Sweet Dream's Korea

Sweet Dream's Korea অনিশ্চিত ভবিষ্যত
তবুও স্বপ্ন পূরণের তীব্র ইচ্ছা

08/07/2024

- চাকরিটা পেয়ে গেলে মা-বাবাকে আর কষ্ট করতে হবে না। এ আশায় দিন পার করছে লাখ লাখ ছেলে-মেয়ে!❤️

01/07/2024

সিউলে গাড়ি দূর্ঘটনায় ৬ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত।
রাত ৯.৩০ টার দিকে সিউল সিটি হলের কাছে একটি মোড়ে এই দূর্ঘটনা ঘটে। ট্রাফিক সিগনালে অপেক্ষামান পথচারীদের উপর গাড়ি চালিয়ে দেয় ৭০ বছর বয়স্ক ।

29/06/2024

🇰🇷কোরিয়াতে স্টুডেন্ট ভিসাধারীদের জন্য সুখবর।
আগামী ২ বছরে পাইলট প্রজেক্ট এর আওতায় ৪০০ জন ছাত্র ছাত্রীকে নার্সিং কেয়ার খাতে ই-৭ ভিসা প্রদান করবে কোরিয়া।
পাইলট প্রজেক্ট শেষে পুরোদমে শুরু করবে এই খাতে লোক নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম।

সামনে যারা কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় কোরিয়া আসতে চান TOPIK LEVEL 3 অথবা IELTS 5.5 এর পাশাপাশি ব্যাংক ব্যালেন্স ১৫/২০ লাখ টাকা দেখানোর চেষ্টা করেন💙🇰🇷

27/06/2024

কোম্পানিতে দূর্ঘটনায় একজন নেপালী কর্মীর মৃত্যু

আবারো কর্মক্ষেত্রে দূর্ঘটনায় শ্রমিকের মৃত্যু। গতকাল গিয়ংসাংবুকদো চিলগোক এলাকায় একটি কংক্রিটের ফ্যাক্টরিতে কাজ করার সময় দূর্ঘটনার শিকার হয়ে মৃত্যু বরন করে ২৬ বছর বয়সী নেপালী কর্মী।
কংক্রিটের পাইপে কাজ করার সময় একটি অংশ এসে তার শরীরে আঘাত করে। জরুরীভাবে হাসপাতালে নেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
কোম্পানিতে আরো ৭ জন নেপালী শ্রমিক কাজ করেন।অভিযোগ আছে কোম্পানিটি পূর্ব থেকেই ঝুকিপূর্ণ ছিলো। এমনকি কংক্রিট পাইপ এর আঘাতে চলন্ত মেশিনটি পর্যন্ত
ভেংগে যায় এবং কাজটি তাড়াহুড়ো করে করতে যেয়ে দূর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন।

কোরিয়ার কর্মক্ষেত্রে কর্মীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে হবে। প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে অভিবাসী কর্মীরা।
©

23/06/2024

★★বিশেষ সতর্কবার্তাঃ⚠️💥
~কনস্ট্রাকশন, শিপ, মৎস্য শিল্পের স্কিল টেস্টে উত্তীর্ণ শিক্ষার্থীদের জব অ্যাপ্লিকেশন ফর্ম ২৭ তারিখ থেকে Boesl জমা নেওয়া শুরু করবে। তার আগেই আপনার নিজ জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে মেডিকেল সম্পন্ন করতে হবে।

★★বিশেষ সতর্কঃ আপনি নিজে থেকে আগেই কোন মেডিকেলে যাবেন না। আগে সিভিল সার্জন অফিসে যাবেন, তারপর উনি যেই মেডিকেলে যেতে বলবে সেখানেই যাবেন। অবশ্যই ২৭ তারিখের আগে সবাই মেডিকেল সম্পন্ন করবেন✅

সবার জন্য অনেক দোয়া আর শুভকামনা রইলো🤲💙🇰🇷

23/06/2024

আগামী ১৫ই আগস্ট অনেকেরই রোস্টার এর মেয়াদ শেষ।
তাদের এই দুই বছর বেকার বসে রাখার দায়ভার কে নিবে?
+পাশ করলেই দক্ষিণ কোরিয়া
নিশ্চিত এরকম হলে তাও নিজেকে একটা বুঝ দেওয়া যেত। 😥

22/06/2024

নূন্যতম মাসিক বেতন বাড়ানোর দাবিতে সিউলে বৃষ্টি উপেক্ষা করে চলছে শ্রমিক ইউনিয়নের আন্দোলন

২০০৪ সালের ১লা এপ্রিল ফ্রান্সের সহযোগিতায় বিশ্বের ৫ম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া দ্রুতগামী বুলেট ট্রেনের জগতে প্রবেশ করে। এ...
15/06/2024

২০০৪ সালের ১লা এপ্রিল ফ্রান্সের সহযোগিতায় বিশ্বের ৫ম দেশ হিসেবে দক্ষিণ কোরিয়া দ্রুতগামী বুলেট ট্রেনের জগতে প্রবেশ করে। এর ২০ বছর পর অর্থাৎ এ বছরে কোরিয়া তাদের নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এবার উজবেকিস্তানে দ্রুতগামী বুলেট ট্রেন করতে সহযোগিতা করতে যাচ্ছে।
এটাই কোরিয়া!!

12/06/2024

তাজিকিস্তানের পর ১৮ নাম্বার দেশ হিসেবে ইপিএসে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে কাজাকিস্তান।

10/06/2024

যে হারে ঘাম হচ্ছে এবার গায়ে শেওলা হবে 🙂,
শামুক টামুক ঘুরে বেড়াবে 🙂🙂

08/06/2024

এই হচ্ছে ভিসা ইস্যুর অবস্থা 😔😔
কোরিয়াতে কর্মীর চাহিদা এ বছর কেমন তা নিচের ব্যাখ্যায় হয়তো বুঝতে পারবেন।

গতবছর জানুয়ারী টু জুন পর্যন্ত দক্ষিণ জল্লা প্রদেশর ৮৩২ টি কোম্পানি ১৯২৪ জন ইপিএস কর্মী নিয়োগ করে।

এ বছর একই সময়ে মাত্র ৪১২ টি কোম্পানি ৯১৮ জন ইপিএস কর্মী নিয়োগ দিয়েছে তার মানে গত বছরের তুলনায় কর্মী ৫২% কর্মী কম নিয়েছে/নিচ্ছে তারা।

বছরের শেষার্ধে এ অবস্থা আরও নাজুক হতে পারে।

বিদ্র:এটি শুধু একটি প্রদেশের হিসাব।
wall of asad vai

07/06/2024

ইপিএস ভাষা পারদর্শী উৎপাদন খাতে স্কিল টেস্টের জন্য কাট মার্ক ১৭০

পরিবর্তন হওয়ার সুযোগ আছে কি? কেউ কি আবার আশায় বুক বাঁধবেন?

কোন সুযোগ নাই। অন্য লাইন খুঁজুন আর ইপিএসকে অপশনাল হিসেবে ধরে সামনের বছর আবার ট্রাই করুন।
ধন্যবাদ।

Address

Jhenaidhah
Jhenida
1234

Telephone

+8801308239581

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sweet Dream's Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share