Hat Fazilpur High School

Hat Fazilpur High School Welcome to Hat Fazilpur High School page .This page remember our past memory.When we spend our golden time this institute.

25/05/2025

ঈদ পুনর্মিলনী উৎসব-২০২৫ইং
হাট ফাজিল পুর মাধ্যমিক বিদ্যালয়, শৈলকূপা, ঝিনাইদহ।
❤️প্রিয় অঙ্গনে,প্রাণের বন্ধনে।❤️
ঈদুল আজহার ৩য় দিন মঞ্চ মাতাতে আসছেন সুদূর ঢাকা থেকে
❤️Rupkotha

25/05/2025

ঈদ পুনর্মিলনী উৎসব-২০২৫ইং
হাট ফাজিল পুর মাধ্যমিক বিদ্যালয়, শৈলকূপা, ঝিনাইদহ।
❤️প্রিয় অঙ্গনে,প্রাণের বন্ধনে।❤️
ঈদুল আজহার ৩য় দিন মঞ্চ মাতাতে আসছেন সুদূর ঢাকা থেকে Khairul Wasi

12/05/2025

১ম পুনর্মিলনী-২০২৫ইং, হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের রেজিস্ট্রেশন কার্যক্রমের সময় সীমা বৃদ্ধি করা হয়েছে।।

**রেজিস্ট্রেশন চলবেঃ ২০ই মে ২০২৫ইং পর্যন্ত*।
*
যারা বিভিন্ন কারণে এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি তাদের কে অতি দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিনীত ভাবে অনুরোধ করা যাচ্ছে।।

বিঃদ্রঃ পরবর্তীতে আর কোনো ভাবেই সময় বৃদ্ধি করা এবং রেজিস্ট্রেশন গ্রহণ সম্ভব হবে না।

ধন্যবাদান্তেঃ #আহ্বায়ক

হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক্স ও রানিং স্টুডেন্ট যারা আশেপাশে আছেন তাদেরকে দয়াকরে স্কুল মাঠে আসার জন্য অনুরোধ কর...
10/05/2025

হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক্স ও রানিং স্টুডেন্ট যারা আশেপাশে আছেন তাদেরকে দয়াকরে স্কুল মাঠে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।

১ম পুনর্মিলনী-২০২৫ইং অনুষ্ঠানের চুড়ান্ত রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ পর্যায়ে এবং পরবর্তী কার্যক্রম ও দিক নির্দেশনা নিয়ে আলোচনা অধিকতর প্রয়োজন।।

সময়ঃ
*১২ই মে ২০২৫ইং.*
রোজ সোমবার।
বিকাল ৫:০০মি.

স্থানঃ হাটফাজিলপুর স্কুল মাঠ প্রাঙ্গন।

*আলোচনা সভায় অত্র বিদ্যালয়ের শ্রদ্ধীয় সহকারী প্রধান শিক্ষক ও ১ম পুনর্মিলনী-২০২৫ইং কমিটির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থাকবেন।*

হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক্স ও রানিং স্টুডেন্ট যারা আশেপাশে আছেন তাদেরকে দয়াকরে স্কুল মাঠে আসার জন্য অনুরোধ কর...
05/05/2025

হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক্স ও রানিং স্টুডেন্ট যারা আশেপাশে আছেন তাদেরকে দয়াকরে স্কুল মাঠে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে।

১ম পুনর্মিলন‌-২০২৫ইং অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি ও চলমান কাজের ব্যাপারে আলোচনা প্রয়োজন।।

সময়ঃ আজ বিকাল ৫:০০মি.
স্থানঃ হাটফাজিলপুর স্কুল মাঠ প্রাঙ্গন।

*আলোচনা সভায় আমাদের শ্রদ্ধীয় শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত থাকবেন।*

এই মানুষটাকে কি চিনতে পেরেছেন? মনে কি পড়ে তার কথা,তার হাতের ২/৫ টাকার  ঝাল মুড়ি,মালাই,আমড়া মাখানো?পুনর্মিলনীর সম্পর্কে ত...
02/05/2025

এই মানুষটাকে কি চিনতে পেরেছেন? মনে কি পড়ে তার কথা,তার হাতের ২/৫ টাকার ঝাল মুড়ি,মালাই,আমড়া মাখানো?

পুনর্মিলনীর সম্পর্কে তাকে সব কিছু খুলে বললাম। খুড়ো এখন আর ভালো ভাবে হাটা চলা করতে পারেন না। কিন্তু ১ম পুনর্মিলনী ঈদের তৃতীয় দিন উনি আসবেন আপনাদের সবাইকে দেখতে।

আপনারা আসবেন তো, খুড়ো কে দেখতে?

Big shout out to my newest top fans! 💎 Moutusi Loskar, M.A. Karim, Md Jewel Hossain, Md Imam HossainDrop a comment to we...
30/04/2025

Big shout out to my newest top fans! 💎 Moutusi Loskar, M.A. Karim, Md Jewel Hossain, Md Imam Hossain

Drop a comment to welcome them to our community,

আলহামদুলিল্লাহ,,,,১ম পুনর্মিলনী ২০২৫ইং এর রেজিস্ট্রেশন কার্যক্রম ঝড়ের গতিতে চলছে!! রেজিস্ট্রেশন চলবে  *১২ই মে ২০২৫ইং* প...
30/04/2025

আলহামদুলিল্লাহ,,,,
১ম পুনর্মিলনী ২০২৫ইং এর রেজিস্ট্রেশন কার্যক্রম ঝড়ের গতিতে চলছে!! রেজিস্ট্রেশন চলবে *১২ই মে ২০২৫ইং* পর্যন্ত।।

💖_প্রিয় অঙ্গনে, প্রাণের বন্ধনে_💖
*আমরা আসছি, আপনি আসছেন তো??????*

অনলাইনে রেজিস্ট্রেশন করতেঃ https://forms.gle/WQ98vHHFH4GvwEhn9

এছাড়াও অফলাইনে/সরাসরি রেজিস্ট্রেশন করতেঃ

১. মৌসুমী ট্রেডার্স,
ব্রাক অফিস সংলগ্ন, মেইন রোড, হাটফাজিলপুর বাজার, শৈলকুপা ঝিনাইদহ।
মোবাইলঃ 01610 067289

২. লামিম সাইকেল স্টোর,
ইসলামী ব্যাংকের নিচে, হাটফাজিলপুর বাজার, শৈলকুপা, ঝিনাইদহ।।
মোবাইলঃ 01915 380913

৩. আলিম খেলাঘর,
IFIC ব্যাংকের সামনে, আবাইপুর রোড, হাটফাজিলপুর বাজার, শৈলকুপা, ঝিনাইদহ।।
মোবাইলঃ 01745 069155

৪. ডাক্তার ফার্মেসি,
পাঁচপাখিয়া মোড়, বাওড় রোড, হাটফাজিলপুর বাজার, শৈলকুপা, ঝিনাইদহ।
মোবাইলঃ 01761 950141

৫. মিঠুন স্টোর,
স্কুল গেট, হাটফাজিলপুর বাজার, শৈলকুপা, ঝিনাইদহ।
মোবাইলঃ 01755 470067

★১ম পুনর্মিলনী-২০২৫ইং অনুষ্ঠিত হবে *ঈদ-উল-আযাহার ৩য় দিন।*
★ রেজিস্ট্রেশন হবে ১২ই এপ্রিল থেকে ১২ই মে ২০২৫ইং পর্যন্ত।
★ রেজিস্ট্রেশন চলমান থাকবে Online এবং Offline উভয় মাধ্যমেই।
★ ১৯৮৯ থেকে ২০১৯ইং ব্যাচের রেজিস্ট্রেশন ফী ৯০০/-
২০২০ থেকে ২০২৫ইং ব্যাচের রেজিস্ট্রেশন ফী ৭০০/- এবং অতিথি আপ্যায়ন ফী ৪০০/-

বিঃদ্রঃ ০৫ বছরের অধিক বয়সের বাচ্চাদের ক্ষেত্রে অতিথি হিসেবে রেজিস্ট্রেশন আবশ্যক।।

*ধন্যবাদ*

হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয় রিইউনিয়ন-২০২৫ইংতারিখঃ **ঈদুল আযহার তৃতীয় দিন** প্রিয় প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায...
24/04/2025

হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয় রিইউনিয়ন-২০২৫ইং
তারিখঃ **ঈদুল আযহার তৃতীয় দিন**

প্রিয় প্রাক্তন শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীগণ,
আসসালামু আলাইকুম।

আপনাদের সকলের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়-এ এবারের ঈদুল আযহার তৃতীয় দিনে এক বিশেষ রিইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এটি হবে একটি আনন্দঘন দিন, যেখানে পুরনো বন্ধুদের সাথে দেখা হবে, প্রিয় শিক্ষকদের সাথে স্মৃতিচারণা করা যাবে, আর একসাথে আমরা গড়ে তুলবো আমাদের বিদ্যালয়ের নতুন ভবিষ্যৎ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হলে রেজিস্ট্রেশন আবশ্যক।
অনুগ্রহ করে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং অন্য প্রাক্তন শিক্ষার্থীদেরও রেজিস্ট্রেশনের জন্য উৎসাহিত করুন।

রেজিস্ট্রেশন লিংক / যোগাযোগের তথ্য:
https://forms.gle/WQ98vHHFH4GvwEhn9

01755 470067
01761 950141
01745 069155
01915 380913
01610 067289

চলুন সবাই মিলে এই দিনটিকে স্মরণীয় করে তুলি!
পুরনো দিনের সেই বন্ধন, আবার গড়ে তুলি নতুন আনন্দে।

– 🌹💐🔥

21/04/2025

১ম পুনর্মিলনী -২০২৫ইং, হাটফাজিলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠান উপলক্ষে আজকের আলোচনা সভা,,,,

প্রিয় অঙ্গনে, প্রাণের বন্ধনে।
আমরা আসছি, আপনি আসছেন তো????

★registration is going on...!!
Registration deadline is 12 may 2025.


আমাদের রেজিস্ট্রেশনের জন্য সকল বুথ চালু রয়েছে,আপনি বা আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধি করুন এব...
14/04/2025

আমাদের রেজিস্ট্রেশনের জন্য সকল বুথ চালু রয়েছে,
আপনি বা আপনারা দ্রুত রেজিস্ট্রেশন করে আমাদের কাজের অগ্রগতি বৃদ্ধি করুন এবং আমাদেরকে উৎসাহিত করুন।।

⭐ধন্যবাদ সবাইকে ⭐

Address

Hat Fazilpur
Jhenida

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hat Fazilpur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share