Maua Jannat

Maua Jannat কবিতা লেখার চেষ্টা করি, শিখি নিয়মিত। আবৃত্তি ও গান করি

06/09/2025

বিয়ে হলো প্রেমের কফিন
- মাওয়া জান্নাত

06/09/2025

অভিমান নেই যে প্রেমে
সেই প্রেম মৃত!

মাওয়া জান্নাত

04/09/2025
20/08/2025

আমার বুক তোমার জায়নামাজ!

13/08/2025

I'm tired with my monkey brain

13/08/2025

তুমি আমার শরীরে জ্বর হয়ে এসো,
তীব্র ব্যথা হয়ে এসো,
তবু এসো...
এই জ্বরে মরে যাবো

আমাকে ছুঁয়ে দিনবাড়িয়ে দিন তৃষ্ণা একটু শুধু মধু চাইছিআপনার দেয়া বিষ না আমার কাঁধ - গলা ছুঁয়ে দিনদিন আমাকে রাঙিয়ে হৃদয় জুড়...
10/05/2025

আমাকে ছুঁয়ে দিন
বাড়িয়ে দিন তৃষ্ণা
একটু শুধু মধু চাইছি
আপনার দেয়া বিষ না

আমার কাঁধ - গলা ছুঁয়ে দিন
দিন আমাকে রাঙিয়ে
হৃদয় জুড়ে প্রেম লেপে দিন
আর অবেলার ঘুম দিন ভাঙিয়ে

আমার পিঠ - চোখ ছুঁয়ে দিন
আমাকে করুন একটু শান্ত
আমি কবিতা শুনবোনা
সেই গানটি গান তো

আমার ঠোঁট - চিবুক ছুঁয়ে দিন
দিন তুফান খুঁজে এনে
এই বাজারে কে দেবে আদর
সস্তার দামে জেনে!

চুমুতে চুমুতে অস্থির করে দিন
সমুদ্রে আসুক সাইক্লোন টাইফুন
আমিও হারাবো নেশায় মেতে
মাঝিরাও হারাবে নৌকার হাল গুন

একটি ঝড়
©️®️ জান্নাতুল মাওয়া

03/02/2025

রক্তে লেগেছে দোল
অন্ধ হাত , খাবে জাত।
ভগবান রক্ষে করো
কী এক যন্ত্রণা হয়েছে জড়ো!

02/12/2024

জমানো ক্ষোভ, কষ্ট, যন্ত্রণা
দু'শো বছর ধরে উদগীরণ করে যে আগ্নেয়গিরিটি এখন মৃত -
তার গল্প বলছি।
মনে পড়ছে?
সেই যে খটখটে গম্ভীর
গোমড়ামুখো পাহাড়টা-
মেঘকে ভালোবেসে হয়েছিল ছাব্বিশ বছরের ছোকরা!

মেঘকে বজ্র কেড়ে নেবার পর
পাহাড়টা-
আবার ভালোবেসেছিল
সেই কুয়াশা বালিকাকেও কেড়ে নিলো বখাটে রোদ!

তারপর,
পাহাড়ের হাঁড় পাঁজরের খাঁদটি হলো জলন্ত আগ্নেয়গিরি।
সে কথা তো আগেই শুনেছ।

শতশত বছর ধরে সে লাভা বেয়ে বেয়ে সৃষ্টি হয়েছে কত অসহ্য সুন্দর দ্বীপ!
কিন্তু, পাহাড়টার বুকে তৈরী হলো এক প্রকাণ্ড আগ্নেয় হ্রদ!

এক চঞ্চল সন্ধ্যা বেলা -
কালো মেঘ কুণ্ডলী পাকিয়ে ঝরালো কয়েক পসলা বৃষ্টি
ভাবছো সেও বুঝি কিশোরী?
না না! শোনো বলি

বৃষ্টি ছিল এক পরিপূর্ণ নারী
রাগ, কষ্ট, যন্ত্রণা ধুয়ে মুছে দিতে সে ছিল দক্ষ !
পাহাড়টার শূন্য বুক দেখে তার ভারি মায়া হলো
পাহাড়টাও যেন দুধের বালক
তার বুকটাতে আদর সেও চায়।
পাহাড়টা বৃষ্টিকে বললো -
"আমার বুকটা ভিষণ ফাঁকা
তাতে একটু আদর মাখা "

বৃষ্টি প্রেমে,আদরে,জলের চুম্বনে পাহাড়টাকে ছলছল করে দিলো

সেই বুকটা এখন আর শূন্য নয়
বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো
কোথাও সঞ্চিত যন্ত্রণার অস্তিত্ব নেই
নেই নিঃসঙ্গতা
নেই আর কোনো অপূর্ণতা
বৃষ্টি আর পাহাড়ের সঙ্গম ধূসর বানানে লিখে নিল মহাকাল!

সেই শেষ না হওয়া গল্পটা
©️®️ জান্নাতুল মাওয়া

Address

Jhenida
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maua Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share