
18/07/2025
"অনামি"
নাট্যমঞ্চে আমি— এক অনামি অভিনেতা,
ক্যামেরার ফোকাস থাকে মূল চরিত্রে—
আর আমার পাঠ বিলার অংশে।
আমি যাই আসি নির্বিকার,
দৃশ্যের ভার বহন করি নিঃশব্দে।
আলো আসে, বাজে সংগীত,
আমি পেছনের চেয়ারে বসে গলা শুকাই—
সাবটাইটেলে নেই আমার নাম,
তবু প্রতিটি সংলাপে আমার শিরা কাঁপে।
নায়কের অশ্রু, নায়িকার হাসি—
সব পেছনে দাঁড়িয়ে আমি গাঁথি,
আমি সাজাই আবেগ, সংলাপ, মুখভঙ্গি—
আর দৃশ্য শেষ হলে,
দেখি, করতালিতে আমার কোনো অধিকার নেই।
পোস্টার ঝুলে শহরের দেয়ালে—
নেই সেখানে আমার একটিও অক্ষর।
তবু আমি প্রতিটি দৃশ্যপটে রয়ে যাই
একটি অনামি আত্মা হয়ে—
যে প্রতিবার নিজেকে হত্যা করে
অন্যের উল্লাসমঞ্চ সাজায়।
পর্দা নামে—
সবাই উল্লাসে মঞ্চ ছাড়ে,
আর আমি?
আমার অন্তিম সংলাপও কেউ শোনে না—
আমি ফিরি,
একটি নতুন দৃশ্যের অপেক্ষায়,
আবারও অনামি হয়ে অভিনয় করতে।
াসুদ
#আবৃত্তি #কবিতা #আবৃত্তিকার #অনামি #নাট্যমঞ্চ