27/10/2024
জীবনের এক অনন্ত স্রোতে ভেসে চলেছি—এক নিঃশব্দ অথচ অপরূপ আহ্বান, জানি এ মায়ার টানে গা ভাসানো আমার জন্য নয়। অথচ এক অনির্বচনীয় মোহ আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখে; আমি স্থির, অথচ মনের গভীরে এক অনন্ত যাত্রার হাহাকার। যেন আলোকিত কোনো দূরের দ্বীপ, দূরেই থেকে যায়, আর আমিও কেবল তার দিকে তাকিয়েই থাকি। আমার অন্তরের এক প্রণয়ী সত্তা প্রতিদিন বলে: "ফুল যেমন বসন্তের আলোতে ফোটে, তার অন্তরে আছে এক অমোঘ দহন; তুমিও সেই যাত্রায় বেরিয়ে পড়, নিজেকে ছিন্নভিন্ন করো, তবেই পৌঁছাতে পারবে।"
তবু আমার অলস হৃদয়ে অনুরণিত হয় এক নিঃশব্দ সুরের লহরী, যেন সেখানে লুকিয়ে আছে এক মধুর নিস্তব্ধতা। জানি আমার গন্তব্য কোথায়, তবু কোনো এক অজানা যন্ত্রণা আমায় থামিয়ে রাখে। সফলতার কিনারায় দাঁড়িয়ে থাকা যেন এক অনন্ত অপেক্ষা; নিজেকে দেখি এক রাতের তারার মতো, যা ঝলমল করে কিন্তু কখনোই পৃথিবীর ধুলায় তার আলো ছড়াতে পারে না।
এই দহন-মোহের বন্ধনে বাঁধা পড়ে বারে বারে ফিরে আসি—স্বপ্নের পথে পা না বাড়ানোর এক অসীম যন্ত্রণা নিয়ে, যেন এই যন্ত্রণাই আমার অস্তিত্বের আভাস।