31/10/2025
আচ্ছা মনে করেন,কারো সুখ দেখলে আপনার প্রচণ্ড রাগ হয়,তার নামে মিথ্যা অপবাদ দিয়েও শান্তি হয়নি,কারণ ওটাই তার ক্ষতি হয়নি, আরও হিংসে আসে মনে তাই হিংস্র হয়ে আপনি তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান যেটা তার রিজিক এর জায়গা ওটাকে দংশ করলেন, কারও বিয়ে বন্ধ করে চেহারাটা নষ্ট করে দিলেন, কারও ভালোবাসার মানুষ কে দুর করে দিলেন সম্পর্ক খারাপ করে দিলেন তাকে পাবার আশায়, কারও চাকরি নিয়ে নিলেন, কারও পড়াশোনা বন্ধ করলেন, তার শারীরিক এবং মানসিক সুস্থতা কেড়ে নিলেন — ধরেন তাকে বা তার পরিবার কাউকে বান মেরে*ও ফেললেন।
এতে আপনার কী লাভ হলো?যাকে দিয়ে করাচ্ছেন সে কি পেলো?ধরেন সে মারা গেলে কি আপনি তার জীবনের হাসিগুলো আপনার জীবনে ফুটে উঠবে?নাকি তার লাইফস্টাইল,তার তিলে তিলে সাজানো সব আপনার হয়ে যাবে?
এগুলো কিছুই হবে না। কী হবে জানেন? আপনার আজীবনের করা ইবাদত নষ্ট হয়ে যাবে।কারও জীবনের বিনিময় কি এটাই আপনার প্রাপ্তি?এটাই কি আপনার কাঙ্খিত শান্তি?
আমি কখনো এদের মাফ করিনা শুধু বলি একটু হেদায়েত দান করো ওদের ,আর বিচার এর মালিক হচ্ছে আল্লাহ।
কারো এতো বড় ক্ষতি করে সুখী হতে পারবেন বা পারছেন তো?জায়নামাজে আল্লাহর সামনে বসতে পারেন তো?রাতে আপনার চোখে স্বস্তির ঘুম আসে? জানি সব কিছু আছে কারণ মানুষ রুপে শয়তান হয়ে গিয়েছেন।তারপর ও বলবো আল্লাহ একটু ভয় পান তাওবা করুন।