05/08/2025
রাত গভীর, শহর নিস্তব্ধ। হঠাৎ করেই আকাশ ভেঙে বৃষ্টি নামে—টুপটাপ, শান্ত সুরে।
রাফি বারান্দায় দাঁড়িয়ে। হাতে ধোঁয়া ওঠা এক কাপ চা। দূরে কোথাও একটা হারমোনিয়ামের সুর ভেসে আসে, হয়তো পাশের বাসার কেউ বাজাচ্ছে।
বৃষ্টির ফোঁটা যেন তার হৃদয়ের ক্লান্তি ধুয়ে দিচ্ছে।
মনে পড়ে, একসময় ঠিক এমন রাতে, সে আর মুনা—একই বারান্দায়, একসাথে চা খেত। এখন শুধু বৃষ্টি আছে, স্মৃতির মতো।
চুপচাপ বৃষ্টির মাঝে সে হাসে, একটুখানি। কারণ, এই বৃষ্টি তাকে আবার ভালোবাসার কাছাকাছি নিয়ে আসে।
🌧️ এখন কিন্তু বৃষ্টি হচ্ছে (১২:৩৩)