Jhenidah Chokh ঝিনেদার চোখ

Jhenidah Chokh ঝিনেদার চোখ ঝিনাইদহ জেলার একমাত্র মুখপাত্র । সবখবর সবার আগে

30/10/2025

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের লা'শ উদ্ধার

ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের মর'দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির হাত পা ও গলা বাধা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

ইসাহাক আলী রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে ওই মর'দেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহাক আলীর মর'দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে লা'শ উদ্ধার করে। এরপর মর'দেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মৃতের স্বজনদের দাবি, ঘাতকরা হাত পা বেঁধে ইসাহাক আলীকে হ'ত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান নিহতের স্বজনরা।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পা বেধে গলায় ফাঁ'স দিয়ে ইসাহাক আলীকে হ'ত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃ'ত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে।

30/10/2025

ঝিনাইদহে শিবিরের আয়োজনে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান

তিনি আজ (২৯ অক্টোবর) বুধবার ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে সরকারী কেসি কলেজ শাখা শিবিরের আয়োজনে এক নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান ।

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, জেলা শহর শাখার শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন । এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামাতের আমীর আলী আজম মোঃ আবু বকর, কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইমসহ অন্যান্যরা ।

এসময় কেসি কলেজের তিনশতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন ।

30/10/2025

মহেশপুরে জামায়াত-বিএনপি সং'ঘর্ষ

ঝিনাইদহের মহেশপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপি কর্মীদের মধ্যে সং'ঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আ'হত হয়েছেন।

উপজেলার যাদবপুর বাজারে জামায়াতের গণসংযোগ চলাকালে এ সংঘ'র্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গণসংযোগ শেষে মাগরিবের নামাজের পর জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘ'র্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আ'হত হন। আহ'তদের স্থানীয়রা উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

30/10/2025

শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুক নিয়ে ঝিনাইহে কি বলে গেলেন??

28/10/2025

ঝিনাইদহে লাইসেন্সের দাবিতে খুচরা বিক্রেতা সাব ডিলারদের মানববন্ধন

27/10/2025

গণভোটের দাবীতে রাস্তায় ঝিনাইদহ জামায়াত ইসলাম

27/10/2025

ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

24/10/2025

জিকে সেচ প্রকল্প চালুর দাবিতে ঝিনাইদহে সাংবাদিক সম্মেলন

জিকে সেচ প্রকল্প চালু ও তিস্তা-গঙ্গা নদীর পানির ন্যায্য হিসাব দাবিতে ঝিনাইদহে সাংবাদিক সম্মেলন করেছে জাতীয় কৃষক খেতমজুর সমিতি । আজ (২৪ অক্টোবর) দুপুরে শহরের নঈম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তারা এ সাংবাদিক সম্মেলন করে ।

সেখানে জাতীয় কৃষক খেতমজুর সমিতির ঝিনাইদহ-মাগুরা-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা জেলার আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কৃষক নেতা তসলিমুর রহমান, আলাউদ্দিন ওমর, কাজী শওকত, সাহিদুল এনাম পল্লব, উদয় শংকর বিশ্বাস, সত্য বিশ্বাস, মিজানুর রহমান, সেলিম হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তব্যে তারা বলেন, অনতিবিলম্বে জিকে সেচ প্রকল্প চালু পূর্ণাঙ্গ করে, পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। গঙ্গা ও তিস্তা নদীসহ পানির ন্যায্য হিস্যা দিতে হবে। সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যায় ৬০ উর্ধ্ব কৃষকের পেনশন ভাতা চালু করতে হবে। হাটবাজারে কৃষকের নিকট থেকে ফসল ক্রয় কালে দুই তিন কেজি ঢলকা প্রথা বাতিল করতে হবে। সার-বীজ কীটনাশকসহ কৃষি উপকারের দাম কমাতে হবে। উৎপাদিত্য কৃষি পণ্যের লাভজনক ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। ক্ষেতমজুরের সারা বছরের কাজ ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দিতে হবে। সর্বস্তরের রেশনিং প্রথা চালু করতে হবে। উজানের নদীর সাথে ভাটির নদীর সংযোগ দিতে হবে এবং পানের ন্যায্য মূল্য নিশ্চিত কর বিদেশে পান রপ্তানিতে শুল্ক কমাতে হবে ।

23/10/2025

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানিতে ডু'বে দুই বছর বয়সী এক শিশুর মৃ'ত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার তাহেরহুদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গার জামজামী ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রবাসী হৃদয় হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহরিয়ার তার মায়ের সাথে সম্প্রতি নানি বাড়ি হরিনাকুন্ডুতে বেড়াতে আসে । আজ সকালের দিকে বাড়ির পাশের পুকুরের ধারে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।

এমন সময় অন্যরা তাকে দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়। এরপর তাকে মৃ'ত অবস্থায় স্বজন উ'দ্ধার করে।

এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় কোনো মা'মলা হয়নি বলে জানিয়েছেন হরিনাকুন্ডু থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার।

23/10/2025

খুচরা সার ব্যবসায়ীদের লাইসেন্স বহালের দাবিতে শৈলকুপায় বিক্ষো'ভ

23/10/2025

সিসা দূষণ প্রতিরোধে ঝিনাইদহে মানববন্ধন

23/10/2025

মিডিয়াকর্মি স্বর্ণময়ীর আ'ত্মহ'ত্যায় প্ররো'চানাকারীর শা'স্তির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

Address

HSS Road
Jhenida
7000

Alerts

Be the first to know and let us send you an email when Jhenidah Chokh ঝিনেদার চোখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jhenidah Chokh ঝিনেদার চোখ:

Share