MohammaD RakiB - محمد ركيب

MohammaD RakiB - محمد ركيب كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ
প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করেতে হবে। Assalamu Alaikum...

I am Rakib hasan. Please help by sharing this page.

This is the most important Islamic content page in my life. The main purpose of my video is to make people aware of the misconceptions about Islam. If you like my Channel then please keep supporting me . Many Many Thanks to Visit my Chanel.....

আশুরার রোজা কবে রাখতে হবে?আশুরার রোজার ফজিলত জেনে নিন"হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ...
05/07/2025

আশুরার রোজা কবে রাখতে হবে?

আশুরার রোজার ফজিলত জেনে নিন

"হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,

ফরজ নামাজের পর (নফল নামাজের মধ্যে) শ্রেষ্ঠতম নামাজ হচ্ছে গভীর রাতের নামাজ, আর রমজান মাসের রোজার পর (নফল রোজাগুলোর মধ্যে) সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হচ্ছে মুহাররম মাসের রোজা।

[মুসলিম শরীফ, হাদীস নং ২৮১৩]

আশুরার রোজা কবে রাখব?

সহীহ বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ ফাতহুল বারী-তে হাফেজ ইবনে হাজার আসকালানী রহ. লিখেছেন : আশুরার রোজা তিন স্তরের। সর্বনিম্ন স্তর হলো মুহাররমের ১০ তারিখ একদিন রোজা রাখা, এর উপরের স্তর দশ তারিখের আগে নয় তারিখেও রোজা রাখা, এর উপরের স্তর হলো নয়-দশ-এগার এ তিন দিন রোজা রাখা। [বাবু সিয়ামি ইয়াওমি আশুরা]

সে হিসাবে এ বছরের রোজার তারিখগুলো হচ্ছে:

৯ মুহাররম - ৫ জুলাই

১০ মুহাররম - ৬ জুলাই

১১ মুহাররম - ৭ জুলাই

সম্ভব হলে ৩ দিনই রাখি। যদি ২দিন রাখতে চাই তাহলে ৫ ও ৬ জুলাই কিংবা ৬ ও ৭ জুলাই রাখতে পারি। যারা ১ দিন হলেও রাখতে পারব তারা ৬ জুলাই আশুরার দিন রাখব ইনশাআল্লাহ।

আশুরার রোজার ফজিলত

আশুরার রোজা বিগত এক বছরের সগিরা গুনাহ মাফ করে দেয়।

হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বর্ণনা করেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফরজ রোজা ছাড়া অন্য যেসব দিনে রোজা রাখতেন, সেসব রোজার কোনোটিকেই আশুরার রোজার চেয়ে বেশি গুরুত্ব দিতে তাঁকে আমি দেখি নি। [বুখারী শরীফ, হাদীস নং ২০০৬]

মক্কায় থাকাকালীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সাথে সাথে আশুরার রোজা রেখেছেন, তবে তিনি তখন কাউকে এ রোজা রাখতে আদেশ করেন নি। পরে যখন মদীনায় আসলেন, তখন নিজে রাখার পাশাপাশি অন্যদেরকেও রোজাটি রাখতে আদেশ করলেন।

বুখারী ও মুসলিম শরীফের কোনো কোনো হাদীসের ভাষ্য অনুযায়ী—রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রোজাটির উপর এতই জোর দিতেন যে, একবার তিনি আশুরার দিনে মদীনার ঘরে ঘরে সংবাদ পাঠালেন যে আজ সকাল থেকে কিছু খায় নি কিংবা পান করে নি, সে যেন আজকের রোজা রাখে, আর যদি কেউ কিছু খেয়েও থাকে, তবু যেন অবশিষ্ট সময়টুকু সে না খেয়েই কাটায়। এ থেকে কেউ কেউ বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে আশুরার রোজাই ফরজ ছিল। পরে যখন রমজান মাসের রোজাই ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজাটি ঐচ্ছিক হয়ে যায়—কেউ চাইলে রাখে, কেউ রাখে না।

তাই আসুন, আমরা প্রত্যেকেই আশুরার রোজাটি রাখি। পরিবারের ছোট সন্তানদেরকেও এই রোজাটি রাখতে উৎসাহিত করি। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন।

মুহাররম ও আশুরা সম্পর্কে আরো জানতে মুসলিমস ডে'র ব্লগপোস্ট পড়ুন:

29/06/2025
সাধারন একটা ছবি তাই না? এই ছবি দেখে কি বুঝলেন!? যিনি পুরো জগত সৃষ্টি করলেন,তাকে কিভাবে কেউ তৈরি করবে!?"You can never cre...
29/06/2025

সাধারন একটা ছবি তাই না? এই ছবি দেখে কি বুঝলেন!? যিনি পুরো জগত সৃষ্টি করলেন,তাকে কিভাবে কেউ তৈরি করবে!?

"You can never create your creator".

28/06/2025

একজন সৎ মেকানিকের গল্প, যিনি প্রতিদিন আল্লাহকে ভয় করে কাজ করেন।

26/06/2025

গরিব সাহাবির কান্নায় কেঁদে ফেললেন রাসূল ﷺ!"

25/06/2025

রাস্তা ঘাটে কতো ধরনের কতো কিছু ঘটে।

25/06/2025

সত্য বলায় চাকরি হারালো! কিন্তু আল্লাহ যা দিলেন, কেউ ভাবতেও পারেনি…”

রাতের ফটোগ্রাফি।স্থানঃ ঢাকা, বাংলামোটর।Click: MohammaD RakiB - محمد ركيب
24/06/2025

রাতের ফটোগ্রাফি।
স্থানঃ ঢাকা, বাংলামোটর।
Click: MohammaD RakiB - محمد ركيب

31/12/2023

🤣🤣😂😂 বন্ধুত্ব

30/10/2023

বাংলাদেশে যেন নিম্নের হাদীসের বাস্তবতা চলছে,,,
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঐ সত্তার কসম, যার হাতে আমার প্রাণ! মানুষের নিকট এমন এক সময় আসবে, যখন হ*ত্যাকারী জানবে না যে, সে কেন হ*ত্যা করেছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে, কেন তাকে হ*ত্যা করা হয়েছে। (মুসলিম ২৯০৮)

14/10/2023

ঘুম থেকে নামাজ উত্তম

14/10/2023

শ্রদ্ধেয় আরিফ আজাদ ভাইয়ের ১৮ টি মূল্যবান বাণী। যা আমাদের সবার জন্য অনুপ্রেরণা!

১. ব্যস্ততার দোহাই দিয়ে আপনি আসলে সালাত ত্যাগ করছেন না, নিজের আখিরাত ধ্বংসের আয়োজন করছেন।

২. ভোরের পাখি আর ভোরের সূর্য দুটোই যদি আপনার আগে জেগে যায়, তাহলে জীবন নিয়ে জরুরীভাবে ভাবতে বসুন।
জীবনের সত্যিকারের গতি থেকে আপনি ইতিমধ্যেই বিচ্যুত হয়ে পড়েছেন।

৩. আল্লাহ যার অভিভাবক তার কপালে দুশ্চিন্তার ভাঁজ থাকতেই পারেনা।

৪. রাতের অন্ধকারে আল্লাহকে ডাকুন, তিনি দিনের আলো দিয়ে আপনার জীবনকে রাঙিয়ে দিবেন।

৫.আজ যদি সত্যি আমার মৃত্যু হয়, আমি কি তাহলে আল্লাহর সামনে দাড়ানোর জন্য প্রস্তুত??

৬. আল্লাহ সুবহানা ওয়া তায়ালা ইবলিসকেও ফিরিয়ে দেন নি, আমরা কেন ভাবছি যে তিনি আমাদের ফিরিয়ে দিবেন, নিরাশ করবেন।

৭.. 'তুমি যখন হারামে ডুব দিবে, হারাম জিনিসকে পছন্দ করা শুরু করবে, তখন হালাল জিনিসকে তোমার কাছে ভালো লাগবে না। বিরক্তিকর লাগবে। এটাই স্বাভাবিক।

৮. রাগী মানুষ কোন কিছুতেই জিততে পারেনা। ধৈর্য্যশীলরা সর্বদা জিতে যায়, সেটা দুনিয়া আর আখিরাত দুই জায়গাতেই..

৯.দ্বীনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা, সেটা হলো হারাম রিলেশনশিপ।

১০.. আগামীকাল থেকে ভালো হয়ে যাবো, আপনাকে দ্বীন বিমুখ রাখতে শয়তানের সবচেয়ে বড় শক্তিশালী অস্রগুলোর একটা৷
আগামীকাল যে আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন না। এই নিশ্চয়তা আপনাকে কে দিলো। ভালো হওয়ার এখনই সুযোগ, এই মূহুর্ত থেকেই।

১১. চারপাশের সবাই দুনিয়া খুঁজে, আপনি না হয় আখিরাত খুঁজলেন।

১২. নিজেকে আপনি যেরকম পরিবর্তন করবেন, দিনশেষে আপনার জীবন সেরকম আকৃতি পাবেন।

১৩. রিকশাওয়ালাকে সালাম দিতে যদি আপনার সাহেবিপনায় আঘাত লাগে, মনে খচ খচ করে, তাহলে অতি অবশ্যই আপনার আত্মার চিকিৎসা করা দরকার।

১৪. কচুপাতার ওপর জমে থাকা শিশির বিন্দুর মতোই ঠুনকো মানুষের জীবন। হালকা বাতাসে পাতা দুলালেই গড়িয়ে পড়ে নিঃশেষ হয়ে যায়।

১৫.কারো কটু কথা, কটু বাক্য এবং অপমানের বিপরীতে সবরের চাইতে মোক্ষম জবাব আর কিছুই হতে পারেনা।

১৬. মাটির উপর যতটা ভালে কাজ করবেন, মাটির নিচে ততটা ভালো থাকবেন।

১৭. দু'আ— আপনার হাতে থাকা সবচেয়ে কার্যকরী হাতিয়ার।

১৮. আমাদের আত্মার যে খোরাক সেটা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের সুখী হওয়াটা নিছক অভিনয় মাত্র। সুখ নয়।

Address

Jigatala

Alerts

Be the first to know and let us send you an email when MohammaD RakiB - محمد ركيب posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MohammaD RakiB - محمد ركيب:

Share

Category