19/10/2025
মানুষ কখন বদলায় জানেন?পৃথিবীর সবথেকে প্রিয় মানুষগুলোর কাছ থেকে যখন অতিরিক্ত অবহেলা আর প্রতিনিয়ত কথার তিক্ততা বেশি পেয়ে থাকে তখন তা বিষের থেকেও বেশী বিষাক্ত মনে হয়।মানুষের আঘাত দেওয়ার জন্য মারাও লাগেনা,মাত্র কয়েক সেকেন্ডের কথাতেও বুঝিয়ে দেওয়া যায় অনায়াসেই ।আর তা থেকে হৃদয়ের অন্তরের অনরস্থলে যে ক্ষত তৈরি হয় তা আর সহজে জোরা লাগে না হাজার চেষ্টা করলেও ।হয়ত এটাই সৃষ্টিকর্তার দেওয়া সেরা উপহার ।