Akash Lelin

Akash Lelin Every frame, journey,word — tells a story." Let’s live life one story at a time.

Photographer 📸 | Traveler ✈️ | Motivational Speaker 🎤 | Filmmaker 🎬
I capture emotions through my lens, discover stories through travel, and ignite hope through my words.

15/08/2025

শীতের কুয়াশায় ঢাকা রাত, হাসি-আড্ডা আর বন্ধুদের উষ্ণ ভালোবাসা—সব মিলিয়ে জমে উঠেছিল আমাদের বিশেষ পিকনিকের আয়োজন। 🎶
বাজার করা থেকে রান্না, বারবিকিউ থেকে সোলো ডান্স—প্রতিটি মুহূর্ত ছিল হাসি আর আনন্দে ভরা। এই ভিডিওতে থাকছে পুরো গল্প, আপনিও অনুভব করবেন সেই মুহূর্তের উষ্ণতা। ❤️

👉 দেখুন আর শেয়ার করুন—বন্ধুদের সাথে কাটানো সময়ই জীবনের সবচেয়ে বড় উপহার। 💌

সম্মান তাকেই কর যে তোমাকে সম্মান করে, গুরুত্ব তাকেই দাও যে  তোমাকে  গুরুত্ব দেয়।  যে তোমাকে সম্মান দেয় না গুরুত্ব দেয়...
11/08/2025

সম্মান তাকেই কর যে তোমাকে সম্মান করে, গুরুত্ব তাকেই দাও যে তোমাকে গুরুত্ব দেয়। যে তোমাকে সম্মান দেয় না গুরুত্ব দেয় না তাকে ভুল করেও সম্মান এবং গুরুত্ব দিও না।

"গুরুত্ব হারানোর মুহূর্ত"যেদিন দেখবে, তোমার চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিচ্ছে,সেদিন বুঝে নাও—তুমি আর আগের মতো নেই তার...
09/08/2025

"গুরুত্ব হারানোর মুহূর্ত"
যেদিন দেখবে, তোমার চেয়ে অন্য কিছুকে বেশি গুরুত্ব দিচ্ছে,
সেদিন বুঝে নাও—তুমি আর আগের মতো নেই তার কাছে।
ভালোবাসা কখনো চুরি হয় না,
কিন্তু অবহেলার আগুনে তা ধীরে ধীরে পুড়ে যায়।

যে হাত একদিন শুধু তোমাকেই খুঁজত,
সেই হাত যদি অন্য কোথাও থামে—
তাহলে বুঝবে, তোমার অধ্যায় শেষ হয়ে গেছে তার গল্পে।

কষ্ট হবে, ভীষণ হবে,
কিন্তু মনে রেখো—
যে তোমার মূল্য বোঝেনি, তার জন্য নিজেকে ভাঙতে নেই।
কারণ, তোমার জন্য অপেক্ষা করছে এমন কেউ,
যার কাছে তুমি শুধু গুরুত্ব নও,
তুমি হবে তার পুরো পৃথিবী।

08/08/2025
Good Night 😴 everyone
06/08/2025

Good Night 😴 everyone

বই পরো
03/08/2025

বই পরো

30/07/2025

কিছু বন্ধুত্বের গল্প শুরু হয় এক কাপ চা আর এক প্লেট পিয়াজু দিয়ে...
আজকে বাইকে করে চলে গেলাম কাজল মোড়ে, শুধুই একটু পিয়াজু খেতে।
এই ভিডিওটা সেই মজার মুহূর্তের এক টুকরো স্মৃতি।

📍 কাজল মোড়, ঝিনাইদাহ

সবুজ ঘাস, নরম হাওয়া,নিজেকে খুঁজে পেলাম পাহাড়ের ছায়ায়।
30/07/2025

সবুজ ঘাস, নরম হাওয়া,
নিজেকে খুঁজে পেলাম পাহাড়ের ছায়ায়।

Good Morning EveryOne
29/07/2025

Good Morning EveryOne

গল্প: "অচেনা পথে আলোর খোঁজে"রাহুল, শহরের এক সাধারণ যুবক। তার জীবন সীমাবদ্ধ ছিল বাসা, অফিস আর একঘেয়ে রুটিনে। প্রতিদিন একই...
28/07/2025

গল্প: "অচেনা পথে আলোর খোঁজে"
রাহুল, শহরের এক সাধারণ যুবক। তার জীবন সীমাবদ্ধ ছিল বাসা, অফিস আর একঘেয়ে রুটিনে। প্রতিদিন একই কাজ, একই মুখ, আর একই চিন্তা—জীবনটা যেন কেমন থেমে গেছে। একদিন অফিস থেকে ফেরার পথে রাহুলের চোখে পড়ে একটি পুরনো বইয়ের দোকান। হঠাৎ কী এক তাড়নায় ঢুকে পড়ে সে।

একটি ধূলিধূসরিত বইয়ের মধ্যে লেখা ছিল –
"ভ্রমণ মানুষকে জ্ঞানী করে তোলে, অভিজ্ঞতা শেখায় জীবনের প্রকৃত রূপ।"

এই লাইনটি যেন রাহুলের ভিতর কোনো নিঃশব্দ ঝড় তোলে। পরদিনই সে সিদ্ধান্ত নেয়—এই যান্ত্রিক জীবনে বিরতি চাই। সে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের উদ্দেশে।

প্রথম গন্তব্য—লেপচা গ্রাম। সেখানকার মানুষ, তাদের সহজ জীবনযাপন, পাহাড়ে হাঁটার ক্লান্তি, কুয়াশার ভিতর সূর্যোদয়—সব কিছুতেই রাহুল যেন নতুন করে বাঁচতে শেখে। এক রাতে গ্রামের এক বৃদ্ধ তাকে বললেন,
"শহরের আলোয় চোখ ঝলসে যায়, কিন্তু প্রকৃত আলো খুঁজে পেতে হলে নিজের ভেতর তাকাতে হয়।"

রাহুলের মনে হলো, এই কথাই সে খুঁজছিল এতদিন। এরপর সে আরও কয়েকটি গ্রামে যায়, পাহাড়ে ওঠে, নদীর ধারে বসে, মানুষের গল্প শোনে, নিজের জীবনের মানে খুঁজতে থাকে। শহরের চাকচিক্য আর তাড়াহুড়া থেকে বহু দূরে, সে আবিষ্কার করে নিজের ভিতরের শান্তি।

এক মাস পর যখন রাহুল ফিরে আসে শহরে, সে আর আগের রাহুল ছিল না। তার চোখে ছিল গভীরতা, মনে ছিল প্রশান্তি, আর জীবনের প্রতি ছিল এক নতুন দৃষ্টিভঙ্গি।

শেষ কথাঃ
রাহুল বুঝে যায় — সত্যিই, ভ্রমণ মানুষকে শুধু জায়গা চিনিয়ে দেয় না, বরং নিজের অচেনা দিকগুলো চিনতে শেখায়। জীবনকে দেখে নতুন চোখে, অনুভব করে গভীরভাবে।

আকাশ লেলিন

আলহামদুলিল্লাহ আমরা এখন ১ লক্ষের শক্তিশালী পরিবার!
05/10/2024

আলহামদুলিল্লাহ
আমরা এখন ১ লক্ষের শক্তিশালী পরিবার!

Address

Beparipara , Jhenaidah
Jhenida
7300

Alerts

Be the first to know and let us send you an email when Akash Lelin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category