অন্যমনস্ক/৯২

অন্যমনস্ক/৯২ (অন্যমনস্ক/৯২, Onnomonoshko/92)— Poetry in Voice, Journey in Thought.

🌆 "কথার শহরে" আপনাকে স্বাগতম। 🖤
🌿 আনমনা মনে আমি আপনাদের সঙ্গী।
🕊️ আপনাদের জমানো এক টুকরো ভালোবাসা পেতে চাই।
💌 ভালোবেসে দিলে, এই হৃদয়ে সযত্নে তুলে রাখবো টুকরো সেই ভালোবাসাগুলো।
🌸 ধন্যবাদ, পাশে থাকার জন্য। A space for original Bengali poetry, heartfelt recitations, and reflective audio-visual content. Here, I share what I write and voice myself — blending emotion, rhythm, and silence to create an im

mersive poetic experience.

📖 Self-written Poems
🎧 Voice-based Artistic Videos
💭 For poetry lovers, dreamers & thinkers

If you feel deeply, think quietly, and love words — you’ll feel at home in (অন্যমনস্ক/৯২,Onnomonoshko/92)

"অনামি"নাট্যমঞ্চে আমি— এক অনামি অভিনেতা,ক্যামেরার ফোকাস থাকে মূল চরিত্রে—আর আমার পাঠ বিলার অংশে।আমি যাই আসি নির্বিকার,দৃ...
18/07/2025

"অনামি"

নাট্যমঞ্চে আমি— এক অনামি অভিনেতা,
ক্যামেরার ফোকাস থাকে মূল চরিত্রে—
আর আমার পাঠ বিলার অংশে।
আমি যাই আসি নির্বিকার,
দৃশ্যের ভার বহন করি নিঃশব্দে।

আলো আসে, বাজে সংগীত,
আমি পেছনের চেয়ারে বসে গলা শুকাই—
সাবটাইটেলে নেই আমার নাম,
তবু প্রতিটি সংলাপে আমার শিরা কাঁপে।

নায়কের অশ্রু, নায়িকার হাসি—
সব পেছনে দাঁড়িয়ে আমি গাঁথি,
আমি সাজাই আবেগ, সংলাপ, মুখভঙ্গি—
আর দৃশ্য শেষ হলে,
দেখি, করতালিতে আমার কোনো অধিকার নেই।

পোস্টার ঝুলে শহরের দেয়ালে—
নেই সেখানে আমার একটিও অক্ষর।
তবু আমি প্রতিটি দৃশ্যপটে রয়ে যাই
একটি অনামি আত্মা হয়ে—
যে প্রতিবার নিজেকে হত্যা করে
অন্যের উল্লাসমঞ্চ সাজায়।

পর্দা নামে—
সবাই উল্লাসে মঞ্চ ছাড়ে,
আর আমি?
আমার অন্তিম সংলাপও কেউ শোনে না—
আমি ফিরি,
একটি নতুন দৃশ্যের অপেক্ষায়,
আবারও অনামি হয়ে অভিনয় করতে।

াসুদ



#আবৃত্তি #কবিতা #আবৃত্তিকার #অনামি #নাট্যমঞ্চ

(পুরোনো ফাইল)একটি প্রজাপতির চিঠিপ্রিয়,আজ সকালে ঘাসফুলগুলো একটু বেশিই দুলছিল—তুমি কি হেসেছিলে দূরে দাঁড়িয়ে?একটি প্রজাপতি ...
18/07/2025

(পুরোনো ফাইল)
একটি প্রজাপতির চিঠি

প্রিয়,
আজ সকালে ঘাসফুলগুলো একটু বেশিই দুলছিল—
তুমি কি হেসেছিলে দূরে দাঁড়িয়ে?

একটি প্রজাপতি এসে জানালো,
তুমি আজও আমাকে ভুলোনি।
সে ডানায় কবিতা বয়ে এনেছিল—
যেখানে আমার নাম লেখা,
তোমার নিঃশ্বাসে।

দুপুরে, এক ফোঁটা বৃষ্টি এসে
আমার কাঁধ ছুঁয়ে বললো—
“সে অপেক্ষা করছে, ঠিক আগের মতো।”
আমি আকাশের দিকে চেয়েছিলাম,
তোমার চোখের মতো রঙে রঙিন।

দিনলিপির পাতায় লিখে রাখলাম আজকের দিন—
“একটি ঘাসফুল হেসেছিল,
কারণ প্রজাপতিটা ফিরেছিল...
তোমার হয়ে।”

াসুদ

শব্দের রক্তচিহ্ন(রাজাকার: একটা শব্দ, একটা ইতিহাস) াসুদ        #কবিতা  #কবি  #কবিতাংশ
17/07/2025

শব্দের রক্তচিহ্ন
(রাজাকার: একটা শব্দ, একটা ইতিহাস)

াসুদ #কবিতা #কবি #কবিতাংশ

নাট্যমঞ্চ: রাজনীতি াসুদ          #কবিতা  #কবি  #কবিতাংশ
17/07/2025

নাট্যমঞ্চ: রাজনীতি

াসুদ #কবিতা #কবি #কবিতাংশ

16/07/2025

জীবন একটাই -এক টায় না!

াসুদ #কবিতা #কবি #কবিতাংশ

শব্দের রক্তচিহ্নরাজাকার: একটা শব্দ, একটা ইতিহাস াসুদ    #কবিতা  #কবি  #কবিতাংশ
15/07/2025

শব্দের রক্তচিহ্ন
রাজাকার: একটা শব্দ, একটা ইতিহাস

াসুদ #কবিতা #কবি #কবিতাংশ

15/07/2025

শব্দের রক্তচিহ্ন
(রাজাকার: একটা শব্দ, একটা ইতিহাস)

রাজাকার —
শব্দ নয়,
একটা রক্তাক্ত দিন,
একটা মা’র কান্না,
একটা পুড়ে যাওয়া গ্রামের ছায়া।

কিন্তু এখন?
ব্যানারে ঝুলে, মিছিলে জ্বলে,
নাম ধরে না ডাকলে যেন
নেতার ভাষণ অপূর্ণ থেকে যায়।

তারা বলে —
তুই রাজাকার!
যেন কথার বুলেট ছুঁড়ে দেয়,
চোখে আগুন, মুখে ফেনা
কিন্তু মন কোথায়, ইতিহাস কোথায়?

যে শব্দ একদিন মানে ছিলো
একটি জাতির ঘৃণা,
এখন তা হয়ে উঠেছে
তর্কের তুরন্ত তীর,
পছন্দ না হলেই –
‘তুই রাজাকারের বাচ্চা!’

শহিদের রক্ত কি শুধু রাজনীতির রঙ?
স্বাধীনতা কি দলীয় পতাকা?
আমরা কি ভুলে গেছি
সে শব্দে লুকানো ভয়, বেদনা, আত্মদাহ?

আমি বলি—
ফিরিয়ে দাও শব্দটিকে তার মূল চিত্র,
যেখানে সে কাঁদে,
জ্বলে,
আর ইতিহাসের আয়নায়
আমাদের চোখে প্রশ্ন তোলে।

াসুদ

নষ্ট সুশীল 🗿 ভদ্রতার মুখোশ
15/07/2025

নষ্ট সুশীল 🗿 ভদ্রতার মুখোশ

"তোমার আঁচলের নেশা" াসুদ
14/07/2025

"তোমার আঁচলের নেশা"

াসুদ

Address

Jhinaidaha

Telephone

+8801765525298

Website

Alerts

Be the first to know and let us send you an email when অন্যমনস্ক/৯২ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অন্যমনস্ক/৯২:

Share