Naifa's Life Time

Naifa's Life Time AssalamuAlaikum I'm Naifa slave of ALLAH.I share My thoughts & My life little moment in this page.

31/10/2025

আচ্ছা মনে করেন,কারো সুখ দেখলে আপনার প্রচণ্ড রাগ হয়,তার নামে মিথ্যা অপবাদ দিয়েও শান্তি হয়নি,কারণ ওটাই তার ক্ষতি হয়নি, আরও হিংসে আসে মনে তাই হিংস্র হয়ে আপনি তাকে ব্ল্যাক ম্যাজিক করে তার সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠান যেটা তার রিজিক এর জায়গা ওটাকে দংশ করলেন, কারও বিয়ে বন্ধ করে চেহারাটা নষ্ট করে দিলেন, কারও ভালোবাসার মানুষ কে দুর করে দিলেন সম্পর্ক খারাপ করে দিলেন তাকে পাবার আশায়, কারও চাকরি নিয়ে নিলেন, কারও পড়াশোনা বন্ধ করলেন, তার শারীরিক এবং মানসিক সুস্থতা কেড়ে নিলেন — ধরেন তাকে বা তার পরিবার কাউকে বান মেরে*ও ফেললেন।

এতে আপনার কী লাভ হলো?যাকে দিয়ে করাচ্ছেন সে কি পেলো?ধরেন সে মারা গেলে কি আপনি তার জীবনের হাসিগুলো আপনার জীবনে ফুটে উঠবে?নাকি তার লাইফস্টাইল,তার তিলে তিলে সাজানো সব আপনার হয়ে যাবে?

এগুলো কিছুই হবে না। কী হবে জানেন? আপনার আজীবনের করা ইবাদত নষ্ট হয়ে যাবে।কারও জীবনের বিনিময় কি এটাই আপনার প্রাপ্তি?এটাই কি আপনার কাঙ্খিত শান্তি?
আমি কখনো এদের মাফ করিনা শুধু বলি একটু হেদায়েত দান করো ওদের ,আর বিচার এর মালিক হচ্ছে আল্লাহ।

কারো এতো বড় ক্ষতি করে সুখী হতে পারবেন বা পারছেন তো?জায়নামাজে আল্লাহর সামনে বসতে পারেন তো?রাতে আপনার চোখে স্বস্তির ঘুম আসে? জানি সব কিছু আছে কারণ মানুষ রুপে শয়তান হয়ে গিয়েছেন।তারপর ও বলবো আল্লাহ একটু ভয় পান তাওবা করুন।

27/10/2025

নজর লাগবে বলে কতো কিছু দেখায়নি জীবনে ,তাতেই কিছু মানুষের এতো জ্বলে আপনারদের burn উনিট এ ভর্তি হতে হয়েছে । শুধু বলবো আল্লাহ আপনাদের সৎ বুদ্ধি এবং হেদায়েত দান করুক।

26/10/2025

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে দুনিয়া থেকে চলে যাওয়া ভদ্রলোক তার ভাবী কে সকাল ১১ টায় বলেছিলেন ''অতি শীঘ্রই বাড়ি ফিরবো'
সেখান থেকে ১২ টা ৩০ এ তিনি দুনিয়া ছেড়েই চলে গেলেন! বাড়ি ফিরলেন,তবে জীবিত না!

তার স্ত্রী নাকি বারবার মূর্ছা যাচ্ছেন! আজকে তিনি মানুষ টা কে বলেছিলেন যাতে বের হয়! আর আজকেই তিনি দুনিয়া থেকে চলে গেলেন!

বলা হয়েছে ৫ লাখ টাকা দিবে, আর মেট্রোরেলে চাকরি। বাংলাদেশেই আসলে 'জীবনের দাম' সবচেয়ে কম! যার যায়, সে ছাড়া আর কেউ বুঝেনা! যার যায়, সে ই বুঝে!

এমন একটা দেশে থাকি, যেখানে আপনি বলতেও পারবেন না কোন বিদায় টা আপনার 'শেষ বিদায়!'
এই যে উনি বলেছিলেন বাড়িতে ফিরবেন, পেরেছিলেন? পারেন নাই!
কাউকে শেষ বারের মতো 'বিদায়' ও দিতে পারেন নাই! উনি কি ভেবেছিলেন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার কারনে উনার প্রাণ চলে যাবে?
অনেক মানুষের সাথেই 'শেষ' দেখা হয়ে গেছে। তাই দোয়া করি আল্লাহ সবাই কে হেফাজত রাখুন সুস্থ ভালো রাখুক।
আমিন

25/10/2025

দুষ্ট সোনামণি সিমবা কথাই শুনলো না।

Address

Jigatala

Alerts

Be the first to know and let us send you an email when Naifa's Life Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share