Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ

Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ দাঁতের বিষয়ে সার্বিক পরামর্শ ও সহযোগিতা পাবেন। Assalamu Alaikum to all visitors of Noor Dental Page. Here we present your health tips and paying teeth service.

so everyone visit our page for good teeth,good health and good life. please everyone share our page and like ,comment........
thanks to all people that visit our page and invite our chamber "NOOR DENTAL,Jhenaidah, Bangladesh"

Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ
06/08/2025

Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ

৯৮ শতাংশ শিশুর শরীরে উদ্বেগজনক মাত্রায় সিসাবাংলা ট্রিবিউন রিপোর্ট০৬ আগস্ট ২০২৫, ১৯:২৬শিশুদের সিসা-দূষণ থেকে বাঁচাতে জরুর...
06/08/2025

৯৮ শতাংশ শিশুর শরীরে উদ্বেগজনক মাত্রায় সিসা
বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২৫, ১৯:২৬

শিশুদের সিসা-দূষণ থেকে বাঁচাতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আইসিডিডিআর,বি বুধবার (৬ আগস্ট) “বাংলাদেশে সিসা-দূষণ প্রতিরোধ: অগ্রগতি ও চ্যালেঞ্জ” শীর্ষক এক বিশেষ আলোচনা সভার আয়োজন করে। এই সভার মূল উদ্দেশ্য ছিল— বাংলাদেশে সিসা দূষণের ব্যাপকতা ও এর ভয়াবহতা তুলে ধরা এবং এর থেকে মুক্তির উপায়গুলো আলোচনা করা। গবেষণার বরাত দিয়ে আলোচনায় বলা হয়, ৯৮ শতাংশ শিশুর রক্তে সিডিসির উদ্বেগজনক মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম/লিটারের চেয়ে বেশি সীসা পাওয়া গেছে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন— আইসিডিডিআর,বি-র হেলথ সিস্টেমস অ্যান্ড পপুলেশন স্টাডিজ ডিভিশনের সিনিয়র ডিরেক্টর ড. সারাহ স্যালওয়ে। তিনি বলেন, “সিসা-দূষণ বাংলাদেশের একটি বড় জনস্বাস্থ্য সমস্যা— যা প্রায়ই আমাদের নজর এড়িয়ে যায়। বিশেষ করে দূষণ সৃষ্টিকারী কারখানার আশপাশের শিশুরা এর সবচেয়ে বড় ভুক্তভোগী।”

সিসা একটি বিষাক্ত ভারী ধাতু, যা নীরবে লাখ লাখ মানুষের, বিশেষ করে শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্যের ক্ষতি করে চলেছে। রক্তে সীসার কোনও নিরাপদ মাত্রা নেই, তবে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শিশুদের রক্তে প্রতি লিটারে ৩৫ মাইক্রোগ্রামের বেশি সীসার উপস্থিতি উদ্বেগজনক বলে মনে করে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে সিসা-দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশ চতুর্থ অবস্থানে রয়েছে, যেখানে প্রায় ৩ কোটি ৬০ লাখ শিশু রক্তে উচ্চ মাত্রার সিসা নিয়ে জীবনধারণ করছে।
Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ
এই অনুষ্ঠানে উপস্থাপিত একটি গবেষণায় দেখা যায়, ২০০৯-২০১২ সালের মধ্যে ঢাকার বস্তি এলাকায় ২ বছরের কম বয়সী ৮৭ শতাংশ শিশুর রক্তে প্রতি লিটারে সিসার মাত্রা ৫০ মাইক্রোগ্রামের বেশি ছিল, যা তাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হওয়ার একটি প্রধান কারণ।

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেডিসিন বিভাগের অধ্যাপক এবং আইসিডিডিআর,বি-র সাবেক পরিচালক, প্রফেসর স্টিভ লুবি বলেন, সিসা শিশুদের মস্তিষ্কের বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করে, যার ফলে তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা (আইকিউ) ও শেখার ক্ষমতা হ্রাস পায়। এর প্রভাব পরবর্তী প্রজন্মের ওপরও স্থায়ীভাবে থেকে যেতে পারে।

তিনি আরও বলেন, আমরা নিঃশ্বাসের সঙ্গে যে বাতাস নেই, যে খাবার খাই, যে দূষিত মাটি বা ধূলিকণা স্পর্শ করি এবং এমনকি গর্ভাবস্থায় মায়ের প্লাসেন্টার মাধ্যমেও সিসা আমাদের শরীরে প্রবেশ করে। এত বিভিন্ন উপায়ে সিসা প্রবেশ করে বলে এর সংস্পর্শ থেকে বাঁচা প্রায় অসম্ভব। যদি না আমরা পরিবেশে এর মূল উৎসগুলো, বিশেষ করে যেগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, তা বন্ধ করি।

আইসিডিডিআর,বি-র প্রজেক্ট কোঅর্ডিনেটর ডা. মো. মাহবুবুর রহমান গত ১০ বছরের সিসা-সম্পর্কিত গবেষণার ফলাফল তুলে ধরেন। তিনি বলেন, সিসা-দূষণের প্রধান উৎসগুলোর মধ্যে রয়েছে সীসা ও ব্যাটারি-সম্পর্কিত শিল্প-কারখানা, সিসাযুক্ত রঙ এবং প্রসাধনী ও রান্নার পাত্রের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।

তবে আশার কথা হলো, রান্নায় ব্যবহৃত হলুদে ভেজাল (লেড ক্রোমেট দিয়ে পালিশ করা) প্রতিরোধে বেশ সফলতা এসেছে। আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের একটি গবেষণা দল অন্তঃসত্ত্বা নারীদের রক্তে সিসা-দূষণের অন্যতম প্রধান উৎস হিসেবে রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়াকে চিহ্নিত করার পর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নেতৃত্বে এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম ও আইন প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়। এর ফলে, ২০১৯ সালে যেখানে ৪৭ শতাংশ রান্নার হলুদের নমুনায় সীসা পাওয়া যেত, তা কমে ২০২১ সালে শূন্যের কাছাকাছি চলে আসে।

আইসিডিডিআর,বি-র অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট ডা. জেসমিন সুলতানা ২০২২-২০২৪ সালের মধ্যে ঢাকায় পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণার প্রাথমিক ফলাফল তুলে ধরেন। এ গবেষণায় ২ থেকে ৪ বছর বয়সী ৫০০ জন শিশুকে অন্তর্ভুক্ত করা হয়।

তিনি জানান, প্রতিটি শিশুর রক্তেই সীসার উপস্থিতি পাওয়া গেছে (মধ্যমমাত্রা: ৬৭ মাইক্রোগ্রাম/লিটার), এবং ৯৮ শতাংশ শিশুর রক্তে সিডিসির উদ্বেগজনক মাত্রা ৩৫ মাইক্রোগ্রাম/লিটারের চেয়ে বেশি সীসা ছিল। এই গবেষণায় চিহ্নিত সীসা-নির্ভর শিল্প স্থাপনার ১ কিলোমিটারের মধ্যে বসবাসকারী শিশুদের রক্তে সীসার মাত্রা ছিল ৫ কিলোমিটারের বেশি দূরত্বে বসবাসকারী শিশুদের তুলনায় ৪৩ শতাংশ বেশি। সিসার অন্যান্য উৎসের মধ্যে রয়েছে— ঘরের ভেতরে ধূমপান, দূষিত ধূলিকণা, সিসাযুক্ত প্রসাধনী সামগ্রী ও রান্নার পাত্র।

আলোচনা সভা থেকে সিসা-নির্ভর শিল্প স্থাপনা, যেমন- লেড-এসিড ব্যাটারি বানানো বা রিসাইক্লিং করার কারখানা বা স্থান, অথবা যেসব কারখানা বা স্থাপনায় সীসা গলানো বা পোড়ানো হয়, এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। কারণ, এই প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নিলে বা দূষণ কমানোর ব্যবস্থা নিলে ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের সিসা দূষণ থেকে বাঁচানো সম্ভব।

আইসিডিডিআর,বি-র নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ বলেন, “সিসার বিষক্রিয়া নীরবে আমাদের শিশুদের ভবিষ্যৎ সম্ভাবনা কেড়ে নিচ্ছে। এটি তাদের মস্তিষ্কের পরিপূর্ণ বিকাশ বাধাগ্রস্ত করে এবং দেহে পুষ্টির ঘাটতি সৃষ্টি করে, যা বাংলাদেশের ভবিষ্যতকেই পিছিয়ে দেয়। তাই আমাদের দৃঢ় সংকল্প নিয়ে সিসা নিঃসরণকারী উৎসগুলো বন্ধ করতে হবে— যাতে প্রতিটি শিশু সুস্থ ও বুদ্ধিদীপ্ত হয়ে বেড়ে উঠে এবং দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে।”

এই আলোচনা সভায় আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষক এবং বিভিন্ন গণ্যমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের শিশুদের জন্য একটি সুস্থ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার অঙ্গীকারের মধ্য দিয়ে সভাটি শেষ হয়।

আসসালামু আলাইকুম🛡 টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়! 🛡অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার দেশব্য...
06/08/2025

আসসালামু আলাইকুম

🛡 টাইফয়েড টিকা এখন সরকারি ব্যবস্থাপনায়! 🛡

অত্যন্ত আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী সেপ্টেম্বর সারাদেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য টাইফয়েড ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হবে।

🔹 ভ্যাকসিনের নাম: TCV (Typhoid Conjugate Vaccine)

🔹 ডোজ: মাত্র ১টি (০.৫ মি.লি), যা মাংসপেশীতে দেওয়া হবে

🔹 কারা পাবে: ৯ মাস বয়সী শিশু থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থী

🔹 কোথায় দেওয়া হবে:

◾ স্কুলের শিক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ে
◾ অন্যদের স্থানীয় টিকা কেন্দ্রে
যাবে।

🔹টাইফয়েড টিকা কেন জরুরি?

টাইফয়েড একটি মারাত্মক ব্যাকটেরিয়াজনিত রোগ। এই টিকা আপনার শিশুকে টাইফয়েড জ্বর থেকে নিরাপদ রাখে।
Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ
🔹 টিকা নিতে যা দরকার:

✔ ১৭-ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ
(না থাকলে এখনই করে ফেলুন)
✔ EPI ক্যাম্পেইনের সময় ঘোষণার পর আপনার এলাকার EPI (Expanded Programme on Immunization) সেন্টারে যান
✔ সঙ্গে নিন শিশুকে ও জন্মনিবন্ধনের সনদ

🌐 রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন:
👉 https://vaxepi.gov.bd

🔹 আগে যারা HPV টিকার সময় নিবন্ধন করেছেন, তাদের নতুনভাবে রেজিস্ট্রেশন করার দরকার নেই।
➤ শুধু লগইন করে টাইফয়েড টিকার জন্য রেজিস্টার করলেই হবে।
➤ মোবাইল নম্বর ভুলে গেলে “Forget Mobile Number” অপশন ব্যবহার করুন।

🔹যারা এখনো রেজিস্ট্রেশন করেননি –
১. প্রথমে অ্যাকাউন্ট তৈরি করুন
২. এরপর টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করুন

✅ এই টিকাটি নিরাপদ, কার্যকর এবং আপনার সন্তানকে টাইফয়েড জ্বর ও তার জটিলতা থেকে সুরক্ষা দেয়।

#কিছু তথ্য:

#করা নিতে পারবে না?
গর্ভবতী মা
ব্রেস্ট ফিডিং মা
এলার্জি রিঅ্যাকশন
(টিকা নিলে এলার্জি হয় এরকম পূর্বের
ইতিহাস ছিল)

#বাচ্চারা একবার দিলে কি আবার দিতে পারব?
এই টিকার কার্যকারিতা থাকে তিন বছর
থেকে পাঁচ বছর পর্যন্ত।

বাচ্চারা একবার নিলে আবার টিকাটি নিতে
পারবে।

এখনই প্রস্তুতি নিন,শিশুকে টাইফয়েড # থেকে সুরক্ষিত রাখুন!

🦷 দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার ১০টি কারণ:💊উচ্চমূল্যের যন্ত্রপাতি: এক্স-রে, রুট ক্যানেল মেশিন, লেজার ইত্যাদি।💊বিশেষজ্ঞ ...
06/08/2025

🦷 দাঁতের চিকিৎসা ব্যয়বহুল হওয়ার ১০টি কারণ:

💊উচ্চমূল্যের যন্ত্রপাতি: এক্স-রে, রুট ক্যানেল মেশিন, লেজার ইত্যাদি।

💊বিশেষজ্ঞ চিকিৎসক: ডেন্টিস্টদের দীর্ঘ প্রশিক্ষণ ও দক্ষতা প্রয়োজন।

💊জীবাণুমুক্ত পরিবেশ: প্রতিবার স্টেরিলাইজেশন ও ডিসপোজেবল সামগ্রী ব্যবহার করতে হয়।

💊সূক্ষ্ম ও জটিল কাজ: দাঁতের কাজ খুব ছোট জায়গায় নিখুঁতভাবে করতে হয়।

💊একজনের জন্য আলাদা উপকরণ: প্রতিটি রোগীর জন্য আলাদা যন্ত্র ও উপকরণ লাগে।

💊ওষুধ ও এক্স-রের খরচ: চিকিৎসার সঙ্গে এক্স-রে ও ওষুধের খরচও যোগ হয়।

💊কসমেটিক ট্রিটমেন্ট ব্যয়বহুল: ব্রেস, ভিনিয়ার, ইমপ্ল্যান্ট ইত্যাদির খরচ বেশি।

💊দীর্ঘ সময় লাগে: একটি রুট ক্যানেল বা ব্রিজে একাধিক সেশন দরকার হয়।

💊ল্যাব খরচ: অনেক ট্রিটমেন্টে (ক্রাউন, ব্রিজ) ডেন্টাল ল্যাব খরচ যুক্ত হয়।

💊সার্ভিস ও মান: ভালো মানের ক্লিনিক ও চিকিৎসা মানেই একটু বেশি খরচ।
Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!
05/08/2025

🎉 Facebook recognized me as a consistent reels creator this week!

🦷মার্কারী ফিলিংয়ের ক্ষতিকর দিক 🦷মার্কারী ফিলিং (Mercury Filling) – যেটিকে সাধারণত অ্যামালগাম ফিলিং (Amalgam Filling) বল...
04/08/2025

🦷মার্কারী ফিলিংয়ের ক্ষতিকর দিক

🦷মার্কারী ফিলিং (Mercury Filling) – যেটিকে সাধারণত অ্যামালগাম ফিলিং (Amalgam Filling) বলা হয় – এতে পারদ (mercury), রূপা (silver), টিন (tin), তামা (copper) ইত্যাদি ধাতব উপাদান থাকে। যদিও এটি বহু বছর ধরে দাঁতের ক্ষয় পূরণে ব্যবহৃত হয়ে আসছে, তবে এতে থাকা পারদের জন্য কিছু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।

🛑 মার্কারী ফিলিংয়ের ক্ষতিকর দিকসমূহ:
1. পারদ বাষ্প নির্গমন করে
অ্যামালগাম ফিলিং থেকে খুব অল্প পরিমাণে পারদ বাষ্প নির্গত হতে পারে, বিশেষত চিবানো, দাঁত ঘষাঘষি করা বা গরম পানীয় খাওয়ার সময়।

দীর্ঘমেয়াদে এটি ফুসফুস দিয়ে শরীরে ঢুকে স্নায়ুতন্ত্র ও কিডনিতে প্রভাব ফেলতে পারে।

2. অ্যালার্জি বা সংবেদনশীল প্রতিক্রিয়া
কিছু মানুষ পারদের প্রতি সংবেদনশীল হতে পারে, যার ফলে মুখে জ্বালা, ফোলাভাব বা অন্যান্য অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

3. গর্ভবতী নারীদের জন্য ঝুঁকিপূর্ণ
গর্ভাবস্থায় মার্কারী শরীরে প্রবেশ করলে গর্ভের শিশুর মস্তিষ্কের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

4. পরিবেশ দূষণ
ফিলিং বাদ দেওয়ার সময় বা ফেলায় মার্কারী পরিবেশে মিশে যায় এবং জলজ প্রাণী ও পরিবেশে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

5. কোনো কোনো ক্ষেত্রে মানসিক সমস্যা
দীর্ঘমেয়াদি মার্কারী এক্সপোজারে মাথাব্যথা, মনোযোগে সমস্যা, হতাশা বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার মতো মানসিক উপসর্গ দেখা দিতে পারে।

✅ বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়?
💊কম্পোজিট ফিলিং (Composite resin) – দাঁতের রঙের সঙ্গে মেলে, মার্কারী নেই।

💊গ্লাস আয়োনোমার (Glass Ionomer) – শিশুদের দাঁতের জন্য ভালো বিকল্প।

💊সেরামিক বা পোরসেলিন ফিলিং – দীর্ঘস্থায়ী ও দেখতে ভালো।

🔍মার্কারী ফিলিং এখনও অনেক দেশে নিরাপদ ও কার্যকর হিসেবে বিবেচিত হয়, তবে যাদের স্বাস্থ্য ঝুঁকি বেশি বা যাঁরা পরিবেশ-সচেতন, তাঁদের জন্য বিকল্প ফিলিং বেছে নেওয়া অধিক উত্তম।
Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ

প্রতিদিন রসুন খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?০৩ আগস্ট ২০২৫, ২০:৩৮🧄রসুন অ্যালিসিন নামক একটি রাসায়নিক তৈরি করে। এটিই রসুন...
04/08/2025

প্রতিদিন রসুন খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
০৩ আগস্ট ২০২৫, ২০:৩৮

🧄রসুন অ্যালিসিন নামক একটি রাসায়নিক তৈরি করে। এটিই রসুনকে দারুণ কিছু গুণ প্রদান করে। অ্যালিসিন রসুনের গন্ধও তৈরি করে। প্রাকৃতিক এই সুপারফুড রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা থেকে শুরু করে হৃদরোগের ঝুঁকি পর্যন্ত কমাতে পারে। রসুন কয়েক শতাব্দী ধরে ঔষধি গুণাবলীর জন্য ব্যবহৃত হয়ে আসছে। প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন রাখলে দীর্ঘস্থায়ী অসুস্থতাগুলোকে এড়িয়ে চলতে পারবেন।

🧄রসুনে শক্তিশালী ঔষধি গুণসম্পন্ন যৌগ রয়েছে। রসুনের সালফার যৌগগুলো পরিপাকতন্ত্র থেকে শরীরে প্রবেশ ও শক্তিশালী জৈবিক প্রভাব ফেলে।
কাঁচা রসুন রক্তচাপ কমানোর পাশাপাশি স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে সাহায্য করে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রসুন খাওয়া সিস্টোলিক এবং ডায়াস্টোলিক উভয় রক্তচাপ কমাতে পারে, যা সামগ্রিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

🧄রসুনে ক্যালোরি কম এবং ভিটামিন সি, ভিটামিন বি৬ এবং ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। এতে অন্যান্য বিভিন্ন পুষ্টি উপাদানেরও পরিমাণ রয়েছে। ফলে প্রতিদিন রসুন খেলে সুস্থ থাকা সম্ভব হয়।

🧄ঘন ঘন সর্দি ও সংক্রমণ নিয়ে চিন্তিত? কাঁচা রসুনের শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা শরীরকে অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

🧄২০১৫ সালের একটি গবেষণা বলছে, রসুনে থাকা অ্যালিসিন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দূরে রাখে। নিয়মিত এটি খেলে সর্দি, ফ্লু এবং সংক্রমণের তীব্রতা এবং প্রবণতা কমে।

🧄আমাদের শরীরকে প্রাকৃতিকভাবে বিষমুক্ত করে রসুন। কাঁচা রসুন ক্ষতিকারক পদার্থ বের করে দিয়ে লিভার পরিষ্কার করতে সাহায্য করে। এতে সালফার যৌগও রয়েছে যা ভারী ধাতুর বিষাক্ততা থেকে রক্ষা করে, লিভার এবং কিডনির মতো অঙ্গগুলোর ক্ষতি কমায়।

🧄এইচডিএল কোলেস্টেরল (ভালো কোলেস্টেরল) বৃদ্ধির সাথে সাথে রসুন মোট কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল (খারাপ কোলেস্টেরল) হ্রাস করে।

🧄রসুনে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষের ক্ষতি এবং বার্ধক্যজনিত জ্ঞানীয় অবক্ষয় থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি আলঝাইমার রোগ এবং অন্যান্য ধরনের ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে পারে।

🧄হজমে সাহায্য করে রসুন। এটি পাচক এনজাইম উৎপাদনকে উদ্দীপিত করে এবং শরীরকে আরও দক্ষতার সাথে খাবার ভাঙতে সাহায্য করে। তাছাড়া এর অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্ষতিকারক অন্ত্রের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে রাখে এবং ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে।
তথ্যসূত্র: হেলথলাইন
Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ

Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ Dental Health Tips - দাঁতের স্বাস্থ্য পরামর্শ
04/08/2025

Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ
Dental Health Tips - দাঁতের স্বাস্থ্য পরামর্শ

Dental Health Tips - দাঁতের স্বাস্থ্য পরামর্শ Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ
03/08/2025

Dental Health Tips - দাঁতের স্বাস্থ্য পরামর্শ
Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ

Address

11 No. Agnibina Road
Jhenida
7300

Opening Hours

Monday 09:00 - 20:30
Tuesday 09:00 - 20:30
Wednesday 09:00 - 20:30
Thursday 09:00 - 20:30
Friday 09:00 - 20:30
Saturday 09:00 - 20:30
Sunday 09:00 - 20:30

Telephone

+8801799612962

Alerts

Be the first to know and let us send you an email when Noor Dental BD নূর ডেন্টাল ঝিনাইদহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share