Saleh Ahammad

Saleh Ahammad "অনন্ত মহাকালে মোর যাত্রা,অসীম মহাকাশের অন্তে"....

27/10/2024

জীবনের এক অনন্ত স্রোতে ভেসে চলেছি—এক নিঃশব্দ অথচ অপরূপ আহ্বান, জানি এ মায়ার টানে গা ভাসানো আমার জন্য নয়। অথচ এক অনির্বচনীয় মোহ আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে; আমি স্থির, অথচ মনের গভীরে এক অনন্ত যাত্রার হাহাকার। যেন আলোকিত কোনো দূরের দ্বীপ, দূরেই থেকে যায়, আর আমিও কেবল তার দিকে তাকিয়েই থাকি। আমার অন্তরের এক প্রণয়ী সত্তা প্রতিদিন বলে: "ফুল যেমন বসন্তের আলোতে ফোটে, তার অন্তরে আছে এক অমোঘ দহন; তুমিও সেই যাত্রায় বেরিয়ে পড়, নিজেকে ছিন্নভিন্ন করো, তবেই পৌঁছাতে পারবে।"

তবু আমার অলস হৃদয়ে অনুরণিত হয় এক নিঃশব্দ সুরের লহরী, যেন সেখানে লুকিয়ে আছে এক মধুর নিস্তব্ধতা। জানি আমার গন্তব্য কোথায়, তবু কোনো এক অজানা যন্ত্রণা আমায় থামিয়ে রাখে। সফলতার কিনারায় দাঁড়িয়ে থাকা যেন এক অনন্ত অপেক্ষা; নিজেকে দেখি এক রাতের তারার মতো, যা ঝলমল করে কিন্তু কখনোই পৃথিবীর ধুলায় তার আলো ছড়াতে পারে না।

এই দহন-মোহের বন্ধনে বাঁধা পড়ে বারে বারে ফিরে আসি—স্বপ্নের পথে পা না বাড়ানোর এক অসীম যন্ত্রণা নিয়ে, যেন এই যন্ত্রণাই আমার অস্তিত্বের আভাস।

06/10/2024

কামস্কাটকার রাজধানীর নাম কী এবং সাইবেরিয়ার খনির মধ্যে রূপা মেলে,না সোনা মেলে?

কামচাটকার (Kamchatka) রাজধানীর নাম হলো পেট্রোপাভলভস্ক-কামচাতস্কি (Petropavlovsk-Kamchatsky)। এটি রাশিয়ার কামচাটকা উপদ্বীপে অবস্থিত।

সাইবেরিয়ার খনিতে সাধারণত সোনা (gold) মেলে, তবে সেখানে অন্যান্য মূল্যবান খনিজ, যেমন রূপা (silver), হীরক (diamond), এবং কয়লা (coal) পাওয়াও সম্ভব।

03/04/2024

"Why does the river go to sea? Why the sunflower gazes at the sun?"

09/03/2024

আমি সালেহ আহমাদ।

সালেহ আহমাদ চাই গল্প, উপন্যাস বা কোন সাহিত্যের মধ্য থেকে এমন কিছু বিষয় তুলে ধরতে যেগুলো মানুষকে ওই বিষয়ের প্রতি আগ্রহ সৃষ্টি করবে।

আশা করছি আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন ।

Address

Jhenida

Telephone

+8801939499105

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saleh Ahammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saleh Ahammad:

Share