Government K.C Collage Jhenidaha

Government K.C Collage Jhenidaha আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লা💕

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Umaiya Kamal Nishu, দ্যা এ্যালকেমিস্ট
02/10/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Umaiya Kamal Nishu, দ্যা এ্যালকেমিস্ট

16/09/2025

*সালাত – আল্লাহর সঙ্গে আপনার সংযোগের তার*

এটি দ্রুত শেষ করে ফেলবেন না, অবহেলা করবেন না, দুনিয়ার বিনিময়ে এটি বিক্রি করবেন না। সালাতই হাশরের দিন আপনার প্রথম প্রশ্ন হবে। এটা শান্তি ও শূন্যতার, আলো ও অন্ধকারের মধ্যে পার্থক্য তৈরি করে। আপনার সালাতকে রক্ষা করুন — তাহলে আল্লাহ আপনার হৃদয়, জীবন এবং আখিরাতকে রক্ষা করবেন। 🌸🤍

16/09/2025

যদি তুমি স্বেচ্ছায় রোজা রাখো না, ক্ষুধার কারণে
আর দেরিতে পড়ো এশার নামাজ, ক্লান্তির অজুহাতে
আর সুন্নত নামাজ ছেড়ে দাও, তাড়াহুড়োর কারণে
আর দান-সদকা বন্ধ করো, নিজের প্রয়োজনে
আর কুরআন ত্যাগ করো, ব্যস্ততার কারণে
আর সৎকর্ম পরিহার করো, অলসতার কারণে
আর তওবা পিছিয়ে দাও, অবহেলার কারণে
তাহলে কোন জান্নাতের দৌড়ের কথা বলছো তুমি?

13/09/2025

💝গোসল খানাতে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি?💖

উত্তর: বাহির থেকে দেখা না গেলে সুযোগ আছে। তবে উত্তম নয়। উলঙ্গ না হয়ে কাপড় পরে গোসল করাই উত্তম। বাহ্‌য ইবনু হাকীম (রাঃ) হতে তার পিতা ও দাদা থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আমাদের ঢেকে রাখার অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখবো এবং কার সামনে অনাবৃত করবো? তিনি বলেনঃ তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সবার সামনে তা আবৃত রাখো। বর্ণনাকারী বলেনঃ যতদূর সম্ভব কেউ যেন অন্যের গোপন অঙ্গের দিকে না তাকায়। বর্ণনাকারী বলেন, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল! আমাদের কেউ যখন নির্জনে থাকে? তিনি বলেনঃ লজ্জার ব্যাপারে আল্লাহ মানুষের চেয়ে অধিক হকদার।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০১৭

পা-প কখনো গোপন থাকে না, একদিন না একদিন তা প্রকাশ পেয়েই যায়। কারো দুনিয়াতে কারো আখিরাতে, প্রকাশ পেয়েই যায়। দুনিয়ায় প্রকাশ...
12/09/2025

পা-প কখনো গোপন থাকে না, একদিন না একদিন তা প্রকাশ পেয়েই যায়। কারো দুনিয়াতে কারো আখিরাতে, প্রকাশ পেয়েই যায়। দুনিয়ায় প্রকাশ পেয়ে গেলে ক্ষ-তির কিছু নাই – নিজেকে শোধরালেই হয়ে যায়, আর - আখিরাতে প্রকাশ পেলে শোধরানোর উপায় নাই, বান্দার করার কিছু থাকেনা, সে চরম ক্ষ-তিতে নিমজ্জিত হয়।

সময় থাকতে তওবা করে নিন আস্তাগফিরুল্লাহ

10/09/2025

অধিকাংশ নারী পাপে জড়ানো থেকে নিজেকে বিরত রাখতে পারে না। বিশেষ করে

- গীবত,
- অভিভাবকের কথা না শোনা,
- মিথ্যা বলা এবং
- অনুমতি ছাড়া বাড়ি থেকে বের হওয়ার মতো পাপ কাজে প্রায় প্রতিটা নারীই লিপ্ত।

> ~ ইমাম ইবনুল ওয়াযীর (রহ.) সূত্র: আল-আওয়াসেম, ২/২০৪

04/09/2025

*নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা — আত্মাকে অপমান করা*

জীবন থেকে "তুলনার" ধারণা মুছে ফেলুন। তুমি যাকে দেখে হিংসা করো বা আফসোস করো, জানো না — সে কী হারিয়েছে, কিংবা জীবনের কোন দিক থেকে সে সংকটে আছে।

✅ নিজের ওপর বিশ্বাস রাখো।
✅ আত্মাকে সম্মান দাও।
✅ গর্ব নিয়ে জীবন কাটাও।
✅ যেমন ভাবে দিন কাটাও না কেনো আলহামদুলিল্লাহ বলো।

মনে রেখো — অনেকেই আছেন, যারা তোমাকে দেখে মনে মনে চায়: ইশ! যদি আমি তার মতো হতে পারতাম। ♡♡♡💝💝💝

02/09/2025

আজ থেকেই এইসব কাজ শুরু করার চেষ্টা করুন, ধীরে ধীরে নিজের জীবন বদলে দিতে সাহায্য করবে ইন শা আল্লাহ

🌸 ইস্তিগফার ও দরুদ বাড়িয়ে দাও — প্রতিদিন ১০০০ বার পড়ার চেষ্টা করো।
🌸 যখন দুশ্চিন্তা বা চাপ অনুভব করো, যিকিরে শান্তি খোঁজো।
🌸 কিছুদিনের জন্য অদৃশ্য হয়ে যাও — নিজের উপর মনোযোগ দাও।
🌸 নিঃসঙ্গতায় অনেক কিছু শেখার থাকে, সেটা উপলব্ধি করো।
🌸 রাতের শেষ তৃতীয়াংশে জেগে উঠো, আল্লাহর কাছে মাফ চাও এবং যা চাও সব চেয়ে নাও।

ধৈর্য ধরো, নিয়মিত চর্চা করো, এবং আল্লাহর উপর ভরসা রাখো। তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে — ইন শা আল্লাহ।

01/09/2025

তোমরা যদি আল্লাহর নেয়ামত গণনা করতে চাও, তবে তা গুণে শেষ করতে পারবে না। 📖 (সূরা ইব্রাহিম: ৩৪)

তোমার শরীর সুস্থ, তুমি নিরাপদে বাস করো, খাবার, কাপড়, বাতাস, পানি — সবই তো আছে!

➤ আসলে তুমি অজান্তেই এই দুনিয়ার অগণিত নিয়ামত ভোগ করছো।
➤ তুমি জীবনের মালিক হয়েও জীবনের মূল্য বুঝছো না।

তাই আল্লাহর অফুরন্ত নিয়ামতের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানাও, আর তাঁর লজ্জার পর্দার জন্য শুকরিয়া আদায় করো। ♡♡♡

31/08/2025

*নিজের নিয়ত ঠিক করে নাও, আল্লাহ তোমার অবস্থা ঠিক করে দেবেন। আর অন্যদের জন্য কল্যাণ কামনা করো, তাহলে কল্যাণ এমন জায়গা থেকে আসবে যেখান থেকে তোমার কল্পনাতেও ছিল না।💖💖💖💖

Address

Jhenida
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Government K.C Collage Jhenidaha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Government K.C Collage Jhenidaha:

Share