Sadrul Arefin - Thd Bird Keeper

Sadrul Arefin - Thd Bird Keeper ফিঞ্চ,লাভবার্ড, ককাটিয়েল,বাজরিগার সহ বিভিন্ন প্রজাতির পালন, প্রজনন এবং যত্নের সেরা গাইড!
(1)

ভিটামিন A পাখির শ্বাসতন্ত্র, চোখ, ঠোঁট, পালক ও ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।গাজর, কুমড়া, মিষ্টি আলু, পালংশা...
10/12/2025

ভিটামিন A পাখির শ্বাসতন্ত্র, চোখ, ঠোঁট, পালক ও ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গাজর, কুমড়া, মিষ্টি আলু, পালংশাক ইত্যাদি নিয়মিত দিলে পাখির ভিটামিন এ এর ঘাটতি পূরন করা সম্ভব।

শুধু সিডমিক্স নয়—সফটফুডে সবজি + ফল দেয়ার চেস্টা করবেন।

কোন কোন সবজি এবং ফল ভিটামিন এ সমৃদ্ধ তার একটা ছোট লিস্ট দিলাম। কোন কিছু বাদ গেলে কমেন্টে জানাতে ভুলবেন না।😊

সবজিঃ

গাজর
মিষ্টি কুমড়া / কুমড়ার বীজ
মিষ্টি আলু
পালং শাক
কলমি শাক
ব্রকলি

ফলঃ

আম
পেঁপে
কমলা (অল্প পরিমাণ)
আপেল (ছোট টুকরো)

Pellet food (high-quality) — এতে balanced Vitamin A থাকে।
লাল/কমলা রঙের সবজিতে সাধারণত A-এ বেশি।

আমন্ত্রণ রইলো পরবর্তী পোস্টে😊
ধন্যবাদ সবাইকে

📌 জানার কোন শেষ  নাই!
10/12/2025

📌 জানার কোন শেষ নাই!

📌 জেনে রাখুন
09/12/2025

📌 জেনে রাখুন

পাখির ক্ষত বা কাটা ছিড়ায় flucloxacillin + Amoxicilin + Cavulanic Acid দিয়ে ট্রিটমেন্ট করাটা বলদামী ছাড়া কিছুই না। জাস্ট ...
08/12/2025

পাখির ক্ষত বা কাটা ছিড়ায় flucloxacillin + Amoxicilin + Cavulanic Acid দিয়ে ট্রিটমেন্ট করাটা বলদামী ছাড়া কিছুই না। জাস্ট বলদামী। যেমনটা, ফাংগাল ইনফেকশনে এমোক্সাসিলিন + ক্লাভুলিনিক এসিড দেয়ার মতো 😜

Flucloxacillin + Amoxicillin/Clavulanic acid একসাথে দেওয়া সাধারণত প্রয়োজন হয় না, এবং অনেক ক্ষেত্রে কোনো অতিরিক্ত উপকার দেয় না—বরং ঝুঁকি বাড়ায়।

✅ Flucloxacillin, Amoxicillin এবং Clavulanic acid একসাথে দিলে কী হয়?

১। Flucloxacillin ও Amoxicillin-Clavulanic Acid (Augmentin)– দুটোই gram-positive ব্যাকটেরিয়া, বিশেষ করে Staph–এর ওপর কাজ করে।

Flucloxacillin → বিশেষভাবে Staphylococcus aureus (penicillinase-producing) এর জন্য

Amoxicillin + Clavulanic acid → broader; gram-positive + gram-negative দুটোতেই

➡️ একসাথে দিলে Staph-এর ওপর বাড়তি কোনো “double effect” হয় না।

২। একসাথে দিয়ে ক্ষত শুকানোর গতি বাড়ে না

ক্ষত নির্ভর করে:
ইনফেকশনের ধরন
কোন জীবাণু আছে
debridement / cleaning
পুষ্টি, রক্তসঞ্চালন

➡️ অ্যান্টিবায়োটিক দ্বিগুণ করলেই ক্ষত দ্রুত শুকায়—এমন ধারণা ভুল।

সাধারণত,

Skin infection (cellulitis, infected cut)
Boil / abscess
Wound infection by gram-positive bacteria

➡️ Flucloxacillin-ই একা যথেষ্ট হয়।

৪। অতিরিক্ত ঝুঁকি (Disadvantages)

❗ অপ্রয়োজনীয় ডাবল অ্যান্টিবায়োটিক = পার্শ্বপ্রতিক্রিয়া বেশি

ডায়রিয়া
বমি
অ্যালার্জিক র‍্যাশ
লিভার এনজাইম বেড়ে যাওয়া (বিশেষ করে Augmentin)
Antibiotic resistance (সবচেয়ে বড় সমস্যা)

❗ Augmentin-এর লিভার টক্সিসিটি flucloxacillin-এর সাথে বাড়তে পারে

❗ পেটের সমস্যা, খাওয়া কমে যাওয়া

কখনো কি দুইটি একসাথে প্রয়োজন হতে পারে? (Rare cases)

সাধারণত না হলেও—

mixed infection (gram-positive + gram-negative দুই ধরনের ব্যাকটেরিয়া)
deep bite wounds
diabetic foot infection (moderate to severe)

ডাক্তার যদি ল্যাব টেস্টের মাধ্যমে কনফার্ম হোন যে, শুধু ফ্লুক্লক্সাসিলিন এ কাজ হবে না তাহলে এমোক্সাসিলিন এড করতে পারেন। নির্ভর করে রোগের মাত্রা, রোগীর সহনশীলতার উপর।

➡️ কিন্তু তবুও সাধারণত Augmentin একাই দেওয়া হয়। Flucloxacillin rarely add-on হয়।

ফাইনাল কথা, কিন্তু এই ২ টা সেইম এন্টিবায়োটিক দিয়ে ক্ষতের চিকিৎসা অজ্ঞতার পরিচয়।

📌 সাপ্লিমেন্ট নির্ভরতা মানে সাময়িক সফলতা
08/12/2025

📌 সাপ্লিমেন্ট নির্ভরতা মানে সাময়িক সফলতা

মনে রাখবেন, প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম
07/12/2025

মনে রাখবেন, প্রতিকারের চাইতে প্রতিরোধই উত্তম

ভেবে দেখেছেন⁉️
07/12/2025

ভেবে দেখেছেন⁉️

অনেকে প্রশ্ন করেন, metronidazole ও এন্টিবায়োটিক । তাহলে অন্যান্য এন্টিবায়োটিকের সাথে পার্থক্য কি? Metronidazole আসলেই এক...
07/12/2025

অনেকে প্রশ্ন করেন, metronidazole ও এন্টিবায়োটিক । তাহলে অন্যান্য এন্টিবায়োটিকের সাথে পার্থক্য কি?

Metronidazole আসলেই একটি অ্যান্টিবায়োটিক—কিন্তু সব অ্যান্টিবায়োটিকের মতো সাধারণ ব্যাকটেরিয়ার ওপর এটি কাজ করে না। এ কারণে এটিকে একটু ভিন্ন শ্রেণির অ্যান্টিবায়োটিক বলা হয়।

✅ Metronidazole-এর প্রধান পার্থক্য

১। এটি শুধু অ্যানেরোবিক ব্যাকটেরিয়া (যারা অক্সিজেন ছাড়া বাঁচে) ও কিছু প্রটোজোয়ার ওপর কাজ করে

অন্য বেশিরভাগ অ্যান্টিবায়োটিক (যেমন amoxicillin, azithromycin, ciprofloxacin) অনেক ধরনের ব্যাকটেরিয়ার ওপর কাজ করে।

কিন্তু metronidazole কাজ করে—

Anaerobic bacteria
Protozoa যেমন Giardia, Entamoeba, Trichomonas

তাই এটি সাধারণ ঠান্ডা-কাশি, গলা ব্যথা, নিউমোনিয়া, সাইনাস—এগুলোর ব্যাকটেরিয়ার ওপর কাজ করে না।

২। এটি ব্যাকটেরিয়ার DNA নষ্ট করে

অন্যান্য অনেক অ্যান্টিবায়োটিক—

cell wall প্রেসার করে (যেমন penicillin),
protein synthesis বন্ধ করে (যেমন azithromycin),
metabolism ব্লক করে (যেমন sulfonamides)

কিন্তু metronidazole ব্যাকটেরিয়ার DNA সরাসরি ভেঙে দেয়, যা একটি আলাদা মেকানিজম।

এটা অনেক সময় combo therapy তে ব্যবহার হয়

Metronidazole প্রায়ই অন্য অ্যান্টিবায়োটিকের সাথে মিশিয়ে দেওয়া হয়—যেমন:

H. pylori treatment
Certain abdominal infections
Bacterial vaginosis

যাতে aerobics + anaerobics দুই ধরনের germ-ই মারা যায়।

এ বিষয়ে আর কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন।

ধন্যবাদ সবাইকে🥰

📌ভেবে দেখবেন
06/12/2025

📌ভেবে দেখবেন

06/12/2025

৭০ গ্রামের পাখিকে ২৫০ গ্রাম এন্টিবায়োটিক দেয়া মানে

"Unmanaged Multi-Drug Protocol"

ক্যাংকার কী?ক্যাংকার মূলত Trichomonas gallinae নামক এক ধরনের প্রোটোজোয়া পরজীবীর সংক্রমণ। এটি মূলত কবুতর, ঘুঘু, ককাটেল, ব...
06/12/2025

ক্যাংকার কী?

ক্যাংকার মূলত Trichomonas gallinae নামক এক ধরনের প্রোটোজোয়া পরজীবীর সংক্রমণ। এটি মূলত কবুতর, ঘুঘু, ককাটেল, বাজি, ফিঞ্চ প্রজাতির পাখিদের মধ্যে বেশি দেখা যায়। সংক্রমণ মুখ, গলা, ক্রপ, ও খাদ্যনালীতে হলুদ/সাদা ক্ষত (lesion) তৈরি করে।

আমরা অনেকেই হয়তো জানি না, ক্যাংকার মানুষেরও হয়। তবে সেটা ক্যাংকার হিসেবে পরিচিত না। যাই হোক, এটা ছিলো আজাইরা আলাপ😁

১. ক্যাংকার হওয়ার কারণ

প্রোটোজোয়া Trichomonas gallinae–এর সংক্রমণই একমাত্র কারণ।

সংক্রমিত পাখির মুখ বা ক্রপ থেকে সরাসরি সংস্পর্শে।

সংক্রমিত পাখির খাবার, পানি, খেলনা, ফিডার শেয়ার করা।

“crop milk” দ্বারা বাচ্চাদের মধ্যে ছড়ায় (কবুতরের ক্ষেত্রে বেশি)।

অপরিষ্কার ড্রিঙ্কার/ফিডার।

স্যাঁতসেঁতে, উষ্ণ পরিবেশ (পরজীবীর জন্য আদর্শ বংশবিস্তার ক্ষেত্র)।

স্ট্রেসড পাখি (পরিবেশগত চাপ, খাঁচার ঘনত্ব, খাবারের অভাব)।

অনিয়ন্ত্রিত বন্য পাখির সংস্পর্শ।

২. লক্ষণ (Symptoms)

👉 প্রাথমিক লক্ষণ

মুখে হলুদ/সাদা পিণ্ডের মতো লেজন (cheesy plaques)
খাবার গিলতে সমস্যা
মুখ দিয়ে বাজে গন্ধ
অতিরিক্ত লালা ঝরা

দ্বিতীয়িক লক্ষণ

ওজন কমে যাওয়া
নিস্তেজ ও ঘুমঘুম ভাব
ডানার পালক ফুলিয়ে রাখা
শ্বাসের শব্দ অস্বাভাবিক হওয়া (যদি গলা অবরুদ্ধ হয়)
খাওয়া বন্ধ হয়ে যাওয়া

মারাত্মক পর্যায়ের লক্ষণ

গলা পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া
পানিশূন্যতা
শ্বাসকষ্ট
মৃত্যুহার অত্যন্ত বেশি, বিশেষত বাচ্চাদের ক্ষেত্রে।

৩. প্রতিকার (Treatment & Management)

প্রাথমিক চিকিৎসা

মুখের ভেতরের হলুদ পিন্ডটি জোর করে তুলে ফেলা যাবে না, এতে রক্তপাত/আঘাত এবং মৃত্যুঝুঁকি থাকে।
খাবার নরম করে দিতে হবে (soft food/dry food soaked)।
স্যালাইন/ইলেকট্রোলাইট দিয়ে ডিহাইড্রেশন কমানো।
পাখিকে আলাদা করে রাখতে হবে (Isolation)।

চিকিৎসা:

প্রথমেই বলে রাখি, আমি কোন ভেট ডাক্তার নই। আমার কোন সার্টিফিকেটও নেই। তবে দীর্ঘ ২৪ বছরের পাখি পালনের অভিজ্ঞতা এবং বিভিন্ন জার্নাল + অভিজ্ঞদের সাথে কথা বলে নিজের প্রয়োজনে কিছু শিখেছিলাম। সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি😊

Metronidazole / Ronidazole / Carnidazole প্রোটোজোয়া নির্মূলে প্রচলিত ওষুধ।
সাধারণত ৫–৭ দিন কোর্সে ব্যবহার করা হয়।
বাচ্চা বা দুর্বল পাখির ক্ষেত্রে ওষুধ খুব সতর্কতার সঙ্গে দিতে হয়।

মনে রাখবেন, ক্যাংকার একটি প্রোটজোয়া। এটা ব্যাকটেরিয়া নয়। সুতরাং, প্রোটোজোয়া এবং ব্যাকটেরিয়ার ট্রিটমেন্ট এক হয় না। এক্ষেত্রে এন্টি-ব্যাকটেরিয়াল মে/ডি/সিন ব্যবহারে বিরত থাকুন।না হলে পাখির ইমিউনিটি ফল করে বিপদে পড়তে পারেন।

এ ব্যাপারে আমার ব্যক্তিগত ব্যবস্থা -

পাখিকে ব্রিডে দিলে ডিম দেয়ার আগে

১। হেমিকো পি এইচ ১ এম এল / লিটার পানিতে ৫ দিন

২। টু প্লাস ১ এম এল + ডাইরোভেট ১ গ্রাম / লিটার পানিতে ৫ দিন

প্যারেন্টসের ক্যাংকারের সম্ভাবনা অনেকটা কমে যাবে এবং বাচ্চাতেও ছড়ানোর ঝুঁকি কমে যাবে।

সাপোর্টিভ কেয়ার

পরিষ্কার, হালকা উষ্ণ পানি দেয়ার চেস্টা করবেন। বিশেষ করে শীতকালে। দিনে অন্তত ২ বার পানি পরিবর্তন করবেন।
হিট ল্যাম্প/ওয়ার্ম কর্নার এর ব্যবস্থা রাখতে পারেন।(ঠান্ডায় সংক্রমণ বাড়ে)।
A ও B-complex থাকে এমন খাবার দিবেন।

৪. প্রতিরোধমূলক ব্যবস্থা (Prevention)

প্রতিদিন খাবার ও পানি পরিবর্তন।
ফিডার ও ড্রিঙ্কার গরম পানি বা mild disinfectant দিয়ে ধোয়া।
খাঁচায় বেশি পাখি না রাখা (overcrowding এ ঝুঁকি বাড়ে)।
বন্য পাখির সংস্পর্শ কমানো।
নতুন পাখিকে ১৪ দিন Quarantine।

মনে রাখবেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। এই প্রতিরোধ করা আপনার পক্ষেই সম্ভব।

সবাইকে ধন্যবাদ🥰

Address

Tali Office Road, Rayerbazar
Jigatala
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadrul Arefin - Thd Bird Keeper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share