Md Mshiur Rahman

Md Mshiur Rahman Driving is such an important subject where there is no scope to be absent minded.
(3)

ঝড়-তুফান, ঢেউয়ের সাথে যুদ্ধ করে যখন ঘরে ফেরে, তখন এক মুঠো খাবারই তাদের জীবনে আনে আনন্দ।।
20/09/2025

ঝড়-তুফান, ঢেউয়ের সাথে যুদ্ধ করে যখন ঘরে ফেরে, তখন এক মুঠো খাবারই তাদের জীবনে আনে আনন্দ।।

শুধু পশ্চিমে যেতে মন চায়।  সোনার মদীনা,  প্রাণের মক্কা। আল্লাহ তাআলা সবাইকে যাবার তৌফিক দান করুন।  আমীন।।
20/09/2025

শুধু পশ্চিমে যেতে মন চায়। সোনার মদীনা, প্রাণের মক্কা। আল্লাহ তাআলা সবাইকে যাবার তৌফিক দান করুন। আমীন।।

20/09/2025

সড়ক পরিবহন আইনের ধারাঃ ৪১
সংক্ষিপ্ত বর্ণনা: ট্রাফিক নিয়ন্ত্রণ
সম্পূর্ণ বর্ণনা: সরকার বা তৎকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান বা সংস্থা ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ এবং সড়ক নিরাপত্তা বিধানে মোটরযানের ব্যবহার, গতিসীমা, পার্কিং এলাকা, ট্রাফিক সাইন ও সংকেত ব্যবহার, চলাচল ইত্যাদি নির্ধারিত পদ্ধতিতে নিয়ন্ত্রণ করিতে পারিবে।।।

20/09/2025
19/09/2025

একজন রমজান মন্ডলের (৭৪) গল্প। গল্প নয় সত্যি। খুব হৃদয়বিদারক ঘটনা।।।

জুম্মা মুবারক।  আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিক ও ঈমানের সহিত সহজ মৃত্যুর ব্যবস্থা করেন।  আমীন।।
19/09/2025

জুম্মা মুবারক। আল্লাহ তাআলা আমাদের হালাল রিজিক ও ঈমানের সহিত সহজ মৃত্যুর ব্যবস্থা করেন। আমীন।।

19/09/2025

সড়ক পরিবহন আইনের ধারাঃ ৪৯
সংক্ষিপ্ত বর্ণনা: মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি
সম্পূর্ণ বর্ণনা: (১) মোটরযান চলাচলে নিম্নবর্ণিত নির্দেশাবলি মানিয়া চলিতে হইবে, যথা:-
প্রথম অংশ

(ক) মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়া কোনো চালক মোটরযান চালাইতে পারিবেন না;

(খ) মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়া কোনো কন্ডাক্টর বা মোটরযান শ্র্রমিক মোটরযানে অবস্থান করিতে পারিবেন না;

(গ) মোটরযান চালক কোনো অবস্থাতে কন্ডাক্টর বা মোটরযান শ্রমিককে মোটরযান চালনার দায়িত্ব প্রদান করিতে পারিবেন না;

(ঘ) সড়ক বা মহাসড়কে নির্ধারিত অভিমূখ ব্যতীত বিপরীত দিক হইতে মোটরযান চালানো যাইবে না;

(ঙ) সড়ক বা মহাসড়কে নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে বা উল্টো পার্শ্বে বা ভুল দিকে (wrong side) মোটরযান থামাইয়া যানজট বা অন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাইবে না;

(চ) চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা যাইবে না এবং চালক ও সহযাত্রী উভয়কে যথাযথভাবে হেলমেট ব্যবহার করিতে হইবে;

(ছ) চলন্ত অবস্থায় চালক, কন্ডাক্টর বা অন্য কোনো ব্যক্তি কোনো যাত্রীকে মোটরযানে উঠাইতে বা নামাইতে পারিবেন না;

(জ) প্রতিবন্ধী যাত্রীদের জন্য গণপরিবহনে অনুকূল সুযোগ-সুবিধা রাখিতে হইবে;

(ঝ) মোটরযানের বডির সামনে, পিছনে, উভয়পার্শ্বে, বডির বাহিরে বা ছাদে কোনো প্রকার যাত্রী বা পণ্য বা মালামাল বহন করা যাইবে না;

(ঞ) সরকার বা কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো মোটরযানে বিজ্ঞাপন প্রদর্শন বা প্রচার করা যাইবে না;

(ট) কোনো মহাসড়ক, সড়ক, ফুটপাত, ওভারপাস বা আন্ডারপাসে মোটরযান মেরামতের নামে যন্ত্রাংশ বা মালামাল রাখিয়া বা দোকান বসাইয়া বা অন্য কোনোভাবে দ্রব্যাদি রাখিয়া যানবাহন বা পথচারী চলাচলে বাধা সৃষ্টি করা যাইবে না;

(ঠ) সড়কের সংলগ্ন ফুটপাতের উপর দিয়া কোনো প্রকার মোটরযান চলাচল করিতে পারিবে না;

(ড) কোনো ব্যক্তি কোনো মোটরযানের মালিক বা কোনো আইনানুগ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সংশ্লিষ্ট মোটরযান চালাইয়া বাহিরে লইয়া যাইতে পারিবেন না; এবং

(ঢ) আইনানুগ কর্তৃপক্ষ বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো ব্যক্তি দাঁড়াইয়া থাকা কোনো মোটরযানে প্রবেশ বা আরোহন করিবে না।

দ্বিতীয় অংশ

(ক) মোটরযান চালক মোটরযান চালনারত অবস্থায় মোবাইল ফোন বা অনুরূপ সরঞ্জাম ব্যবহার করিতে পারিবেন না;

(খ) মোটরযান চালক সিটবেল্ট বাঁধা ব্যতীত মোটরযান চালাইতে পারিবেন না;

(গ) কোনো যাত্রী চলন্ত মোটরযানে চালকের মনোসংযোগের ব্যাঘাত ঘটে বা মোটরযান চালাইতে অসুবিধা হয় এইরূপ কোনো আচরণ বা কর্মকাণ্ড করিতে পারিবেন না;

(ঘ) মহিলা, শিশু, প্রতিবন্ধী এবং বয়োজ্যেষ্ঠ যাত্রীর জন্য সংরক্ষিত আসনে অন্য কোনো যাত্রী বসিবেন না;

(ঙ) যাত্রীগণের সিটবেল্ট বাঁধা সংক্রান্ত নির্ধারিত বিধান অনুসরণ করিতে হইবে;

(চ) দূরপাল্লার মোটরযানে নির্ধারিত সংখ্যক যাত্রী বা আরোহীর অতিরিক্ত কোনো যাত্রী বা আরোহী বহন করা যাইবে না;

(ছ) কোনো চালক, কন্ডাক্টর বা মোটরযান পরিচালনা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি পরিবহণযানে যাত্রী সাধারণের সহিত কোনো প্রকার দুর্ব্যবহার বা অসৌজন্যমূলক আচরণ বা হয়রানি করিতে পারিবেন না; এবং

(জ) রাত্রি বেলায় বিপরীত দিক হইতে আগত মোটরযান চালনায় বিঘ্ন সৃষ্টি হয় এইরূপ হাইবিম ব্যবহার করিয়া মোটরযান চালানো যাইবে না।

(২) সরকার, বা সরকারের পূর্বানুমোদনক্রমে, কর্তৃপক্ষ, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সময় সময়, মোটরযান চলাচলের সাধারণ নির্দেশাবলি সংশোধন করিতে পারিবে।।

18/09/2025

প্রিয় আমি,

সিগন্যালে কিংবা ট্রাফিক জ্যামে আটকা পড়লেই, অধৈর্য হয়ে হর্ন বাজাতে থাকি। একবারও ভেবে দেখিনা' এতে আশেপাশের মানুষের কতটা অসুবিধা হয়।

স্বাধীনতা মানে তো আর যা খুশি তা করা না, তাই না! আজ থেকে ঠিক করলাম আর অহেতুক হর্ন বাজাবো না।

ইতি আমি

মিশরের ঐতিহাসিক স্থান গুলোতে।। (২০১০ সাল)।।
18/09/2025

মিশরের ঐতিহাসিক স্থান গুলোতে।। (২০১০ সাল)।।

Address

Jhenida
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Mshiur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category