
05/09/2025
১ ট্রিলিয়ন টন ওজনের আইসবার্গ ভেঙে যাচ্ছে❗এর প্রভাব কী হতে পারে❓
বিশ্বের সবচেয়ে বড় আইসবার্গ A23a তার তিন দশকের ঘুম ভেঙে এবার ভেসে উঠেছে দক্ষিণ আটলান্টিকের উষ্ণ সাগরে❗১ ট্রিলিয়ন টন ওজনের এই বিশাল বরফখন্ডটি এখন দ্রুত গলে যাচ্ছে, আর এর প্রভাব হতে চলেছে সুদূরপ্রসারী।
A23a-এর এই পরিবর্তন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন❓
✅ জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে।
✅ সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হওয়ার সম্ভাবনা দেখা দেবে।
✅ নৌ-চলাচল ও বাণিজ্যিক জাহাজের পথে নতুন চ্যালেঞ্জ তৈরি হবে।
✅ সামুদ্রিক প্রাণীদের জীবনচক্র ও খাদ্যাভ্যাসে ব্যাপক প্রভাব পড়বে।
A23a-এর এই নীরব ভাঙন জলবায়ু পরিবর্তনের এক সুস্পষ্ট বার্তা।