপনার পরিবারের জন্য ঐতিহ্যের সেরা স্বাদ নিয়ে আসুন আজই। #খাঁটিগুড় #ঐতিহ্য #শীতেরস্বাদ #প্রাকৃতিকপুষ্টি #খাঁটিঅর্গানিক #হালালফুড

ঘন কুয়াশা আর প্রকৃতির অপরুপ এক সৌন্দর্য নিয়ে শীত মৌসুমের আগমন। সেই সাথে প্রতিটি বাড়িতে শুরু হয়েছে পিঠা পুলির আয়োজন। পিঠা...
26/11/2024

ঘন কুয়াশা আর প্রকৃতির অপরুপ এক সৌন্দর্য নিয়ে শীত মৌসুমের আগমন। সেই সাথে প্রতিটি বাড়িতে শুরু হয়েছে পিঠা পুলির আয়োজন। পিঠা-পুলির কথা মাথায় আসতেই আমাদের স্বরণ করিয়ে দেয় ঐতিহ্যেবাহী গ্রামীণ খেজুরের গুড়।

আমাদের কাছে পাবেনঃ
১। খেজুরের পাটালি গুড়
২। খেজুরের ফয়েল পাটালি গুড়
৩। খেজুরের লালি গুড়/ঝোলা গুড়
৪। খেজুরের স্পেশাল বিজ গুড়
৫। খেজুরের স্পেশাল নারিকেল গুড়
৬। খেজুরের স্পেশাল বাদাম গুড়

নিজস্ব তত্ত্বাবধানে বানানো অভিজ্ঞ গাছির হাতের গুড়ের স্বাদ পেতে এখনি আমাদের পেজকে Follow করে পাশেই থাকুন।

ধন্যবাদ😊

বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম🤝🤝🤝মো:  তাজবির আহম্মেদ  যশোর বাজার থেকে প্রতি বছরের মতো এ বছরেও আপনাদের সামনে ...
24/11/2024

বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম🤝🤝🤝
মো: তাজবির আহম্মেদ
যশোর বাজার থেকে

প্রতি বছরের মতো এ বছরেও আপনাদের সামনে হাজির হয়েছি যশোরের খাটি খেজুর গুড় নিয়ে ৷

আমাদের নিজস্ব খেজুর বাগানের সংগ্রহ করা রস থেকে আমরা পারিবারিক ভাবে খেজুর গুড় তৈরি করি ৷ আর আপনেরা যদি চান লাইভে এসে সরাসরি খেজুর গুড় তৈরির প্রক্রিয়া দেখতে পারবেন।
ইনশাআল্লাহ

তাই আমাদের থেকে খাঁটি খেজুর গুড় নিতে যোগাযোগ করুন👉👉 ০১৮৮৫২২৬৬১৬
👉👉👉০১৩১৬৮১৭৮৭৮( whats app)

অথবা,
ফোন নাম্বার দিয়ে কমেন্ট করুন।
ধন‍্যবাদ🤝🤝

👉 মাছ ঝোলে বা সবজির সঙ্গে কুমড়ো বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বাজারে বিভিন্ন ধরনের কুমড়ো বড়ি পাওয়া গেলেও চালকুমড়া সঙ্গে ...
23/11/2024

👉 মাছ ঝোলে বা সবজির সঙ্গে কুমড়ো বড়ি বাঙালির ঐতিহ্যবাহী খাবার। বাজারে বিভিন্ন ধরনের কুমড়ো বড়ি পাওয়া গেলেও চালকুমড়া সঙ্গে মাষকলাই ডাল মিশিয়ে তৈরি বড়ি খুবই জনপ্রিয়।

🥟 কুমড়ো বড়ির উপকারিতা :

🌸 পেশি গঠনে অবদান রাখে কুমড়ো বড়ি।
কুমড়ো বড়ির প্রধান উপাদান মাষকলাইয়ের ডাল। এই ডাল প্রোটিনের চমৎকার উৎস। পেশির কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে মাষকলাই ডাল। শরীরের বৃদ্ধিতে ডালে থাকা প্রোটিন খুবই দরকারি।

🌼 এছাড়া মুখের স্বাদ ফেরাতে খুব ভালো সাহায্য করে কুমড়ো বড়ি।

🌸 হজমশক্তি বাড়ায় কুমড়ো বড়ি। চালকুমড়া ও কলাইয়ের ডাল দুটোতেই প্রচুর ফাইবার আছে বলে কুমড়ো বড়ি খেলে হজম ভালো হয়।

🌼 এতে প্রচুর লৌহ বা আয়রন আছে বলে এটি স্বাস্থ্যকর। এই ডালের বড়ি শরীরে শক্তি বৃদ্ধি করে, শরীরকে সক্রিয় রাখে।

🌸 মাষকলাই এর ডালে থাকা ম্যাগনেশিয়াম রক্তপ্রবাহ বাড়ায় এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে।

🌼 কোষ্ঠকাঠিন্য, হজম শক্তি ও বলকারক হিসেবে অনেক উপকারি কুমড়ো বড়ি।
📲১০০% টা পাচ্ছেন যশোর গুড় বাজার ইনবক্সে হোয়াট ০১৩১৬৮১৭৮৭৮
🤲আলহামদুলিল্লাহ যশোর জেলা থেকে ৪ বছর যাবত কাজ করছি ১০০% কেমিক্যাল ফরমালিন মুক্ত অর্গানিক পন্য হোম মেড পন্য সামগ্রিই নিয়ে আস্তা সততা সঙ্গে

👉
#কুমড়াবরি #চালকুমড়াবরি

আসসালামু আলাইকুম।🙂🙂👍✅✅আসা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।🥰🔥💥আবহাওয়া যদি ভাল থাকে তাহলে আর মাত্র ৫ থেকে ৭ দিন পর থেকেই আ...
20/11/2024

আসসালামু আলাইকুম।🙂🙂

👍✅✅আসা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।

🥰🔥💥আবহাওয়া যদি ভাল থাকে তাহলে আর মাত্র ৫ থেকে ৭ দিন পর থেকেই আমাদের যশোরের কুমড়ার বড়ি পাবেন ইনশাআল্লাহ।

আলহামদুল্লাহ, অর্ডার নেওয়া শুরু হবে। সেই স্বাদ যদি ফেরত পেতে চান তাহলে আপনার বিশ্বস্ত কোন ভাই / বন্ধু মনে করে  পরীক্ষামূ...
20/11/2024

আলহামদুল্লাহ, অর্ডার নেওয়া শুরু হবে। সেই স্বাদ যদি ফেরত পেতে চান তাহলে আপনার বিশ্বস্ত কোন ভাই / বন্ধু মনে করে পরীক্ষামূলক ভাবে হলেও একবার অর্ডার করতে পারেন।অর্ডার করতে কল করুন01316817878 WhatsApp এই নাম্বারে। #খেজুরের_খাটি_গুড়

শুধুমাত্র খেজুরের রস থেকে প্রস্তুতকৃত শতভাগ খাঁটি খেজুরের গুড়ের বুকিং শুরু হয়েছে। সারা দেশেই থাকছে ক্যাশঅনডেলিভারির ব্যব...
14/11/2024

শুধুমাত্র খেজুরের রস থেকে প্রস্তুতকৃত শতভাগ খাঁটি খেজুরের গুড়ের বুকিং শুরু হয়েছে।

সারা দেশেই থাকছে ক্যাশঅনডেলিভারির ব্যবস্থা। বরাবরের মতোই থাকছে পণ্যের কোয়ালিটি চেক করে পেমেন্ট করার সুবিধা।

আমাদের কাছে পাবেন।
গোল পাটালি,
নলেন/ঝুলা গুড়
ফয়েল পাটালি
স্পেশাল বীজগুড়।

14/11/2024

শুধুমাত্র খেজুরের রস থেকে প্রস্তুতকৃত শতভাগ খাঁটি খেজুরের গুড়ের বুকিং শুরু হয়েছে।

সারা দেশেই থাকছে ক্যাশঅনডেলিভারির ব্যবস্থা। বরাবরের মতোই থাকছে পণ্যের কোয়ালিটি চেক করে পেমেন্ট করার সুবিধা।

আমাদের কাছে পাবেন।
গোল পাটালি,
নলেন/ঝুলা গুড়
ফয়েল পাটালি
স্পেশাল বীজগুড়।

📞01316817878 (imo+whatsapp)@

শীতে লোভনীয় এই কুমড়া বড়ি বা কালাইয়ের বড়ি আমাদের যশোরে ব্যাপক জনপ্রিয়।বিশেষ করে আলু বেগুন কিংবা ফুল কপি দিয়ে বড় ম...
11/11/2024

শীতে লোভনীয় এই কুমড়া বড়ি বা কালাইয়ের বড়ি আমাদের যশোরে ব্যাপক জনপ্রিয়।বিশেষ করে আলু বেগুন কিংবা ফুল কপি দিয়ে বড় মাছের ঝোল এক কথায় অমৃত।আমার তো এই পোষ্ট লিখতেই জিভে জ্বল এসে একাকার🤤

Wow এই বড়ি এখন থেকে নিয়মিত পাবেন যশোর গুড় বাজারে......😍অবশ্যই ভেজালমুক্ত পিউর বড়ি✅

কল করুন-
০১৮৮৫২২৬৬১৬
#কুমড়াবড়ি #কুমড়বড়ি #যশোরগুড়বাজার

আলহামদুলিল্লাহ খেজুরের গুড় উৎপাদন শুরু হয়ে গেছে আগামি ১৫ তারিখ থেকে ডেলিভারি শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা যারা খাটি খেজ...
11/11/2024

আলহামদুলিল্লাহ খেজুরের গুড় উৎপাদন শুরু হয়ে গেছে আগামি ১৫ তারিখ থেকে ডেলিভারি শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা যারা খাটি খেজুরের গুড় নিতে ইচ্ছুক অথবা যারা খেজুরের গুড় নিয়ে কাজ করতে ইচ্ছুক আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ :
০১৮৮৫২২৬৬১৬

Address

Jessore
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when যশোর গুর বাজার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share